18/08/2023
মিষ্টি : হ্যালো
রাকিব : হুম বল
মিষ্টি : বাবা রাজি হলো না রে।
রাকিব: এখন।
মিষ্টি : অন্য আরেকজনের এর সাথে আমার বিয়ে ঠিক করে ফেলেছে।
রাকিব : কবে বিয়ে।
মিষ্টি: এই সপ্তাহতেই।
রাকিব : ওও আচ্ছা
মিষ্টি : চল আমরা পালিয়ে যাই।
রাকিব: না কখনোই না,,,,আমি চাই না পরিবারের বিরোধী হয়ে কিছু করতে,,,,কাকু যা বলে তাই কর।
মিষ্টি:,,,,,,,,,,,,,,,,
রাকিব: ছেলে দেখতে কেমন??,,আমার থেকেও সুন্দর বুঝি?
মিষ্টি: উফ চুপ কর। এসব শুনতে ভালো লাগে না।
রাকিব: চুপ করার তো সময় এখন চলে এসেছে।
মিষ্টি: আচ্ছা বিয়ের পর তুই আমার সাথে যোগাযোগ রাখবি তো???
রাকিব: কখনোই না,,,তোর বিয়ের পর আমি যদি তোর সাথে কথা বলি তাহলে সেটা হবে পরকিয়া,,,আর তুই কি চাস আমাদের এতো পবিত্র ভালোবাসা পরকিয়া তে পরিনত হোক???
মিষ্টি: না কখনোই না,,, আচ্ছা আমার বিয়ের পর তোর আমার সাথে দেখা হয় তাহলে কথা বলবি তো,,,
রাকিব: বলবো,,কিন্তু তখন পরিস্থিতি ভিন্ন হবে,,
মিষ্টি: কেনো???
রাকিব: তখন তোর সাথে তোর বর থাকবে রে পাগলি
মিষ্টি: 😭😭😭😭😭😭
রাকিব: একদম কাঁদবি না। আচ্ছা বিয়ের দিন তোর কিছু ছবি দিস,,,শেষ বারের মতো তোকে চোখ ভোরে দেখবো।
মিষ্টি:,,,,,,,,,,,,,,
রাকিব: আচ্ছা বাই
কল কেটে দেওয়ার পর পাগলের মতো কান্না করতে থাকে রাকিব,,মিষ্টি ও বিয়ে বাড়ির ভিড়ের মধ্যে বসে চোখের জল ফেলতে থাকে,,,,,
বিয়ের আগের দিন রাতে রাকিব মিষ্টি কে আবার কল দেয়,,,,,,,
রাকিব : হ্যালো
মিষ্টি: হুম বল,,
রাকিব: আজ রাত ১২ টায় বাড়ির সামনের পোড়াবাড়িতে একটু আসিস,,,,,যেখানে আমরা সব সময় দেখা করতাম,,,,,
মিষ্টি: বাড়ি ভর্তি এতো লোক,,, কিভাবে আসবো?
রাকিব: বেশি সময় না,, শুধু ১৫ মিনিট এর জন্য,,,আমার শেষ ইচ্ছে,,, একবার আসিস,,,
এই বলে রাকিব কল কেটে দিলো
রাত ১২-০৫ মিনিট রাকিব সেই পোড়াবাড়ির সামনে বসে আছে,,,,এমন সময় মিষ্টি আসলো,,,,রাকিব একটা কেক নিয়ে মিষ্টি সামনে বললো শুভো জন্মদিন।
মিষ্টি: আমার জন্মদিন তোর মনে আছে।
রাকিব : আমি নিজেকে ভুলে যেতে পারি তোকে কোনোদিনও না।
মিষ্টি: 😭😭😭😭😭😭
এভাবে কান্না করবি নাকি কেক টাও কাটবি
এবার রাকিব ও মিষ্টি কেক কেটে একজন আরেক জনকে খাইয়ে দিলো,,,খাওয়া শেষে মিষ্টি রাকিবকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে দিলো রাকিব কি যেন ভেবে জড়িয়ে ধরতে গিয়েও আবার হাত সরিয়ে নিলো,,,
রাকিব মিষ্টি কাছ থেকে ছাড়িয়ে বলল