20/08/2025
বাবার বুকভরা কষ্ট, চোখের পানি থামছে না। 19/08/2025-মঙ্গলবার, আমি যখন বুড়িগঙ্গার তীরে ভিডিও করছিলাম, তখনই এক অসহায় বাবা আমার পাশে এসে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলেন। শুধু একটাই অনুরোধ— যদি আমি তার মেয়ের হারিয়ে যাওয়ার খবরটি ভিডিও করে প্রচার করি, ১১দিন হলো ১১ বছরের তাঁর একটি মেয়ে হারিয়ে গেছে। কেউ যদি ফিরিয়ে দেয় তাঁর কোলের ধনটাকে।
এই পৃথিবীতে সন্তানের চেয়ে মূল্যবান আর কিছু নেই। হারানো মেয়েকে ফিরে পেতে বাবার এই আর্তনাদ।
কেও যদি মেয়েটিকে পেয়ে থাকেন অথবা খোঁজ পেয়ে থাকেন এই ভিডিওর কমেন্টস বক্সে অথবা ডেসক্রিপশনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ রইলো।
যোগাযোগের ঠিকানা:
বেইলীরোড, আশ্রাফাবাদ, কামরাঙ্গীরচর, ঢাকা-১২১১
মেয়েটির নাম: "মুন্নি" শখ করে "আল্লাদি" বলেও ডাকতো।
বাবার নাম : মোঃ মনির হোসেন
মোবাইল নাম্বার: 01603-570332