Chirirbandar Crush and Confession Society

Chirirbandar  Crush and Confession Society Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Chirirbandar Crush and Confession Society, Publisher, Dinajpur.

From:Maria Al Kiptia  তোমাকে আমি প্রথম দেখি আমেনা বাকীর স্টেজ এ তুমি সেদিন একটা গান গেয়েছিলে।তোমাকে প্রথম দেখেই আমি তোমা...
09/06/2024

From:Maria Al Kiptia

তোমাকে আমি প্রথম দেখি আমেনা বাকীর স্টেজ এ তুমি সেদিন একটা গান গেয়েছিলে।তোমাকে প্রথম দেখেই আমি তোমার প্রেমে পরে যাই।আমি তোমাকে অনেক ভালোবাসি।তোমার চোখের মায়ায় পরে গেছি,ডুবতে মন চায় তোমার ঐ চোখ এ । জানি না কোনো দিন তোমাকে আমি আমার মনের কথা বলতে পারব কিনা তবুও আমি তোমাকে ভালোবেসে যাব।আমার কল্পনায় শুধু তুমিই থাকবে।
তোমার আশায় আমি চিরদিন অপেক্ষা করতে রাজি।

অবশেষে একটা কথাই তোমাকে বলতে চাই আমি তোমাকে অনেক ভালোবাসি🥰🥰

To : Mushfika Mowli  ❤️❤️ জাস্ট ওই চোখ দুটো  আর তোমার সরলতা দেখেই ভালোবেসে ফেলেছি।ওই চোখ দুটো যেন আমাকে বারবার বলছে তুমি...
08/06/2024

To : Mushfika Mowli ❤️❤️

জাস্ট ওই চোখ দুটো আর তোমার সরলতা দেখেই ভালোবেসে ফেলেছি।ওই চোখ দুটো যেন আমাকে বারবার বলছে তুমি আমার শুধু আমার।জানিনা কিভাবে তোমাকে পাবো,কিভাবে তোমার ওই চোখ দুটোর সামনে আমি দাড়াতে পারবো।জাস্ট একটা বার আমার সামনে আসো,আমাকে একটু ভালোবাসো।আমি তোমার ভালোবাসায় নিজের জীবনটা উৎসর্গ করতে চাই।তোমার ভালোবাসায় জীবনের প্রতিটি মুহুর্ত সাজাতেই চাই।আমি তোমাকে ভালোবেসেই এ পৃথীবিটাকে উপভোগ করতে চাই।
তোমার এই হাসির কারণ শুধু আমি হতে চাই। আরো অনেক কথা বলার আছে।সুযোগ হলে মাঠে বসে তোমার চোখে চোখ রেখে জীবনের সব গল্প শোনাতে চাই 💜

Name : মাঈিশা জান্নাতBatch : 2k28( SSC)From : someoneতুমি আমার সব সময় অন্ন রকম ভাব । কিন্তু আমি অন্যরকম না।হয়তো তুমি আ...
08/06/2024

Name : মাঈিশা জান্নাত

Batch : 2k28( SSC)

