Salim Sha

Salim Sha This is my page

ইবনে মাসঊদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “কিয়ামতের দিন সেই ব্যক্তি সব...
13/10/2025

ইবনে মাসঊদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “কিয়ামতের দিন সেই ব্যক্তি সব লোকের চাইতে আমার বেশী নিকটবর্তী হবে, যে তাদের মধ্যে সবচেয়ে বেশী আমার উপর দরূদ পড়বে।”

তিরমিযী ৪৮৪

অতিরিক্ত খুশিতে থাকার কথা ও অতিরিক্ত কষ্টে থাকার কথা, কাউকে বলবেন না। কারন খুশিতে মানুষ নজর লাগায় আর কষ্টে মানুষ লবণ লা...
10/10/2025

অতিরিক্ত খুশিতে থাকার কথা ও অতিরিক্ত কষ্টে থাকার কথা, কাউকে বলবেন না। কারন খুশিতে মানুষ নজর লাগায় আর কষ্টে মানুষ লবণ লাগায়!

"পরিপূর্ণ মানসিক শান্তি' একমাত্র আল্লাহর দিকেই রয়েছে!"

- [সূরা: রাদ-২৮]

09/10/2025

الهم لك الحمدولك الشكر
আলহামদুলিল্লাহ 🌸
আল্লাহর রহমতে গাজায় যুদ্ধবিরতি চুক্তি সই হয়েছে।

07/10/2025

*** হেদায়েতের উপর টিকে থাকার দোয়া ***

আরবি:
رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ

বাংলা উচ্চারণ:
রব্বানা লা তুযিগ ক্বুলূবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রহমাতান ইন্নাকা আনতাল ওয়াহহাব

বাংলা অনুবাদ:
হে আমাদের প্রভূ! আমাদেরকে সঠিক পথ দেখানোর পর, আপনি আমাদের অন্তর গুলোকে বক্র করবেন না। আর আপনি আমাদেরকে আপনার পক্ষ থেকে রহমত দান করুন। নিশ্চয় আপনি সর্বাধিক দাতা।

রেফারেন্স:
সূরা আল ইমরান (আয়াত : 8)

আমিন"🥹🤍
29/09/2025

আমিন"🥹🤍

লম্বা সুতা আর লম্বা কথা সব সময় প্যাঁচ লেগে যায়, তাই সুতা যত গুছিয়ে রাখা যায় আর কথা যত কম বলা যায় ততোই ভালো।
28/09/2025

লম্বা সুতা আর লম্বা কথা
সব সময় প্যাঁচ লেগে যায়, তাই সুতা যত গুছিয়ে রাখা যায় আর কথা যত কম বলা যায় ততোই ভালো।

অনেকে স্বামী-স্ত্রীর সম্পর্কের গুরুত্ব বোঝাতে বলে থাকেন—“স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত।”এ কথাটিকে অনেক সময় হাদিস হিস...
27/09/2025

অনেকে স্বামী-স্ত্রীর সম্পর্কের গুরুত্ব বোঝাতে বলে থাকেন—
“স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত।”
এ কথাটিকে অনেক সময় হাদিস হিসেবে প্রচার করা হয়। অথচ এটি কোনো হাদিস নয়।

স্বামী-স্ত্রীর উভয়ের উপর একে অপরের হক রয়েছে। আল্লাহ তা'আলা কুরআনে বলেন—
وَلَهُنَّ مِثْلُ الَّذِي عَلَيْهِنَّ بِالْمَعْرُوفِ
“আর স্বামীদের যেমন তাদের (স্ত্রীদের) উপর ন্যায়সঙ্গত হক রয়েছে, তেমনি তাদেরও হক রয়েছে স্বামীদের উপর।”
(সূরা বাকারা ২:২২৯)

রাসূলুল্লাহ ﷺ বিদায় হজের ভাষণে সতর্ক করে বলেন—

اتَّقُوا اللَّهَ فِي النِّسَاءِ
“তোমরা নারীদের বিষয়ে আল্লাহকে ভয় কর।”
(সহিহ মুসলিম, হাদিস ১২১৮)

