Let's Go Islamic earth

Let's Go Islamic earth *Allah is great*

10/07/2025

“ফজরের নামাজ হলো সেই আলো, যা আমাদের জীবনকে পথ দেখায়।”

09/07/2025

❝যে ব্যক্তি মানুষকে সন্তুষ্ট করতে আল্লাহকে অসন্তুষ্ট করে, সে ব্যর্থ হয়।❞— তিরমিযী, ২৪১৪

08/07/2025

“আল্লাহ বলেন, আমার বান্দা যেমন আশা করে, আমি তার জন্য তেমনই থাকি।”— (সহীহ বুখারি, হাদিস: ৭৪০৫)

07/07/2025

“তোমরা মন্দ কাজের প্রতিরোধ করো ভালো কাজ দিয়ে।” (সূরা ফুসসিলাত, ৪১:৩৪)

07/07/2025

❝ নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করবেন; আর যারা ধৈর্য ধারণ করে, তাদের জন্য রয়েছে মহাসফলতা। ❞— (সূরা আল-বাকারা ব্যাখ্যা)

06/07/2025

"যে ব্যক্তি বিশ্বাসের মর্যাদা দিতে জানে, সে অন্তত কখনো কারো সাথে বিশ্বাসঘাতকতা করবে না। কারন সে জানে যে বিশ্বাসের গুরুত্ব কতটা মূল্যবান একটা জিনিস"।

06/07/2025

"বিলাসী জীবনযাপন কোরো না; কষ্টসহিষ্ণু হও, কারণ বিলাসিতা বেশিদিন স্থায়ী হয় না"।

05/07/2025

"আপনি যদি আজ থেকেও চিন্তা করেন যে আপনার সকল কর্ম আল্লাহ্ তা'আলা দেখছেন, তবে দেখবেন আপনার জীবনে একটু একটু করে হলেও অনেক উন্নতি হচ্ছে"।

04/07/2025

"একসময় আল্লাহর কাছে নির্দিষ্ট করে চাইতাম। আমাকে এটাই দিও , প্লিজ। না পেলে অভিমান করতাম। ইদানিং শুধু বলি। যেটা ভালো মাবুদ, সেটাই করো, আত্মা প্রশমিত হোক আমার। ইয়া আল্লাহ আজকে জুম্মার দিনের উসিলায় আমাকে কবুল কর"।

03/07/2025

"আমরা কখনোই এতোটা ব্যস্ত নই যে আমাদেরকে সালাত ছেড়ে দিতে হবে। এটা কেবল আমদের গুরুত্বের উপর নির্ভর করে"।

03/07/2025

"আল্লাহকে ভয় করো, কেননা যে তাকে ভয় করে সে কখনো একাকীত্ব অনুভব করে না"।

02/07/2025

"কখনো কখনো মানুষ আপনাকে বয়কট করবে, দূরে সরিয়ে দিবে, তবে এগুলোকে পার্সোনালি নিয়ে ভেঙ্গে পড়বেন না। কারণ আল্লাহ সুবহানাহু তা'আলা হয়তো ওদের দিক থেকে দূরে সরিয়ে তাঁর নিজের দিকেই আপনাকে ডাকছেন"। -

Address

Dinajpur

Alerts

Be the first to know and let us send you an email when Let's Go Islamic earth posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share