MGI Education

MGI Education আলহামদুলিল্লাহ!

আল্লাহর স্মরণেই মনে প্রশান্তি আসে।
[সূরা আর-রাদ/আয়াত নং ২৮]

 #আহারেবেচারা!পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ আলিশান ফ্ল্যাটে জব্দ তালিকার ২৪৬টি আইটেমের মধ্যে কয়েকটি বি...
23/07/2025

#আহারেবেচারা!
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ আলিশান ফ্ল্যাটে জব্দ তালিকার ২৪৬টি আইটেমের মধ্যে কয়েকটি বিষয় উল্লেখ করলেই পুরো চিত্র পাওয়া যাবে। শুধু একটি ভবনের ফ্ল্যাটেই পাওয়া তাঁদের ব্যবহৃত সামগ্রীর মধ্যে রয়েছে:

শার্ট: ১২২
প্যান্ট: ২৬৬ টি
ব্লেজার: ৩০ টি
স্যুট: ৮ টি
টি-শার্ট: ৭২২ টি
পাঞ্জাবি: ২২৪
পায়জামা: ৪৭ টি
স্যান্ডেল: ৮৮ জোড়া
কেডস: ৩৫ জোড়া
জুতা: ৩৮ জোড়া
শাড়ি: ৪৯৪ টি
থ্রি–পিস: ২৫০ সেট
সালোয়ার-কামিজ: ৪৯৬ টি
ব্লাউজ: ৬৫ টি
জামা: ২১২ টি
জ্যাকেট: ৫৬ টি
বেডশিট: ১০৯ টি
লেডিস ভ্যানিটি ব্যাগ: ৭৫ টি
লেডিস টপস: ৬২২ টি
সোয়েটার (পুরুষ) : ১১ টি
সোয়েটার (লেডিস) : ৩৪ টি
লেডিস প্যান্ট: ৩৫৫ টি
লেডিস টি-শার্ট: ২৮ টি
নাইট ড্রেস: ৫৮ টি
ওড়না: ৩৪৭ টি
শাল চাদর: ৮৯ টি
শীতের জামা: ১৩২
লেহেঙ্গা: ১৬ টি
সানগ্লাস: ৩৪ টি
ট্রাউজার: ৬৭ টি

এ ছাড়া বডি স্প্রে ও পারফিউম, ড্রয়িংরুম, বৈঠকখানা, থিয়েটার রুম, করিডর বৈঠকখানা, কিচেন রুম, মাস্টার বেডসহ অন্যান্য বেডরুমের ব্যবহৃত জিনিসপত্রেও একটা দীর্ঘ তালিকা রয়েছে।

গুলশানের র‍্যানকন টাওয়ারের চারটি আলিশান ফ্ল্যাটকে একত্রিত করে বেনজীর দম্পতি এই ডুপ্লেক্স ফ্ল্যাটটি তৈরি করেন। এতে সুইমিং পুল, মিনি থিয়েটার রুম, অতিথি বিনোদন বৈঠকখানাসহ আধুনিক সব সুযোগ-সুবিধা রয়েছে। অনুসন্ধান টিম জানিয়েছে, পুরো ফ্ল্যাটে ১৯টি ফ্রিজ এবং প্রায় ১০০ টন এসি রয়েছে। সুইমিংপুলে ব্যবহৃত আধুনিক সুযোগ-সুবিধাসহ বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রীও ফ্ল্যাটে পাওয়া গেছে।

23/07/2025

শত শত পুলিশি পাহারায় বের হলেন
আইন উপদেষ্টা আসিফ নজরুল!

মাইলস্টোন ট্রাজেডির জন্য শোক ও সমবেদনা জানাচ্ছি 😥!
23/07/2025

মাইলস্টোন ট্রাজেডির জন্য শোক ও সমবেদনা জানাচ্ছি 😥!

