Salim Sha

Salim Sha This is my page

16/11/2025

My favorite nasheed ❤️

চলন্ত বন্দুকের নিশানায়। ┇ (چلتی بندوق کے ہم دہانے پہ ہیں) ┇ Cover by Ahmad Faiyaaz ┇ Ummah Studio

‼️একটু সচেতন হলেই আল্লাহ চাইলেই জাদু থেকে বাঁচা সম্ভব! জাদু বাস্তব  কিন্তু আল্লাহর হেফাজত আরও শক্তিশালী! শুধু কিছু সচেতন...
10/11/2025

‼️একটু সচেতন হলেই আল্লাহ চাইলেই জাদু থেকে বাঁচা সম্ভব! জাদু বাস্তব কিন্তু আল্লাহর হেফাজত আরও শক্তিশালী! শুধু কিছু সচেতনতা ও আমলের মাধ্যমে আপনি নিজে এবং পরিবারকে রাখতে পারেন নিরাপদে।

💠 কী করবেন জাদু থেকে বাঁচতে:

1️⃣ ফরজ আমল ঠিক রাখুন নামাজ, পর্দা, ও অন্যান্য ফরজ আদায় করুন নিয়মিত।
2️⃣ নিয়মিত মাসনুন আমলের অভ্যাস করুন পিরিয়ড থাকলেও বাদ নয়।
3️⃣ গুনাহ থেকে বেঁচে থাকুন যতটা সম্ভব, প্রতিদিন তওবা করুন।
4️⃣ ভণ্ড কবিরাজ বা রাক্বি থেকে দূরে থাকুন অনেক সময় তারাই যাদুর ফাঁদে ফেলে দেয়।
5️⃣ ব্যবহৃত জিনিস নিরাপদে ফেলুন। চুল, নখ, হায়েজের কাপড় ইত্যাদি সাবধানে নষ্ট করুন।
6️⃣ ব্যবহৃত জিনিস কাউকে দেবেন না প্রয়োজনে নতুন কিনে উপহার দিন। পুরনো কাপড় দান করার আগে ভালোভাবে ধুয়ে নিন।
7️⃣ কাপড় শুকানোর সময় সতর্ক থাকুন বাইরে মেয়েদের কাপড় না মেলানোই নিরাপদ।
8️⃣ মায়ের নাম প্রকাশে সাবধান থাকুন প্রয়োজন ছাড়া বলবেন না।
9️⃣ খাবারে সন্দেহ হলে খাবেন না, অশান্তি হলেও ধৈর্য ধরুন।
🔟 ঘরে সন্দেহজনক কিছু পেলে নিয়ম অনুযায়ী নষ্ট করুন, তাবিজ বা জাদুর বস্তু ধ্বংসের নিয়ম জানতে কমেন্টে দেখুন।
1️⃣1️⃣ ঘর বা উঠোনে কেউ কিছু ছিটালে বা পুতে রাখলে সতর্ক হোন, তাকে সতর্ক করুন এবং সেই স্থান দোয়া পড়ে পরিশুদ্ধ করুন।

✨আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখুন। একমাত্র আল্লাহই আপনাকে প্রকৃত হেফাজত দিতে পারেন।

✨ “আর আল্লাহই উত্তম হেফাজতকারী, আর তিনিই পরম দয়ালু।” – (সূরা ইউসুফ: ৬৪)

09/11/2025

আবূ হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যে ব্যক্তি সকাল অথবা সন্ধ্যায় মসজিদে গমন করে, আল্লাহ তার জন্য আপ্যায়ন সামগ্রী জান্নাতের মধ্যে প্রস্তুত করেন। সে যতবার সকাল অথবা সন্ধ্যায় গমনাগমন করে, আল্লাহও তার জন্য ততবার আতিথেয়তার সামগ্রী প্রস্তুত করেন।”

সহীহুল বুখারী ৬৬২, মুসলিম ৪৬৭

08/11/2025

বুরাইদা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যে ব্যক্তি আসরের নামায ত্যাগ করল, নিঃসন্দেহে তার আমল নষ্ট হয়ে গেল।”

