Magnet General & Islamic Education

Magnet General & Islamic Education আলহামদুলিল্লাহ!

আল্লাহর স্মরণেই মনে প্রশান্তি আসে।
[সূরা আর-রাদ/আয়াত নং ২৮]

06/04/2025

ফিলিস্তিনের এক মুসলিম সাংবাদিক ভাইয়ের ইমানী শক্তি দেখুন....

⬛আমেরিকার মন্ত্রী ফিলিস্তিনের সবাইকে হ'ত্যা করতে হ্যাঁ বলেছেন,
আরনসাথে সাথে ফিলিস্তিনি মুসলিম সাংবাদিক আ'ক্রা'ন্ত করে সিংহের মতো লাফিয়ে ।👌🤲🔥
© collect

21/12/2024

ভারতের মুসলমানরা ধৈর্য ধারণ করুন
ভারত বিজয় হবেই হবে ইনশাআল্লাহ।
দিনাজপুরের উত্তরবঙ্গ সালাফি কনফারেন্সে বলেছেন ড. মুজাফফর বিন মহসিন (হাফিঃ)

21/12/2024

⬛গায়রত কী ?

উত্তরঃ সাহাবীরা তাদের স্ত্রী'র নাম পর্যন্ত পরপুরুষকে বলতো না।আর এটাই হলো গায়রত।

⬛একজন গায়রতহীন পুরুষ বড়ই ভয়ংকর।

এখনকার সময়ের পুরুষদের গায়রত থাকবে তো দূর, তারা তাদের স্ত্রীর বেপর্দা ছবি ফেসবুকে আপলোড দেয়!!

আল্লাহুম্মাগফিরলী..!

⬛ঘটনা- ১

একদিন এক ব্যাক্তি আলি ইবনু আবি তালিব (রা) কে জিজ্ঞাসা করলেন তার স্ত্রী কেমন আছে?

তিনি উত্তর দিলেন:

" যদি তোমার রক্ত হালাল হতো,তাহলে আমি তরবারি দিয়ে তোমার মাথা কেটে ফেলতাম।"

[ ইবনে কাসীর,আল- বিদায়া ওয়ান- নিহায়া]

⬛ঘটনা- ২

মক্কার এক মুশরিক তার উটকে জবেহ

করে দিচ্ছিলো। তখন তাকে জিজ্ঞেস করা হলো আপনি উট টি জবেহ কেন করলেন?

আপনার টাকার প্রয়োজন হলেত বিক্রি করে দিতে পারতেন।

তখন লোকটি বললো,

এই উটের উপর আমার মহিলারা বসতো, বিক্রি করে দিলে এই উটের উপর অন্যপুরুষ বসবে এটা আমার সহ্য হবে না,

তাই এই উটই আমি রাখবো না।

⬛একজন মুশরিক হওয়া সত্বেও তার কত গায়রত!!!

আর আমাদের ভাই- বোনদের কি দশা??

আস্তাগফিরুল্লাহ্

⬛গায়রতহীন পুরুষরা সবাই দাইয়ুজ। রসূলুল্লাহ ﷺ বলেছেনঃ তারা জান্নাত তো পাবেই না, জান্নাতের গন্ধও পাবে না।

وَ مَا الۡحَیٰوۃُ الدُّنۡیَاۤ اِلَّا مَتَاعُ الۡغُرُوۡرِ ﴿۲۰﴾

আর দুনিয়ার জীবনটা তো ধোকার সামগ্রী ছাড়া আর কিছুই নয়।

(সুরা হাদীদ-২০)

এবং সেদিন জাহান্নামকে আনা হবে!

সেদিন মানুষ স্মরণ করবে, কিন্তু এই স্মরণ তার কি কাজে আসবে?
(সূরা ফাজর,আয়াত-২০)

স্ত্রীকে সাথে নিয়ে বন্ধুদের সাথে হাসি তামাসা আড্ডায় ব্যস্ত থাকে!!

বউয়ের চুল দেখা যাবে তাতে কষ্ট পাবে তো দূরের কথা , বিয়ের সময় বন্ধুকে নিজের বউকে দেখিয়ে পরে আবার শোনে, মেয়েটা কেমন রে!!
বন্ধুদের চোখের খোরাক বানিয়ে তারপর সে বিয়ে করে!

আর এটাই নাকি এখনকার ভদ্র সমাজের ট্রেন্ড!

