MURAD HASAN

MURAD HASAN Digital Marketing || YouTube SEO| Youtube Ads | Facebook Ads| Google Ads| Social media Marketing ||

🚀 Want to Rank Your YouTube Videos on Page 1? Let’s Make It Happen! 🎯Are your YouTube videos struggling to get the views...
29/03/2025

🚀 Want to Rank Your YouTube Videos on Page 1? Let’s Make It Happen! 🎯

Are your YouTube videos struggling to get the views and engagement they deserve? The secret to success isn’t just great content—it’s powerful SEO strategies that help you reach the right audience and rank higher in search results! As a YouTube SEO Expert, I can help you achieve top rankings, higher engagement, and more organic growth. ✅

🔥 What I Offer:
✅ Rank Your Video on Page 1 – Get maximum exposure & reach the top!
✅ High-Ranking Tags & Meta Tags – Optimized for YouTube’s algorithm.
✅ vidIQ Score 95+% – Ensuring a strong SEO foundation.
✅ Keyword Research – Target the best keywords for your niche.
✅ SEO-Friendly Titles & Descriptions – Write compelling content that ranks.
✅ Detailed Audit Reports – Know what’s working & where to improve.

📈 Why You Need YouTube SEO?
🔹 The first 24-72 hours are crucial for triggering the algorithm.
🔹 Proper SEO optimization boosts organic reach & suggested video rankings.
🔹 A well-optimized video increases watch time, engagement, and subscribers.

💡 You create the content, I’ll handle the SEO magic! Whether you're a content creator, business, or brand, I’ll help you get more visibility and grow your YouTube channel effectively.

🔹 Let’s work together! 📩 DM me or comment "SEO" to get started. 🚀

17/01/2024
ব্যর্থ হওয়ার ভয়...ব্যর্থতা থেকেও ভয়াবহ ব্যর্থতার ভয় মানুষের বড় লক্ষ্য পূরণের পথে সবচেয়ে বড় বাধা। প্রত্যেকেই জীবনে বড় কিছ...
17/01/2024

ব্যর্থ হওয়ার ভয়...ব্যর্থতা থেকেও ভয়াবহ

ব্যর্থতার ভয় মানুষের বড় লক্ষ্য পূরণের পথে সবচেয়ে বড় বাধা। প্রত্যেকেই জীবনে বড় কিছু করার স্বপ্ন দেখে কিন্তু বেশিরভাগই সেই স্বপ্ন পূরণ করার কাজ শুরুই করতে পারেন না। কারণ একটাই....ব্যর্থ হওয়ার ভয়।

এই ছোট্ট জীবনে কোন মানুষ ব্যর্থ নয়....প্রতিমুহুর্তে উদ্যোগ নিন...হয় আপনি জিতবেন, নয় শিখবেন।

🔸Freelancing মানেই একটা শান্তির পেশা যেখানে কোনো চাপ পেইন নাই... 🔸রিলাক্স মুডে থাকা যায়🥰🔸নিজের জন্য বেস্ট জব যাচাই করতে ...
10/01/2024

🔸Freelancing মানেই একটা শান্তির পেশা যেখানে কোনো চাপ পেইন নাই... 🔸রিলাক্স মুডে থাকা যায়🥰
🔸নিজের জন্য বেস্ট জব যাচাই করতে গেলে আমি মনে করি এটাই সেরা পেইনমুক্ত পেশা 💁‍♀️
🤷‍♀️যারা চায় একটা মন মতো কাজ করতে & ভালো ইনকাম করতে এবং নিজের 🔸কাজের পাশাপাশি আরো কিছুটা বাড়তি ইনকাম করতে তাদের জন্য freelancing টাই সেরা ☺️💖
✨তাছাড়া বেকারত্ব দূর করতে ও নিজের সপ্নগুলো পূরণ করার পিছনে freelancing বিষয়টির যথেষ্ট অবদান রয়েছে ☺️

⚠️Partner Monitization Policy Issue⚠️আপনাদের মধ্যে যারা ফেসবুক নিয়ে কাজ করেন বলতে গেলে তাদের এই সমস্যাটি একদম কমন সমস্য...
10/01/2024

⚠️Partner Monitization Policy Issue⚠️

আপনাদের মধ্যে যারা ফেসবুক নিয়ে কাজ করেন বলতে গেলে তাদের এই সমস্যাটি একদম কমন সমস্যা ।
আসেন আপনাদের permanent solution দিই ।

