Golap Maleka TV

Golap Maleka TV Here I share Blog videos, Travel & Food vlogs, Education videos and everything around me...etc.

09/09/2025

এই চাচা/দাদু ৪৫ বছর ধরে নিজের করা সিক্রেট মসলা দিয়ে প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত রাস্তার পাশে মজাদার খেঁতা পুরি বিক্রি করছেন। এই অঞ্চলে চাচার খেঁতা পুরি অনেক জনপ্রিয় এবং মজার খাবার, দূর দূরান্তর থেকে মানুষ আসে এই পুরি খেতে এবং সঙ্গে করে নিয়েও যান।

চাচা বা দাদু যাই বলিনা কেন বয়স অনেক সেটা দেখে সহজেই বোঝা যায়।
এই বয়সে এসে উনি এখনো তার কর্ম ধরে রেখেছে স্যালুট জানাই উনাকে। সেই সঙ্গে দোয়া করি আল্লাহ যেন উনাকে দীর্ঘায়ু ও সুস্থতা দান করেন।

আপনারা যারা এখনো চাচা/দাদুর এই অসাধারণ স্বাদের খেঁতা পুরি খাননি চলে আসতে পারেন এই ঠিকানায়-হাফিজ্জী হুজুর মাদ্রাসার পাশে, হুজুর পাড়া, আশ্রাফাবাদ, কামরাঙ্গীরচর, ঢাকা।

06/09/2025

২০/২২দিন আগে আমি ঢাকার সিলেটি বাজারের ভিডিও করছিলাম ওই সময় একটি ছেলে অনেক্ষন ধরে আমাকে ফল করছিলো। ভিডিও শেষে আমি যখন ফিরবো ওই সময় হঠাৎ করে ছেলেটি বললো
আমি গান গাইবো ভিডিও করবেন? ওর গানের গলা শুনে আমি না করতে পারিনি। পাশের একটি গলিতে গিয়ে তাৎক্ষণিক কিছু গান ভিডিও করি।

সমস্যা হলো সব গান সাধারণ, ইসলামিক কোনো গান ছিলোনা। যেহেতু ইসলামে মিউজিক নিষিদ্ধ আর আমি ইসলামিক সংগীত ছাড়া আমার চ্যানেলে প্রচার করবো না, এই জন্যই এতদিন ভিডিওটি দিতে পারিনি।

ছেলেটিও মাঝে মাঝে মোবাইল করে বলতো ভিডিওটি চ্যানেলে ছেড়েছি কিনা।
পরে চিন্তা করলাম গান গুলি ইসলামিক না হলেও কোনো মিউজিক নাই সেহেতু চ্যানেলে ভিডিওটি দেওয়া যেতেই পারে।

তবে আশা করবো আল্লাহ যেন ছেলেটিকে ইসলামিক সংগীত করার জন্য হেদায়েত দান করে।

ছেলেটি একজন রিক্সা চালক, তবে গানের গলা দারুন।

03/09/2025

🏞️ঢাকার বুকে বুড়িগঙ্গার তীরে প্রতি শুক্রবার বিকেলে বসে এক বিশেষ মেলা। এই মেলাটি শুধু একটি সাধারণ বাজার নয়, বরং এটি হয়ে উঠেছে ঢাকাবাসীর বিনোদন, আনন্দ আর কেনাকাটার মিলনস্থল।

এই মেলার প্রতিটি কোণ ভরে থাকে মানুষের কোলাহল, শিশুদের হাসি-আনন্দ আর খাবারের দারুণ সুবাসে। শহরের ব্যস্ত জীবনের মাঝেও এই মেলা মানুষকে এনে দেয় এক ভিন্ন আনন্দ, আর তৈরি করে রঙিন স্মৃতি।

