Collection360

Collection360 এখানে আপনি খুঁজে পাবেন নানা স্বাদের সাহিত্য,কবিতা উপন্যাস — প্রেম, প্রকৃতি, জীবন, এবং আরও অনেক কিছু। আমার লেখালেখির এই পথচলায় আপনাদের সমর্থন একান্তভাবে কাম্য।
(20)

👉ছবিটা খুব মনোযোগ দিয়ে জুম করে দেখুন। এরপর বলেন, কোটি টাকার বদলে এখানে আপনার হাত ১০ মিনিট রাখতে বললে কি রাখবেন?জানি, রাজ...
19/08/2025

👉ছবিটা খুব মনোযোগ দিয়ে জুম করে দেখুন। এরপর বলেন, কোটি টাকার বদলে এখানে আপনার হাত ১০ মিনিট রাখতে বললে কি রাখবেন?
জানি, রাজি হবেন না। হওয়ার কথাও নয়।কারণ, শুধুমাত্র এইটা যে, এখানে বিষাক্ত পোকামাকড় গুলো দৃশ্যমান। কিন্তু যদি অদৃশ্য হতো, তাহলে আপনি নির্দ্বিধায় রাজি হতেন!
যদি আপনার রবের আনুগত্য না করেন, তার বিধান না মানেন তাহলে আপনার কবরও পরিপূর্ণ থাকবে এর থেকেও ভয়ঙ্কর পোকা মাকরে, যা আপনার আমার চিন্তারও বাহিরে। কিন্তু আপনার মহান রব তো আপনাকে এই অদৃশ্যমান শাস্তি সম্পর্কেও পূর্ব থেকেই আপনাকে অবগত করে দিয়েছেন। এখনও যদি সাবধান না হোন তো আর কবে হবেন? নিজের কবরে গিয়ে এই শাস্তি গুলো পাওয়া পর্যন্ত কি আপনার রবের অবাধ্যতা চালিয়ে যাবেন নাকি এখুনি আপনার রবের নিকট নিজেকে স্বপে দিয়ে তার কাছে ক্ষমা চেয়ে তার রাস্তায় ফিরে আসবেন? সিদ্ধান্ত আপনার।
আর খুব দ্রুত এ সিদ্ধান্ত নিতে না পারলে, আল্লাহর বিধান না মানলে ধ্বংস অবধারিত।
💓হে আল্লাহ সুবহানাহু তায়া’লা, আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক। আমীন🤲
©️

দুনিয়ার সামান্য কাগজ না থাকার কারণে যদি এসব সম্পদের এই অবস্থা হয়।তাহলে "আল্লাহর দিন ও কুরআন ও সহিহ  হাদিসের দলিল ছাড়া...
11/08/2025

দুনিয়ার সামান্য কাগজ না থাকার
কারণে যদি এসব সম্পদের এই অবস্থা হয়।

তাহলে "আল্লাহর দিন ও কুরআন ও সহিহ হাদিসের দলিল ছাড়া ইবাদত করলে আখিরাতে কি অবস্থা হবে, আল্লাহ-ই ভালো জানে!!

19/12/2024
কবিতা
21/10/2024

কবিতা

একটা সম্পর্ক ভালোভাবে টিকিয়ে রাখার জন্য কিছু বিষয় মেনে চলতে হয়... #বিশ্বাস - আপনার ভালোবাসার মানুষটির বিশ্বাস অর্জন করুন...
21/10/2024

একটা সম্পর্ক ভালোভাবে টিকিয়ে রাখার জন্য কিছু বিষয় মেনে চলতে হয়...

#বিশ্বাস - আপনার ভালোবাসার মানুষটির বিশ্বাস অর্জন করুন। দেখবেন সব ভালো ভাবে চলবে। কখনোই যেন সন্দেহ সৃষ্টি না হয় দুজনার মাঝে। একটা সম্পর্কে যদি সন্দেহ চলেই আসে তবে নিজে নত হোন। বুঝিয়ে বলুন। দেখবেন মানুষটা আপনাকে বুঝবে।

#ত্যাগ - আপনার সম্পর্ক মধুর করে গড়ে তোলার জন্য অনেক ত্যাগ করতে হবে। হয়ত ভাববেন সে তো করছে না, কিন্তু মনে রাখবেন আপনাকে দেখেই সে ত্যাগ করা শিখবে।

#সময় - ভালোবাসার মানুষটিকে সময় দিতে শিখুন। তার সাথে নিজের কথা বলুন। তাকে বুঝতে পারলেই আপনি সফল। আর এই সফলতা আনার জন্য সময় দিতেই হবে।

