
26/06/2025
👉বাস্তব কিছু কথা.......
👉 রথ যাএায় সর্গে যাওয়ার লোভে রাস্তার ভক্তের জায়গা দেওয়া কঠিন, আর এই মূহুর্তে মন্দিরে খিচুড়ি প্রসাদ দেওয়া হবে শুনলে লোকে দলে দলে আসতো,কিন্তু মন্দির রক্ষায় কোন সনাতনী রাস্তায় নেমে এলো না,এ জন্য হিন্দুরা আজকে পতনের দিকে যাচ্ছে,চুড়ি পড়ে ঘরে বসে আছে।সব কিছু বলার ভাষা হারিয়ে ফেলতেছি,যারা সাদা কে সাদা কালো কে কালো বলার সৎসাহস যাদের আছে তারাই প্রকৃত সনাতনী, সনাতনী জাগো, আর অন্য দিকে অন্যারা কোন কিছু বললেই ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে, আর আমাদের মন্দির মূর্তি ভাংলে কোন ধরনের আঘাত লাগে না,এটাই হলো বাংলাদেশের🙏💞