💲এখন আসেন এই পলিসি ইস্যু কেন আসে -

🥱১/ পলিসি ইস্যু আসার প্রথম কারণ হতে পারে আপনার পেইজের সেটাপ অর্থাৎ প্রোফাইল পিকচার, ফেসবুক কাভার ফটো থেকে শুরু করে শেষ পর্যন্ত যত গুলা সেটিংস আছে তার সবগুলা সঠিক ভাবে ফিলাপ করতে হবে । যদি ভালোভাবে সেটআপ না করা হয় তবে পলিসি আসতে পারে ।

😐২/ পেইজে অন্যের কনটেন্ট অর্থাৎ অন্যের বানানো ভিডিও বা নিজের তৈরি ভিডিও তে অন্য কারো মিউজিক এড করে পাবলিশ করলে পলিসি ইস্যু আসতে পারে।

😵‍💫৩/ ভিডিও upload করার পর অতিরিক্ত মাত্রায় বিভিন্ন গ্রুপে ভিডিও শেয়ার করলে।

🤐৪/ ফেসবুকে পোস্ট করা যায় না যেকোনো ধরনের কন্টেন্ট যেমন পর্নোগ্রাফি, হেটস্পিচ, হেটফুল কন্টেন্ট, হেটস্পিচ বা হেটফুল ইমেজ, বিজ্ঞাপন বা কোন প্রতারণামূলক কন্টেন্ট। এইসকল কনটেন্ট পোস্ট করলে পলিসি ইস্যু আসতে পারে।

🧱👊 পলিসি ইস্যু রিমভ করবেন কিভাবে জেনে নেন-

🫴ফেসবুকের Facebook Partner Monetization Policies এই সমস্যা থেকে সমাধান পাওয়ার জন্য আপনাকে প্রতিদিন কমপক্ষে ১০ মিনিটের লাইভ ভিডিও প্রচার করতে হবে। তবে লাইভ ভিডিওটি অবশ্যই আপনার এডমিন আইডি থেকে পেইজে সরাসরি প্রচার করতে হবে।
এই সমস্যা থেকে সমাধান পাওয়ার জন্য যতদিন পর্যন্ত আপনার সমস্যাটি সমাধান হচ্ছে না ততদিন আপনাকে লাইভ ভিডিও করতে হবে। তবে আপনি চাইলে দিনে ১-২ অথবা ৩টি লাইভ ভিডিও করলেও কোনো সমস্যা নেই।
লাইভ ভিডিও করার পাশাপাশি প্রতিদিন আপনাকে নিজের তৈরি ভিডিও আপলোড করতে হবে। যাতে করে ফেসবুকের কাছে মনে হয় আপনার পেজটি আসলেই রিয়েল।
এখন অনেকেই প্রশ্ন করতে পারেন কতদিন লাইভ ভিডিও চালিয়ে যেতে হবে। টানা ৭ দিন লাইভ করে পেজ আগের অবস্থায় ফিরিয়ে আনা যায় । আবার ১২ থেকে ১৫ দিনও লাইভ করা লাগে ফেসবুক পেজটি ঠিক করতে। তাই আপনিও ফেসবুক পেজটি পলিসি ভায়োলেশন রিমুভ না হওয়া পর্যন্ত লাইভ করতে থাকুন একদিন দেখবেন অটোমেটিক আপনার সমস্যাটি সমাধান হয়ে গেছে।
👁️ কি ধরনের লাইভ ভিডিও আপলোড করতে হবে?
আপনি যেকোনো ধরনের লাইভ ভিডিও করতে পারেন তবে সেটি ফেস দেখিয়ে করতে হবে। প্রথমদিকে ভিডিও শুরুর সময় আপনার ফেস দেখিয়ে আপনি প্রাকৃতিক কোনো দৃশ্য, খেলাধুলা অথবা ট্রাভেল বিষয়ক যেকোনো লাইভ করতে পা

বাংলাদেশে যদি 'সাড়ে ছয়' লক্ষ ফ্রিল্যান্সার সফল হতে পারে তাহলে আপনি কেন পারবেন না। আপনি ও পারবেন💪তবে আপনার সঠিক সময়ে স...
08/01/2024

বাংলাদেশে যদি 'সাড়ে ছয়' লক্ষ ফ্রিল্যান্সার সফল হতে পারে তাহলে আপনি কেন পারবেন না।

আপনি ও পারবেন💪

তবে আপনার সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকতে হবে।
আপনি চাকরিজীবী হন, বেকার হন, যে কোন পেশায় থাকেন না কেন। যে কোন চাকরি করেন না কেন। চাইলে আপনিও একজন দক্ষ ফ্রিল্যান্সার হতে পারবেন। 😊
অযথা সময়টাকে নষ্ট না করে। আপনার মূল্যবান সময়টা কাজে লাগান, 🤟 হয়ে ঊঠুন একজন দক্ষ ফ্রিল্যান্সার।


12/11/2023

আপওয়ার্ক এ সঠিক ক্লায়েন্ট খুঁজে পাবেন কিভাবে?

