Shahriar Faysal Fuad

Shahriar Faysal Fuad আসসালামু আলাইকুম 😊😊

05/05/2023

-মক্কা তুমি ধন্য_✅
-তোমারি বুকে হয়েছিল বিশ্ব নবীর জন্ম_❣
-𝐀𝐥𝐡𝐚𝐦𝐝𝐮𝐥𝐢𝐥𝐥𝐚𝐡.

05/05/2023

‎রাসুল(ﷺ) বলেছেনঃ নিশ্চয়ই সততা মানুষকে কল্যাণের পথে নিয়ে যায়। আর কল্যাণ মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়।

[ মুসলিম- ৬৫৩১ ]‎

01/05/2023

Ato valo valo sikkaniyo post kore tar por o kaw follow day na kosto lage 🥺🥺

01/05/2023

বান্দা দুআ করার সময় যদি সম্ভব-অসম্ভবের কথা চিন্তা করে দুআ করে তবে বান্দা নিজেই ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ সুবহান ওয়া তা’আলা সকল প্রকার সীমাবদ্ধতা থেকে মুক্ত।

তিনি “হও” বললে যদি পুরো মহাবিশ্ব সৃষ্টি হয় তবে তিনি কেন আপাত দৃষ্টিতে অসম্ভব জিনিসকে সম্ভব করে দিতে পারবেন না? আল্লাহর প্রতি ইতিবাচক ধারণা রেখে দুআ করতে থাকুন ইনশাআল্লাহ, বিশেষ করে দুআ কবুলের এই মাসে আন্তরিকভাবে, একাগ্রচিত্তে চেয়েই দেখুন না!

ইনশাআল্লাহ ❤️

30/04/2023

- এই ছেলে এদিকে আসো?🙂
- জ্বি স্যার।🙁
-তুমি কি এই কলেজের ছাত্র?🥴
-হ্যা স্যার?🤨
-আমার তো মনে হয় না?🙄
-কেন স্যার?🤨
-অন্য সব ছাত্রদের দিকে তাকাও?🙄
-স্যার আসলে......………………… !!😏
হইছে আর বলতে হবে না!তোমার মত
অপরিষ্কার/নোংড়া একটা ছেলেও
আমাদের কলেজে নাই।🙂
ক্লাসের সবাই হাসাহাসি করে
তোমাকে নিয়ে তবুও লজ্জা হয় না
তোমার?🙄😑
চুলের কি অবস্থা,গা থেকে ঘামের গন্ধ
আসছে!!তারপরও কি তুমি বুঝতে পারো
না !!!
[এরকম গল্প পেতে পেজটিকে ফলো
দিয়ে সাথেই থাকুন। ধন্যবাদ ]
-স্যার আজ সকালে ভাত খেয়ে এসেছেন?🤨
-হ্যা অব্যশ্যই।😏
-কলেজ থেকে ফিরে একটু রেস্ট নিয়ে হয়
তো রিমোট হাতে নিয়ে খেতে
বসবেন,আবার এসি ছাড়া তো ঘুমাতেও
পারেন না?😏
ঠিক না স্যার?🥺
-এসব বলার মানে কি?😕
-স্যার যানেন প্রতিদিন আমি না খেয়ে
আসি?বাবা সেই ছোট বেলায় মারা
গেছে,রিক্সা চালিয়ে যা পাই
সেটা দিয়েই আমার চলে যায়।😔
একদিন রিকশা না চালাতে পারলে
হয়তো সেদিন আর পেটে ভাত জোটে
নাহ্!☺
মা বেঁচে আছে তবে খুব অসুস্থ্য
প্রতিদিন ঔষধ কিনতে হয়।আপনারা
হয়তো এক বেলা খেতে না পারলে
রেগে যান !
আর আমি মাঝে মাঝে না খেয়েই দিন
পারি করে দেই মায়ের ঔষধ আনতে হবে
বলে।🙂
স্যার যানেন!এত কষ্টের পরও যখন রাতে
মায়ের মুখে দুটো ভাত তুলে দেই সে
সময় আমার মত
খুশি পৃথিবীতে আর কেউ হয় না !!☺
যানেন স্যার,মা আমায় কোনদিন ক্ষেত
বলে ডাকেনি!কোনদিন অপরিষ্কার
বলেনি !!🙂
যখন রিকশা চালিয়ে ঘামে ভিজে
মায়ের সামনে আসতাম,🙂
জানেন স্যার;তখন মা তার কাপর দিয়ে
আমার ঘাম মুছে দিয়ে কপালে চুমু একে
দিতো।☺
সত্যি স্যার,মা কোনদিন বলতো না
ঘামের গন্ধ বেরুচ্ছে।🙂
আপনারা হয়তো আপনাদের সন্তানের জন্য
ভালো ভালো কাপড় কিনে রাখছেন!
ভালো খাবার খাওয়ান।😏
কিন্তু আমি আমার মায়ের সেই পবিত্র চুমু
খাওয়ার জন্য হাজার বার ঘাম ঝড়াতে
রাজি আছি।হাজার-টা কলেজ ত্যাগ
করতে পারি।🙂
কারণ আমার মা ই আমার সব,আর হ্যা স্যার
আমি আর কলেজে আসবো না।🙂
কোলাহলপূর্ণ ক্লাসটা একটা সময় নীরব,
নিশ্চুপ,নিস্তব্ধ হয়ে গেল।😔
-স্যার আপনার চোখে পানি?😭
-অজান্তে চলে আসলো।তা কলেজে
আসবি না মানে?😟
-স্যার আপনাদের সমস্যা হয়?😕
-কোন সমস্যা হবে না।আরে আমাদের
কলেজের গর্ব তুই।সত্যি তর মত কষ্ট করে
কেউ লেখাপড়া করতে পারবে নারে।😟
আশাকরি তোর মায়ের সপ্ন পূরণ করতে
পারবি?☺
আর হ্যা কলেজের সমস্ত বেতনের খরচ আমি
নিলাম।😊

