ফাহিম••Fåhim

ফাহিম••Fåhim °





⎯͢⎯⃝🌼সুখ সেতো দুঃখের মাঝে এক বিজ্ঞাপন বিরতি-!♡⚡






°

05/04/2024

এখনকার বাচ্চারা জানেই না আগে আমাদের কী কী কারণে পেটানো হতো - 🙂

১. মাইর খাবার পরে কাঁদলে।
২. মাইর খাবার পর না কাঁদলে।
৩. না-মারা সত্ত্বেও কান্নাকাটি করলে।
৪. খেলা নিয়ে বেশি মেতে থাকলে।
৫. খেলতে গিয়ে মাইর খেয়ে আসলে বা কাউকে মারার নালিশ আসলে।
৬. বড়দের আড্ডায় ঢুকলে।
৭. বড়দের কথার উত্তর না-দিলে।
৮. বড়দের কথায় ত্যাড়া উত্তর দিলে।
৯. অনেকদিন মাইর না-খেয়ে থাকলে।
১০. কেউ উপদেশ দেওয়ার সময় গুনগুন করে গান করলে।
১১. বাড়িতে অতিথি এলে বা কারও বাড়ি গিয়ে সালাম না করলে।
১২. অতিথি এলে তাকে খাবারের প্লেট দিতে যাওয়ার সময় প্লেট থেকে খাবার মুখে দিয়ে ধরা পড়লে।
১৩. অতিথিরা খাওয়ার সময় খাবারের দিকে হাঁ করে তাকিয়ে থাকলে।
১৪. অতিথি বাড়ি চলে যাওয়ার সময় তার সাথে যাওয়ার বায়না ধরলে।
১৫. খেতে না-চাইলে।
১৬. সন্ধ্যা নামার আগে বাড়ি না-ফিরলে।
১৭. প্রতিবেশীর বাড়িতে গিয়ে খেয়ে চলে এলে।
১৮. জেদ দেখালে।
১৯. কারও সাথে মারামারি করে হেরে এলে।
২০. কাউকে বেশ করে পিটিয়ে এলে।
২১. স্লো মোশনে খেলে।
২২. ফাস্ট ফরোয়ার্ড স্কেলে খেলে।
২৩. সকালে ঘুম থেকে উঠতে না চাইলে।
২৪. রাতে ঘুমোতে না-চাইলে।
২৫. শীতকালে গোসল করতে না চাইলে।
২৬. গ্রীষ্মকালে বেশিক্ষন গোসল করলে।
২৭. অন্যের গাছ থেকে আম, পেয়ারা পেড়ে খেলে।
২৮. স্কুলে টিচারদের কাছে মার খেয়েছি খবর পেলে।
২৯. জোরে উচ্চারণ করে না পড়ে চুপচাপ বসে পড়ার ভান ধরলে বা বিড়বিড় করে পড়লে।
৩০. পড়ার বইয়ের মধ্যে গল্পের বই রেখে পড়ছি ধরা পড়ে গেলে।
৩১. পরীক্ষার আগে টিভি দেখলে।
৩২. দুধ খেতে না চাইলে।
৩৩. আচার চুরি করে খেলে।
৩৪. উষ্ঠা খেয়ে পড়ে গেলে উঠিয়ে আবার মারা হতো।
৩৫. কারও বাসায় বেড়াতে গিয়ে নিজের বাসা মনে করে লন্ডভন্ড করলে।
৩৬. স্কুলের সামনের কোনো দোকান থেকে বাকিতে কিছু খেলে বা খেলনা কিনলে।
৩৭. দুপুরে না ঘুমালে।
৩৮. পাশের বাসার কেউ পরীক্ষায় বেশি নাম্বার পাইলে।
৩৯. খাতার পৃষ্ঠা নষ্ট করলে।
৪০. বই দাগাদাগি করলে।
৪১. শোকেস থেকে নতুন প্লেট, গ্লাস বের করলে।
৪২. পুকুরে ডুবাইতে ডুবাইতে চোখ লাল করে ফেললে।

05/04/2024

ডিজিটাল বাংলাদেশের স্মার্ট বুয়া.......