আমরা আপওয়ার্ক এ প্রপোসাল পাঠানোর সময় বা বিড করার সময় ক্লায়েন্ট এর আগের জব হিস্ট্রি বা ক্লায়েন্ট সম্পর্কে কিছু চেক না করেই বিড করে ফেলি, যার জন্য আপওয়ার্ক এ প্রচুর বিড করার পর ও আমরা অনেক সময় কাজ পাই না। আজ আমরা জেনে নিবো আপওয়ার্ক এ প্রপোসাল পাঠানোর আগে এ সঠিক ক্লায়েন্ট চিনবেন কিভাবে?

১. ক্লায়েন্ট এর হায়ার রেট (%):
আপওয়ার্ক এ যেকোনো জব এ ক্লিক করলে হাতের ডান পাশে ক্লায়েন্ট এর প্রিভিয়াস অনেক ইনফরমেশন দেয়া থাকে। দেখে নিন ক্লায়েন্ট এর হায়ার রেট কত পার্সেন্ট। কোনো ক্লায়েন্ট এর হায়ার রেট ৬০% মানে ওই ক্লায়েন্ট ১০০ টি জব পোস্ট করলে ৬০টি জব এ কাউকে না কাউকে হায়ার করে। অনেক ক্লায়েন্ট এর স্বভাব এমন হয়, অনেক জব পোস্ট করে কিন্তু পছন্দের ফ্রিল্যান্সার খুঁজে পায় না, তাই সচরাচর হায়ার করে না। এমন ক্লায়েন্ট এর জব এ বিড করলে আপনি যত ভালো কভার লেটার লিখেন না কেন হায়ার করার চান্স কম থাকবে। তাহলে কেনই বা আপনি আপনার পেইড কানেক্ট নষ্ট করবেন বিড করে। তাই বিড করার আগে দেখে নিন ক্লায়েন্ট এর হায়ার রেট ৭০% এর উপর আছে কিনা।

২. ক্লায়েন্ট এর অ্যাভারেজ আওয়ারলি রেট:
এটি হলো ক্লায়েন্ট প্রিভিয়াস ফ্রিল্যান্সারদের হায়ার করার সময় অ্যাভারেজ কত ডলার আওয়ারলি রেট এ হায়ার করে। আমাদের প্রোফাইল এ আমাদের যোগ্যতা ও এক্সপেরিয়েন্স অনুযায়ী আওয়ারলি রেট দিয়ে থাকি। ধরা যাক আমার প্রোফাইল এর আওয়ারলি রেট ১৫/hr (ঘন্টায় ১৫ ডলার), এখন একটা আওয়ারলি বেসিস কাজে বিড করার সময় আমরা ক্লায়েন্ট এর অ্যাভারেজ আওয়ারলি রেট চেক না করেই আমাদের প্রোফাইল এ দেয়া রেট এ বিড করি। ধরা যাক ক্লায়েন্ট এর অ্যাভারেজ আওয়ারলি রেট হলো ৭ ডলার, অর্থাৎ আগের ফ্রীলান্সারদের তিনি এই রেট এই হায়ার করেছেন। তো আপনি সেটা না দেখে আপনার প্রোফাইল এ দেয়া ১৫ ডলার / hr এ বিড করলে অবশ্যই আপনার কাজটি পাওয়ার চান্স কম থাকবে। তাই বিড করার আগে ক্লায়েন্ট এর অ্যাভারেজ আওয়ারলি রেট দেখে তার কাছাকাছি এমাউন্ট এ বিড করুন।

বি.দ্র: পরবর্তি কোন পোস্টে বাকি বিষয় লেখার চেস্টা করবো।

ছবি: কস্টের জিবন যাপন খাসিয়া পুঞ্জি শ্রীমঙ্গল।

05/11/2023

ফাইভার আইপি সংক্রান্ত আলোচনা (A-Z)

