Towfique HSC English

Towfique HSC English "HSC এর English কে সহজভাবে উপস্থাপনের ক্ষুদ্র প্রচেষ্টা"

এইচএসসি ২৫ ব্যাচ এর পরীক্ষার্থীদের জন্য দু'আ আর শুভকামনা রইলো ❤️ইনশাআল্লাহ, তোমরা ভালো করবে
25/06/2025

এইচএসসি ২৫ ব্যাচ এর পরীক্ষার্থীদের জন্য দু'আ আর শুভকামনা রইলো ❤️
ইনশাআল্লাহ, তোমরা ভালো করবে

31/05/2025

Modifier নিয়ে Confused?
এই ফ্রি ক্লাসে শিখে নাও ৫টি গুরুত্বপূর্ণ নিয়ম + বোর্ড প্রশ্ন!

📘 Grammar Crash Course-এ পাচ্ছো:
✔️ Modifier সহ ৯টি টপিক
✔️ One-Shot Class + PDF Notes
✔️ WhatsApp সাপোর্ট + Final Revision Class

🗓️ শুরু: ১ তারিখ | শেষ: ১৮ তারিখের মধ্যে
💰 ফি: মাত্র ৫৯৯ টাকা (২০০ টাকা ছাড়ে)

📲 WhatsApp করুন: +8801845359242
ভিডিও দেখে বুঝে নাও তোমার ইংরেজি কতটা সহজ হতে পারে!

31/05/2025

🔰 HSC English Grammar Crash Course – মাত্র ৫৯৯ টাকায়!

📅 কোর্স শুরু: ১ তারিখ | শেষ হবে: ১৮ তারিখের মধ্যে
🎁 ফাইনাল রিভিশন ক্লাস থাকবে পরীক্ষার মধ্যকার ছুটিতে – বোর্ড পরীক্ষার আগে শেষ প্রস্তুতি!

👉 সহজ নিয়ম + বোর্ড প্রশ্নভিত্তিক ক্লাসে এবার প্রস্তুতি হবে আরও মজবুত!

📘 কোর্সে যা থাকছে:
✅ ৯টি গুরুত্বপূর্ণ গ্রামার টপিকের উপর ৯টি ওয়ান-শট ক্লাস (One Shot = এক ক্লাসেই টপিক শেষ)।
✅ প্রতিটি ক্লাসে বোর্ড পরীক্ষার গুরুত্বপূর্ণ নিয়ম + বিগত বছরের প্রশ্ন সমাধান।
✅ ফেসবুক প্রাইভেট গ্রুপে থাকবে সব ক্লাসের ভিডিও + ফটোকপিযোগ্য লেকচার নোটস (PDF)।
✅ হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপে সরাসরি সাপোর্ট।
✅ স্পেশাল ডিসকাউন্ট: মাত্র ৫৯৯ টাকায় ১ম ২০০ জন (মূল্য ছিল ৭৯৯ টাকা)।

📌 ইনশাআল্লাহ, এই কোর্সটি তোমার এইচএসসি ইংরেজি ২য় পত্রের প্রস্তুতিতে অনেক সাহায্য করবে।
আরও কিছু জানার থাকলে নিঃসঙ্কোচে জিজ্ঞাসা করতে পারো।"

23/05/2025

HSC 25 Grammar Final Shortcut PDF – সহজ ব্যাখ্যায় সাজানো।
যাদের দরকার, WhatsApp করো: 01845-359242

22/04/2025

𝐀𝐩𝐩𝐫𝐨𝐩𝐫𝐢𝐚𝐭𝐞 𝐏𝐫𝐞𝐩𝐨𝐬𝐢𝐭𝐢𝐨𝐧 (HSC English Preparation)

01. Abide by (মেনে চলা)
- The drivers don't abide by the traffic rules.

02. According to (অনুসারে)
- He has to suit his act according to the need of his audience.

03. Accustomed to (অভ্যস্ত)
- A good boy is accustomed to hard work.

04. Add to (যোগ দেওয়া)
- Tress add beauty to our lives.

05. Addicted to (আসক্ত, খারাপ কাজে)
- A good student is not addicted to any bad thing.

06. Adhere to (লেগে থাকা)
- Rakib always adheres to his studies.

07. Afford to (সামর্থ্য থাকা)
- Most of cannot afford to have a personal computer.

পড়া শেষ এ Done লিখবে।

13/03/2025

It is high time you ____ (write) the letter.
সঠিক Right form of verbs কি হবে?

