
23/07/2025
#আহারেবেচারা!
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ আলিশান ফ্ল্যাটে জব্দ তালিকার ২৪৬টি আইটেমের মধ্যে কয়েকটি বিষয় উল্লেখ করলেই পুরো চিত্র পাওয়া যাবে। শুধু একটি ভবনের ফ্ল্যাটেই পাওয়া তাঁদের ব্যবহৃত সামগ্রীর মধ্যে রয়েছে:
শার্ট: ১২২
প্যান্ট: ২৬৬ টি
ব্লেজার: ৩০ টি
স্যুট: ৮ টি
টি-শার্ট: ৭২২ টি
পাঞ্জাবি: ২২৪
পায়জামা: ৪৭ টি
স্যান্ডেল: ৮৮ জোড়া
কেডস: ৩৫ জোড়া
জুতা: ৩৮ জোড়া
শাড়ি: ৪৯৪ টি
থ্রি–পিস: ২৫০ সেট
সালোয়ার-কামিজ: ৪৯৬ টি
ব্লাউজ: ৬৫ টি
জামা: ২১২ টি
জ্যাকেট: ৫৬ টি
বেডশিট: ১০৯ টি
লেডিস ভ্যানিটি ব্যাগ: ৭৫ টি
লেডিস টপস: ৬২২ টি
সোয়েটার (পুরুষ) : ১১ টি
সোয়েটার (লেডিস) : ৩৪ টি
লেডিস প্যান্ট: ৩৫৫ টি
লেডিস টি-শার্ট: ২৮ টি
নাইট ড্রেস: ৫৮ টি
ওড়না: ৩৪৭ টি
শাল চাদর: ৮৯ টি
শীতের জামা: ১৩২
লেহেঙ্গা: ১৬ টি
সানগ্লাস: ৩৪ টি
ট্রাউজার: ৬৭ টি
এ ছাড়া বডি স্প্রে ও পারফিউম, ড্রয়িংরুম, বৈঠকখানা, থিয়েটার রুম, করিডর বৈঠকখানা, কিচেন রুম, মাস্টার বেডসহ অন্যান্য বেডরুমের ব্যবহৃত জিনিসপত্রেও একটা দীর্ঘ তালিকা রয়েছে।
গুলশানের র্যানকন টাওয়ারের চারটি আলিশান ফ্ল্যাটকে একত্রিত করে বেনজীর দম্পতি এই ডুপ্লেক্স ফ্ল্যাটটি তৈরি করেন। এতে সুইমিং পুল, মিনি থিয়েটার রুম, অতিথি বিনোদন বৈঠকখানাসহ আধুনিক সব সুযোগ-সুবিধা রয়েছে। অনুসন্ধান টিম জানিয়েছে, পুরো ফ্ল্যাটে ১৯টি ফ্রিজ এবং প্রায় ১০০ টন এসি রয়েছে। সুইমিংপুলে ব্যবহৃত আধুনিক সুযোগ-সুবিধাসহ বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রীও ফ্ল্যাটে পাওয়া গেছে।