ফাইভারে অ্যাকাউন্ট ব্যান হওয়ার পেছনে, অন্যতম একটি কারগুলোর মধ্যে এটি একটি ধরা হয়। কিন্তু শুনলে হয়তো অবাক হবেন যে, আইপি সমস্যা দেখিয়ে ফাইবার কখনো একাউন্ট ব্লক করে না। তারা সাধারনত মাল্টিপল ফাইভার একাউন্ট ব্যবহারের অপরাধে, অ্যাকাউন্ট ব্লক করে থাকে। আর এই একাধিক একাউন্টের বিষয়টির সাথে শুধু আইপি নয়, বরং ডিভাইসের বেপারটিও জড়িত।
বিভিন্ন সময়ে অনেককে দেখা যায়, তার একাউন্ট ব্লক হয়েছে একাধিক একাউন্ট থাকার কারণে। কিন্তু সে দাবি করছে, তার একাধিক অ্যাকাউন্ট নেই। এখানে আমরা ফাইভারকে মিথ্যাবাদি ভাববো, নাকি যার একাউন্ট ব্লক হয়েছে তাঁকে মিথ্যাবাদি বলবো? আসলে কেউই মিথ্যাবাদী নয়, বোঝার ভুল রয়েছে এখানে। ভুলটা মূলত আমাদেরই, তবে কিছু কিছু সময় ফাইভারের ভুল থাকতে পারে। যেহেতু এটা তাদের সিস্টেম থেকে অটোমেটিক ধরা হয়, বিভিন্ন কারনে সিস্টেমের অ্যালগরিদম কাজ করতে গিয়ে ভুল টার্মে পড়ে একাউন্টের সমস্যা হওয়া অস্বাভাবিক নয়। তবে এটা খুবই রেয়ার। বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের বুঝে কিংবা না বুঝে, ভুল থাকার সম্ভাবনা রয়েছে।
আইপি সংক্রান্ত বিষয়ঃ আপনি যদি আইপি নিয়ে খুব বেশি টেনশনে থাকেন, তবে চাইলে আপনি যদি সুযোগ থাকে, ডেডিকেটেড আইপি নিয়ে নিবেন। কিন্তু যদি আপনি শেয়ারড আইপি ব্যবহার করেন তার মানে এই নয় যে, আপনার ফাইভার একাউন্ট ব্লক হবে। শেয়ার্ড আইপি এর মাধ্যমে আপনি যদি ফাইবার ব্যবহার করেন সে ক্ষেত্রে ফাইবার সাধারণত আপনার আইপি এর পাশাপাশি লোকেশন এবং ডিভাইস ম্যাক আইডি ট্রাক করে থাকে এবং এক্ষেত্রে ডিভাইসের ম্যাক আইডি এর প্রতি প্রাধান্য বেশি দেওয়া হয়। এর মানে দাঁড়াচ্ছে আইপি নিয়ে আপনাকে খুব বেশি টেনশন না করলেও চলবে। মূলত আপনি যদি একই কম্পিউটার কিংবা একই মোবাইলে একাধিক আইডি ব্যবহার না করেন, তাহলে আপনার ভয়ের তেমন কিছু নেই।
তবে কেউ যদি একই ওয়াইফাই রাউটার এর আন্ডারে দুটি আলাদা পিসিতে দুটি অ্যাকাউন্ট ব্যবহার করে থাকেন, তাহলে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনাদের ফাইভারের সার্ভিস যেন আলাদা হয়। অন্যথায় আপনাদের দুটি অ্যাকাউন্টই ব্লক হতে পারে।

কিছু সাধারণ প্রশ্ন এবং উত্তরঃ
প্রশ্ন-০১ঃ আমার ইন্টারনেট এর আইপি কিভাবে চেক করবো?
উত্তরঃ গুগলে গিয়ে "What is my IP" লিখে সার্চ দিন। তাহলে যে আইপিটা দেখতে পাবেন, সেটাই আপনার ইন্টারনেটের আইপি। https://canyouseeme.org সহ আরো কিছু

A free open port check tool used to detect open ports on your connection. Test if port forwarding is correctly setup or if your port is being blocked by your firewall or ISP.

23/09/2023

ফাইভার এ কাজ কিভাবে পাবো – আপনার এই প্রশ্নের উত্তর হতে পারে এই পোস্টটি। ফাইভার এ কাজ পাওয়ার ১০টি উল্লেখ্যযোগ্য কৌশল হলোঃ

সম্পূর্ণ ও প্রফেশনাল সেলার প্রোফাইল তৈরি
সঠিক গিগ টাইটেল ও ডেসক্রিপশন
আকর্ষণীয় গিগ ইমেজ ও ভিডিও
ট্যাগ ও ডেসক্রিপশন এ সেরা ও সঠিক কিওয়ার্ড ব্যবহার
সোশ্যাল মিডিয়াতে গিগ প্রমোট করা
বেশিরভাগ সময় ফাইভারে অনলাইন থাকার সর্বোচ্চ চেষ্টা
স্কিল টেস্ট দেয়া
কাজের কোয়ালিটি ও অন-টাইম ডেলিভারি
হাই-লেভেল সেলার হওয়া
ফাইভার ফোরাম ব্যবহার