হে আল্লাহ, গাযাবাসীদের তুমি  আর কত পরীক্ষা করবে? তাদের আর্তনাদ আর সহ্য হচ্ছে না💔হে আরশের মালিক! যারা বেঁচে আছে তাদেরকে ত...
13/07/2025

হে আল্লাহ, গাযাবাসীদের তুমি আর কত পরীক্ষা করবে? তাদের আর্তনাদ আর সহ্য হচ্ছে না💔
হে আরশের মালিক! যারা বেঁচে আছে তাদেরকে তুমি হেফাজত কর এবং উত্তম রিজিকের ব্যবস্হা করে দিন।

জাহেলী যুগকেও হার মানায় একদিনে দুটি ঘটনাসোহাগ ভাই চাঁদা না দেওয়ায় বিবস্ত্র ভাবে হত্যার স্বীকার অপরদিকে খুৎবা পছন্দ না হও...
11/07/2025

জাহেলী যুগকেও হার মানায়
একদিনে দুটি ঘটনা
সোহাগ ভাই চাঁদা না দেওয়ায় বিবস্ত্র ভাবে হত্যার স্বীকার অপরদিকে খুৎবা পছন্দ না হওয়ায় ইমাম সাহেবকে হত্যার চেষ্টা 🥲🥲

✅ইমাম নুরুল আমিন মাদানী।চাঁদপুর প্রফেসর পাড়া মোল্লাবাড়ি বাইতুল আমিন মসজিদের ইমাম সাহেব।মদিনা বিশ্ববিদ্যালয় থেকে যিনি লেখাপড়া সম্পূর্ণ করেন।

আজ খুতবা চলা অবস্থায় খুতবা পছন্দ না হওয়ায় এক জ*ঙ্গি চা*পাতি দিয়ে তার উপর অতর্কিত হা*ম*লা চালায়।

এরকম নজির অতীতে শুনেছেন???

11/07/2025
11/07/2025

চাঁদা না দেওয়ায় বিবস্ত্রভাবে জনসম্মুখে হত্যা মেনে নেওয়া যায় না🥲!

👉দ্বীনদার সোহাগ ভাইকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে দিনাজপুরেও বিক্ষোভ মিছিল।
হত্যার পরিবর্তে জড়িতদেরকে অবিলম্বে জনসম্মুখে হত্যা করলে হত্যা করতে কেউ সাহস পাবে না।

১৯৯৫ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত এসএসসি পরীক্ষার পাশের হার!!         #পাসের হার
11/07/2025

১৯৯৫ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত এসএসসি পরীক্ষার পাশের হার!!


#পাসের হার

✅ ২০২৪ ও ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল পরিসংখ্যানঃ #পাসের হার ও  #জিপিএ-৫
11/07/2025

✅ ২০২৪ ও ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল পরিসংখ্যানঃ

#পাসের হার ও #জিপিএ-৫

21/12/2024

ভারতের মুসলমানরা ধৈর্য ধারণ করুন
ভারত বিজয় হবেই হবে ইনশাআল্লাহ।
দিনাজপুরের উত্তরবঙ্গ সালাফি কনফারেন্সে বলেছেন ড. মুজাফফর বিন মহসিন (হাফিঃ)

21/12/2024

⬛গায়রত কী ?

উত্তরঃ সাহাবীরা তাদের স্ত্রী'র নাম পর্যন্ত পরপুরুষকে বলতো না।আর এটাই হলো গায়রত।

⬛একজন গায়রতহীন পুরুষ বড়ই ভয়ংকর।

এখনকার সময়ের পুরুষদের গায়রত থাকবে তো দূর, তারা তাদের স্ত্রীর বেপর্দা ছবি ফেসবুকে আপলোড দেয়!!

আল্লাহুম্মাগফিরলী..!

⬛ঘটনা- ১

একদিন এক ব্যাক্তি আলি ইবনু আবি তালিব (রা) কে জিজ্ঞাসা করলেন তার স্ত্রী কেমন আছে?

