AK Islamic TV

  • Home
  • AK Islamic TV

AK Islamic TV আসসালামু আলাইকুম।

সকল বিধান বাতিল করো,
ওহির বিধান কায়েম করো।

মুক্তির একই পথ,
দাওয়াত ও জিহাদ।

03/01/2025

প্রিয় হুজুরদের কন্ঠে ফজীলতপূর্ণ গান

16/12/2024
মূল : রবী বিন হাদী উমাইর আল মাদখালী হাফিঃঅনুবাদ: মাযহারুল ইসলাম১.প্রশ্ন: কিভাবে আমরা আলেম এবং ত্বলেবুল ইলম কে পার্থক্য ক...
03/03/2024

মূল : রবী বিন হাদী উমাইর আল মাদখালী হাফিঃ
অনুবাদ: মাযহারুল ইসলাম

১.প্রশ্ন: কিভাবে আমরা আলেম এবং ত্বলেবুল ইলম কে পার্থক্য করতে সক্ষম হবো?

জবাব:
আল্লাহর কসম! এটা এমন একটা বিষয় যা আলেমের উপর প্রকাশ পায় এবং জাহেলের উপর প্রকাশ পায়‌ । প্রকাশ পায় তাঁর আচরণে,ফত‌ওয়া প্রদানে, তাঁর অধ্যয়নে, তাঁকে আলেমদের প্রশংসা করার মাধ্যমে এবং তাঁর ব্যপারে ভালো স্বীকারোক্তির মাধ্যমে। এবং এজাতীয় যা আছে ( তাঁর মাধ্যমে) ।
আর এই কারণে সালাফগণ কারো কাছে শিক্ষা অর্জনের জন্য যেতেন না যতক্ষন না আলেমগণ তাঁকে অনুমতি ও স্বীকারোক্তি প্রদান না করে। যেমন: মালেক রহঃ তিনি পাঠদান এবং ফত‌ওয়া প্রদানে আগ্ৰহী হন যখন তাঁকে সত্তর জন আলেম মনোনীত করেন ( তিনি এই ব্যাপারে দক্ষ বলে নির্বাচন করেন তারপর তিনি এই পথে পা বাড়ান) । এবং অনুরূপ শাফেঈ রহঃ‌ও । তাঁকেও তাঁর শায়েখগণ উৎসাহ ও মনোনীত করেছেন ফলে তিনি আগ্ৰহী হন । তাঁরা ( শায়েখগণ) তাঁর ( ইমামের) ইলমী সমকক্ষতা হিসেবে পায়। এবং তাঁরা তাঁর মধ্যে ইলমী যোগ্যতা পায়। তিনি পাঠদান করেন , ফত‌ওয়া প্রদান করেন এবং লেখালেখি করেন আর এ জাতীয় যা আছে । আর এই সকল জিনিসেই একজন আলেম এবং অন্য থেকে পার্থক্য সূচিত করে।

২. প্রশ্ন: অধিকাংশের বক্তব্য হলো - মানুষের মূল হলো - "অজ্ঞতা ও জুলুম "। এই কায়েদাটি কি বিশুদ্ধ?