সম্পূর্ণ ও প্রফেশনাল সেলার প্রোফাইল তৈরি
আপনার কাজ নিয়ে আপনি কতোটা ডেডিকেটেড, তার প্রমাণ একজন বায়ার খুঁজবে আপনার প্রোফাইলে। তাই প্রয়োজনীয় সকল তথ্য দিয়ে আপনার ফাইভার প্রোফাইল কমপ্লিট করার ব্যাপারটি নিশ্চিত করা একান্ত জরুরি।

বায়ারগণ অধিকাংশ সময়ে যথাযথ তথ্যপূর্ণ প্রোফাইলকে কাজের ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করে থাকে। একটি সফল সেলার প্রোফাইল তৈরির ক্ষেত্রে গুরত্বপূর্ণ বিষয়গুলো হলোঃ

নামঃ আপনার আসল নাম ফুল নেম ফিল্ডে প্রদান করুন, এতে বিশ্বাসযোগ্যতা বাড়ে।
প্রোফাইল ফটোঃ আপনার একটি প্রফেশনাল ছবি প্রোফাইল পিকচার হিসেবে সেট করুন। আর্টিস্ট, ফিল্ম স্টার কিংবা কোনো খেলোয়াড় এর ছবি প্রোফাইল পিকচারে ব্যবহার থেকে বিরত থাকুন। এসবের কারণে আপনার প্রোফাইলের প্রফেশনালিজম ক্ষুণ্ণ হয়।
প্রোফাইল ডেসক্রিপশনঃ আপনার অভিজ্ঞতা ও দক্ষতা আপনার প্রোফাইলের ডেসক্রিপশনে তুলে ধরা একান্ত জরুরি। ফ্রিল্যান্সার খোঁজার সময় বায়াররা এসব ব্যাপার খুবই গুরুত্ব দিয়ে থাকেন।
ভাষাঃ আপনার ভাষাগত দক্ষতা প্রোফাইলে তুলে ধরা অন্তুত জরুরি। যেহেতু ফাইভারে পুরো বিশ্বের বায়ারগণ সার্ভিস কিনে থাকেন, সেক্ষেত্রে আপনি যদি একাধিক ভাষা পেরে থাকেন সেক্ষেত্রে অবশ্যই তা প্রোফাইলে যুক্ত করতে ভুলবেন না। আপনার আর বায়ারের ভাষার মধ্যে মিল থাকলে কাজ পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়।
স্কিলসঃ স্কিল বা দক্ষতা হচ্ছে ফাইভার প্রোফাইল এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আপনার সকল স্কিল বা দক্ষতা আপনার ফাইভার প্রোফাইলে যথাযথভাবে তুলে ধরুন। স্কিল আপনার ফাইভার গিগ র‍্যাংক করতে সাহায্য করে।
শিক্ষাগত যোগ্যতাঃ আপনার শিক্ষাগত যোগ্যতা আপনার ফাইভার প্রোফাইলে এড করতে ভুলে যাবেন না কিন্তু! অনেক বায়ার এটিকে কাজের দক্ষতা ও মেধাকে যাচাই করার পরিমাপ হিসেবে দেখে।
সার্টিফিকেশনঃ আপনার যদি কোনো সার্টিফিকেশন থাকে, সেটি অবশ্যই আপনার প্রোফাইলে অবশ্যই যুক্ত করুন। সার্টিফাইড ফ্রিল্যান্সারদের কাজ দিতে বায়ারগণ অধিক স্বাচ্ছন্দবোধ করেন।
সোশ্যাল মিডিয়া লিংকঃ আপনার ফাইভার সেলার প্রোফাইলের নির্দিষ্ট সেকশনে সোশ্যাল মিডিয়া লিংক যুক্ত করে ফাইভার এলগোরিদমের নিকট আপনার প্রোফাইলের কদর বৃদ্ধি করতে পারেন।
আরো জানুনঃ ফাইভার কী? যেভাবে ফাইভারের মাধ্যমে অনলাইনে আয় করবেন!

