
28/05/2025
দেশের শীর্ষ স//ন্ত্রাসী জাকির খান বিশাল গাড়িবহর নিয়ে শো-ডাউন করতে করতে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে গেছেন আজ। তার আগে পিছে ডানে বামে নিরাপত্তা বলয়ে ঘেরা।
আপনি এমন এক খা//নকির পোলার দেশে জন্মগ্রহণ করেছেন ব্রাদার, যেখানে দেশের শীর্ষ স'ন্ত্রাসী পায় সর্বোচ্চ প্রটোকল।
আর আপনি ৩০ বছর পড়ালেখা কইরা এখন সকাল ৮ টা বাজে দৌড়ায়া তুরাগ বাসে উইঠা ঝুলতে ঝুলতে অফিসে যায়া কুত্তার মতো খাটেন এবং মাস শেষে হাতে পান ২০ হাজার ট্যাকা।
তারপর রাতে আবার তুরাগ বাসে ঝুলতে ঝুলতে আপনি বাসায় ঢুইকা একদিকে খান আপনার বউ'র পো'ন্দা'নি আর একদিক দিয়ে খান আপনার মা-বাপ এর শান্টিং।
এরপর আপনি ছলছল দুই চোখ নিয়া চুপ কইরা আসমানের দিকে তাকায়া থাকেন আর মনে মনে বলেন,
'ইয়া খোদা, আ'ত্মহত্যা কেন তুমি মহাপাপ করলা?'
তারপর একদিন আপনি স্ট্রোক বা হার্ট অ্যাটাক কইরা চিৎপটাং হইয়া যান। মানুষ বলাবলি করে,
'ইশ, এতো অল্প বয়সেই পোলাডা হার্ট অ্যাটাক কইরা মইরা গেলো।
সবাই খোদার কাছে নালিশ দেয়, ভাগ্যের কাছে দুঃখপ্রকাশ করে।
কিন্তু কোন শূ//য়ো//রের বাচ্চা ইই বলে না,
"এই দেশ, এই সমাজ, এই জাতি, এই সিস্টেম মিল্লা তরতাজা একটা পোলা রে মা//র্ডার কইরা ফালাইলো।
না আছে কোন মামলা, না আছে কোন বিচার, না আছে কোন আসামী...!!
- Ayman Saidi