সহীহুল বুখারী ৫৫৩

06/11/2025

প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় যে দুআ পড়লে কোনও কিছুই ক্ষতি করতে পারেনা।
🎙️শায়খ ডক্টর আযিয বিন ফারহান আল আনজি (হাফিযাহুল্লাহ)

🔹রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ 'যে ব্যক্তি প্রত্যেক দিন সকাল ও সন্ধ্যায় এই দুআ তিনবার করে পড়বে,
«بِسْمِ اللَّهِ الَّذِي لاَ يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلاَ فِي السّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ»
“বিসমিল্লা-হিল্লাযী লা ইয়াদ্বুররু মা'আসমিহী শাইউন ফিল আরদ্বি ওয়ালা ফিস সামা-ই, ওয়াহুওয়াস সামী'উল 'আলীম।”
(অর্থাৎ আমি শুরু করছি সেই আল্লাহ্র নামে; যার নামের সাথে আসমান ও যমীনে কোনো কিছুই ক্ষতি করতে পারে না। আর তিনি সর্বশ্রোতা, মহাজ্ঞানী।)
কোনও কিছুই সে ব্যক্তির ক্ষতি করতে পারবে না।'
[তিরমিযী; ৩৩৮৮, ইবনু মাজাহ; ৩৮৬৯, আহমাদ; ৪৪৮, ৫২৯]

”হে আদমের সন্তানেরা! পৃথিবীর মাটির উপরে যতক্ষণ ইচ্ছা করে হেঁটে নাও কেননা খুব শীঘ্রই সেটা তোমার কবরে পরিণত হয়ে যাবে। মায়ে...
03/11/2025

”হে আদমের সন্তানেরা! পৃথিবীর মাটির উপরে যতক্ষণ ইচ্ছা করে হেঁটে নাও কেননা খুব শীঘ্রই সেটা তোমার কবরে পরিণত হয়ে যাবে। মায়ের গর্ভ থেকে বেরিয়ে আসার পর থেকে তো তোমার জীবনের আয়ু কমে যাওয়াকে তুমি ঠেকিয়ে রাখতে পারনি।”

— ইমাম আল-হাসান আল-বাসরি (রাহিমাহুল্লাহ)
[আল-হিলইয়াহ, ২/১৫৫]

02/11/2025

সুখের দরজা খুলবেন কিভাবে? ~
🎙️ শায়খ ড. সালেহ বিন ফাওযান আল-ফাওযান (হাফিযাহুল্লাহ)

01/11/2025

সূরা বাকারার ফযীলত সম্পর্কে অনেক সহীহ বর্ণনা পাওয়া যায়। ইমাম ইবনুল আরাবী (রহঃ) বলেন: সূরা বাকারাহ এক হাজার সংবাদ, এক হাজার আদেশ ও এক হাজার নিষেধ সম্বলিত একটি সূরা। (তাফসীর ইবনে কাসীর, আহকামুল কুরআন ইবনুল আরাবী, অত্র আয়াতের তাফসীর)
সাহাবী আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন:
لَا تَجْعَلُوا بُيُوتَكُمْ مَقَابِرَ، وَإِنَّ البَيْتَ الَّذِي تُقْرَأُ فِيهِ البَقَرَةُ لَا يَدْخُلُهُ الشَّيْطَانُ
“তোমরা তোমাদের ঘরগুলোকে কবরে পরিণত কর না। কেননা যে বাড়িতে সূরা বাকারাহ পাঠ করা হয় তাতে শয়তান প্রবেশ করে না।”(তিরমিযী হা: ২৮৭৭, সহীহ) সহীহ মুসলিম এর বর্ণনায় রয়েছে:
إِنَّ الشَّيْطَانَ يَنْفِرُ مِنَ الْبَيْتِ الَّذِيْ تُقْرَأُ فِيْهِ سُوْرَةُ الْبَقَرَةِ
“যে বাড়িতে সূরা বাকারাহ পাঠ করা হয় সে বাড়ি থেকে শয়তান পলায়ন করে।”(সহীহ মুসলিম হা: ৫৩৯)
আবদুল্লাহ ইবনু মাসউদ (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন: তোমাদের মধ্যে কাউকে যেন এরূপ না পাই যে, সে এক পায়ের ওপর অন্য পা তুলে পড়তে থাকে, কিন্তু সে সূরা বাকারাহ তেলাওয়াত করে না। জেনে রেখ, যে ঘরে সূরা বাকারাহ তেলাওয়াত করা হয় সে ঘর থেকে শয়তান দ্রুত পালিয়ে যায়। সবচেয়ে খালি ও মূল্যহীন সেই ঘর, যে ঘরে আল্লাহ তা‘আলার কিতাব (কুরআন) পাঠ করা হয় না। (নাসাঈ হা: ৯৬৩,