From : someone

তুমি আমার সব সময় অন্ন রকম ভাব । কিন্তু আমি অন্যরকম না।হয়তো তুমি আমাকে খুব ‌ভালো করে চিনো হয়তোবা না । । তোমার বন্ধুদের কাছ থেকে শুনলাম তুমি নাকি অনেক ভালো এবং ভদ্র মেয়ে তাই আরকি সামনা সামনি কথা বলতে সাহস হয়নি।। তোমাকে আমার খুব ভালো লাগে।আমার এই খন্ড বিখন্ড জীবনে তোমাকে ভালো লেগে যাবে আমি কখনো ভাবিনি। তুমি ভাবতে পারো এতো মেয়ে থাকতে তোমাকেই কেন ভালো লাগলো? হ্যাঁ তুমি প্রশ্নটা করতেই পার। আর উত্তরটা একটু ভিন্ন। তুমি মেয়ে, আর সবার মতোই কিন্তু একটু অন্যরকম ভাবেই আমার চোখে ভালো লাগার ছোয়া দিয়ে গেছ। কল্পনা আর বাস্তবতার মিশ্রনে গড়া আমার এক অনন্য ভূবন তুমি। বেঁচে থাকার সবটা সময়ে তোমার পাশে থাকতে চাই, সুযোগ পেলে বাস্তবতায়, না পেলে কল্পনায়। আর কোন এক বৃষ্টি ভেজা দিনে হিমুর বেশে এক গুচ্ছ কদম ফুল তোমার দিকে বাড়িয়ে দিয়ে বলতে চাই,
অনেক ভালো লাগে তোমায়।।এই কনফেশন টা করতে আমি বাধ্য হয়েছি কারণ জানি না কখন থেকে ভালো লাগা, আর সেই ভালো লাগাতে confession এ পরিনত হবে আমি নিজে ও বুঝতে পারলাম না।অন্য কারো মায়ার চাদরে নিজেকে যে এতোটা সহজে জড়িয়ে ফেলা যায়, তোমাকে না দেখলে হয়তো কখনো বুঝতে পারতাম না।

From:তোমার পরিচিত কেউ To:রাফিয়া ফারজানা রিমাInstitute:ABRMSCBatch:SSC 2K24.সুগন্ধি আর নারী হইলো পৃথিবীর সবচাইতে সুন্দর এ...
29/04/2024

From:তোমার পরিচিত কেউ
To:রাফিয়া ফারজানা রিমা
Institute:ABRMSC
Batch:SSC 2K24.

সুগন্ধি আর নারী হইলো পৃথিবীর সবচাইতে সুন্দর এবং অর্থবহ বস্তু।

ভালোবাসার নজরে যতনে রাখিবো,,, জরিয়ে থাকিব সারা জনম ধরে...
আসলে ভালোবাসা একটা অদ্ভূত অনুভূতি। এই অনুভূতিকে সংজ্ঞায়িত করা যায় না,আর সংজ্ঞায়িত করতে গেলে সেই অনুভূতিটা থাকে না। এটা "অসংজ্ঞায়িত" থেকেই যুগ যুগ ধরে পৃথিবীকে করে তুলেছে সংজ্ঞায়িত,সুন্দর ও সমৃদ্ধ।
তুমিও আমার জীবনে সেই অসংজ্ঞায়িত অনুভূতির স্পর্শ দিয়েছো। আমি সাধারণ মানুষ। তোমার মায়াবী চেহারার হাসি দেখলে মনে হয় যেন পৃথিবীর সমস্ত ক্লান্তি নিমিষে দূর হয়ে গেছে।।তোমার কথার মাধুর্য, স্পষ্টভাষী বচন,তোমার ইতিবাচক চিন্তা,বিভিন্ন গুণাবলীর সম্ভার থেকে শুরু করে তোমার ব্যক্তিত্ব সবকিছুই আমাকে বিমোহিত করে❤।তোমার হাসিটা এতো নিষ্পাপ-তোমার শত্রুরাও বোধ হয় তোমার মায়ায় পড়ে যাবে🥺। তোমার অদৃশ্য মায়াজালে আমার মতো এক অধম আটকা পড়ে গেল।যখনি চোখ বন্ধ করি তখনই তোমার মায়াবী চাহনির
নিষ্পাপ মুখটি ফুটে উঠে। এতো মায়াবী কেন তুমি ! 🥺
তোমার দুটি চোখ মহাবিশ্বের সবচেয়ে সুন্দর নক্ষত্র‍... তোমার মায়াবী চোখের অনন্ত মায়া আমাকে প্রভাবিত করে...🌻