জবাব: জারাহ এবং তা'দিলের মধ্যে আলোচনার মূল হলো -
إنه كان ظلوما جهولا সূরা আহযাব-৭২
যেমনটি আল্লাহ তায়ালা বলেছেন। আর এই কারণে অনেক আলেম হাদিস ও ইলম গ্ৰহণে শর্তারোপ করেছেন নির্দিষ্ট ছিফাত দ্বারা। তাঁর মধ্যে হলো -
১. আল আদালা ( ন্যায়পরায়নতা)
২. আল যবত ( আয়ত্ব করা )
৩. ইস্তিছালুল সনদ ( সনদের ধারাবাহিকতা বা সনদের সম্পৃক্ততা)
৪. আদামুস শুযুজ ( বিরল না হ‌ওয়া বা একাকী না হ‌ওয়া)
৫. এবং আদামু ইল্লত ( ত্রুটিযুক্ত না হ‌ওয়া)
এই শর্তসমূহ পরিপূর্ণভাবে না পাওয়া পর্যন্ত কোন হাদিস‌ই গ্ৰহণ করা যাবে না। আদালা সাব্যস্ত করাটা কেবলমাত্র হবে সুখ্যাতি ছড়িয়ে পড়া ও আলেম এবং অন্যান্যদের তাঁর ব্যপারে প্রশংসা করার দ্বারা। আর এটা প্রশংসা করার দিকে মুখাপেক্ষী নয় । এবং সে প্রশংসার ক্ষেত্রে অধিক দূঢ়তর। পক্ষান্তরে আলেমদের সনদ প্রদান দ্বারা জানে জারাহ এবং তা'দিল।
প্রত্যেক এমন ব্যক্তি যে ইলমের দাবি করে সে প্রশংসার জন্য উপযুক্ত নয় বরং মানুষের মধ্যে এমন অনেক মানুষ আছে তাদের প্রশস্ত ইলম রয়েছে। এবং তাদের জারাহ এবং তা'দিল সম্পর্কে অভিজ্ঞতা রয়েছে। তাঁরা জানে ব্যক্তির দোষ কি এবং তাঁর আদালা না থাকা সম্পর্কে। এবং ( জানে)ব্যক্তির কি দূরভীত করেছে আমল , বিশ্বস্ততা এবং উপকারী ইলম। অতঃপর যখন পরিপূর্ণ পাওয়া যাবে এবং এই সকল সনদ আসবে এই লোকের ব্যপারে।হয়তো এমন প্রচারিত মন্দ প্রশংসা মানুষের মধ্যে যেমনটি ইমাম মালেক , শাফেঈ,আহমদ , সুফিয়ান ছাওরী, সুফিয়ান বিন উয়াইনাহ ও আওযাঈ এবং অন্যান্য গণের ব্যাপারে । এই সকল ব্যক্তিদের কেউ তাঁদের প্রশংসা করেনি। আল্লাহ তাঁদের প্রশংসা করেছেন সর্বোত্তম সুখ্যাতির মাধ্যমে এবং কল্যান ছড়িয়ে দেয়ার মাধ্যমে। এমনকি ইমাম আহমদ কে যখন ইসহাক রহঃ সম্পর্কে জিজ্ঞেস করে তিনি বলেন: ইসহাক! তাঁর সম্পর্কে তাঁকে জিজ্ঞেস করবে না। ইসহাক মানুষ সম্পর্কে জিজ্ঞেস করবে । যা মানুষ তাঁর সম্পর্কে জিজ্ঞেস করে।
মানুষ তাঁর ইলম ,সম্মান ও তাঁর ভালোর দ্বারা উপরে পৌঁছে। নিশ্চয়ই সে প্রশংসার দ মুখাপেক্ষী। এবং তাঁর ব্যপারে জিজ্ঞেস করে - আমরা বলি - ইবনে বায! তিনি কি ন্যায়পরায়ন? অথবা ইবনে তায়মিমাহ? অথবা আলবানী? অথবা এদের মত অন্য কেউ ! এটা হলো মূর্খতা এবং নির্বুদ্ধিতা। কিন্তু মানুষ হলো এমন যে অনেক জিনিস লুকায়িত,গোপন । আর এটা আবশ্যক তাঁর ক্ষেত্রে সনদ প্রদান করা ( ভালো না মন্দ) । যাতে করে আমরা তাঁর থেকে হাদিস গ্ৰহণ করতে পারি এবং তাঁর থেকে ইলম গ্ৰহণ করতে পারি। এই দুটি হলো এমন পন্থা যেটা প্রমান বহন করে মানুষের আসল অবস্থা জালেম এবং অজ্ঞতা।এটা হলো শায়খুল ইসলাম ইবনে তায়মিমাহ রহঃ এর অভিমত। আর এই শর্তসমূহের উপরেই নির্ভর করেছে আহলুল হাদীস। এবং তাঁর ব্যপারে আলেমগণ সমর্থন করেছেন।

