
13/03/2025
আস-সালামু আলাইকুম,
প্রিয় খামারি!
আমাদের ৪০০ কালারবার্ডের পরীক্ষামূলক যে ব্যাচটি পরিচালনা করছি, সেটার খরচ ও মুনাফার বিস্তারিত তথ্য আপনাদের জানানো হবে ইনশাআল্লাহ। পাশাপাশি, এই ব্যাচটির পরিচর্যা সংক্রান্ত মোট ৮টি পোস্ট প্রকাশিত হবে (প্রতি ৫ দিন পরপর)।
১ম পোস্ট:
✅ প্রথম দিন
বাচ্চা ব্রুডারে নামানোর ৩০ মিনিট পর লাইসোভিট ও গ্লুকোজ মিশ্রিত পানি প্রদান করেছি।
১.৫ ঘণ্টা পর পেপারে চাল ও গমের সুজি দেওয়া হয়েছে।
৩ ঘণ্টা পর থেকে ব্রয়লার স্টার্টার ফিড নিয়মিত দেওয়া হচ্ছে।
✅দ্বিতীয় ও তৃতীয় দিন:
সকালে: এনফ্লক্স ভেট
দুপুরে: গ্লুকোজ
রাতে: রেনামক্স
✅চতুর্থ দিন:
সকালে: সাদা পানি
দুপুরে: রেনা PH
রাতে: সাদা পানি
✅পঞ্চম দিন:
সকালে: রেনাসল AD3E
দুপুরে: সাদা পানি
বিকেলে: BCRDV ভ্যাকসিন
রাতে: লাইসোভিট
গুরুত্বপূর্ণ নির্দেশনা:
✔ ব্রুডিং চলাকালীন বিশুদ্ধ পানি, সুষম খাবার ও ৩৩° তাপমাত্রা নিশ্চিত করতে হবে।
খামার পরিচালনা ও পরিচর্যা বিষয়ক আরও পরামর্শ পেতে আমাদের সাথে যুক্ত থাকুন।
M R AGRO FARMS