অন্যদিকে, নারীদেরকেও স্বামীর আনুগত্যের প্রতি উদ্বুদ্ধ করেছেন এবং এর ফজিলত বর্ণনা করেছেন। তিনি ﷺ বলেছেন, “নারী যখন পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করবে, রমজানের রোজা রাখবে, নিজের লজ্জাস্থানের হেফাজত করবে এবং স্বামীর আনুগত্য করবে—তখন সে জান্নাতের যেকোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে।”
(সহিহ ইবনে হিব্বান, হাদিস ৪১৬৩)

গুনাহের কাজ নয় এমন বিষয়ে স্বামীর আনুগত্য করা স্ত্রীর জন্য জরুরি। কিন্তু “স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত” কথাটি কোনো হাদিস নয়, বরং এটি মানুষের বানানো কথা।

22/09/2025

লা ইলাহা ইল্লাল্লাহ! ফিসফিস করে বলার কোনো জিনিস না! 🔥
🎙️Asif Adnan

“যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ পড়বে এটি তার জন্য দুই জুমার মধ্যবর্তী (সময়) নূরে আলোকিত করে দিবে।”[মুসতাদরাকে হাকেম (২/...
12/09/2025

“যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ পড়বে এটি তার জন্য দুই জুমার মধ্যবর্তী (সময়) নূরে আলোকিত করে দিবে।”

[মুসতাদরাকে হাকেম (২/৩৯৯) ও বাইহাকী (৩/২৪৯)]

বাচ্চাদের সালাম দেওয়াশিশু হলেও তাকে সালাম দেওয়া সুন্নত এবং তা বিনয়ীর একটি নিদর্শন। আমাদের মহানবী (স.) পথে চলাকালে ছোট শি...
10/09/2025

বাচ্চাদের সালাম দেওয়া
শিশু হলেও তাকে সালাম দেওয়া সুন্নত এবং তা বিনয়ীর একটি নিদর্শন। আমাদের মহানবী (স.) পথে চলাকালে ছোট শিশুদেরকে সালাম দিতেন।

(সহিহ বুখারি: ৬২৪৭)

গাজীপুর সিটি কর্পোরেশন, দক্ষিণ ছায়াবীথি এলাকার আমাদের সহযোগী দাঈ ওয়াহিদুজ্জামান ভাইয়ের বাসার কারগুজারী। 🔷 আজ সকালে বাহির...
07/09/2025

গাজীপুর সিটি কর্পোরেশন, দক্ষিণ ছায়াবীথি এলাকার আমাদের সহযোগী দাঈ ওয়াহিদুজ্জামান ভাইয়ের বাসার কারগুজারী।

🔷 আজ সকালে বাহির থেকে বাসায় ফিরে শুনি খৃষ্টান ধর্মালম্বী ৩ জন নারী আমাদের বাসায় এসে, বাসার কেঁচিগেইটে খটখটাচ্ছিলেন। আমার মা দেখেন অপরিচিত ৩ জন নারী। আমার মা তাদের বললেন কাকে খুজছেন? আপনাদের চিনতে পারলাম নাতো‼️

তারা বললো, আমরা খৃষ্টান ধর্মাবলম্বী। আমরা সকলের খোঁজ খবর নিতে এসেছি, আপনারা কেমন আছেন।

📍 এরপর তারা বাইবেল থেকে কিছু পড়ছিল এবং কথার ছলে খ্রিষ্টধর্মের দাওয়াত দিচ্ছিল। আমার মাকে তাদের খৃষ্টান ধর্মের কয়েকটি বই দিয়ে বললো আপনার ছেলে–মেকে এই বইগুলো দিবেন।

তখন আমার মা বললো, আমার ছেলেও আপনাদের মতো সত্য ধর্ম ইসলাম প্রচারের দাওয়াতি কাজ করে। আপনারা রুমে এসে বসেন, আমি আমার ছেলেকে ফোন দিয়ে ডাকি আর বলি তার ওস্তাদকে সাথে নিয়ে আসতে।

তখন তারা আমার মায়ের এই কথা শোনার পরে বলে, এখন আমাদের কছে সময় নেই। এরপরে বলে, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। এখন আসি বলে, তড়িঘড়ি করে চলে গেল।

এরপরে পাশের আরো কয়েকটা বাসায় গিয়েছে তারা।
এভাবেই চলছিল তাদের মিত্থা ধর্মের দাওয়াতের মেহনত।

