29/04/2024
From:তোমার পরিচিত কেউ
To:রাফিয়া ফারজানা রিমা
Institute:ABRMSC
Batch:SSC 2K24.
সুগন্ধি আর নারী হইলো পৃথিবীর সবচাইতে সুন্দর এবং অর্থবহ বস্তু।
ভালোবাসার নজরে যতনে রাখিবো,,, জরিয়ে থাকিব সারা জনম ধরে...
আসলে ভালোবাসা একটা অদ্ভূত অনুভূতি। এই অনুভূতিকে সংজ্ঞায়িত করা যায় না,আর সংজ্ঞায়িত করতে গেলে সেই অনুভূতিটা থাকে না। এটা "অসংজ্ঞায়িত" থেকেই যুগ যুগ ধরে পৃথিবীকে করে তুলেছে সংজ্ঞায়িত,সুন্দর ও সমৃদ্ধ।
তুমিও আমার জীবনে সেই অসংজ্ঞায়িত অনুভূতির স্পর্শ দিয়েছো। আমি সাধারণ মানুষ। তোমার মায়াবী চেহারার হাসি দেখলে মনে হয় যেন পৃথিবীর সমস্ত ক্লান্তি নিমিষে দূর হয়ে গেছে।।তোমার কথার মাধুর্য, স্পষ্টভাষী বচন,তোমার ইতিবাচক চিন্তা,বিভিন্ন গুণাবলীর সম্ভার থেকে শুরু করে তোমার ব্যক্তিত্ব সবকিছুই আমাকে বিমোহিত করে❤।তোমার হাসিটা এতো নিষ্পাপ-তোমার শত্রুরাও বোধ হয় তোমার মায়ায় পড়ে যাবে🥺। তোমার অদৃশ্য মায়াজালে আমার মতো এক অধম আটকা পড়ে গেল।যখনি চোখ বন্ধ করি তখনই তোমার মায়াবী চাহনির
নিষ্পাপ মুখটি ফুটে উঠে। এতো মায়াবী কেন তুমি ! 🥺
তোমার দুটি চোখ মহাবিশ্বের সবচেয়ে সুন্দর নক্ষত্র... তোমার মায়াবী চোখের অনন্ত মায়া আমাকে প্রভাবিত করে...🌻
তোরি চোখে রোত তোলে নিজেকে হারাই ভুলে প্রতিদিন।প্রতিদিন জুরে আছিস সব ভাবনাতে,, দুহাত রেখে তোর হাতে থাকতে চাই শর্তহীন..!আমি একটু একটু করে আমাতে নাই সবটা দিয়ে তোরি হতে চাই...? আমার উদাস দুপুরে ব্যস্ত মনের শহরে অচেনা কোলাহল.,,, হৃদয়ের গোপন গভীরে অনুভবে তোরি চলাচল ☺️
আমি গুছিয়ে কথা বলতে পারি না অবশ্য। তবে তোমাকে নিয়ে যা লিখলাম সবটুকুই মন থেকে লেখা।
সৃষ্টিকর্তার নিকট সবসময়ই প্রার্থনা করি তুমি যেখানেই থাকো ভালো থাকো,সুস্থ থাকো,জীবনে একজন সফল ব্যক্তি হয়ে ওঠো এবং অনুপ্রেরণার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করো।
সবশেষে,এই অধমের একটা কথা রাখবে😅?
তোমার মায়াবী মুখের মিষ্টি হাসিটাকে কখনো ম্লান হতে দিও না। 💓
আমি তোমার অপেক্ষায় প্রতিদিন মরে গেছি প্রিয়তমা।কিন্তু ভয় পেও না।আমি তোমাকে এক হাজার বছর ধরে ভালোবেসেছি এবং আরও হাজার বছর তোমাকে ভালোবাসবো।!!🤍
দূর থেকেও ভালোবাসা হয়,স্পর্শ ছাড়াও অনুভূতিরা রয়.স্পর্শ হলো অনুভূতির ছোঁয়া আর ভালোবাসা হলো হৃদয়ের চাওয়া💌
কাউকে শেষ অবদি চাওয়া পাওয়াটাই হচ্ছে পৃথিবীর শেষ্ঠতম ভালোবাসা🖤🌸
তোমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসার ক্ষমতা, আমার কখনো জন্মাবে না!🫶
জানো না তুমি জানো না কতটা ভালোবাসি...!! যত কথা মোনেতে জমানো বলে দেবো কোরনাকো বারন ..,,সব কিছু তুমি ময় স্বপ্ন স্বপ্ন লাগেরে।।।।।।তোমারি ছোয়া পেতে ইচ্ছে মনে জাগেরে....... তোমাকে পেতে চাই কোনো শর্ত নাই.!! দ্বিধা ভেঙে করগো বরন
(সারা অঙ্গ কলঙ্কে ঝলসে যাক তুই বন্ধু শুধু আমারই থাক....!!) 🙂
ইতি-
তোমার অসাধারণ মায়াজালে আটকে পড়া এক সাধারণ ছেলে ।