Zahidul islam

Zahidul islam Makes your mathe easy.....

20/09/2025

জমি কেনার আগে ২০টি বিষয় অবশ্যই জেনে নিন – না হলে বিপদে পড়তে পারেন।

1️⃣ দলিল যাচাই করুন – আসল না নকল, তা সাব-রেজিস্ট্রি অফিস থেকে মিলিয়ে নিন।
2️⃣ খতিয়ান পরীক্ষা করুন – সঠিক মালিকের নামে আছে কি না।
3️⃣ মিউটেশন / নামজারী – জমির খতিয়ান হালনাগাদ কিনা দেখে নিন।
4️⃣ দাগ নম্বর মিলিয়ে নিন – দলিল, খতিয়ান, ও ম্যাপে যেন একই হয়।
5️⃣ জমির সীমা পরিমাপ করুন – সার্ভেয়ার দিয়ে নিশ্চিত হোন।
6️⃣ রেকর্ড অব রাইটস (ROR) চেক করুন – জমির ইতিহাস জানুন।
7️⃣ দখল অবস্থান দেখুন – অন্য কেউ দখলে আছে কিনা।
8️⃣ খাজনা / কর পরিশোধের রসিদ দেখুন – হালনাগাদ কর দেওয়া আছে কি না।
9️⃣ বিভাগীয় মামলা আছে কি না দেখুন – আদালতে কোনো মামলা ঝুলছে কিনা।
🔟 ঋণ বা বন্ধক – ব্যাংক বা ব্যক্তির কাছে বন্ধক আছে কিনা যাচাই করুন।
1️⃣1️⃣ উত্তরাধিকার সনদ – একাধিক মালিক থাকলে সবার সম্মতি নিন।
1️⃣2️⃣ রাস্তা বা প্রবেশ পথ আছে কিনা – জমিতে যাতায়াতের সুবিধা নিশ্চিত করুন।
1️⃣3️⃣ সরকারি অধিগ্রহণের নোটিশ আছে কিনা – DC অফিসে খোঁজ নিন।
1️⃣4️⃣ খাস জমি কিনা চেক করুন – খাস জমি কিনতে গেলে পরে বাতিল হতে পারে।
1️⃣5️⃣ জলাবদ্ধতা বা বন্যা ঝুঁকি – বর্ষাকালে অবস্থা কেমন হয় জেনে নিন।
1️⃣6️⃣ পার্শ্ববর্তী জমির অবস্থা – প্রতিবেশী কারা, বিরোধ আছে কি না।
1️⃣7️⃣ ভূমি উন্নয়ন কর – নিয়মিত দেওয়া আছে কি না চেক করুন।
1️⃣8️⃣ নকশা মিলিয়ে দেখুন – সরকারি নকশা ও আসল অবস্থার সাথে মিল আছে কি না।
1️⃣9️⃣ ক্রয় চুক্তিপত্র – লিখিতভাবে সব শর্ত স্পষ্ট করে নিন।
2️⃣0️⃣ বিশেষজ্ঞের পরামর্শ নিন – আইনজীবী বা জমি বিশেষজ্ঞকে সাথে রাখুন।

মনে রাখবেন: জমি কেনা একবারের ভুলে সারাজীবনের ক্ষতি হতে পারে। তাই আগে যাচাই, তারপর ক্রয়।

18/09/2025

মানুষ যে কত বহুরূপী তা চেনার জন্য কোন গ্রন্থ নাই ।

সন্ধ্যাবেলা হ্যারিকেন এর আলোতে কে কে লেখাপড়া করেছেন হাত তুলুন।
17/09/2025

সন্ধ্যাবেলা হ্যারিকেন এর আলোতে কে কে লেখাপড়া করেছেন হাত তুলুন।

17/09/2025

গুড নাইট ।

16/09/2025

আজকের দিনটি সকলের জন্য মঙ্গল জনক হোক ।

13/09/2025

প্রশান্তিময় হোক ঘুম।ঘুম যত ভালো হবে,কজের গতিশীলতা তত বৃদ্ধি পাবে ।
🌋শুভ রজনী 🌏

যে গিয়েছে কেবলমাত্র সেই বলতে পারবে জায়গাটি কোথায়।
13/09/2025

যে গিয়েছে কেবলমাত্র সেই বলতে পারবে জায়গাটি কোথায়।

🌞 #প্রশিক্ষণ নিন বদলে যাবে দিন। নিজেকে দক্ষ করুণ ,মুক্ত করুণ ঋণ ।@💥বিশ্ব জাহান পাঠশালা মোর সবার আমি ছাত্র।তাই তো আমি নতু...
13/09/2025

🌞 #প্রশিক্ষণ নিন বদলে যাবে দিন।
নিজেকে দক্ষ করুণ ,মুক্ত করুণ ঋণ ।

@💥বিশ্ব জাহান পাঠশালা মোর সবার আমি ছাত্র।
তাই তো আমি নতুন কিছু শিখছি দিবা রাত্রি ।

#👍ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন ।

12/09/2025

জুমা মোবারক ।

বীর চট্টলার প্রিয় স্যার, সাথে আমি অতি ক্ষুদ্র একজন ।
12/09/2025

বীর চট্টলার প্রিয় স্যার, সাথে আমি অতি ক্ষুদ্র একজন ।

11/09/2025

সত্য যেমন সোনালী সূর্যের মত নিজেকে আলোকিত করে, ঠিক মিথ্যা তেমনি মানুষের পূর্ণতা গুলোকে অমাবস্যা রাতের মত গ্রাস করে। কেন মানুষ সামান্য লোভ কে পুজো করে।

11/09/2025

Address

Dinajpur
5260

Alerts

Be the first to know and let us send you an email when Zahidul islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category