🔴 চিন্তার বিষয় হলো!
তারা মিথ্যা ধর্মের উপর থেকে কত মেহনত করতেছে। প্রতিটা মুসলমানের ঘরে-বাড়িতে, পারা-মহল্লা, রাস্তা-ঘাটে, মাঠে-মসজিদে, তাবলীগী- সাধারণ মুসুল্লি, ইমাম-খতিব সকলের কাছে তাদের দাওয়াত পৌছে নিয়ে যাচ্ছে। তারা প্রতিনিয়ত হাজার হাজার মানুষকে ভুলবুঝিয়ে কুরআন হাদীসের অপব্যাখ্যা করে খ্রিষ্টান বানিয়ে চলছে।

আর আমরা সত্য ধর্মের উপর থেকে কী করছি❓ কত জন অমুসলিমকে আমরা দাওয়াত দিচ্ছি❓জাহান্নাম থেকে বাঁচানোর ফিকির করছি, জান্নাতের পথ দেখাচ্ছি⁉️ আর কোন নবী রাসূল আসবেন না। নবীদের এই দায়িত্ব কাধে নিয়ে আমাদেরকেই অমুসলিমদের মাঝে দাওয়াতি কাজ করতে হবে। তাদের ঘর-বাড়িতে, গির্জায়, মন্দিরে ইসলামের শান্তির বানী পৌছে দিতে হবে।

আল্লাহর রাসূল সা. এর রক্তেমাখা দ্বীন চোখের সামনে মিটিয়ে দেওয়ার চক্রান্ত চলছে। আর আমরা এখনো ঘুমিয়ে আছি। আল্লাহর কাছে কি জবাব দিব সেদিন,যেদিন জিজ্ঞাসা করা হবে। তোমাদের সামনে আমার দেওয়া দ্বীন (ইসলাম) মিটিয়ে দেওয়ার পায়তারা চলছিল সেদিন কি করেছিলে...⁉️
©️

📌 বাথরুম বা টয়লেটে প্রবেশের আগে যে দোয়া পড়া জরুরি!! 🔹 অনেকেই জানেন না— টয়লেট বা বাথরুম হচ্ছে জ্বীন-শয়তানদের আড্ডাস্থল।র...
03/09/2025

📌 বাথরুম বা টয়লেটে প্রবেশের আগে যে দোয়া পড়া জরুরি!!

🔹 অনেকেই জানেন না— টয়লেট বা বাথরুম হচ্ছে জ্বীন-শয়তানদের আড্ডাস্থল।

রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন:
“নিঃসন্দেহে এই মলত্যাগের জায়গাগুলো জ্বীন-শয়তান উপস্থিতির স্থান।”
(সুনানে আবু দাঊদ, হাদীস: ৬)

✅ তাই আমাদেরকে রাসূল ﷺ একটি দোয়া শিখিয়েছেন, যা ইস্তিঞ্জায়/বাথরুমে প্রবেশের আগে পড়া সুন্নাহ:
بِسْمِ اللّٰهِ

اَللّٰهُمَّ اِنِّيْ اَعُوْذُ بِكَ مِنَ الْخُبْثِ وَالْخَبَائِثِ

হে আল্লাহ! আমি আপনার নিকট অপবিত্র নর জ্বীন ও নারী জ্বীন থেকে আশ্রয় চাই।

(সহীহ বুখারী, হাদীস: ১৪২)

🌸 এই দোয়ার ফজিলত:
রাসূল ﷺ বলেছেন—
“ইস্তিঞ্জায় প্রবেশের আগে বিসমিল্লাহ বললে, তা মানুষের লজ্জাস্থান ও জ্বীনদের দৃষ্টির মাঝে পর্দা হয়ে যায়।”
(তিরমিযী, হাদীস: ৬০৬)

📌 আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো—
জ্বীনরা নাপাক পরিবেশ পছন্দ করে। যেখানে নোংরা, আবর্জনা বা নাপাক থাকে সেখানে তাদের বসবাসের ঝুঁকি বেশি।
তাই ঘরবাড়ি, বিছানা, টয়লেট সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা সুন্নাহ এবং নিরাপত্তার উপায়।
🔖 প্রতিদিন এই দোয়া পড়ার অভ্যাস করুন এবং পরিবারকেও শিক্ষা দিন। আল্লাহ আমাদের সবাইকে জ্বীন-শয়তানের ক্ষতি থেকে হেফাজত করুন। (আমিন) 🤲

Address

Dinajpur

Alerts

Be the first to know and let us send you an email when Salim Sha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Salim Sha:

Share