Keya Motivational Speech and Story

দেখি কে বলতে পারে?? এখানে একটি দেশের রাজধানীর নাম আছে।
06/06/2024

দেখি কে বলতে পারে??
এখানে একটি দেশের রাজধানীর নাম আছে।

শ্বশুর বাড়ির সবাইকে কলিজা কেটে দিলেও বলবে উহ...হ নিশ্চিয়ই এটাতে কোন সমস্যা আছে । অর্থাৎ সর্বোচ্চ ত্যাগ করলেও বলবে কোন সম...
04/06/2024

শ্বশুর বাড়ির সবাইকে কলিজা কেটে দিলেও বলবে
উহ...হ নিশ্চিয়ই এটাতে কোন সমস্যা আছে । অর্থাৎ
সর্বোচ্চ ত্যাগ করলেও বলবে কোন সমস্যা আছে।

31/05/2024

Back to back
Follow to follow

যখন খুব কষ্ট হবে, একা লাগবে, তখন আকাশের দিকে তাকান, কেউ একজন বলছে, তুমি একা না।আমি তো আছি।
28/05/2024

যখন খুব কষ্ট হবে, একা লাগবে,
তখন আকাশের দিকে তাকান,
কেউ একজন বলছে, তুমি একা না।
আমি তো আছি।

27/05/2024

আলহামদুলিল্লাহ,
রহমতের বৃষ্টি শুরু
হয়েছে।

রাতে ঘুমানোর দোয়া :আল্লাহুমা বিস্মিকা আমূতু ওয়া আহ ইয়া
23/05/2024

রাতে ঘুমানোর দোয়া :
আল্লাহুমা বিস্মিকা আমূতু ওয়া আহ ইয়া

সুর্যটা ফিরছে ঘরে, ক্লান্ত দিন  সাঙ্গ করে।
23/05/2024

সুর্যটা ফিরছে ঘরে,
ক্লান্ত দিন সাঙ্গ করে।

23/05/2024

কাজটা যদি সঠিক হয়, সামনের দিকে এগিয়ে যাও।
কে কি বলছে না বলছে, তাতে কান দিও না। নিজের ভালোর জন্য যা করতে হবে তাই করো। কারণ একজন মানুষ কখনো সবার কাছে ভালো হতে পারে না। কিছু লোক আছে সমালোচনা করবেই। ভালো হলে সমালোচনা করে আর খারাপ হলে তো কথাই নেই।
শুধু খেয়াল রাখবেন আপনার দ্বারা যেন কারো ক্ষতি
না হয়।
দিন শেষে আপনি একা। আপনার হিসাব আপনাকেই দিতে হবে।

সর্বধিক প্রশংসা আল্লাহরই জন্য যিনি নভোমণ্ডল ও ভূ-মন্ডল সৃষ্টি করেছেন এবং অন্ধকার ও আলোর উদ্ভব করেছেন। তথাপি কাফেররা স্বী...
21/05/2024

সর্বধিক প্রশংসা আল্লাহরই জন্য যিনি নভোমণ্ডল ও ভূ-
মন্ডল সৃষ্টি করেছেন এবং অন্ধকার ও আলোর উদ্ভব করেছেন। তথাপি কাফেররা স্বীয় পালনকর্তার সাথে
অন্যান্যকে সমতূল্য স্থীর করে।
সুরা - আনআম
আয়াত নং- ১

16/05/2024

এই পৃথিবীতে মেধা বলতে কিছু নেই।
প্রচেষ্টা এবং ভাগ্য দুটো যখন একসাথে মিলে যায়,
তখন আমরা তাকে মেধা বলে থাকি।

15/05/2024
জীবনে উন্নতি করার গোপন সূত্র হলো কাজ শুরু করা।
14/05/2024

জীবনে উন্নতি করার গোপন সূত্র হলো কাজ শুরু করা।

Address

Narayanpur, Nawabganj
Dinajpur
5200

Alerts

Be the first to know and let us send you an email when Keya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share