
26/06/2025
! সবাই সাবধান !
বীরগঞ্জ উপজেলার ৪নং পাল্টাপুর ইউনিয়নের পশ্চিম ভোগডোমা গ্রামের হবি মেম্বারের বাড়ি সংলগ্ন খলিলের বাড়িতে এক চোর বাসায় ঢুকে ৩জন মানুষকে কিছু একটা করে অজ্ঞান করে সুকেশ আলমারি খুলে নগদ এক লক্ষ টাকা এবং বিভিন্ন স্বর্ণালংকার নিয়ে বাড়ির গেটের প্রাচীর টপকিয়ে পার হওয়ার সময় এলাকার লোকজন তাকে আটক করে এবং ইউনিয়ন পরিষদের চৌকিদার দিয়ে তাকে ইউনিয়নে পাঠানো হয়। লোকটি পরিচয় দিয়েছে তার বাসা পঞ্চগর।