24/06/2025
দরবেশ নওশাদ। সহ-সভাপতি জেলা বিএনপি, সভাপতি -সেতাবগঞ্জ পৌরসভা। তার ঘনিষ্ঠ সহচোর শাহাদাত, পৌর স্বেচ্ছাসেবকদল, সেতাবগঞ্জ পৌরসভা। দরবেশের ছেলে রায়হান,বিশিষ্ট ডাইলব্যবসায়ী,সে আবার পৌর ছাত্রদলের আহ্বায়ক। বোচাগঞ্জে রাত করে অবৈধভাবে বালু উত্তোলন করে,আর সেটার স্বীকারোক্তি দিচ্ছে এই শাহাদাত। আগে খেতো আওয়ামীলীগ এখন খায় এরা।
নৌকা আর ধানের শীষ
দুই সাপের একই বিষ।