Popi's Story

Popi's Story Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Popi's Story, Dinajpur.

03/02/2025

আমাদের মন্দিরের সরস্বতীপূজাতে আমরা কি কি করলাম

কিছু কিছু বাবা মা আছেন, যারা বিয়ের পর বিবাহিত মেয়েকে হাতের তালুতে আগলে বেশ যত্ন করে রাখেন। আর সেই একই বাবা মা যখন  শশুর ...
02/01/2025

কিছু কিছু বাবা মা আছেন, যারা বিয়ের পর বিবাহিত মেয়েকে হাতের তালুতে আগলে বেশ যত্ন করে রাখেন। আর সেই একই বাবা মা যখন শশুর শাশুড়ী হয়ে ছেলের বউ নিয়ে আসেন, সেই ছেলের বউকে পায়ের তোলার পাপশ করে রাখেনl বাড়ির বউ সেও আর সবার মত বাড়ির একজন সদস্য। অথচ এইসব শশুর শাশুড়ী সবার সামনে কিভাবে মাথা উচু করেই বলে যে, বাড়ির বউ তো শশুর বাড়ির দাসী। কিন্তু এই বউ নামক মেয়েটিও কারো বাড়ির আদরের মেয়ে। শশুর বাড়িতে মেয়ের ভালবাসা না পেলেও ছেলের বউ এর ভালবাসা যত্ন এই মেয়েটিও পেতে চায়।
কলমে :ঝর্না রায় পপি

কার কাজটা সবথেকে বেশি কঠিন বলেন তো? একজন স্বামী!  যে কিনা সারাদিন বাইরে বিভিন্ন প্রতিকূলতার মধ্যে দিয়ে পরিশ্রম করে স্ত্র...
01/01/2025

কার কাজটা সবথেকে বেশি কঠিন বলেন তো? একজন স্বামী! যে কিনা সারাদিন বাইরে বিভিন্ন প্রতিকূলতার মধ্যে দিয়ে পরিশ্রম করে স্ত্রী, সন্তান, মা-বাবার ভাল থাকার জন্য, একটু সুখে থাকার জন্য টাকা ইনকাম করে?
নাকি একজন স্ত্রীর! যে কিনা সবার আগে ঘুম থেকে উঠে সকাল থেকে রাত পর্যন্ত স্বামী, সন্তান, শশুর - শাশুড়ীর জন্য রান্না বান্না করে, ঘরের কাজ করে, ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখে।
এখানে কেউ বলবেন স্বামীর, আবার কেউ বলবেন স্ত্রীর।
কিন্তু আমি মনে করি দুজনের কাজই যার যার জায়গা থেকে বেশ কঠিন। যদি সংসারে থেকে একে অপরের পাশে থেকে হাসি মুখে সসহযোগিতা করার মন মানসিকতা না থাকে।
অপর দিকে দুজন স্বামী স্ত্রী যদি সমস্ত প্রতিকূলতায় দুজনে দুজনের পাশে থেকে ভালবেসে একে অপরেকে সাহায্য করে তাহলে সব কাজ সহজ বলে মনে হয়। কারন স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে অনেকটা দুই চাকার গাড়ির মত। একটি চাকা অচল হয়ে গেলে গাড়িটা এগিয়ে নিয়ে যেতে বেশ কষ্ট হয়। কিন্তু দুটি চাকাই যদি সচল থাকে সে গাড়িটা অনেক সহজভাবে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারে।
কলমে : ঝর্ণা রায় পপি

01/01/2025

কার কাজটা সবথেকে বেশি কঠিন!!!

31/12/2024

নিজেকে নিজেই ভাল রাখতে হবে

একাই তো এসেছিলাম, তাহলে একা থাকতে এতো ভয় পাই কেন!!
17/12/2024

একাই তো এসেছিলাম, তাহলে একা থাকতে এতো ভয় পাই কেন!!

08/12/2023

গাবুরা, বুড়া কালি মন্দির🙏

12/03/2023

চৈত্রমাসের লক্ষিপূজা ব্রতকথা

01/03/2023

হোলিকা দহনের পৌরাণিক কাহিনী।

01/03/2023

হোলিকা দহনের পৌরাণিক কাহিনী।

22/02/2023

শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের সহস্ত লিখিত সত্যানুসরন গ্রন্থের বাণী।

Address

Dinajpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Popi's Story posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share