সঠিক গিগ টাইটেল ও ডেসক্রিপশন
বর্তমান সময়ে ফাইভারে গিগ এর র‍্যাংকিং সর্বোচ্চ নির্ভর করে এর টাইটেল ও ডেসক্রিপশন এর উপর। তাই যথাযথ গিগ টাইটেল ও ডেসক্রিপশন নিশ্চিত করা ফাইভার এ কাজ পাওয়ার ক্ষেত্রে অন্যতম প্রধান ভূমিকা পালন করে। ফাইভার গিগ টাইটেল ও ডেসক্রিপশন সম্পর্কে আপনার যা জানা উচিতঃ

গিগ টাইটেলঃ গিগ টাইটেল হলো অনেকটা আয়নার মতো যা আপনার বায়ারকে আপনার সেবা রিপ্রেজেন্ট করে। এই কারণে সবসময় আপনার সেবা সম্পর্কিত সেরা ও আকর্ষণীয় গিগ টাইটেল ব্যবহার করুন।
গিগ ডেসক্রিপশনঃ গিগ র‍্যাংকিং এর অন্যতম প্রধান একটি ফ্যাক্টর হচ্ছে গিগ ডেসক্রিপশন। নির্দিষ্ট কিওয়ার্ড বা ট্যাগ এর জন্য ফাইভার সার্চ এ টপে থাকতে চাইলে তাই হাই-কোয়ালিটি ও ইউনিক গিগ ডেসক্রিপশন রাখার চেষ্টা করুন। সর্বোচ্চ ১২০০ ক্যারেক্টার এর মধ্যে আপনার সেবা সম্পর্কিত সেরা গিগ ডেসক্রিপশনটি লিখুন। এটিও নিশ্চিত করুন যাতে আপনার গিগ ডেসক্রিপশনে আপনার টার্গেটেড কিওয়ার্ড অন্তত একাধিকবার থাকে।
সেরা গিগসমুহ অনুসরণঃ সেরা গিগ টাইটেল ও ডেসক্রিপশন কীভাবে লিখতে হয়, তা বুঝতে কোনো নির্দিষ্ট কিওয়ার্ড বা ক্যাটাগরি সার্চ এ টপ র‍্যাংকে থাকা গিগগুলো যাচাইবাছাই করুন। এই গিগগুলো টপ র‍্যাংকে কী কারণে আছে তা পর্যালোচনা করে আপনিও একই কৌশল অনুসরণ করে ভালো গিগ টাইটেল ও ডেসক্রিপশন লিখতে পারেন। তবে হুবহু গিগ টাইটেল বা ডেসক্রিপশন কপি করা থেকে বিরত থাকুন।
আকর্ষণীয় গিগ ইমেজ ও ভিডিও
কোনো বায়ার আপনাকে তাদের কাজের জন্য হায়ার করার আগে আপনার কাজের উদাহরণ হিসেবে আপনার গিগ এ যুক্ত থাকা ইমেজ ও ভিডিও দেখতে পারে। অর্থাৎ আপনাকে হায়ার করার পেছনে এই গিগ ইমেজ ও ভিডিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আরো জানুনঃ ফ্রিল্যান্সিং কি ও ফ্রিল্যান্সিং করে কিভাবে অনলাইনে আয় করবেন

আপনার গিগ ইমেজ ও ভিডিও যদি বায়ারকে আকর্ষণ করতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে আপনি কাজ ভালো পারলেও আপনি প্রজেক্ট পাবেন না। সুতরাং, অন্যদের চেয়ে এগিয়ে থাকতে সবসময় আকর্ষণীয় গিগ ইমেজ ও ডেসক্রিপশন ব্যবহার করুন, যা আপনার সেরা কাজগুলোকে তুলে ধরে।

ট্যাগ ও ডেসক্রিপশনে সেরা কিওয়ার্ড ব্যবহার
আপনার গিগ এর ট্যাগ ও ডেসক্রিপশন এ সেরা কিওয়ার্ড ব্যবহার এর মাধ্যমে নির্দিষ্ট ফাইভার সার্চ এর জন্য গিগ র‍্যাংকিং ইম্প্রুভ করতে পারেন। বায়ারগণ যেসব কিওয়ার্ড ব্যবহার করে সার্চ করতে পারে, সেসব কিওয়ার্ড আপনার ট্যাগ ও ডেসক্রিপশন এ যুক্ত করুন।

ধরুন, আপনি Digital Marketing সার্ভিস সেল করছেন। সেক্ষেত্রে Digital Marketing লিখে ফাইভারে সার্চ করলে সার্চ রেসাল্টে কিছু সাজেস্টেড কিওয়ার্ড দেখতে পাবেন। এসব কিওয়ার্ড এর মানে হলো অন্যরা এসব কিওয়ার্ড দিয়েও একই সেবার জন্য ফ্রিল্যান্সার খুঁজে থাকে। সুতরাং আপনার গিগ র‍্যাংকিং বাড়াতে অবশ্যই টপ কিওয়ার্ডগুলো আপনার গিগ এর ট্যাগ ও ডেসক্রিপশন এ ব্যবহার করুন।

