22/10/2024
🚩👉গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিজের কর্মের প্রতি স্থির বিশ্বাস রয়েছে এবং যে ব্যক্তি নিজের কাজ নিয়ে সবসময় আত্মবিশ্বাসী, তাঁকে জীবনে সাফল্য পেতে কেউ আটকাতে পারবে না।
* যে ব্যক্তি কাজ করার আগেই তার ফলাফল নিয়ে চিন্তিত হয়ে পড়েন, তিনি জীবনে ব্যর্থতা ছাড়া আর কিছুই পান না।
* শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, মনে রাখবেন তা কখনোই বরাবর এক থাকবে না। তাই খারাপ সময়েও আমাদের সাহস হারালে চলবে না।
* তিনি আরও বলেছেন, ঈশ্বর কখনোই আমাদের উপর অবিচার হতে দেন না। তিনি তাঁকে সেটাই দেন, যে যেটার যোগ্য।
* গীতার বাণী অনুসারে তোমাকে অন্য কেউ সাহায্য করতে আসবে না। তোমাকে নিজের লড়াই নিজেকেই লড়তে হবে।
* একজন মানুষ যদি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে কিছু কামনা করে, তবে সে একদিন না একদিন নিশ্চয় অর্জন করতে পারবে।
* গীতায় কৃষ্ণ বলেছেন, এই জীবনে কোনও কিছুই চিরস্থায়ী নয়। তাই নিজের উপর অতিরিক্ত ভার নিও না। কারোর সঙ্গে পথ চললে, তা না আমাদের খুশি দেবে, না লক্ষ্য পৌঁছনের সুখ। তাই মানুষের জীবনের পথ একাই চলা উচিত।
* গীতায় শ্রীকৃষ্ণের বাণী অনুসারে নিজের কর্তব্য পালন করতে কখনও ভয় পেও না। কারণ নিজের ধর্মে অটল থাকার জন্য মৃত্যু বরণ করতে হলে তাও ভালো। তাই অন্যের ধর্ম নকল না করে নিজের ধর্মকে চেনো। অন্যকে অনুসরণ করতে গেলেই আমাদের মনে ভয়ের উদ্রেক হয়। শ্রীকৃষ্ণ বলেছেন, মন থেকে ভয় দূর করার একমাত্র উপায় হল নিজের ধর্মকে চেনা ও তার মধ্যেই বাঁচা।
ভগবান শ্রীকৃষ্ণের এই উপদেশগুলো যদি আমরা আমাদের জীবনে প্রয়োগ করি। তাহলে আমাদের এই মানব জীবনটি সুন্দরভাবে পরিচালিত হবে। তাই নিত্য প্রতিদিন গীতা পাঠ করুন। আপনার আশেপাশে যারাই আছেন সবাইকে গীতা পাঠের জন্য উৎসাহিত করুন।
গীতা নির্ভর জীবন গড়ুন 🙏🙏🙏🕉️🚩
জগতের সকল প্রাণীর মঙ্গল হোক 🙏🙏🙏🕉️🚩
"""" হরে কৃষ্ণ """ 🙏❤️