
24/06/2025
🌿 "নীরবতাই সবচেয়ে বড় ভাষা" 🕊️
একজন মানুষ দাঁড়িয়ে আছে ছোট এক খালের ধারে…
সামনে শান্ত পানি বয়ে যাচ্ছে, ওপারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সুবিশাল পাহাড়।
চারপাশে কোনো শব্দ নেই — শুধু প্রকৃতির নিঃশব্দ ডাক।
এখানে ভাষা নেই, কিন্তু অনুভব আছে।
এখানে কথা নেই, কিন্তু হৃদয়ের গভীর স্বীকারোক্তি আছে।
এই নীরবতাই অনেক সময় বলে ফেলে যা হাজার শব্দেও বলা যায় না।
🍃 আপনি কি কখনো এমন মুহূর্তে দাঁড়িয়ে নিজেকে খুঁজে পেয়েছেন?
👇
❤️ লাইক দিন যদি নীরবতাকেই ভালোবাসেন
💬 কমেন্ট করুন – নীরবতা আপনাকে কী শেখায়?
🔁 শেয়ার করুন – ছড়িয়ে দিন প্রকৃতির এই শান্ত বার্তা