
06/09/2025
ভাবতে অবাক লাগে!কি একটা সময় গেছে জীবনের উপর দিয়ে।একটু মনের "ভালো থাকা" কারো কাছে ভিক্ষা পাইনি।কত খালি পেট,কত চোখের জল,কত মানসিক যন্ত্রণা? ইশশ মনে হলে আজো বুকটা থেকে দীর্ঘশ্বাস বের হয়।এ সবি আমি দেখেছিলাম বিয়ের পর তাও আমার শ্বাশুড়ি মায়ের জন্য।
😔😔আজ অনেকটা বছর চলে গেছে,,মানুষটার ভিতরে বুঝ এসেছে,শরীরের শক্তি কিছুটা কমেছে। আমার জন্য কিছুটা মায়াও তার অন্তরে বাসা বেধেছে।মানুষটার সাথে কখনোই খারাপ আচরণ করিনি।সে শিক্ষা আমার বাবার ছিল না।আজ তার ফল পাচ্ছি। শ্বশুর বাড়িতে আমি এখন আদরের বউ তাদের। আলহামদুলিল্লাহ। শুকরিয়া মহান আল্লাহর দরবারে।🤲🤲
আমার শ্বাশুড়ি আজ আমার জন্য এই চকলেট টা নিয়ে এসেছেন। হাতে দিয়ে বলল,,,,নে এটা নাকি তোর ভালো লাগে।আমি তখন অনেক হাসলাম
তবে মনে অনেক আনন্দ লেগেছিল।আল্লাহ যেন আমার শ্বশুর শ্বাশুড়ি কে ভালো রাখেন🤲🤲