19/02/2025

𝐏𝐫𝐞𝐬𝐞𝐧𝐭 𝐏𝐚𝐫𝐭𝐢𝐜𝐢𝐩𝐥𝐞 & 𝐆𝐞𝐫𝐮𝐧𝐝 এর মধ্যে পার্থক্য (সবাই একটু মনোযোগ দিয়ে পড়ে ফেলবে ✅)

Present Participle হল একটি ক্রিয়ার -ing ফর্ম, যা মূলত একটি adjective (বিশেষণ) হিসাবে ব্যবহৃত হয় বা মাঝে মাঝে continuous tense তৈরিতে ব্যবহৃত হয়। এটি একটি বস্তু বা ব্যক্তির কার্যক্রম বা অবস্থাকে বর্ণনা করতে পারে।

---

Present Participle-এর প্রধান ভূমিকা

1. Adjective হিসাবে (বিশেষণ) ব্যবহার:
Present participle কোনো noun (বিশেষ্য)-কে বর্ণনা করে। এটি জানায়, একটি বস্তু বা ব্যক্তি কী করছে।

উদাহরণ:

The crying baby needs food.
(Crying = কান্নাকাটি করা। এখানে "baby"-এর অবস্থা বর্ণনা করছে।)
বাংলা: কান্নাকাটি করা শিশুটি খাবারের প্রয়োজন।

A flying bird looks beautiful.
বাংলা: একটি উড়ন্ত পাখি সুন্দর দেখায়।

2. Continuous Tense তৈরিতে ব্যবহার:
Present participle be verb (am, is, are, was, were ইত্যাদি)-এর সাথে মিলে কোনো কাজ চলছে তা বোঝায়।

উদাহরণ:

She is reading a book.
বাংলা: সে একটি বই পড়ছে।

They were playing cricket in the field.
বাংলা: তারা মাঠে ক্রিকেট খেলছিল।

3. Participial Phrase-এ ব্যবহার:
এটি বাক্যের শুরুতে বা মাঝখানে ব্যবহার হয় এবং কার্যক্রমকে ব্যাখ্যা করে।

উদাহরণ:

Running down the road, he tripped over a rock.
বাংলা: রাস্তায় দৌড়ানোর সময়, সে একটি পাথরে হোঁচট খেল।

Hearing the sound, she opened the door.
বাংলা: শব্দটি শোনার পর, সে দরজা খুলল।

---

উদাহরণ ও বিশ্লেষণ

1. The barking dog scared the kids.

Barking (present participle) = "কুকুরটি কী করছে" (ঘেউ ঘেউ করছে)।

বাংলা: ঘেউ ঘেউ করা কুকুরটি বাচ্চাদের ভয় দেখাল।

2. The shining sun looks bright today.

Shining = "সূর্যটি কী করছে" (উজ্জ্বল করছে)।

বাংলা: আজ ঝলমলে সূর্য উজ্জ্বল দেখাচ্ছে।

3. We saw a man carrying a heavy bag.

Carrying = "লোকটি কী করছিল" (একটি ভারী ব্যাগ বহন করছিল)।

বাংলা: আমরা একটি ভারী ব্যাগ বহন করা একজন মানুষকে দেখলাম।

---

Participle-এর বিশেষত্ব (Gerund থেকে পার্থক্য):

Present Participle: Adjective বা tense-এর অংশ হিসেবে কাজ করে।
উদাহরণ:

