Arif MathLab.com

Arif MathLab.com It's a place where you can ask for the solution of a specific mathematical problem.

আমি আমার অনুভূতি ও অভিজ্ঞতাগুলো সকলের মাঝে ছড়িয়ে দিতে চাই। তাই অন্যের সাথে অভিজ্ঞতা বিনিময় ও অনুভূতিগুলো শেয়ার করতে চাই। সর্বদা শিখতে ও শিখাতে খুব পছন্দ করি। নিজেকে বদলে ফেলুন, দুনিয়া বদলে যাবে।
What I think, What I say, What I want to do,I try to do so. At this moment I will give the solutions of the problems regarding academic subjects upto class12&job preparation. Just send ur problems in message&i will text you the solution as early as possible for me.

03/05/2024

দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে অঝোর ধারায় অনবরত বৃষ্টি নামলো।

অবাক আমি 😎😄
24/04/2024

অবাক আমি 😎😄

24/04/2024

#নাচ, #গ্রামের_বিয়ের_নাচ,

19/04/2024

রেজওয়ানের যে ছবি গুলো অসাধারণ ছিল 🥱🤭

20/03/2024

৪ টি ক্ষেত্রে স্ত্রী স্বামীর নিচে (কম) থাকা চাই। ন‌ইলে ব‌উয়ের অবজ্ঞার পাত্র হতে হবে।
১) বয়স ২) উচ্চতা
৩) সম্পদ ৪) বংশমর্যাদা

14/03/2024

নিত্য প্রয়োজনীয় কিছু ইংরেজী শব্দার্থঃ-
✲ তেঁতুল - Tamarind.
✲ পিঁয়াজ - Onion.
✲ রসুন - Garlic.
✲ শুকনা মরিচ - Red chili.
✲ হলুদ - Turmeric.
✲ ধনিয়া - Coriander.
✲ কালিজিরা - Nigella.
✲ শা জিরা - Caraway(black cumin).
✲ পোস্তা দানা - Poppy seed.
✲ তিল - Sesame seed.
✲ এলাচি - Cardamom.
✲ আদা - Ginger.
✲ কাঁচা মরিচ - Green chili.
✲ জিরা - Cumin seed.
✲ মেথি - Fenugreek.
✲ মৌরি - Aniseed.
✲ সরিষা - Mustard.
✲ তেজ পাতা - Bay leaf.
✲ ধনে পাতা - Coriander leaf.
✲ পুদিনা পাতা - Mint leaf.
✲ দারচিনি - Cinnamon.
✲ লবঙ্গ - Cloves.
✲ গোল মরিচ - Black pepper.
✲ সাদা মরিচ - White pepper.
✲ জয়ফল - Nutmeg.
✲ যৈত্রী - Mace.
✲ কাবাব চিনি - Allspice.

পড়া শেষে Done লিখতে ভুলবেন না।

29/02/2024

বেশি বেশি বই পড়
সুস্থ সুন্দর জীবন গড়।

29/02/2024

ঘুরে ঘুরে পুরা বই মেলা দেকলাম
আর অনেক অভিজ্ঞতা ও জ্ঞান অর্জন করলাম।

28/02/2024

একুশে বই মেলা
#বইমেলা২০২৪
#একুশে_বই_মেলা

28/02/2024

সব বয়সের সবধরনের বই পাবেন এখানে
#একুশে_বই_মেলা
#বইমেলা২০২৪

28/02/2024

চিলড্রেনস বুকসগুলোর মধ্যে
সেরা বইয়ের স্টল হলো এটি।

28/02/2024

এবারের বইমেলার সবচেয়ে আকর্ষনীয় স্টল ছিলো বিদ্যানন্দ প্রকাশনী

27/02/2024

৭৫% উচ্চ শিক্ষিত মেয়ে ২৭ থেকে ৩০ বয়সেও বিয়েহীন।
ক্যারিয়ার গড়তে গিয়ে এরা এমন এক সংকট তৈরী করেছে যে। আগামী ৫ বছরে লাখ লাখ মেয়ে বিয়েহীন থাকবে৷

আর মানানসই পাত্রস্থ করতে না পেরে। আর মস্তিষ্ক বিগড়ে যাবার কারণে। এদের অধিকাংশ দাম্পত্য জীবনে বিষাক্ত থেকে যাবে।

তাদের যৌবনের চাহিদা, আবেগ,ভালোবাসা হারানোর ফলে। স্বামীর মন জয় করার পরিবর্তে স্বামীর প্রতিদ্বন্দ্বী হয়েই সংসারে দরকষাকষি করবে৷
আর স্বামীও তাদের মাঝে আনুগত্য, কোমলত্ব,নারীত্ব না পেয়ে অসহ্য হয়ে উঠবে। তখন এই সংসার টিকানো অসম্ভব। কারণ তার স্ত্রী টা ৩০ টা বছর পুরুষের ফিতরাতে টেক্কা দিয়ে সে নিজেই পুরুষে বিবর্তিত হয়ে গেছে। তার আস্ত দেহটাই নারীর বৈশিষ্ট্য হলেও। সে মানসিক ভাবে পুরুষ।

