Iru's Thought

Iru's Thought জীবন যুদ্ধে বারবার হেরে গিয়েও হার না মানা এক নারীর গল্প 🫠🕊️🦋
Alhamdulillah for everything ❤️‍🩹
(1)

মেয়েটা শুধু বলছিলো, একটা কফির দাম সাড়ে তিনশো টাকা কেমনে হয় এটা শুনেই উত্তেজনার নাতিরা একে ওয়াইফ ম্যাটেরিয়াল বানায় দিছে। ...
11/08/2025

মেয়েটা শুধু বলছিলো, একটা কফির দাম সাড়ে তিনশো টাকা কেমনে হয় এটা শুনেই উত্তেজনার নাতিরা একে ওয়াইফ ম্যাটেরিয়াল বানায় দিছে। দুইদিনের দুনিয়ায় চার দিনই আপনারা এরে তারে ওয়াইফ ম্যাটেরিয়াল, জামাই ম্যাটেরিয়াল বানায় দেন। রুচির দুর্ভিক্ষ হলে যা হয় আরকি!
শুনতে তিতা হইলেও সত্য আপনাদের আকাঙ্ক্ষা ছোট..শখের বেডি সাড়ে তিনশো ক্যান তিন হাজার দিয়ে খাইতে চাইলে আপনি যেনো এফোর্ট করতে পারেন এইটা মাইন্ডে বসায়ে নেন..দেখবেন এই জিদ আপনারে অনেক দূর নিয়া যাবে 💯
শখের বেডি ত্রিশ টাকার কফি খাইতে চায় বলে বউ বানাইয়েন না বরং টাকা থাকলে আপনে তাকে তিন হাজার টাকার কফি খাওয়াইতেও দুইবার ভাববেন না এই মেন্টালিটি বানান.! 🗿🤷🏻‍♀️

এখানে বৃদ্ধ মহিলাটকে জ্যান্ত ক'ব'র দেয়ার চেষ্টা করা হচ্ছে তিনি পুরুষটার স্ত্রী। অনেকদিন যাবত প্যা'রা'লা'ই'জড হয়ে অ'সু'স্...
09/08/2025

এখানে বৃদ্ধ মহিলাটকে জ্যান্ত ক'ব'র দেয়ার চেষ্টা করা হচ্ছে তিনি পুরুষটার স্ত্রী। অনেকদিন যাবত প্যা'রা'লা'ই'জড হয়ে অ'সু'স্থ ছিলেন বৃদ্ধ মহিলাটা।

শুধুমাত্র অ'সু'স্থ'তার জন্যে বিরক্ত হয়ে স্ত্রীকে টে'নে'হিঁ'চড়ে ঘর থেকে বের করে দিচ্ছে তার স্বামী। তারপর নি'ষ্ঠু'রভাবে মা'র'ধ'র করছে, জ্যা'ন্ত ক'ব'র দিয়ে দিচ্ছে স্ত্রীকে।

অথচ সুস্থ কিংবা অসুস্থ থাকাটা আমাদের কারো হাতেই নেই, সম্পূর্ণটাই সৃষ্টিকর্তার হাতে।

সেজন্যেই বিদেশি একজন প্রফেসর বলেছিলেন- আমাদের জীবনের সবচেয়ে বড় অর্জন হচ্ছে বিশ্বস্ত লাইফ পার্টনার।

ভালো রেজাল্ট করলে, টাকা পয়সা হলে, গাড়ি বাড়ি করতে পারলে সেটাকে আমরা জীবনের সবচেয়ে বড় অর্জন মনে করি, সেলিব্রেট করি।

অথচ জীবনের সবচেয়ে বড় অর্জন হচ্ছে ভালো একজন জীবনসঙ্গী। ভালো রেজাল্ট, টাকাপয়সার জন্যে আমরা যেরকম মরিয়া হয়ে থাকি তারচেয়ে বেশি মরিয়া হওয়া উচিত একজন ভালো জীবনসঙ্গী পাওয়ার জন্যে।

দুনিয়াবি সকল চাওয়া পাওয়ার চেয়ে সৃষ্টিকর্তার কাছে সবচেয়ে বেশি চাওয়া উচিত একজন বিশ্বস্ত, ভালো জীবনসঙ্গী।

কেননা আপনার জীবনসঙ্গীর উপরই নির্ভর করবে আপনার বাকি জীবনটা ফুলের মত স্বচ্ছ-সুন্দর হবে নাকি বী'ভ'ৎ'স হবে!

আমি জোর করতে পারি না..অধিকার বোধ দেখাতে পারি না..যা পেতে খুব ইচ্ছা করছে তার জন্য আকুতি মিনতি করতে পারি না..নিজের ইচ্ছাগু...
09/08/2025

আমি জোর করতে পারি না..অধিকার বোধ দেখাতে পারি না..যা পেতে খুব ইচ্ছা করছে তার জন্য আকুতি মিনতি করতে পারি না..নিজের ইচ্ছাগুলোকে বেশির ভাগ সময় ভাষা দিতে পারি না.. 🫠
'কথা বলতেই হবে' 'দেখা করতেই হবে' 'আরেকটু থাকতেই হবে' 'প্রায়োরিটি দিতেই হবে'; এসব বাক্য গঠন আমার ব্যাকরণেই নেই..না সম্পর্কে, না বন্ধুত্বে, না আত্মীয়তায় 🙂
আমি বিশ্বাস করি সম্পর্কে মায়া টান ভালোবাসা থাকলে, এসব জোর করে পাওয়ার প্রয়োজন পড়ে না আর জোর করে পেতে হলে, আমার ওরকম সম্পর্কের প্রয়োজন নাই 😅🖤

