09/09/2025
এই চাচা/দাদু ৪৫ বছর ধরে নিজের করা সিক্রেট মসলা দিয়ে প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত রাস্তার পাশে মজাদার খেঁতা পুরি বিক্রি করছেন। এই অঞ্চলে চাচার খেঁতা পুরি অনেক জনপ্রিয় এবং মজার খাবার, দূর দূরান্তর থেকে মানুষ আসে এই পুরি খেতে এবং সঙ্গে করে নিয়েও যান।
চাচা বা দাদু যাই বলিনা কেন বয়স অনেক সেটা দেখে সহজেই বোঝা যায়।
এই বয়সে এসে উনি এখনো তার কর্ম ধরে রেখেছে স্যালুট জানাই উনাকে। সেই সঙ্গে দোয়া করি আল্লাহ যেন উনাকে দীর্ঘায়ু ও সুস্থতা দান করেন।
আপনারা যারা এখনো চাচা/দাদুর এই অসাধারণ স্বাদের খেঁতা পুরি খাননি চলে আসতে পারেন এই ঠিকানায়-হাফিজ্জী হুজুর মাদ্রাসার পাশে, হুজুর পাড়া, আশ্রাফাবাদ, কামরাঙ্গীরচর, ঢাকা।