
19/06/2025
যাকে দেখার পর আমি হয়ে উঠেছিলাম জোনাকি থেকে জোসনা যার প্রেম পাওয়ার জন্য পৃথিবীর প্রেমে পড়া হলো না জগতপুর নাম দিল তার প্রেমিকা। তাকে দেখার পর ফুল কিংবা প্রজাপতি কে ও সুন্দর মনে হয় নাই তাকে ভালোবাসবো বলে অন্য কাউকে ভালোবাসিনি তবে সে হয়নি আমার অর্ধাঙ্গিনী । আহ কি ছিল তার মহিমা জগৎপুর নাম দিয়েছিল তার প্রেমিকা, সে তো হারায়নি বরং আমি হারিয়েছি আমায় ,সে বলেছিল ভালোবেসে পাল্টে দেবো তোমায় বিচ্ছেদের এ জামানায় । আহ এর বিপরীতে আমার মুখে সিগারেট আর কবিতাই মানায় ভালোবেসে হারালাম আমায়। তাকে করা স্পর্শ অথবা তার করা ক্ষিপ্র চুম্বন লেগে আছে যেন এখনো ঠোঁটের কোনে , শুধু নেই, নেই সেই অনামিকা যার নাম দিয়েছিল জগতপুর প্রেমিকা। আমি শুনেছিলাম পৃথিবীর মানুষেরা চাইলে সবকিছু হতে পারে তাই আমি চাঁদ সূর্য মহাবিশ্ব হতে চাইনি চেয়েছিলাম এক জনম তোমায় ভালোবেসে যেতে। কিন্তু তুমি হলে না আমার 💔