07/08/2025

আমার স্বামী অমুক,আমার স্বামী তমুক..আমার বাবা অমুক,আমার বাবা তমুক" এসব আপনার পরিচয় না আফা,এসব আপনার পরিচয়ের সংকট 🗿
🤡🤡🤡

07/08/2025

মেয়েদের দুটা বাড়ি দেওয়ার কি দরকার ছিলো! যেখানে একটা বাড়িও নিজের না.! 🙂🥀

অসুস্থ হলে বুঝা যায় সুস্থতা আল্লাহর কত বড় নিয়ামত! অসুস্থ হলে বুঝা যায় কে সত্যিই আপন আর কে প্রয়োজনে আমাদেরকে ব্যবহার করে ...
07/08/2025

অসুস্থ হলে বুঝা যায় সুস্থতা আল্লাহর কত বড় নিয়ামত! অসুস্থ হলে বুঝা যায় কে সত্যিই আপন আর কে প্রয়োজনে আমাদেরকে ব্যবহার করে শুধু! তবে হ্যাঁ,অসুস্থতাও আল্লাহর নিয়ামত হতে পারে..অসুস্থ হলে বান্দা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করে,ধৈর্য্য চায়,গুনাহের মাফ চায়🌷
অসুস্থতার কারণে এক্টিভ থাকতে পারিনি কয়েকদিন 😭 তবে আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য 🌷

দুইজনের প্রেম ছিল,কোনো কারণে টিকে নাই।তারপর দুইজনই মুভ অন করেছে, পছন্দসই মানুষকে বিয়ে করেছে। এখন প্রফেশনাল কারণে একসাথে ...
05/08/2025

দুইজনের প্রেম ছিল,কোনো কারণে টিকে নাই।তারপর দুইজনই মুভ অন করেছে, পছন্দসই মানুষকে বিয়ে করেছে।
এখন প্রফেশনাল কারণে একসাথে এক স্টেজে এসেছে, পারফর্ম করেছে, কথাবার্তা ও হয়ত সবই স্ক্রিপ্টেডই ছিল।

তাও বাঙালি-"ওদের চোখ দেখেই বুঝা যাচ্ছে একজন আরেকজনকে এখনো কতটা ভালোবাসে!দেবের চোখ কেমন ছলছল করছিল!আফসোস নিয়ে তাকাচ্ছিল শুভশ্রীর দিকে!আহারে!চলেন আমরা সবাই শাহবাগ ব্লক করে ওদের বিবাহের দাবি জানাই ইউসুফ সরকারের কাছে!" 🤲🏾🗿🤦🏻‍♀️
দামি উং গেরররররর ওখে? 🐸

না পেতে পেতে মানুষের গ্রহণ ক্ষমতা চলে যায়..ভালোবাসা পেলেও সে বিশ্বাস করতে ভয় পায়! মনে হয়, কোনো স্বার্থেই হয়তো ভালোবাসে! ...
04/08/2025

না পেতে পেতে মানুষের গ্রহণ ক্ষমতা চলে যায়..ভালোবাসা পেলেও সে বিশ্বাস করতে ভয় পায়! মনে হয়, কোনো স্বার্থেই হয়তো ভালোবাসে! 😅💯

Me as a MOM 🌚🐸😏 ゚
04/08/2025

Me as a MOM 🌚🐸😏

একদিন সব ঠিক হয়ে যাবে ; তবুও আপনার মনে থাকবে বিষন্ন বিকেল গুলোতে কেউ আপনার পাশে ছিলোনা..কেউই না.. 😅 একদিন হয়তো সব ঠিক হয়...
04/08/2025

একদিন সব ঠিক হয়ে যাবে ; তবুও আপনার মনে থাকবে বিষন্ন বিকেল গুলোতে কেউ আপনার পাশে ছিলোনা..কেউই না.. 😅 একদিন হয়তো সব ঠিক হয়ে যাবে ; তবে কিছু মানুষ,তাদের কিছু কথা,ব্যবহার,কিছু মুহূর্ত আপনার সারাজীবন মনে থেকে যাবে..আপনি খুব করে চাইলেও তা ভুলতে পারবেন না..কখনোই না..যখনই মনে পড়বে শুধু দীর্ঘশ্বাস ফেলবেন ☺️✨

03/08/2025

আমি Law নিয়ে পড়তে চাইসিলাম কিন্তু তর্কের সময় মুখ দিয়ে গা'লি ছাড়া আর কিছু বের হয়না 🫠 এজন্যই আর পড়া হয়নি Law
🤡😒☠️

03/08/2025

সাপিক খান কখনো অপু বিশ্বাসের সাথে বিদেশ ঘুরে কখনো আবার কখনো বুবলির সাথে! এই ব্যাটা দুই বউয়ের কাছেই মহাপুরুষ সেজে থাকে মাঝখান থেকে এক ব্যাটা কে নিয়ে অপু আর বুবলি চু'লাচু'লি করে..আমার কথা হলো,তুই যখন দুই বউয়ের সাথেই থাকবি তো একসাথে তিনজন মিলেমিশে সংসার কর ভাই...হুদায় একেকসময় একেকজনের সাথে থেকে নিজেকে জোকার না সাজায় তিনজন মিলে একবাসায় থাক,ভ্লগ কর,পাবলিক দেখুক,তোরাও টাকা কামা 🤡🤦🏻‍♀️🤷🏻‍♀️

Address

Dinajpur

Alerts

Be the first to know and let us send you an email when Iru's Thought posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Iru's Thought:

Share