তিনি উত্তর দিলেন:

" যদি তোমার রক্ত হালাল হতো,তাহলে আমি তরবারি দিয়ে তোমার মাথা কেটে ফেলতাম।"

[ ইবনে কাসীর,আল- বিদায়া ওয়ান- নিহায়া]

⬛ঘটনা- ২

মক্কার এক মুশরিক তার উটকে জবেহ

করে দিচ্ছিলো। তখন তাকে জিজ্ঞেস করা হলো আপনি উট টি জবেহ কেন করলেন?

আপনার টাকার প্রয়োজন হলেত বিক্রি করে দিতে পারতেন।

তখন লোকটি বললো,

এই উটের উপর আমার মহিলারা বসতো, বিক্রি করে দিলে এই উটের উপর অন্যপুরুষ বসবে এটা আমার সহ্য হবে না,

তাই এই উটই আমি রাখবো না।

⬛একজন মুশরিক হওয়া সত্বেও তার কত গায়রত!!!

আর আমাদের ভাই- বোনদের কি দশা??

আস্তাগফিরুল্লাহ্

⬛গায়রতহীন পুরুষরা সবাই দাইয়ুজ। রসূলুল্লাহ ﷺ বলেছেনঃ তারা জান্নাত তো পাবেই না, জান্নাতের গন্ধও পাবে না।

وَ مَا الۡحَیٰوۃُ الدُّنۡیَاۤ اِلَّا مَتَاعُ الۡغُرُوۡرِ ﴿۲۰﴾

আর দুনিয়ার জীবনটা তো ধোকার সামগ্রী ছাড়া আর কিছুই নয়।

(সুরা হাদীদ-২০)

এবং সেদিন জাহান্নামকে আনা হবে!

সেদিন মানুষ স্মরণ করবে, কিন্তু এই স্মরণ তার কি কাজে আসবে?
(সূরা ফাজর,আয়াত-২০)

স্ত্রীকে সাথে নিয়ে বন্ধুদের সাথে হাসি তামাসা আড্ডায় ব্যস্ত থাকে!!

বউয়ের চুল দেখা যাবে তাতে কষ্ট পাবে তো দূরের কথা , বিয়ের সময় বন্ধুকে নিজের বউকে দেখিয়ে পরে আবার শোনে, মেয়েটা কেমন রে!!
বন্ধুদের চোখের খোরাক বানিয়ে তারপর সে বিয়ে করে!

আর এটাই নাকি এখনকার ভদ্র সমাজের ট্রেন্ড!

আল্লাহুম্মাগফিরলী

আর এখনকার পুরুষদের গায়রত থাকবে তো দূরের কথা,,,

অনেকে গায়রত কি সেটাও জানেনা

হায় আফসোস!

এই উম্মাহর কোনো নারী গায়রতহীন পুরুষকে আপন করে নিছে এমন নজির নাই।

হায় আফসোস!

এই উম্মার পুরুষরা আজ জানেই না

গায়রত কী?

মহিলারা আজ বোঝে না গায়রতের মর্ম।

বরং তারা গায়রতহীন চাকচিক্যময় নিবেদিত পুরুষদেরই খুঁজে ফেরে হর হামেশা

গায়রতহীন পুরুষরা সবাই দাইয়ুজ রসূলুল্লাহ ﷺ বলেছেনঃ তারা জান্নাত তো পাবেই না, জান্নাতের গন্ধও পাবে না।

ইয়া রব বুঝার তৌফিক দান করুন সকল মুসলিম ভাই বোনকে।

(সংগৃহীত)

17/10/2024

মানুষ যখন তার নামাযকে ভুলবে না,তখন সে অপরাধকে ভুলে যাবে!

Address

Dinajpur

Alerts

Be the first to know and let us send you an email when MGI Education posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MGI Education:

Share