12/06/2025
বীরগঞ্জ উপজেলার ৩নং শতগ্রাম ইউনিয়ন গ্রাম দেবারু পাড়া
ফেসবুক প্রোফাইলের নাম- HR Horish Roy একটি ফেইসবুক প্রোফাইল থেকে "নবী কে কটু ক্তি" করে কমেন্ট করে। বিষয়টি স্থানীয় ওলামায়-কেরাম ও ধর্মপ্রাণ মুসল্লিদের গভীরভাবে মর্মাহত করে। ফলে দ্রুত তার নামে একটি মামলারও প্রস্তুতি নেওয়া হয়।
বীরগঞ্জ থানায় মামলা করতে গেলে ওসি জানান, হরিশ রায় ইতোমধ্যে তার কর্মস্থলের নিকটস্থ কালিহাতী থানা (টাঙ্গাইল)-এ একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে এবং বীরগঞ্জ থানার ওসিকে অবগত করেছে যে, কেউ একজন তার নাম ব্যবহার করে ভুয়া ফেসবুক পেজ খুলে এই ঘৃণিত কর্মকাণ্ড চালাচ্ছে। এমনকি, উক্ত পেজের সাথে তার কথোপকথনের স্ক্রিনশটও তিনি ওসি সাহেবকে প্রদান করেছেন।
ফলে মামলার পরিবর্তে বীরগঞ্জ থানায় তার নামে একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়। ওসি সাহেব নিজ দায়িত্বে তাকে থানায় এনে তার উল্লেখিত তথ্যের সত্যতা তদন্তের জন্যে দায়িত্ব নেয়।
এই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত স্থানীয় তৌ*হিদি জনতাকে ধৈর্য ধারণ করার বিনীত অনুরোধ জানিয়েছেন বীরগঞ্জ থানার ওসি।