The running water is cold. (Adjective)

He is running fast. (Continuous tense)

Gerund: Noun হিসাবে কাজ করে।
উদাহরণ:

Running is good for health. (Subject/Noun)

She enjoys reading books. (Object/Noun)

পড়া শেষ এ Done লিখবে।

© Collected

🔥 HSC 25 – শেষ ৫ মাস! এখনই প্রস্তুতি নাও! 🔥তুমি কি HSC 25-এর স্টুডেন্ট?📌 পরীক্ষার সামনে মাত্র ৫ মাস!📌 ইংরেজিতে ভয় পাচ্ছো...
01/02/2025

🔥 HSC 25 – শেষ ৫ মাস! এখনই প্রস্তুতি নাও! 🔥
তুমি কি HSC 25-এর স্টুডেন্ট?
📌 পরীক্ষার সামনে মাত্র ৫ মাস!
📌 ইংরেজিতে ভয় পাচ্ছো?
📌 শর্টকাট উপায়ে A+ পাওয়ার মতো প্রস্তুতি চাও?

✅ রাজশাহীর শিক্ষার্থীদের জন্য স্পেশাল কোর্স!
আমি কোনো কোচিং সেন্টার না, তোমার পার্সোনাল মেন্টর!
আমার টার্গেট তোমার সমস্যাগুলো বুঝে সলভ করা – যেন পরীক্ষা পর্যন্ত তুমি কনফিডেন্ট থাকো!

কেন এই কোর্স তোমার জন্য পারফেক্ট?
🚀 বোর্ড প্রশ্নের ভিত্তিতে পড়ানো হবে – তাই পরীক্ষায় সরাসরি কাজে লাগবে!
🚀 Modifiers, Articles, Preposition-এর সহজ ব্যাখ্যা ও শর্টকাট রুলস!
🚀 Writing Part-এ বেশি নম্বর পাওয়ার গ্যারান্টেড কৌশল!
🚀 প্রতিদিনের পড়াশোনা + প্র্যাকটিস + রেগুলার পরীক্ষা!
🚀 পার্সোনাল 1:1 অথবা ছোট ব্যাচে পড়ার সুযোগ!

🔥 HSC 26-এর শিক্ষার্থীরাও এখনই প্রস্তুতি শুরু করতে পারো!
HSC 26-এর স্টুডেন্ট হলে, আগেই পড়া শুরু করলে পরীক্ষার আগে ঝামেলা থাকবে না!

📢 যারা রাজশাহীতে আছো এবং ইংরেজিতে ভয় কাটিয়ে A+ পেতে চাও, এখনই যোগাযোগ করো!

📞 কল করো: 01301384847
📩 অথবা সরাসরি মেসেজ দাও! Limited Slots Available!

⚡ ৫ মাসের সঠিক প্রস্তুতিই তোমার HSC রেজাল্ট বদলে দিতে পারে – সুযোগ হাতছাড়া করো না! 🚀

22/12/2024

HSC Completing Sentence ONE SHOT | মাত্র ১৫টি রুলসে ফুল মার্কস | HSC English Grammar

