
19/02/2024
সবার সম্মিলিত চেষ্টায় ৮৭ বছর পুরাতন আমাদের প্রাণের বিদ্যালয়টি পৌচ্ছাক নতুন উচ্চতায়। ইতোমধ্যে ৫০ জন ভলান্টিয়ার ফরম পূরণ করেছে !
ঐতিহ্যবাহী আলোক ডিহি জানবকস উচ্চ বিদ্যালয়ের 'Grand Reunion- 2024' সফল করতে বর্তমান এবং প্রাক্তন সকল শিক্ষার্থীদের আগামী ২৯ ফেব্রুয়ারীর মধ্যে ভলান্টিয়ার ফরম পূরন করতে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। 'Grand Reunion- 2024' কে সফল করার জন্য আগ্রহী ভলানটিয়ারদের থেকে বিভিন্ন অপারেশন কমিটি তৈরি করা হবে। 'Grand Reunion- 2024' উদযাপনের জন্য ঈদুল ফিতরের পরের দিন সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।
আমাদের প্রাণের ঐতিহ্যবাহী আলোক ডিহি জানবকস উচ্চ বিদ্যালয়ের 'Grand Reunion- 2024' উপলক্ষে স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে ইচ্ছুক ভ....