সোশ্যাল মিডিয়াতে গিগ প্রমোট
বাইরে থেকে আসা ট্র‍্যাফিক ও ভিজিটর ফাইভার পছন্দ করে। সোশ্যাল মিডিয়া, ব্লগ বা ডিসকাশন সাইটে যেসব প্রোফাইল বা গিগ এর সাথে লিংকড থাকে, সেগুলোকে ফাইভার র‍্যাংকিং এর ক্ষেত্রে অগ্রাধিকার দিয়ে থাকে। এজন্য অন্য সাইটগুলোতে ট্রাফিক ও ভিজিটর আসা ফাইভার গিগ এর ক্ষেত্রে গুরত্বপূর্ণ।

বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, যেমনঃ ফেসবুক, টুইটার, লিংকডইন, পিন্টারেস্ট এসব সাইটে আপনার গিগ শেয়ার করুন। এভাবে আপনার গিগ এ ট্রাফিক বাড়লে গিগ র‍্যাংকিং ও দিনদিন ইম্প্রুভ হতে থাকবে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এর বাইরেও বিভিন্ন ফোরাম সাইট, যেমনঃ কোরা বা রেডিট এ আপনার গিগ কৌশলে শেয়ার করেও ট্রাফিক লিড পেতে পারেন।

আরো জানুনঃ ফাইভার নাকি আপওয়ার্ক? কোনটি বেশি সুবিধাজনক?

অনলাইন থাকার সর্বোচ্চ চেষ্টা
যেহেতু ফাইভারে বিশ্বের সকল প্রান্তের বায়ার রয়েছে, সেক্ষেত্রে বিভিন্ন টাইমজোন এর মধ্যকার সময় এর পার্থক্য বিশাল সমস্যা সৃষ্টি করে। যেমনঃ আমাদের দেশে যে সময় রাত থাকে, অনেক দেশেই সেই সময় সকাল বা দুপুর থাকে। ওই সময় যদি কোনো বায়ার আপনাকে নক দেয়, সে সময় আপনি অনলাইনে নাও থাকতে পারেন।

ফাইভার বা যেকোনো ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম এর ক্ষেত্রে সেরা প্র‍্যাকটিস হলো মোটামুটি সবসময় অনলাইনে থাকার সর্বোচ্চ চেষ্টা করা। একটি কাজের জন্য একজন বায়ার একাধিক জনের সাথে যোগাযোগ করেন। এক্ষেত্রে যে সবচেয়ে আগে রিপ্লাই দিতে পারে, তার কাজ পাওয়ার সম্ভাবনাই অধিক থাকে।

যেহেতু ফাইভার এ রেসপন্স টাইম প্রদর্শন করা হয়, তাই অধিকাংশ সময় অনলাইনে থাকার সর্বোচ্চ চেষ্টা করুন। বিশেষ করে, নতুন নতুন শুরু করলে এই বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ ফাইভারে কাজ পাওয়া ক্ষেত্রে। এছাড়াও ফাইভার এর মোবাইল অ্যাপ ব্যবহার করে যেকোনো জায়গায়, যেকোনো অবস্থাতেই অনলাইন থেকে বায়ার এর মেসেজ বা রিকুয়েস্ট এর রেসপন্স দেওয়া সম্ভব।

স্কিল টেস্ট
আপনি আপনার স্কিল সেকশনে এ যেসব দক্ষতা যোগ করবেন, সেসব দক্ষতা যাচাইয়ে ফাইভার স্কিল টেস্ট নামে একটি ফিচার যুক্ত করেছে। এই স্কিল টেস্ট দেওয়ার মাধ্যমে একজন ফ্রিল্যান্সার ফাইভারের বিচারে নির্দিষ্ট বিষয়ে কতটুকু পারদর্শী, তার ধারণা পাওয়া যায়।

ফাইভার স্কিল স্কোর আপনার প্রোফাইলের গুরুত্ব বাড়াতে পারে। সুতরাং আপনি যদি কোনো বিষয়ে পারদর্শী হয়ে থাকেন, সেক্ষেত্রে ফাইভার স্কিল টেস্ট এ অংশগ্রহণ করতে পারেন।

কাজের কোয়ালিটি ও অন-টাইম ডেলিভারি
ঠিক সময়ে কাজ ডেলিভারি দেওয়া যেকোনো ফ্রিল্যান্সার এর কাজের মর্যাদার চাবিকাঠি। যেসব ফ্রিল্যান্সার ঠিক টাইমে কাজের ডেলিভারি দিতে পারেন, স্বভাবতই বায়ারগণ তাদের সাথে কাজ করতে আগ্রহী হবেন।