✅আলহামদুলিল্লাহ, ইজতেমা মাঠে এক হি*ন্দুধর্মা*বলম্বীমুহতরাম আমীরে জামা'আত এর হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেন। আগের নাম ছিলো নি...
22/02/2024

✅আলহামদুলিল্লাহ, ইজতেমা মাঠে এক হি*ন্দুধর্মা*বলম্বী
মুহতরাম আমীরে জামা'আত এর হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেন। আগের নাম ছিলো নিরাপদ ব*র্মন, এখন তার নাম রাখা হয় আব্দুর রহমান।

🤲সবাই তার জন্য অন্তর থেকে দো'আ করবেন যেনো সে আমৃত্যু ইসলামের উপরে অটুট থাকতে পারে, আমীন।

22/02/2024

🔴Live সম্প্রচার... 🇧🇩 আহলেহাদীছদের সর্ববৃহৎ সম্মেলনে ৩৪তম বার্ষিক তাবলীগী ইজতেমা-২০২৪
🔰আয়োজনে: আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ।

📌 প্রথম দিন : শুক্রবার, প্রথম অধিবেশন : বাদ আসর
📌 তারিখঃ ২২ ও ২৩ ফেব্রুয়ারী
🔴 রোজঃ বৃহস্পতিবার ও শুক্রবার
◾স্থান : এয়ারপোর্ট থানার নিকটবর্তী ময়দান, বায়া, রাজশাহী।

🔳 সভাপতিত্ব করছেন :
🎙প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
◾আমীর, আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ

অনলাইনে প্রতিটি ভিডিও পেতে page: At-Tahreek Tv, YouTube: আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ-Ahlehadeeth Movement Bangladesh

তাবলীগী ইজতেমা ময়দান ও দারুলহাদীছ বিশ্ববিদ্যালয়ের জমি ক্রয় প্রকল্প : তাবলীগী ইজতেমা ফাণ্ড, সঞ্চয়ী হিসাব নং ০০৭১২২০০০০৭১৭, রাউটিং নং : ০১৫৮১১৯৩৪, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, রাজশাহী শাখা, সুইফট কোড : ALARBDDH073, বিকাশ ও নগদ নং ০১৭৯৭৯০০১২৩, রকেট নং ০১৭৯৭৯০০১২৩০ (পার্সোনাল)

আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ
কেন্দ্রীয় কার্যালয়: নওদাপাড়া (আম চত্বর),
পোঃ সপুরা, রাজশাহী।
📞মোবাইল: ০১৭৯৭-৯০০১২৩; ০১৭১১-৫৭৮০৫৭
📞 আইটি বিভাগ: 01404-536754

02/02/2024

সামনে এগিয়ে চলো!!
পরন্ত বিকেলে সমূদ্র সৈকত কক্সবাজার।

-প্রফেসর ড মুহাম্মাদ আসাদুল্লাহ আল গালিব (আমীর, আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)

01/02/2024

আহলেহাদীস রা তো বহু দল হয়ে গেছে জাবাবে - ‼️

শায়েখ সাইফুদ্দীন বেলাল মাদানী হাফিয্বাহুল্লাহ.

21/01/2024

প্রশ্ন : ট্রান্সজেন্ডার, আমাদের করণীয়?
প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Professor Dr. Abubakar Muhammad Zakaria
Dr. Abubakar Muhammad Zakaria
Professor
Department of Al-Fiqh and Legal Studies
Islamic University, Kushtia


أ.د. أبو بكر محمد زكريا

20/01/2024

কোন সুন্দর জিনিস দেখে মাশাআল্লাহ নাকি বারাকাল্লাহ।
আসুন সত্যটা জেনে নেই

Address


Telephone

+8801722298138

Website

Alerts

Be the first to know and let us send you an email when AK Islamic TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AK Islamic TV:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share