ম‍্যাডাম...কিরে জরিনা তুই গতকাল আসিসনি কেনো..?
বুয়া...খালাম্মা শরীলডা ভালা আছিল না তাই কামে আইতে পারি নাই।
ম‍্যাডাম...একটা ফোন করে জানাতে তো পারতি।
বুয়া...কেন খালাম্মা জানাইছি তো।
ম‍্যাডাম...কোথায়..???
বুয়া...কেন খালাম্মা Facebook এ স্ট‍্যাটাস দিছিনা আজকে কামে যামুনা feeling sick হেই পোষ্ট এ তো খালুজান 😢sad react ও দিছে কেন খালুজান কয় নাই আমনেরে!!আমার পোষ্ট দেইখ‍্যা পাশের বাসার খালুজান online এ অর্ডার কইরা খাওন আইন‍্যা খাওয়াইছে খালাম্মারে দেখছেন কত ভালা করছি।
ম‍্যাডাম...হইছে এবার যা কাজ কর গিয়ে।
ম‍‍্যাডাম...জরিনা...জরিনা...জরিনা...
বুয়া...কি হইছে খালাম্মা ডাকতাছেন ক‍্যান চিল‍্যাইয়া... ফোনে কল দিলেইতো পারতেন...কন কি কইবেন।
ম‍্যাডাম...শোন আজকে ছোটো মাছের চচ্চরি আর শাকপাতা ভাজি কর।
বুয়া...ঠিক আছে খালাম্মা।
ম‍্যাডাম...কি ব‍্যাপার জরিনা তুই রান্না রেখে আদা রসুন বাটা শুরু করছিস কেন..???
বুয়া...খালাম্মা খালুজান দুইডা দেশি মুরগা আর বড় একটা রুই মাছ কিনছে।
ম‍্যাডাম...তুই জানলি কিভাবে..?
বুয়া...খালুজান Facebook এ স্ট‍্যাটাস দিছে feeling happy☺আর সাথে মুরগী আর মাছের ছবিও দিছে।আর হেই স্ট‍্যাটাসে খালুজানের এক বন্ধু comment করছে আসবো নাকি দোস্ত..? আর খালুজান reply দিছে চলে আসো বন্ধু আজ রান্না হবে।হেইলাইগ্গা আগে আগেই মসল্লা বাইট‍্যা রাখতাছি।
ম‍্যাডাম...কিরে জরিনা তুই যে কাল গেলি আমাকে বলে যাবি না খালাম্মা আমি যাই দরজা বন্ধ করেন।
বুয়া...খালাম্মা আমনে গোছলে আছিলেন আর খালুজান ফোনে কথা কইতে আছিলো হেইলাইগ্গা distrub না কইরা খালুজানের messenger এ message দিয়া গেছি খালুজান আমি যাইতে আছি দরজাডা লাগান আর খালুজান তো আমার message seen ও করছে দেইখ‍্যা তারপর তো গেছি।
ম‍্যাডাম...আচ্ছা জরিনা তুই এই facebooking কোথায় শিখলি...?
বুয়া...কেন খালাম্মা আমাগোর বস্তিতে এক আফা আইয়া Facebook কেমনে কি চালাইতে হয় হের উপর ক্লাস নেয় সপ্তাহে তিনদিন মাসে তিনশো। এরপর খালাম্মা বেহুস
বিনোদনের জন্য আমাদের পেইজটি ঘুরে আসবেন ভালো লাগলে ফলো দিয়েন 🫠

01/04/2024

জীবনের সুন্দর একটি হিসাব দেখুন ,, বুঝুন এবং চিন্তা করুন ::-

যদি- A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z = 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26

অর্থাৎ ,, A to Z এর মান যদি এমনভাবে ধরি ,, যেখানে :: A=1, B=2, C=3, D=4, E=5, F=6, G=7, H=8, I=9, J=10, K=11, L=12, M=13, N=14, O=15, P=16, Q=17, R=18, S=19, T=20, U=21, V=22, W=23, X=24, Y=25, Z=26

তাহলে ,,

Hard Work ::
H+A+R+D+W+O+R+K= 8+1+18+4+23+15+18+11=98%
তুমি যতই পরিশ্রমী হও না কেনো ,, তোমার পরিশ্রম তোমাকে ভালো একটা জায়গায় নিয়ে যাবে ,, কিন্তু শতভাগ না।

Knowledge ::
K+N+O+W+L+E+D+G+E=
11+14+15+23+12+5+4+7+5=96%
তুমি যতই বিজ্ঞ হও না কেনো ,, কখনো কখনো তা কঠোর পরিশ্রমের চেয়ে কম সফলতা আনতে পারে।

Good Luck:
G+O+O+D+L+U+C+K=
7+15+15+4+12+21+3+11=88%
আর তুমি যদি ভাগ্যের ভরসায় বসে থাকো,
তা কোনো কূলেই তোমায় লক্ষ্যে ভেরাবে না।

অর্থাৎ ,, এদের কোনোটাই 100% করতে পারে না ,, তাহলে সেটা কী যা 100% করতে পারে..??

Money..?? না, এটা 72%
Leadership..?? না ,, এটা 97%
তাহলে..??

সব সমস্যারই সমাধান করা সম্ভব ,, যদি আমাদের থাকে একটা সঠিক Attitude বা দৃষ্টিভঙ্গি হ্যা ,, একমাত্র Attitude ই আমাদের জীবনকে করতে পারে 100% সফল..!!