স্বামী তাকে দৈহিক ভাবে নারী পেলেও সে মেন্টাল ভাবে পুরুষ। আর পুরুষের মতই তার স্ত্রী অনুভূতিহীন। সে স্বামীকে প্রেমের জগতে নয়। ভোগবাদের জগতেই দেখতে চায়

আল্লাহর কসম করে বলছি। এমন একটা দিন আসতে যাচ্ছে। মেয়েরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে যৌবন থেকে যেমন বঞ্চিত হবে। বঞ্চিত হবে সংসার থেকেও। বঞ্চিত হবে আখিরাতের মুক্তি থেকেও।

এরা একটা পর্যায়ে কট্টর নারীবাদী হয়েই দুনিয়া ত্যাগ করবে। আর এই পুঁজিবাদী সমাজের আড়ালেই দা''জ্জা'''ল তার সিংহভাগ নারী অনুসারী তৈরী করতে সক্ষম হয়েছে।

এই ভোগান্তি অভিভাবক দুনিয়াতে যেমন পাবে। আখিরাতেও লাঞ্চিত হয়ে জা''হা''ন্না''মে যাবে৷
এটাই শেষ জামানার ভয়াবহ অন্ধকারের ফি'''তনা৷

🇧🇩অমর ২১শে ফেব্রুয়ারী উপলক্ষে সকল বীর শহীদের  প্রতি বিনম্র শ্রদ্ধা ❤️🌹
21/02/2024

🇧🇩অমর ২১শে ফেব্রুয়ারী উপলক্ষে সকল বীর শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা ❤️🌹

17/02/2024

বদলির জন্য এত শর্ত কেন। বদলি সকলের অধিকার। সমপদে বা সমস্কেলে স্কুল থেকে মাদ্রাসা /মাদ্রাসা থেকে স্কুলে নিজ বাড়ির পাশে সকলকে বদলি দেওয়া হোক। যেহেতু সরকার কর্তৃক পর্যাপ্ত বাড়ি ভাড়া দেওয়া হয় না। তাই মানবিক দিক বিবেচনা করে সকলকে নিজ বাড়ির পাশে এমপিওভুক্ত স্কুল অথবা মাদ্রাসায় বদলি দেওয়ার জন্য কর্তা ব্যক্তিদের নিকট বিনীতভাবে অনুরোধ করছি। দয়া করে স্কুল মাদ্রাসা ও কারিগরিকে বিভাজন করবেন না। কারণ ntrca একটা সফটওয়্যার দিয়ে জেনারেল শিক্ষকদেরকে স্কুল/মাদ্রাসা/কারিগরিতে সমবিষয় ও সমপদে নিয়োগ দিয়েছে। যদি এক সফটওয়্যারে নিয়োগ দেওয়া যায় তবে কেন বদলির ক্ষেত্রে একটি মাত্র সফটওয়্যার দিয়ে জেনারেল শিক্ষকদেরকে বদলি দেয়া যাবে না? আলাদা অধিদপ্তর ও আলাদা সফটওয়্যার লাগবে কেন ? সবইতো শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে। এমপিও ভুক্ত সকল শিক্ষকের প্রতি দয়া করুন প্লিজ।

13/02/2024

Some important word-meaning
▶ And = এবং।
▶ Or = অথবা।
▶ But = কিন্তু।
▶ As = যেহেতু।
▶ When = কখন।
▶ While = যখন।
▶ Where = সেখানে।
▶ Since = যখন/যেহেতু।
▶ Because = কারন।
▶ Though = যদিও।
▶ Although = যদিও।
▶ First of all = সর্বপ্রথম।
▶ Rather = বরং।
▶ That = যে।
▶ Thus = এইভাবে।
▶ Therefore = সুতরাং।
▶ In order to = জন্য।
▶ In order that = কারনে/নিমিত্তে।
▶ Such as = যেমন।
▶ Similarly = অনুরূপভাবে।
▶ As well as = এবং।
▶ Along with = সাথে।
▶ Above all = সর্বপুরি।
▶ Sometimes = মাঝে মাঝে।
▶ Furthermore = অধিকন্তু।
▶ Moreover = অধিকন্তু।
▶ Besides = তাছাড়া।
▶ Even if = এমনকি যদি।
▶ Really = মূলত।
▶ In addition = আরও।
▶ However = যাহোক।
▶ In fact = বাস্তবিক পক্ষে।
▶ Firstly = প্রথমত।
▶ Secondly = দ্বিতীয়ত।
▶ Thirdly = তৃতীয়ত।
▶ Here = এখানে।
▶ There = সেখানে।
▶ Yet = তথাপি।
▶ So that = যাতে।
▶ Whatever = যাই-হোক-না কেন।
▶ Whenever = যখনই।
▶ Accordingly = যথার্থভাবে।
▶ Then = তখন।
▶ Than = চেয়ে।
▶ As is = যেন।
▶ Finally = চুড়ান্তভাবে।
▶ For instance = উদাহরণসরূপ।
▶ For example = উদাহরণসরূপ।
▶ Before = পূর্বে।
▶ After = পরে।
▶ As a result = ফলে।
▶ Consequently = ফলসরূপ।
▶ Similarly = সাদৃশ্যপূর্ণভাবে।
▶ Nevertheless = তথাপি।
▶ Now that = যেহেতু।

Address

Dinajpur

Telephone

+8801923469058

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arif MathLab.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Arif MathLab.com:

Share