আযান

বাসা-বাড়িতে যেসব বিছানা সবসময় খালি থাকে সেসব বিছানাতে শয়তান আসন পাতে। তাই বাসা-বাড়িতে খালি বিছানা রাখা উচিত না। শয়তান দুপুরে ঘুমায় না, এমনকি বিশ্রামও নেয় না। শয়তান সবসময় বিশ্রাম নেয় আলো এবং ছায়ার মাঝে। অর্থাৎ শয়তানের শরীরের একটা অংশ থাকে রোদের আলোতে এবং আরেকটা অংশ থাকে ছায়াতে। এভাবে বসেই সে আরাম করে। তাই কোনো মানুষের এভাবে রোদে বসা উচিত নয়।

আযান দেওয়ার সময় শয়তান অনেক দূরে পালিয়ে যায়, যতদূর আযান শোনা না যায়। আযানের শব্দ শেষ হলে আবার সে ফিরে আসে। আবার আযানের আওয়াজ হলে একইভাবে সে দূরে পালিয়ে যায়। তাই আযানের সময় কুকুররা তাকে দেখতে পায় বলে তারা ডাকাডাকি করে। যখন নামাযের তাকবীর বলা হয় তখনো শয়তান দূরে পালিয়ে যায়। নামায শুরু হলে আবার সে ফিরে এসে মানুষের মনে ভুল-ভ্রান্তি ছড়ায়, নামাযে অমনোযোগী করে দেয়। রাতের অন্ধকার নেমে আসার সাথে সাথে শয়তান তার দলবল নিয়ে দুনিয়াতে বিভিন্ন জায়গায় নেমে আসে। সেজন্য সন্ধ্যায় মাগরিবের আযানের সময় বাচ্চাদের রাস্তায় কিংবা বাড়ির বাহিরে থাকতে নিষেধ করেছেন আমাদের নবী।
©️

31/10/2025

এটাই সেই সুদান, যাকে একসময় বলা হতো “আফ্রিকার খাদ্যভাণ্ডার” — নীলনদের বরকতময় দেশ, যেখানে রয়েছে বিশ্বের বৃহত্তম কৃষি প্রকল্প গেজিরা স্কিম। সোনা ও গবাদিপশুর দিক থেকেও সুদান বিশ্বের অন্যতম সমৃদ্ধ দেশ। অথচ আজ সেই দেশই দুর্ভিক্ষ, যু*দ্ধ ও ধ্বংসের প্রতিচ্ছবি।

খারাপ ব্যক্তির সাথে বন্ধুত্ব ও শত্রুতা কোনটাই করা উচিত নয়,, কারন কয়লা গরম হলে হাত পুড়িয়ে দেয়, আর শীতল হলে হাতে কালি লাগি...
29/10/2025

খারাপ ব্যক্তির সাথে বন্ধুত্ব ও শত্রুতা কোনটাই করা উচিত নয়,,
কারন কয়লা গরম হলে হাত পুড়িয়ে দেয়, আর শীতল হলে হাতে কালি লাগিয়ে দেয়।
সংগৃহীত

24/10/2025

হি'ন্দু'ত্ব'বা'দের উ'গ্র অভ্যুত্থান বাংলার আকাশে দুর্ভোগের কালো ছায়া | ই'স'ক'ন | Ummah News | Ahmad Faiyaaz

Address

Dinajpur

Alerts

Be the first to know and let us send you an email when Salim Sha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Salim Sha:

Share