Attitude:
A+T+T+I+T+U+D+E=
1+20+20+9+20+21+4+5=100%

সুতরাং ,, দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে..!!
So Try It’s

31/12/2023

𝐇𝐚𝐩𝐩𝐲 𝐍𝐞𝐰 𝐘𝐞𝐚𝐫 𝟐𝐤𝟐𝟒

31/12/2023

- 2023 সালের শেষ দিন.! 😊

- যা কিছু হারিয়েছি, যা কিছু পেয়েছি, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ.!❤️🥀

21/12/2023

আজকে ২১ ডিসেম্বর। উত্তর গোলার্ধে সবচেয়ে বড় রাত।শীতের এই বড় রাতে সিঙ্গেলদের জন্য গভীর সমবেদনা জানাচ্ছি 🙂

১৮ ডিসেম্বরআমাদের ফুটবলের পূর্ণতা। আমাদের স্বপ্নের মত। আমাদের কল্পনা। সবকিছুর পূর্নতা!!! রুপকথার গল্পকে হার মানাবে। এর ক...
18/12/2023

১৮ ডিসেম্বর

আমাদের ফুটবলের পূর্ণতা। আমাদের স্বপ্নের মত। আমাদের কল্পনা। সবকিছুর পূর্নতা!!!

রুপকথার গল্পকে হার মানাবে। এর কোনো ব্যাখ্যা আছে?? কোনো বর্ণনা আছে? বর্ণনা হতে পারে?

ওই রাতে কান্না করলাম বাচ্চা শিশুর মতো। চিৎকারে ফেটে পড়লাম পাগলের মতো। কান্না যেন থামেনা। এ কান্না পূর্নতার। এ কান্না কয়েক যুগ অপেক্ষার অবসানের। এভাবেও ফিরে আসা যায়? এভাবেও মেসির মতো কামব্যাক করা যায়? এ কিভাবে সম্ভব? মেসি নাকি বিশ্বকাপ জিতলো। আর কখনো এডিটেড ছবি পোস্ট করতে হবে না। সত্য সত্যি মেসির হাতে বিশ্বকাপ। ডিসেম্বর মাস বাংলাদেশের জন্য বিজয়ের মাস তার সাথে আর্জেন্টাইন ফ্যানদের জন্যও এ মাস বিজয়ের। কিছু বলার মত ভাষা আমাদের যানা নেই প্রকাশ করার মত কোনো কথা নেই শুধু এটাই বলতে পারি আমরা বিশ্বসেরা আমরা চ্যাম্পিয়ন।

নিঃসন্দেহে জীবনের সেরা ডিসেম্বর মাস'টি গত বছর পার করে আসছি..!! 😊🖤

প্রতি ১৮ ডিসেম্বর চোখ ভিজে আসবে আমৃত্যু।

আমার ১৮ ডিসেম্বর! ১৮ ডিসেম্বর!! ১৮ ডিসেম্বর!!!
ধন্যবাদ।

সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে যাক বিজয়ের চেতনা♥️  ❤️
16/12/2023

সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।

প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে যাক বিজয়ের চেতনা♥️

❤️

08/12/2023

- আজ নিউটন বেঁচে থাকলে....!! 🥲🥲

- Wi-Fi এর Password বের করার সুত্রটা ও বলে দিতো.....!! 🙂🥹🥀

08/12/2023

❐ একটা সুরার নাম বলে যান - ♡⸙

21/11/2023

অর্থহীন কথা বলার চেয়ে নীরবতা ভালো

©£åhim

𝐁𝐚𝐧𝐠𝐥𝐚𝐝𝐞𝐬𝐡🇧🇩  𝐅𝐨𝐨𝐭𝐛𝐚𝐥𝐥 𝐓𝐞𝐚𝐦'𝐬 𝐤𝐢𝐜𝐮 𝐧𝐚 𝐩𝐚𝐫𝐥𝐞𝐨 𝐁𝐫𝐚𝐳𝐢𝐥 🇧🇷 𝐚𝐫 𝐕𝐚𝐢
16/11/2023

𝐁𝐚𝐧𝐠𝐥𝐚𝐝𝐞𝐬𝐡🇧🇩 𝐅𝐨𝐨𝐭𝐛𝐚𝐥𝐥 𝐓𝐞𝐚𝐦'𝐬 𝐤𝐢𝐜𝐮 𝐧𝐚 𝐩𝐚𝐫𝐥𝐞𝐨 𝐁𝐫𝐚𝐳𝐢𝐥 🇧🇷 𝐚𝐫 𝐕𝐚𝐢

Address

Dinajpur

Telephone

+8801964223655

Website

Alerts

Be the first to know and let us send you an email when ফাহিম••Fåhim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share