গরীব ছেলের আত্মকা

30/04/2023

শরীরে আমি বেঁচে আছি

স্মৃতিতে ধরেছে ক্ষয় ,

মনকেও আজ মানিয়ে নিয়েছি

আসলে মানিয়ে নিতে হয় 💔🍁😭😭😭😭😭

🍁🍁♠️🍀🥀

30/04/2023

"সবাই জানে ভালোবাসলে কাঁদতে হবে, না খেয়ে থাকতে হবে, না ঘুমিয়ে কা'টাতে হবে, কান্না করতে করতে রাত শেষ হবে, পরিবারের সাথে সম্পর্ক খারাপ হবে, এমনকি ভালোবাসার মানুষের সাথে বিচ্ছেদও হতে পারে । কি অদ্ভুত তবুও মানুষ ভালোবাসে।🖤

কিন্তু তারপরেও আমরা কেন ভালোবাসি, কেনো মায়ায় আসক্ত হয়ে যাই....!! 🖤😅

সত্যি বলতে ভালোবাসার চেয়ে, ভালোলাগাটা বেশি সুন্দর 🌸💖😊

30/04/2023

আমি মানুষটারে তুমি কোনোদিন ভুলতে পারবা না। যত দূরেই যাও, যত আয়োজন করো, সবকিছু ভেস্তে যাইবো। তুমি যেখানেই যাইবা, যাই করবা, সবকিছুতে প্রকৃতি তোমারে বারবার আমার কথা মনে করাই দিবো। আমি মানুষটা তোমারে যতটা ভালোবাসা দিছি এমন ভালোবাসা তুমি আর কোথাও পাইবা না। যখনই তোমার ভালোবাসার অভাববোধ হইবো তখনই তোমার আমার কথা মনে পড়বো। খাইতে গেলে মনে পড়বো, শুইতে গেলে মনে পড়বো, গাইতে গেলে গলা ধরে আসবো, লিখতে গেলে বানান ভুল অইবো। আমারে ছাইড়া তুমি থাকতে পারবা না। তখন তোমার খুব আফসোস অইবো, তখন বুঝতে পারবা, আমি তোমারে হারাই নাই তুৃমি আমারে হারাইছো। আমি মানুষটারে হারাইয়া তুমি নিজে হাইরা গেছো।

~ হ্যাপি 🥀🌼

Address

Dinajpur

Telephone

+8801846648861

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shahriar Faysal Fuad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share