Selim's Diary

Selim's Diary এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাদিবে ভুবন।

(BG: A+) I am a freelancer

ইদানীং কেমন জানি হয়ে গেছি। অল্পতেই মেজাজ হারাইয়া ফেলি। কেউ কল দিলে ধরতে মন চায় না। কারো সাথে কথা বলতে মন চায় না। কারো সা...
28/06/2025

ইদানীং কেমন জানি হয়ে গেছি।
অল্পতেই মেজাজ হারাইয়া ফেলি। কেউ কল দিলে ধরতে মন চায় না। কারো সাথে কথা বলতে মন চায় না। কারো সাথে তর্ক করার এনার্জি টাও পাইনা। কেউ 'অভিযোগ' করলেও ওইটা মেনে নেই!
ব্যাপার টা এমন যে 'যা হচ্ছে, হোক! দেখতে থাকি!'

Selim Ahmed

08/06/2025

সেই ৫০ বছর আগের জীবনেই ভালো ছিলো।

07/06/2025

ঈদগাহ মাঠ।

17/05/2025

মেয়ে বলে, "আরো ২/ ১ বার আসতে হবে আমার বই-খাতার জন্য"

"না! বই-খাতার জন্যও আসতে পারবি না। প্রয়োজনে বই পাঠিয়ে দিবো তুই যেখানে থাকবি।"

স্টাম্পে সিগনেচার নিতে নিতে এভাবে পিতা তার মেয়েকে ত্যাজ্য করে দিচ্ছেন।

পিতা আরো বলে, "তোকে কি জোর করে ঘর থেকে বের করে দিচ্ছি?"
ঘটনাটি ঘটেছে ফেনীতে.....
মেয়ে ঘর থেকে পালিয়ে যাওয়ার পর, মা-বাবা যখন জানতে পারে, তখন বাবা খুজতে বের হয়ে যায় মেয়েকে।
খুজতে খুজতে ফেনীর "হক টাওয়ার" এর সামনে মেয়ের দেখা পায়। কোনো এক ছেলের সাথে পালিয়ে যাচ্ছিলো। বাবা যখন মেয়েটিকে তার সাথে বাসায় ফিরে আসতে বলে, মেয়েটি বলে "আমি বাসায় যাবো না"। বাবা তখন মেয়ের হাত ধরে টেনে বাসায় নিয়ে আসার চেষ্টা করছিলো। তখন মেয়েটি চিৎকার করা শুরু করে, আর বলে, "এই লোকটি আমাকে জোর করে ধরে নিয়ে যাচ্ছে।"

বাবার মাথায় তখন আকাশ ভেংগে পড়ে।

ইতিমধ্যে লোকজন জড়ো হয়ে গিয়েছিলো। মেয়েটিকে সবাই জিজ্ঞেস করে, "তুমি কি লোকটিকে চিনো?"

মেয়ে বলে, "না।"

লোকজন তখন প্রায় উত্তেজিত। অনেকেই বাবার উপর আক্রমণ করতে চেয়েছিল। আবার কয়েকজন বাবার কথা শুনতে চাইলো। বাবা তখন বিষয়টা খুলে বললো। সৌভাগ্যবশত অনেক কষ্ট করে বাবা তখন তাদেরকে বিশ্বাস করাতে সক্ষম হয়েছিল যে, এটি তার নিজের মেয়ে। নির্ঘাত গণপিটুনি থেকে রক্ষা পেয়ে, মেয়েটিকে বাসায় এনে ক্ষোভে-দু:খে-অপমানে মেয়েটিকে স্টাম্পে সিগনেচার নিয়ে ঘর থেকে বের করে দিতে বাধ্য হলো। মেয়েটিও বাবার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে দ্বিমত করেনি।

ঘটনাটা কেমন হৃদয়বিদারক, একজন পিতার জন্য! মেয়েটির জন্যও অবশ্যই কষ্টের একটি বিষয়, কিন্তু মেয়েটি এই মূহূর্তে তা উপলব্ধি করতে পারছে না।

এর পর কি হবে, ভবিষ্যতই বলে দেবে। তবে এমন কষ্টের দাগ সহজে উঠবার নয়........ 😪

শুভাকাঙ্ক্ষীগন আন্তরিকভাবে দুঃখীত সিন করার সময় পাই নাই।
15/05/2025

শুভাকাঙ্ক্ষীগন আন্তরিকভাবে দুঃখীত সিন করার সময় পাই নাই।

12/05/2025

তাহসান ভাই একদিন এক স্টেজে বলেছিলেন- "একদিন এই বেইলি রোডে কতো ভিজেছি রিকশায়, আজ তুমি নেই। and i don’t care." মনে আছে?

অনেক বছর কেটে গেলেও উনি আবারও বৃষ্টিতে ভিজেছেন নিজের ভালোবাসার মানুষের সঙ্গে। তবে সেই ভালোবাসার মানুষটি অন্য কেউ।

কারো জীবনই কারো জন্য থেমে থাকে না। শুধু মাঝে কিছু দিন, কিছু বছর অস্থিরতায় কেটে যায়। মানুষ একটা সময় উঠে দাঁড়ায়; হাঁটতে থাকে, গন্তব্যে পৌঁছে যায়।

জীবনে আপনি ঠ'কবেন; অনেক কিছু হারাবেন, অনেক সময় হেরেও যাবেন। তবে সবশেষে আপনি ঘুরে দাঁড়াবেন। লয়াল থাকার বেস্ট পার্ট হয়তো এটাই।