আল্লাহুম্মাগফিরলী

আর এখনকার পুরুষদের গায়রত থাকবে তো দূরের কথা,,,

অনেকে গায়রত কি সেটাও জানেনা

হায় আফসোস!

এই উম্মাহর কোনো নারী গায়রতহীন পুরুষকে আপন করে নিছে এমন নজির নাই।

হায় আফসোস!

এই উম্মার পুরুষরা আজ জানেই না

গায়রত কী?

মহিলারা আজ বোঝে না গায়রতের মর্ম।

বরং তারা গায়রতহীন চাকচিক্যময় নিবেদিত পুরুষদেরই খুঁজে ফেরে হর হামেশা

গায়রতহীন পুরুষরা সবাই দাইয়ুজ রসূলুল্লাহ ﷺ বলেছেনঃ তারা জান্নাত তো পাবেই না, জান্নাতের গন্ধও পাবে না।

ইয়া রব বুঝার তৌফিক দান করুন সকল মুসলিম ভাই বোনকে।

(সংগৃহীত)

17/10/2024

মানুষ যখন তার নামাযকে ভুলবে না,তখন সে অপরাধকে ভুলে যাবে!

17/10/2024

বতর্মান বাংলাদেশ ইসলাম চ্যালেঞ্জ ও সম্ভাবনা | আব্দুল্লাহ বিন আব্দুর রাযযাক | RU | সেমিনার #বর্তমান_বাংলাদেশ_ইসলাম_চ্....

30/09/2024

কি বলেরে? প্রথমে সেনাশাসন তুলে নাও, তারপর বাঙ্গালীদের তুলে নাও🤣

24/08/2024

প্রাণে বেঁচে থাকার সবার সর্বাত্মক চেষ্টা

20/08/2024
17/08/2024

কুরআন মাজীদে আল্লাহ পাক বলেন, হে মুমিনগণ!তোমরা আল্লাহকে ভয় কর। প্রত্যেক ব্যক্তির উচিত, আগামীকালের জন্যে সে কি প্রেরণ করে, তা চিন্তা করা। আল্লাহ তা’আলাকে ভয় করতে থাকা। তোমরা যা কর, আল্লাহ তা’আলা সে সম্পর্কে খবর রাখেন।
[সূরা আল হাশর/ আয়াত নং ১৮]

06/08/2024

প্রশান্তিই আলাদা(আলহামদুলিল্লাহ)
একটা বড় শিরক থেকে মুক্ত হচ্ছে স্বাধীন বাংলাদেশ....

দুর্নীতি ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনে এগিয়ে আসুন।
06/08/2024

দুর্নীতি ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনে এগিয়ে আসুন।

05/08/2024

কুরআন মাজীদের বাণী কখনো মিথ্যা হতে পারে না!!!

🔵 এই জমিনের উপর মিশরের শাসক এবং তার সৈন্য দল অন্যায় ভাবে নিজেদেরকে ক্ষমতাধর ও মহা পরাক্রমশালী মনে করেছিল।কিন্তু টিকতে পারেনি।মহান আল্লাহ পাক এদেশের অনুরুপ ক্ষমতাধরদেরকেও টিকতে দিবে না ইং শা আল্লাহ।
এবং তারা মনে করেছিল যে, তাদেরকে আল্লাহর নিকট ফিরিয়ে আনা হবে না।

❤️কুরআন মাজীদে❤️মহান আল্লাহ পাক বলেন,

✅অতঃপর আমরা তাকে ও তার সেনাবহিনীকে পাকড়াও করলাম এবং তাদেরকে সাগরে নিক্ষেপ করলাম। এবার দেখো, যালিমদের শাস্তি কেমন হয়!

✅আমিই কিন্তু তাদেরকে শাসক বানিয়েছিলাম! তারা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে আসতো। কিন্তু কিয়ামতের দিন তাদের কোনো সাহায্য কারী থাকবে না।

✅এ দুনিয়াতে মানুষ তাদেরকে অভিসম্পাত ও লানাতের সাথে স্মরণ করবে এবং কিয়ামতের দিন তারা হবে ঘৃণিতদের অন্তর্ভুক্ত।

[আল-কুরআন ~সূরা কাসাস ৩৯-৪২]

Address

Ziaur Rhaman
Dinajpur
5200

Alerts

Be the first to know and let us send you an email when Magnet General & Islamic Education posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Magnet General & Islamic Education:

Share