অর্জ্জুন হার মিডিয়া

অর্জ্জুন হার মিডিয়া welcome to my pege

তথ্য মতে জানা যাচ্ছে,, বাংলাদেশের জামালপুর সরিষাবাড়ীতে প্রতিমা ভাংচুরের ঘটনায় সিসি ফুটেজ দেখে মোঃ হাবিবুর রহমান নামে এ...
23/09/2025

তথ্য মতে জানা যাচ্ছে,, বাংলাদেশের জামালপুর সরিষাবাড়ীতে প্রতিমা ভাংচুরের ঘটনায় সিসি ফুটেজ দেখে মোঃ হাবিবুর রহমান নামে এক মুসলিম ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
কর্তব্যরত পুলিশদের অনেক অনেক ধন্যবাদ জানাই
জানিনা কতটুকু সাজা দেওয়া হবে দেখার বিষয়🙏🙏🙏

03/09/2025

বীরগঞ্জ দিনাজপুর বিএনপির জনসভা

28/08/2025

তৌহিদ আফ্রিদি বাস্তবে কেমন লোক ছিল বিস্তারিত শুনুন

27/08/2025

বিস্তারিত শুনুন

26/08/2025

আই এম তো অবাক🤔🤔🤔🤔🚯

! সবাই সাবধান ! বীরগঞ্জ উপজেলার ৪নং পাল্টাপুর ইউনিয়নের পশ্চিম ভোগডোমা গ্রামের হবি মেম্বারের বাড়ি সংলগ্ন খলিলের বাড়িতে এক...
26/06/2025

! সবাই সাবধান !
বীরগঞ্জ উপজেলার ৪নং পাল্টাপুর ইউনিয়নের পশ্চিম ভোগডোমা গ্রামের হবি মেম্বারের বাড়ি সংলগ্ন খলিলের বাড়িতে এক চোর বাসায় ঢুকে ৩জন মানুষকে কিছু একটা করে অজ্ঞান করে সুকেশ আলমারি খুলে নগদ এক লক্ষ টাকা এবং বিভিন্ন স্বর্ণালংকার নিয়ে বাড়ির গেটের প্রাচীর টপকিয়ে পার হওয়ার সময় এলাকার লোকজন তাকে আটক করে এবং ইউনিয়ন পরিষদের চৌকিদার দিয়ে তাকে ইউনিয়নে পাঠানো হয়। লোকটি পরিচয় দিয়েছে তার বাসা পঞ্চগর।

বীরগঞ্জ উপজেলার ৩নং শতগ্রাম ইউনিয়ন গ্রাম দেবারু পাড়াফেসবুক প্রোফাইলের নাম- HR Horish Roy  একটি ফেইসবুক প্রোফাইল থেকে "ন...
12/06/2025

বীরগঞ্জ উপজেলার ৩নং শতগ্রাম ইউনিয়ন গ্রাম দেবারু পাড়া
ফেসবুক প্রোফাইলের নাম- HR Horish Roy একটি ফেইসবুক প্রোফাইল থেকে "নবী কে কটু ক্তি" করে কমেন্ট করে। বিষয়টি স্থানীয় ওলামায়-কেরাম ও ধর্মপ্রাণ মুসল্লিদের গভীরভাবে মর্মাহত করে। ফলে দ্রুত তার নামে একটি মামলারও প্রস্তুতি নেওয়া হয়।
বীরগঞ্জ থানায় মামলা করতে গেলে ওসি জানান, হরিশ রায় ইতোমধ্যে তার কর্মস্থলের নিকটস্থ কালিহাতী থানা (টাঙ্গাইল)-এ একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে এবং বীরগঞ্জ থানার ওসিকে অবগত করেছে যে, কেউ একজন তার নাম ব্যবহার করে ভুয়া ফেসবুক পেজ খুলে এই ঘৃণিত কর্মকাণ্ড চালাচ্ছে। এমনকি, উক্ত পেজের সাথে তার কথোপকথনের স্ক্রিনশটও তিনি ওসি সাহেবকে প্রদান করেছেন।
ফলে মামলার পরিবর্তে বীরগঞ্জ থানায় তার নামে একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়। ওসি সাহেব নিজ দায়িত্বে তাকে থানায় এনে তার উল্লেখিত তথ্যের সত্যতা তদন্তের জন্যে দায়িত্ব নেয়।
এই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত স্থানীয় তৌ*হিদি জনতাকে ধৈর্য ধারণ করার বিনীত অনুরোধ জানিয়েছেন বীরগঞ্জ থানার ওসি।

এই এলেকার মানুষ কে কে আছো?
20/05/2025

এই এলেকার মানুষ কে কে আছো?

বীরগঞ্জে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত- ৪সংগ্ৰহ: অর্জ্জুন হার মিডিয়া  দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের বাবলু ফার্মের সামনে ...
19/05/2025

বীরগঞ্জে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত- ৪
সংগ্ৰহ: অর্জ্জুন হার মিডিয়া
দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের বাবলু ফার্মের সামনে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালকসহ মোট ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৫ জন!

এটা কি করলি রে ভাই
15/05/2025

এটা কি করলি রে ভাই

13/05/2025

বিস্তারিত শুনুন! ভাইটি আর প্রথিবীতে নেই 🥲 বিস্তারিত ⤵️

🛑নাম 👉Abdul Kader Jilani🛑
ঠাকুরগাঁও জেলায় লেখাপড়া করতেন।
তার বাড়ি বীরগঞ্জ উপজেলার ২ নং পলাশবাড়ী উনিয়নের পলাশবাড়ি গ্রাম হাজীপাড়া ।
Abdul Kader Jilani ঠাকুরগাঁও সদরে মেসে থেকে লেখাপড়া করতেন ,
মংগলবার ফেসবুকে লাইভে এসে নিজের বিষয়ে কিছু কথা বলে।
এবং তার কিছু সময় পর গলায় ফাঁস দিয়ে আত্ম*হত্যা করেছেন।
বর্তমানে তার মরদেহ ঠাকুরগাঁও সদর হাসপাতালে রয়েছে।




কাজের ব্যস্ততা সময় মত ভিডিও আপলোড করতে পারিনা তার জন্য ক্ষমা করবেন🙏
02/05/2025

কাজের ব্যস্ততা সময় মত ভিডিও আপলোড করতে পারিনা তার জন্য ক্ষমা করবেন🙏

Address

Dinajpur
5220

Alerts

Be the first to know and let us send you an email when অর্জ্জুন হার মিডিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to অর্জ্জুন হার মিডিয়া:

Share