#বুঝা - অনেক সময় নানা সমস্যার জন্য আপনার ভালোবাসার মানুষটা মন খারাপ করে থাকবে। কিন্তু সে আপনাকে কিছু না বলতে পারে। এক্ষেত্রে আপনার তাকে বুঝতে হবে। তার মনকে আপনার মন দিয়ে পড়ুন। দেখবেন তার মনের সব কথা আপনার সামনে চলে আসবে।

#পবিত্রতা - আমি এই যুগের ছেলে, কিন্তু তবু বলবো, এখন প্রেম মানেই মানুষ শারীরিক সম্পর্কের কথা ভাবে। ভুলেও এসব করবেন না। প্রথমত আপনার ধর্ম তা আপনাকে করতে না করেছে। আর দ্বিতীয়ত আপনার এই লালসার জন্য একটা সুন্দর সম্পর্কের ইতি ঘটিয়ে ফেলতে পারেন নিজের অজান্তেই।

#উপহার - হ্যা, আপনি ভাবতে পারেন অনেক দামী কিছু কিনে দিলেই হলো। তাই যদি ভাবেন তাহলে বলবো আপনি ভুল। কাচা ফুলের চাইতে কিন্তু নকল ফুলের দাম বেশি। তাও মানুষ কাচা ফুল ভালোবাসে। তাই সে কি দিলে খুশি হবে সেটা ভাবুন।

#যত্ন - ভুলেও আপনার ভালোবাসাকে এতটুকুও অবহেলা করবেন না। যত্ন করতে শিখুন। মনে রাখবেন প্রিয় মানু্ষের অবহেলার চেয়ে কষ্টের আর কিছু নাই।

#ভালোকথা - তাকে ভালো কথা বলুন। যাতে করে সে বুঝতে পারে আপনি একজন ভালো মানুষ। তাকে ধর্ম নিয়ে কথা বলুন। তার পড়াশোনা নিয়ে কথা বলুন। ভালো থাকবে সম্পর্ক।

মূলত আপনার সম্পর্ক কেমন যাবে সেটা আপনার উপরে নির্ভর করে। সে আগে এটা সেটা করবে এমনটা ভাববেন না। নিজেকে আগে তুলে ধরুন দেখবেন সেও আপনার মত হয়ে যাবে।

পৃথিবীর প্রতিটা সম্পর্ক হোক মধুর। এক হয়ে যাক সকল ভালোবাসা 💏💝

#সংগৃহীত #অক্সিজেন

সবচেয়ে বেশি বাজে
21/10/2024

সবচেয়ে বেশি বাজে

সীমানা জুড়ে পাঁচিল তুলেছো উঠোন করেছো আঁটো । বাইরে রেখেছো ইয়া বড়ো গেট মনের দরজা খাটো । যতদিন ছিলো হাঁড়িগুলো বড়ো পিসি কাকা...
03/10/2024

সীমানা জুড়ে পাঁচিল তুলেছো
উঠোন করেছো আঁটো ।
বাইরে রেখেছো ইয়া বড়ো গেট
মনের দরজা খাটো ।

যতদিন ছিলো হাঁড়িগুলো বড়ো
পিসি কাকা কাকিমাতে ,
হাসিতে গল্পে দিন কেটে যেতো
ঝোলে ঝালে আলু ভাতে ।

পাশাপাশি বাড়ি বোঝাই যেতো না
কার সীমা কত দূর ।
এ বাড়ির গান উঠোন পেরিয়ে
ও বাড়ি তুলতো সুর ।

এ বাড়ির গাছে ফুল ফল হলে
ও বাড়িতে যেতো আধা ।
হেঁসেলের ঘরে চিনি কম হলে
চেয়ে আনা ছিলো বাঁধা ।

এ বাড়ির খুড়ো ও-বাড়ি চা খেতো
ও বাড়ির খুড়ো ভাত ।
এ বাড়িতে কোনো ঝামেলা মেটাতে
ও বাড়ি বাড়াতো হাত ।

আজকে সবার বড়ো বড়ো বাড়ি
পাঁচিলে লাগানো কাঁচ ।
এ বাড়ির কারো হৃদয় ভাঙলে
ও বাড়ি পায়না আঁচ ।

বড়ো বাড়ি আর ছোটো পরিবার
চেয়েছিলো বুঝি তারা ।
এ বাড়িতে কেউ মারা গেলে তাই
ও বাড়ি দেয়না সাড়া ।

-"ইচ্ছে কথা"
রমা চক্রবর্তী দেবনাথ।

Address

Dinajpur

Telephone

+8801908730037

Website

Alerts

Be the first to know and let us send you an email when Collection360 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Collection360:

Share