16/06/2024

HSC English Grammar
FREE WhatsApp Support Group + One Shot Class

জয়েন হতে হোয়াটসঅ্যাপে মেসেজ দাও

31/01/2023

🥰আবু উমামা (রাঃ) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রত্যেক ফরয নামাযের পরে ’আয়াতুল কুরসী’ পাঠ করবে, সে ব্যক্তির জন্য তার মৃত্যু ছাড়া আর অন্য কিছু জান্নাত প্রবেশের পথে বাধা হবে না।
اَللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَۚ اَلۡحَیُّ الۡقَیُّوۡمُ ۬ۚ لَا تَاۡخُذُهٗ سِنَۃٌ وَّ لَا نَوۡمٌ ؕ لَهٗ مَا فِی السَّمٰوٰتِ وَ مَا فِی الۡاَرۡضِ ؕ مَنۡ ذَا الَّذِیۡ یَشۡفَعُ عِنۡدَهٗۤ اِلَّا بِاِذۡنِهٖ ؕ یَعۡلَمُ مَا بَیۡنَ اَیۡدِیۡهِمۡ وَ مَا خَلۡفَهُمۡ ۚ وَ لَا یُحِیۡطُوۡنَ بِشَیۡءٍ مِّنۡ عِلۡمِهٖۤ اِلَّا بِمَا شَآءَ ۚ وَسِعَ کُرۡسِیُّهُ السَّمٰوٰتِ وَ الۡاَرۡضَ ۚ وَ لَا یَـُٔوۡدُهٗ حِفۡظُهُمَا ۚ وَ هُوَ الۡعَلِیُّ الۡعَظِیۡمُ ﴿۲۵۵﴾
বাংলা উচ্চারণ: আল্লা-হু লা ইলা-হা ইল্লা হুওয়াল হাইয়্যুল ক্বাইয়্যুম। লা তা’খুযুহু সিনাতুঁ ওয়ালা নাঊম। লাহূ মা ফিস্ সামা-ওয়াতি ওয়ামা ফিল আরদ্বি। মান যাল্লাযী ইয়াশফাউ’ ই’ন্দাহূ ইল্লা বিইজনিহি। ইয়া’লামু মা বাইনা আইদিহিম ওয়ামা খালফাহুম, ওয়ালা ইউহিতূনা বিশাইয়্যিম্ মিন ‘ইলমিহি ইল্লা বিমা শা-আ’ ওয়াসিআ’ কুরসিইয়্যুহুস্ সামা-ওয়া-তি ওয়াল আরদ্বি, ওয়ালা ইয়াউ’দুহূ হিফযুহুমা ওয়া হুওয়াল ‘আলিইয়্যুল আ’জিম। (সূরা আল-বাক্বারা আয়াত-২৫৫)।
অর্থ: আল্লাহ, তিনি ছাড়া সত্যিকারের কোন উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, সর্বদা রক্ষণাবেক্ষণকারী। তাঁকে তন্দ্রা ও নিদ্রা স্পর্শ করে না। আকাশমন্ডলে ও ভূমন্ডলে যা কিছু আছে, তাঁরই। কে সেই ব্যক্তি যে তাঁর অনুমতি ছাড়া তাঁর নিকট সুপারিশ করে? তিনি লোকদের সমুদয় প্রকাশ্য ও অপ্রকাশ্য অবস্থা জানেন। পক্ষান্তরে মানুষ তাঁর জ্ঞানের কোনকিছুই আয়ত্ত করতে সক্ষম নয়, তিনি যে পরিমাণ ইচ্ছে করেন সেটুকু ছাড়া। তাঁর কুরসী আকাশ ও পৃথিবী পরিবেষ্টন করে আছে এবং এ দু’য়ের রক্ষণাবেক্ষণ তাঁকে ক্লান্ত করে না, তিনি উচ্চ মর্যাদাশীল, মহান। (তাইসিরুল)

29/01/2023

😩চারিদিকে ফিতনার ছড়াছড়ি।
কিভাবে বুঝবেন যে,
আপনি ফিতনা থেকে মুক্ত!
যদি দেখেন, নিচের ৩টি জিনিস আপনার মধ্যে রয়েছে,
তবে আলহামদুলিল্লাহ, আপনি ফিতনামুক্ত রয়েছেন:......
১. সালাতে মনোযোগ থাকছে কি না?
২. কুরআন তিলাওয়াতে স্বাদ পাচ্ছেন কি না?
৩. যখন একাকী থাকেন তখন আল্লাহকে ভয় করেন কি না?
মহান আল্লাহ তা'আলা আমাদের ফিনতামুক্ত রাখুন।
আমীন

Address

Dinajpur

Telephone

+8801845359272

Website

Alerts

Be the first to know and let us send you an email when Towfique HSC English posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share