🎁 এ মেলায় পাওয়া যায়:
👗 পোশাক (শাড়ি, থ্রি-পিস, পাঞ্জাবি, শিশুদের রঙিন জামাকাপড়)
👟 জুতা ও স্যান্ডেল
🏠 গৃহস্থালি পণ্য ও রান্নাঘরের জিনিসপত্র
🪟 জানালার পর্দা, 🛏️ বিছানার চাদর
⌚ ঘড়ি, ঘর সাজানোর সামগ্রীসহ আরও অসংখ্য জিনিস

🎡 বিনোদনের আয়োজন:
🚂 ট্রেন
🎠 নাগরদোলা
🤸 শিশুদের জন্য জাম্পিং প্যাড
🎢 স্লিপিং রাইড।

🍔 খাবারের আয়োজন:
ফুচকা, চটপটি, বার্গার, আইসক্রিমসহ নানা রকম মুখরোচক খাবারের সমাহার। খাবারের সুগন্ধ, শিশুদের হাসি আর মানুষের কোলাহলে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো মেলা প্রাঙ্গণ।

💖ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে অবশ্যই Like, Comment & Share করুন। আর এমন আরও সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি Subscribe করতে ভুলবেন না।
ধন্যবাদ।

31/08/2025

আমি জানতাম না মেলায় এত সুন্দর সুন্দর বোরকা পাওয়া যায় । Burqa price.

27/08/2025

নবাবী আমল থেকে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলছে এই পেশা। বাবা–দাদাদের শরীরের ঘাম, জীবনের অগণিত দিন–রাত, আর মানুষের বিশ্বাস গড়ে তুলেছে এই পেশাকে।
৪০ বছরেরও বেশি সময় ধরে নিয়মিত ধোপাদের দিয়ে কাপড় ধোয়ান এই রকম পুরোনো কাস্টমারের সংখ্যাই বেশি। এঁদের পেশাকে আমরা ধোপা বলি। ব্রিটিশ আমলে ঢাকার নবাবদের চাহিদায় এই পেশার সূচনা। প্রজন্মের পর প্রজন্ম ধরে তাঁরা কাপড় ধোয়ার কাজ করে আসছেন। সময় বদলেছে। ওয়াশিং মেশিন আর আধুনিকতার ভিড়ে এই পেশা হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে। এখনকার প্রজন্ম ৪ নম্বর, হয়তো তাঁরাই শেষ…।

পাকিস্তান আমলে ১০০ কাপড় ধোয়ার মজুরি ছিল ১৫-২০টাকা।
বর্তমানে ১০০ কাপড় ধোয়ার মজুরি মাত্র ৬০০ টাকা। সময় বদলেছে, কিন্তু তাঁদের পরিশ্রমের মূল্য আজও সীমিত। একদিন “ধোপা” নামটি থাকবে শুধু স্মৃতিতে, ইতিহাসে, আর গল্পে…।

বুড়িগঙ্গা নদীর পাড়, বেড়িবাঁধ, খালপাড়, আশ্রাফাবাদ, কামরাঙ্গীচর, ঢাকা।

20/08/2025

বাবার বুকভরা কষ্ট, চোখের পানি থামছে না। 19/08/2025-মঙ্গলবার, আমি যখন বুড়িগঙ্গার তীরে ভিডিও করছিলাম, তখনই এক অসহায় বাবা আমার পাশে এসে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলেন। শুধু একটাই অনুরোধ— যদি আমি তার মেয়ের হারিয়ে যাওয়ার খবরটি ভিডিও করে প্রচার করি, ১১দিন হলো ১১ বছরের তাঁর একটি মেয়ে হারিয়ে গেছে। কেউ যদি ফিরিয়ে দেয় তাঁর কোলের ধনটাকে।

এই পৃথিবীতে সন্তানের চেয়ে মূল্যবান আর কিছু নেই। হারানো মেয়েকে ফিরে পেতে বাবার এই আর্তনাদ।

কেও যদি মেয়েটিকে পেয়ে থাকেন অথবা খোঁজ পেয়ে থাকেন এই ভিডিওর কমেন্টস বক্সে অথবা ডেসক্রিপশনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ রইলো।