তোরি চোখে রোত তোলে নিজেকে হারাই ভুলে প্রতিদিন।প্রতিদিন জুরে আছিস সব ভাবনাতে,, দুহাত রেখে তোর হাতে থাকতে চাই শর্তহীন..!আমি একটু একটু করে আমাতে নাই সবটা দিয়ে তোরি হতে চাই...? আমার উদাস দুপুরে ব্যস্ত মনের শহরে অচেনা কোলাহল.,,, হৃদয়ের গোপন গভীরে অনুভবে তোরি চলাচল ☺️

আমি গুছিয়ে কথা বলতে পারি না অবশ্য। তবে তোমাকে নিয়ে যা লিখলাম সবটুকুই মন থেকে লেখা।
সৃষ্টিকর্তার নিকট সবসময়ই প্রার্থনা করি তুমি যেখানেই থাকো ভালো থাকো,সুস্থ থাকো,জীবনে একজন সফল ব্যক্তি হয়ে ওঠো এবং অনুপ্রেরণার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করো।
সবশেষে,এই অধমের একটা কথা রাখবে😅?

তোমার মায়াবী মুখের মিষ্টি হাসিটাকে কখনো ম্লান হতে দিও না। 💓

আমি তোমার অপেক্ষায় প্রতিদিন মরে গেছি প্রিয়তমা।কিন্তু ভয় পেও না।আমি তোমাকে এক হাজার বছর ধরে ভালোবেসেছি এবং আরও হাজার বছর তোমাকে ভালোবাসবো।!!🤍

দূর থেকেও ভালোবাসা হয়,স্পর্শ ছাড়াও অনুভূতিরা রয়.স্পর্শ হলো অনুভূতির ছোঁয়া আর ভালোবাসা হলো হৃদয়ের চাওয়া💌
কাউকে শেষ অবদি চাওয়া পাওয়াটাই হচ্ছে পৃথিবীর শেষ্ঠতম ভালোবাসা🖤🌸

তোমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসার ক্ষমতা, আমার কখনো জন্মাবে না!🫶

জানো না তুমি জানো না কতটা ভালোবাসি...!! যত কথা মোনেতে জমানো বলে দেবো কোরনাকো বারন ..,,সব কিছু তুমি ময় স্বপ্ন স্বপ্ন লাগেরে।।।।।।তোমারি ছোয়া পেতে ইচ্ছে মনে জাগেরে....... তোমাকে পেতে চাই কোনো শর্ত নাই.!! দ্বিধা ভেঙে করগো বরন

(সারা অঙ্গ কলঙ্কে ঝলসে যাক তুই বন্ধু শুধু আমারই থাক....!!) 🙂

ইতি-
তোমার অসাধারণ মায়াজালে আটকে পড়া এক সাধারণ ছেলে ।

From যন্তর মন্তর To Rukaiya Afrin Ruhani প্রিয় সুহাসিনী Greenland collegeদক্ষিণের বাতাসে সিঙ্গুলারিটির মায়াজালে কারাবদ্ধ...
11/01/2024

From যন্তর মন্তর
To Rukaiya Afrin Ruhani
প্রিয় সুহাসিনী
Greenland college

দক্ষিণের বাতাসে সিঙ্গুলারিটির মায়াজালে কারাবদ্ধ একগুচ্ছ আলোক রশ্মি আকস্মিক বেরিয়ে এলো প্রবল বেগে। ইউনিভার্সাল সৃষ্টি শেকল ভেঙেচুড়ে হকিং আইনস্টাইন কে পাশ কাটিয়ে সকল তাত্বিক নিয়মাবলিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে, উড়ে এসে জুড়ে বসতেই পারে তোমার প্রশস্ত ললাটে।যেখানেই আমার ঠাই হবে পরম যত্নে, একটি কালো টিপের একশো মাইল গভীরে

তোমার তিব্র অভিকর্ষন বলের কেন্দ্রমুখী টান কে বৃদ্ধাংগুলি দেখিয়ে আমার ভালোবাসার টানের মুক্তিবেগে তুমি আমার কাছে চলে এসো প্রিয়

