07/09/2025
গাজীপুর সিটি কর্পোরেশন, দক্ষিণ ছায়াবীথি এলাকার আমাদের সহযোগী দাঈ ওয়াহিদুজ্জামান ভাইয়ের বাসার কারগুজারী।
🔷 আজ সকালে বাহির থেকে বাসায় ফিরে শুনি খৃষ্টান ধর্মালম্বী ৩ জন নারী আমাদের বাসায় এসে, বাসার কেঁচিগেইটে খটখটাচ্ছিলেন। আমার মা দেখেন অপরিচিত ৩ জন নারী। আমার মা তাদের বললেন কাকে খুজছেন? আপনাদের চিনতে পারলাম নাতো‼️
তারা বললো, আমরা খৃষ্টান ধর্মাবলম্বী। আমরা সকলের খোঁজ খবর নিতে এসেছি, আপনারা কেমন আছেন।
📍 এরপর তারা বাইবেল থেকে কিছু পড়ছিল এবং কথার ছলে খ্রিষ্টধর্মের দাওয়াত দিচ্ছিল। আমার মাকে তাদের খৃষ্টান ধর্মের কয়েকটি বই দিয়ে বললো আপনার ছেলে–মেকে এই বইগুলো দিবেন।
তখন আমার মা বললো, আমার ছেলেও আপনাদের মতো সত্য ধর্ম ইসলাম প্রচারের দাওয়াতি কাজ করে। আপনারা রুমে এসে বসেন, আমি আমার ছেলেকে ফোন দিয়ে ডাকি আর বলি তার ওস্তাদকে সাথে নিয়ে আসতে।
তখন তারা আমার মায়ের এই কথা শোনার পরে বলে, এখন আমাদের কছে সময় নেই। এরপরে বলে, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। এখন আসি বলে, তড়িঘড়ি করে চলে গেল।
এরপরে পাশের আরো কয়েকটা বাসায় গিয়েছে তারা।
এভাবেই চলছিল তাদের মিত্থা ধর্মের দাওয়াতের মেহনত।
🔴 চিন্তার বিষয় হলো!
তারা মিথ্যা ধর্মের উপর থেকে কত মেহনত করতেছে। প্রতিটা মুসলমানের ঘরে-বাড়িতে, পারা-মহল্লা, রাস্তা-ঘাটে, মাঠে-মসজিদে, তাবলীগী- সাধারণ মুসুল্লি, ইমাম-খতিব সকলের কাছে তাদের দাওয়াত পৌছে নিয়ে যাচ্ছে। তারা প্রতিনিয়ত হাজার হাজার মানুষকে ভুলবুঝিয়ে কুরআন হাদীসের অপব্যাখ্যা করে খ্রিষ্টান বানিয়ে চলছে।
আর আমরা সত্য ধর্মের উপর থেকে কী করছি❓ কত জন অমুসলিমকে আমরা দাওয়াত দিচ্ছি❓জাহান্নাম থেকে বাঁচানোর ফিকির করছি, জান্নাতের পথ দেখাচ্ছি⁉️ আর কোন নবী রাসূল আসবেন না। নবীদের এই দায়িত্ব কাধে নিয়ে আমাদেরকেই অমুসলিমদের মাঝে দাওয়াতি কাজ করতে হবে। তাদের ঘর-বাড়িতে, গির্জায়, মন্দিরে ইসলামের শান্তির বানী পৌছে দিতে হবে।
আল্লাহর রাসূল সা. এর রক্তেমাখা দ্বীন চোখের সামনে মিটিয়ে দেওয়ার চক্রান্ত চলছে। আর আমরা এখনো ঘুমিয়ে আছি। আল্লাহর কাছে কি জবাব দিব সেদিন,যেদিন জিজ্ঞাসা করা হবে। তোমাদের সামনে আমার দেওয়া দ্বীন (ইসলাম) মিটিয়ে দেওয়ার পায়তারা চলছিল সেদিন কি করেছিলে...⁉️
©️