যোগাযোগের ঠিকানা:
বেইলীরোড, আশ্রাফাবাদ, কামরাঙ্গীরচর, ঢাকা-১২১১
মেয়েটির নাম: "মুন্নি" শখ করে "আল্লাদি" বলেও ডাকতো।
বাবার নাম : মোঃ মনির হোসেন
মোবাইল নাম্বার: 01603-570332

18/08/2025

আমাকে আল্লাহ চালাই… একদিন অল্প কিছু সবজি, আরেকদিন মৌসুমি ফল। রাস্তার পাশে ছোট্ট করে বসে থাকা এই মানুষগুলোই আসল জীবনের প্রতিচ্ছবি। লাভ নয়, টিকে থাকার লড়াই, তবু সৎ পথে, হাসিমুখে। এদের মতো মানুষের জন্যই আজো টিকে আছে পৃথিবী।

=ঢাকার বুকে অসহায় সৎ মানুষ।

17/08/2025

ধরিত্রীর বুকে কত বিচিত্র মানুষ। কামরাঙ্গীরচর, ঢাকা।

15/08/2025

ঢাকার সিলেটি বাজার প্রতিদিনই থাকে কর্মচঞ্চল আর প্রাণবন্ত। সকাল থেকেই এখানে শুরু হয় ক্রেতা-বিক্রেতার ব্যস্ততা। সারি সারি দোকানে সাজানো থাকে তাজা শাকসবজি, রঙিন ফলমূল, দেশি ও চাষের মাছ, মাংস, ডাল, মসলা থেকে শুরু করে দৈনন্দিন প্রয়োজনীয় নানা পণ্য। বাজার জুড়ে মানুষের কোলাহল। কেউ দরদাম করছে, কেউ ঝুড়ি ভর্তি বাজার নিয়ে ফিরছে—সব মিলিয়ে এক প্রাণবন্ত পরিবেশ। সহজলভ্য দাম আর নানান রকম পণ্যের কারণে এলাকার মানুষের কাছে সিলেটি বাজার হয়ে উঠেছে এক নির্ভরযোগ্য কাঁচাবাজার, যা প্রতিদিনই ভরপুর থাকে ব্যস্ততা আর জীবনযাত্রার রঙে।

=সিলেটি বাজার, আহসান বাগ, কামরাঙ্গীরচর, ঢাকা।

14/08/2025

ঢাকার বুকে অবস্থিত আলম এগ্রো গরুর গোস্তের দোকান, যেখানে মান, স্বাদ ও সতেজতার সাথে কোন আপস নেই। এখানে প্রতিদিন পাওয়া যায় টাটকা, হালাল ও স্বাস্থ্যসম্মত গরুর গোস্ত, যা প্রস্তুত করা হয় সম্পূর্ণ পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে। পরিবারের জন্য সেরা মানের গোস্ত কিনতে আলম এগ্রো আপনার বিশ্বস্ত ঠিকানা।

খালপাড় চৌরাস্তা, বেড়িবাঁধ সংলগ্ন, কামরাঙ্গীরচর, ঢাকা।

13/08/2025

ঢাকায় একটি ব্যক্তি মালিকানাধীন কাঁচা বাজার, যেখানে প্রতিদিনই মেলে তাজা শাকসবজি, ফলমূল, মাছ-মাংস এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য। বিক্রেতাদের পণ্য সরাসরি ক্রেতাদের হাতে পৌঁছে দেয় এই বাজার, যা শুধু কেনাকাটার জায়গা নয়, বরং এক প্রাণবন্ত সামাজিক মিলনস্থল।

=পাকাপুল, কামরাঙ্গীরচর, ঢাকা।

12/08/2025

ফুটপাতের অনশর্ট ড্রিঙ্কস । Street food || বেড়িবাঁধ, খালপাড়, কামরাঙ্গীরচর, ঢাকা।

Address

Dinajpur

Telephone

+8801840810673

Website

Alerts

Be the first to know and let us send you an email when Golap Maleka TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Golap Maleka TV:

Share