From:Nobody To:Adiba MussarratInstitute:ABRMSCBatch:SSC 2023Dear baby...প্রায় ৩ বছর আগে থেকে তোমায় পছন্দ করি,জানি তুমি আ...
15/12/2023

From:Nobody
To:Adiba Mussarrat
Institute:ABRMSC
Batch:SSC 2023
Dear baby...
প্রায় ৩ বছর আগে থেকে তোমায় পছন্দ করি,জানি তুমি আমায় পছন্দ করো না😅,কিন্তু আমরাও ছেলে মানুষ একতরফা ভালোবাসা নামে কিছু আছে বলেই হয়তো তোমার জন্য অপেক্ষা করছি🫀,অপেক্ষা তোমার সম্মতির,
তুমি একদিন প্রশ্ন করছিলা কি দেখে তোমায় ভালোবেসেছি?ভালোবাসার জন্য তেমন বেশি কিছু লাগে না একটা মায়াবী চোখই যথেষ্ট,
এই পৃথিবীতে প্রায় সবাই, তার থেকে বিপরীত স্বভাবের মানুষের সঙ্গে প্রেমে পড়ে,এটা এখন বুঝতে পারছি,তুমি আমার প্রয়োজন
At last, I want to spend all the moments with you, even after 60 years I want to hold your hand and see the mountains🙂
I love you Adii😩
Take your time I will wait for you😊

From:))-zephyrTo:Sazzakul Islam:))আমি ক্লান্ত জানালা,,    তুমি শেষ বিকেলেররোদ হয়ে উঁকি দিয়ে যেও🍂Heyyy future!!!👀Oneday y...
28/11/2023

From:))-zephyr
To:Sazzakul Islam:))

আমি ক্লান্ত জানালা,,
তুমি শেষ বিকেলের
রোদ হয়ে উঁকি দিয়ে যেও🍂

Heyyy future!!!👀
Oneday you will try to see me in your dream like this..:))
From the first day i see you and till die I will love you-,-

Wish you a very successful life..Stay innocent always:)
Be happy and safe:))

Never give up:))

Congratulations 🎉👏ABRMSC - HSC 2023100% GPA 5 ,A brilliant achievement🖤
26/11/2023

Congratulations 🎉👏
ABRMSC - HSC 2023
100% GPA 5 ,
A brilliant achievement🖤

🙂
22/11/2023

🙂

সন্ধ্যার আড্ডা🌡️ছেলেদের জন্মগত অভ্যাস🖤
14/11/2023

সন্ধ্যার আড্ডা🌡️
ছেলেদের জন্মগত অভ্যাস🖤

To : মালিহা মেহজাবিনClass:VIIISection: বিনিময়মানুষ সুন্দর আর আমার কাছে তার শ্রেষ্ঠ উদাহরন তুমি ।তোমার হাসির সৌন্দর্য আর...
07/11/2023

To : মালিহা মেহজাবিন
Class:VIII
Section: বিনিময়

মানুষ সুন্দর আর আমার কাছে তার শ্রেষ্ঠ উদাহরন তুমি ।
তোমার হাসির সৌন্দর্য আর তোমার চোখের ঐ মায়াবী চাহনিতে আমি নিজেকে হারিয়ে ফেলেছি ..
জানিনা তুমি বিশ্বাস করবে কিনা তবে এটাই সত্যি আর এই কথাগুলো সামনাসামনি বলার সাহস আমার নাই
আর জানি না তুমি এই confession টা দেখবে কি না কিন্তু যদি দেখো কিছু বলে যেও

ইতি
তোমাতে ভীষনভাবে মুগ্ধ এক বালক

28/10/2023

১১ জন ক্ষনিকের ছেলেরা ক্ষনিকের জন্য মাঠে গিয়েছিল।
তারপর তারা কেন্দে দিয়েছে।
#বোকাচোদাবাংলাদেশক্রিকেট

Address

Dinajpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chirirbandar Crush and Confession Society posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Chirirbandar Crush and Confession Society:

Share

Category