Caption - Ashraf Ahmed

একাকিত্ব আর ভয়ংকর মনে হয় না। নিজেকে ভালোবাসা যায় বিনা প্রতিযোগিতায়। এখন কারো স্পষ্টতায় আনন্দ খুঁজি না। কুয়াশায় হা...
07/05/2025

একাকিত্ব আর ভয়ংকর মনে হয় না। নিজেকে ভালোবাসা যায় বিনা প্রতিযোগিতায়। এখন কারো স্পষ্টতায় আনন্দ খুঁজি না। কুয়াশায় হাঁটতে শিখেছি। যারা পাশে থেকেও দূরে থাকে।তাদের চেয়ে দূরত্বের সম্পর্ক অনেক বেশি পরিপূর্ণ।

এখন কাউকে থামাতে চাই না। যদি কেউ যেতে চায় দরজা খুলে দিই। আটকে রাখা সম্পর্ক ক্লান্তি বাড়ায় ভালোবাসা নয়। শান্তি ভালোবাসার চেয়েও বড় কিছু। শান্তি কখনো কারো কাছ থেকে ধার করে পাওয়া যায় না। তা কেবল নিজের ভিতরেই জন্মায়।

এখন আর কারো ফিরে আসা কিংবা না আসা আমাকে ভাঙে না। যারা থাকে না তাদের নিয়ে আর প্রশ্ন করি না। শুধু নিঃশব্দে স্বীকার করে নিই সব সম্পর্ক চিরকাল বাঁচে না।

শিখেছি ভালোবাসা মানেই পাওয়া নয়। একসাথে থাকালেই ভালো থাকা নয়। কেউ চলে গেলে তার ছায়া নিয়ে বেঁচে থাকাটাও শান্তি। মন এখন প্রতিশ্রুতি খোঁজে না। শুধু একটু শান্তি চায় যেখানে দুঃখগুলো নিজস্ব ঘর পাবে। আশাগুলো নিজেই বুঝে যাবে শেষ ঠিকানায় কবে চলে যেতে হয়।

লাইফে কিছু 'সিনিয়র' এর সাথে পরিচয় হয়,কেউ কেউ 'সিনিয়র' ই থেকে যায়, দুই একজন হয়ে যায় সবচেয়ে 'কাছের বন্ধু!'সেই 'সিনিয়র' টা ...
02/05/2025

লাইফে কিছু 'সিনিয়র' এর সাথে পরিচয় হয়,কেউ কেউ 'সিনিয়র' ই থেকে যায়, দুই একজন হয়ে যায় সবচেয়ে 'কাছের বন্ধু!'
সেই 'সিনিয়র' টা কে আর 'সিনিয়র' মনে হয় না, সে একদম নিজের আপন মানুষ, বন্ধুর মতো হয়ে যায়। প্রচুর কেয়ার করে৷ দরকার পড়লে বকাঝকাও করে। তাকে মন খুলে সব বলা যায়৷ তাকে সব কথা না জানালে ভালো লাগে না। সে হয়ে যায় সবচেয়ে আপন 'সিনিয়র বন্ধু!'
এইসব মানুষদের জন্য সম্মান,ভালোবাসা টা এমনি এমনি আসে না, তাদের ব্যবহারই তাদের কে সম্মান কর‍তে বাধ্য করে, ভালোবাসতে বাধ্য করে৷ সব সিনিয়র 'সিনিয়র' থাকতে ভালোবাসে না,'বড়' সাজতে চায় না।
'সিনিয়র' থেকে 'বন্ধু' হয়ে যাওয়া মানুষ গুলো ভালো থাকুক। সব সময় ভালো থাকুক,ভালোবাসুক!

হাদীস:রাসূলুল্লাহ (সা.) বলেছেন,"সৎ ও বিশ্বস্ত ব্যবসায়ী কিয়ামতের দিন নবী, সিদ্দীক ও শহীদদের সাথে থাকবে।"(তিরমিযী, হাদীস...
30/04/2025

হাদীস:
রাসূলুল্লাহ (সা.) বলেছেন,
"সৎ ও বিশ্বস্ত ব্যবসায়ী কিয়ামতের দিন নবী, সিদ্দীক ও শহীদদের সাথে থাকবে।"
(তিরমিযী, হাদীস: ১২০৯)

বিষ পান করলে মরে একজন, আর বীজ খেলে মরে সবাই।বর্ষা আসছে, প্রকৃতি জেগে উঠছে।ডিমওয়ালা মাছগুলো ছুটছে নদী,পানিযুক্ত খোলা মাঠে...
28/04/2025

বিষ পান করলে মরে একজন, আর বীজ খেলে মরে সবাই।
বর্ষা আসছে, প্রকৃতি জেগে উঠছে।
ডিমওয়ালা মাছগুলো ছুটছে নদী,পানিযুক্ত খোলা মাঠের দিকে—ডিম ছাড়বে, পোনা হবে, লক্ষ কোটি মাছে ভরে উঠবে দেশ।
এই সময়ে সামান্য লোভ দেশের জন্য হতে পারে বড় ক্ষতি।

চলুন, আমরা অঙ্গীকার করি—
ডিমওয়ালা ও পোনা মাছ নিধন করব না।
প্রকৃতিকে তার নিজস্ব ছন্দে চলতে দেব।

আমার জায়গায় দাড়াইয়া দেখেন;বিয়ে ছাড়া জীবনে আর কোনো সমাধান দেখবেন না।
23/04/2025

আমার জায়গায় দাড়াইয়া দেখেন;

বিয়ে ছাড়া জীবনে আর কোনো সমাধান দেখবেন না।

Address

Tangua, Khansama
Dinajpur
5230

Alerts

Be the first to know and let us send you an email when Selim's Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Selim's Diary:

Share