এছাড়াও আপনার কাজের কোয়ালিটি নিশ্চিত করা একান্ত জরুরি। ফাইভার যেহেতু রেটিং সিস্টেমের উপর কাজ করে, সেক্ষেত্রে আপনার কাজের কোয়ালিটির উপর বায়ার কতো রেটিং দিলো তা খুবই জরুরি বিষয়। আপনি যদি অন-টাইম ডেলিভারি ও কাজের কোয়ালিটি বজায় রাখেন, তবে ফাইভার সার্চ র‍্যাংকে খুব সহজেই র‍্যাংকিং লম্বা সময় ধরে রাখতে পারবেন।

হাই-লেভেল সেলার হওয়া
ফাইভারে সেলার লেভেল সিস্টেম রয়েছে। নতুন সেলার, লেভেল ওয়ান সেলার, লেভেল টু সেলার, টপ রেটেড সেলার, ইত্যাদি পর্যায়ে ফাইভার এ ফ্রিল্যান্সারদের ট্যাগ দেওয়া হয়।

হাই-লেভেল সেলারগণ অন্যান্য সেলার থেকে অধিক সুবিধা পেয়ে থাকেন। যেমনঃ বায়ারগণ একজন সাধারণ সেলার থেকে একজন হাই-লেভেল সেলারের সাথে কাজ করতে বেশি আগ্রহী হবেন, কেননা উক্ত সেলারের রেটিং অপেক্ষাকৃত ভালো।

ফাইভার এ সেলার হিসেবে লেভেল আপ করতে হলে ফাইভার মুলত কাজের কোয়ালিটি, অনটাইম ডেলিভারি, কাস্টমার এর সন্তুষ্টি – এসব বিষয়ে যাচাইবাছাই করে থাকে। তাই হাই-লেভেল সেলার হতে চাইলে অবশ্যই এসব ব্যাপার মাথায় রেখে আগান।

ফাইভার ফোরাম ব্যবহার
আপনার ফাইভার প্রোফাইল গ্রো করার ক্ষেত্রে লেটেস্ট সব কৌশল ও টিপস সম্পর্কে আলোচনা করা ও জানার সেরা প্ল্যাটফর্ম হলো ফাইভার ফোরাম। অনেক টপ রেটেড ও অভিজ্ঞ সেলার তাদের জ্ঞান ফাইভার ফোরামে শেয়ার করে থাকেন। সুতরাং, ফাইভার ফোরামের ডিসকাশনে অংশগ্রহণের মাধ্যমে ফাইভারে কাজ পাওয়া বিষয়ক অনেক তথ্য জানা যায়। বিশেষত আপনি যদি নতুন সেলার হয়ে থাকেন, সেক্ষেত্রে ফাইভার কমিউনিটি অনুসরণের মাধ্যমে ফাইভারে আপনার যাত্রা অনেকটাই সহজ হবে।

আপনি কি ফাইভারে কাজ করেন? আপনার ফাইভারে কাজ করার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন নিচের কমেন্ট সেকশনে।

ব্রাজিলের ফ্যানরা দেখি নেইমার কে জিতিয়ে দেখান ❤️🇧🇷🫵💪....
26/07/2023

ব্রাজিলের ফ্যানরা দেখি নেইমার কে জিতিয়ে দেখান ❤️🇧🇷🫵💪....

আলহামদুলিল্লাহ ফরসেজ থেকে আজকের ইনকাম ১০ ডলার যা বাংলাদেশি ১২০০ টাকা মতো 🥰💪এটাই ফরসেজ পাওয়ার ব্রো 💪join to forsage
26/07/2023

আলহামদুলিল্লাহ ফরসেজ থেকে আজকের ইনকাম ১০ ডলার যা বাংলাদেশি ১২০০ টাকা মতো 🥰💪
এটাই ফরসেজ পাওয়ার ব্রো 💪
join to forsage

আলহামদুলিল্লাহ ফরসেজ থেকে আজকের ইনকাম ১০ ডলার যা বাংলাদেশি ১২০০ টাকা মতো 😊 💪এটাই ফরসেজ পাওয়ার ব্রো 💪একটা মনের মত ইনকাম ...
22/07/2023

আলহামদুলিল্লাহ ফরসেজ থেকে আজকের ইনকাম ১০ ডলার যা বাংলাদেশি ১২০০ টাকা মতো 😊 💪
এটাই ফরসেজ পাওয়ার ব্রো 💪
একটা মনের মত ইনকাম সাইট পাইছি 🥰
সময় নষ্ট না করে হাতে থাকা মোবাইল ফোন দিয়ে কাজ শুরু করে দেন 🖤🥀
কাজ করতে চাইলে ইনবক্স করেন 🙂

Address

Dinajpur

Alerts

Be the first to know and let us send you an email when MURAD HASAN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MURAD HASAN:

Share