03/05/2024
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন: তৃতীয় ধাপ
দিনাজপুর সদর, চিরিরবন্দর ও খানসামা উপজেলায় ৩৪ প্রার্থীর মনোনয়ন দাখিল
আব্দুর রাজ্জাক, নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর:
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে দিনাজপুরের সদর, চিরিরবন্দর ও খানসামা উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৯ মে। নির্বাচনে অংশগ্রহনের জন্য চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
দিনাজপুর সদর উপজেলায় ৮ জন, চিরিরবন্দর উপজেলায় ১২ জন ও খানসামা উপজেলায় ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
দিনাজপুর অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, দিনাজপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী তাদের নিজ নিজ মনোনয়নপত্র দাখিল করেছেন।
এদের মধ্যে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকৃতরাা হলেন-বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকার, পৌর কৃষক লীগের আহ্বায়ক ফয়সল হাবিব সুমন ও বর্তমান ভাইস চেয়ারম্যান মো. রবিউল ইসলাম।
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিলকৃতরা হলেন-মো. মাইনুল ইসলাম, মো. আহসানুজ্জামান চঞ্চল ও রীনা কুমারী রায় পারুল।
এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকৃতরা হলেন-মোছা. কুলসুম বানু নার্গিস ও হাসমিন লুনা।
চিরিরবন্দর উপজেলা পরিষদ নির্বাচনে ১২জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। উপজেলা চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৩ জন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৪ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিলকৃতরা হলেন, জ্যোতিষ চন্দ্র রায়, মো. মোকারম হোসেন, মো. আহসানুল হক, মো. মোস্তাফিজুর রহমান ও সুনীল কুমার সাহা।
ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মনোনয়ন পত্র দাখিলকৃতরা হলেন- মো. আব্দুল্লাহ, মো. জামাল উদ্দিন ও সুমন চন্দ্র দাস।
এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকৃতরা হলেন- তরুবালা রায়, মোছা. ওয়াজিদা খাতুন, পুর্ণিমা মহান্ত ও মোছা. লায়লা বানু।
এদিকে, খানসামা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকৃতরা হলেন -মো. সাইফুল ইসলাম, রাকেশ গুহ, মো. সহিদুজ্জামান শাহ, মো. শফিউল আযম চৌধুরী লায়ন, মো. আনোয়ার হোসেন রানা।
ভাইস চেয়ারমান পদে মনোনয়নপত্র দাখিলকৃতরা হলেন-এটিএম সুজাউদ্দিন শাহ্, মো. রেজাউল করিম, ধীমান চন্দ্র দাস, মো. হাজ্জাজ আল হাদী ও মো. মসউদ হোসেন চোধুরী।
এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকৃতরা হলেন-মোছা. মনজিল আফরোজ পারভীন, পলি রায়, মোছা. সারমিন রহমান ও মোছা. গুলশান জান্নাত।
দিনাজপুর অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. আফতাব উজ্জামান জানান, উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে আগামী ২৯ মে অনুষ্ঠেয় দিনাজপুর জেলার তিনটি (সদর, চিরিরবন্দর ও খানসামা) উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বৃহস্পতিবার (২ মে) বিকাল ৫টা পর্যন্ত মোট ৩৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।