Sports 27

Sports 27 আমাদের সাথে কাজ করে আপনার প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যান।🟢

Email:[email protected]

🚨লিভারপুলের পর এবার ব্রাজিলিয়ান তরুণ উইঙ্গার রদ্রিগোকে দলে ভেড়াতে আগ্রহ প্রকাশ করেছে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)।তার...
23/07/2025

🚨লিভারপুলের পর এবার ব্রাজিলিয়ান তরুণ উইঙ্গার রদ্রিগোকে দলে ভেড়াতে আগ্রহ প্রকাশ করেছে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)।
তারা বর্তমানে তার পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং সুযোগ মিললেই পদক্ষেপ নিতে পারে।

অনেকদিন পর মনে হলো কোনো বাংলাদেশীকে টপ টেন বোলার র‍্যাংকিংয়ে ঢুকতে দেখলাম‼️অবশ্য যেভাবে বছরজুড়ে পারফরম্যান্স করছিলো এটা ...
23/07/2025

অনেকদিন পর মনে হলো কোনো বাংলাদেশীকে টপ টেন বোলার র‍্যাংকিংয়ে ঢুকতে দেখলাম‼️
অবশ্য যেভাবে বছরজুড়ে পারফরম্যান্স করছিলো এটা মুস্তাফিজুর ডিজার্ভ করতেন।

সদ্য প্রকাশিত টি-২০ বোলিং র‍্যাংকিং অনুযায়ী বাংলাদেশের বোলাররা:

১. মুস্তাফিজুর রহমান: ৯ম (+১৭)
২. শেখ মেহেদী হাসান: ১৬তম (+৯)
৩. রিশাদ হোসেন: ২০তম (-৩)
৪. তাসকিন আহমেদ: ২৭তম (+১)
৫. তানজিম সাকিব: ৩৭তম (+৯)
৬. হাসান মাহমুদ: ৪০তম (-৪)
৭. শরীফুল ইসলাম: ৪৩তম (+১৪)

টপ ৫০ জনের মাঝেই ৭ জন বাংলাদেশী আছেন।

📸: BanglaWash Cricket
©

সদ্য প্রকাশিত টি-২০ র‍্যাংকিং অনুযায়ী বাংলাদেশি ব্যাটাররা:১. তানজীদ হাসান তামিম: ৩৭তম (+১৮)২. তাওহীদ হৃদয়: ৩৯তম (+২)৩. ল...
23/07/2025

সদ্য প্রকাশিত টি-২০ র‍্যাংকিং অনুযায়ী বাংলাদেশি ব্যাটাররা:

১. তানজীদ হাসান তামিম: ৩৭তম (+১৮)
২. তাওহীদ হৃদয়: ৩৯তম (+২)
৩. লিটন দাস: ৪৫তম (-১)
৪. জাকের আলী: ৫৩তম (+১৭)
৫. পারভেজ হোসেন ইমন: ৬৩তম (+২২)
৬. নাজমুল শান্ত: ৭৩তম (-৬)

বাফুফের বর্তমান কমিটি প্রথম ছয় মাস ভালো কিছু চমক দেখালেও ধীরে ধীরে যেন পুরনো আমলের বাফুফের রুপেই ফিরে যাচ্ছে।অনুর্ধ্ব-২৩...
23/07/2025

বাফুফের বর্তমান কমিটি প্রথম ছয় মাস ভালো কিছু চমক দেখালেও ধীরে ধীরে যেন পুরনো আমলের বাফুফের রুপেই ফিরে যাচ্ছে।

অনুর্ধ্ব-২৩ দলকে ঘিরে বেশ কিছুদিন ধরে সবচেয়ে বেশি আলোচনা চলছে। দারুণ সব ট্যালেন্টের সাথে ট্রায়াল থেকে আসা খেলোয়াড়, একইসাথে বয়সভিত্তিক দলে খেলে আসা প্রসপেক্ট-সব মিলিয়ে একটা আইক্যাচিং স্কোয়াড ফর্মেশনের পথেই ছিলাম আমরা। দিনশেষে অভিযোগ এলো মিসকমিউনিকেশনের-বাফুফে থেকে প্রপার ইনফো প্রপার টাইমে পান নি বলে জানালেন অভিভাবকরা। এমন অজ্ঞতা কী মানায় দেশের সর্বোচ্চ ফুটবল সংস্থার?

জাতীয় দল কিংবা অনুর্ধ্ব-২৩, দুই দলেরই আকাশে কালো মেঘ রুপে উপস্থিত স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। একের পর এক প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত নিয়ে দেশের ফুটবলের প্রাইম টাইমকে কাজে না লাগানোর অন্যতম বড় কালপ্রিট তিনি। বাফুফে তাও এই কোচের ভরসায় রাখছে আগত ও উদীয়মান খেলোয়াড়দের। এক্ষেত্রেও বাফুফে ব্যর্থতার পরিচয় দিয়েছে সমর্থক ও সাবেক খেলোয়াড়দের ক্রমাগত যৌক্তিক ক্ষোভ-দাবিকে উপেক্ষা করে।

জাতীয় দলের ম্যাচ নিয়েও বাফুফের ঘোষণা ছিলো দেশের বিভিন্ন ভেন্যুতে আয়োজনের ভাবনা। কিন্তু ঘুরে ফিরে একই ধারায় ফিরে কেবল ঢাকাকেন্দ্রিক চিন্তাধারায় আটকে আছে বাফুফে। কয়েকটি স্টেডিয়াম বাফুফে'র কাছে হস্তান্তর করলেও তাদের ঘিরে দৃশ্যমান কোনো কাজ নেই বাফুফের।

জুনের ম্যাচের পর বাফুফে'র প্ল্যান ছিলো মাঠের ঘাস পরিবর্তন করা। ২-৩ মাস জাতীয় স্টেডিয়ামে খেলা সংক্রান্ত কার্যক্রম বন্ধ রেখে এমন করার কথা বলেছিলো বাফুফে-কিন্তু এখানেও ব্যর্থ হয় বাফুফে প্ল্যান এক্সিকিউশনে।

সবচেয়ে আশ্চর্যজনক ব্যর্থতা ও সহজ ঘোষণা ছিলো ডিফারেন্ট অপনেন্টের সাথে খেলার চেষ্টা করা। বর্তমানে ফুটবল মার্কেটিং বেসড একটি খেলা, তাই হামজা-শমিতের নাম দেখে সব প্রতিষ্ঠানই হুমড়ি খেয়ে পড়ছে স্পন্সরশিপের জন্য। কিন্তু এই এসপ্যাক্টটিকে কাজে লাগিয়ে কোনো শক্ত প্রতিপক্ষকে কনভিন্স করতে ব্যর্থ হয়েছে বাফুফে। ভিয়েতনাম, কম্বোডিয়া রাজী হওয়ার পরও দুরদর্শিতার অভাবে বাফুফে আগেই নেপালের সাথে ম্যাচ খেলার ব্যাপারে এগ্রিমেন্ট করে বসে।

ধীরে ধীরে আদিম বাফুফের সেই ব্যর্থতায় ভরা দিনকালেই যেন ফিরে যাচ্ছি আমরা। ঝাঁকি দিয়ে উঠতে হবে বর্তমান কমিটিকে। এখনের মতই যদি থাকে হাল, বাংলাদেশের ফুটবল জোয়ার রুখে যাবে বাফুফের কারণেই!

©SBF

৩ মাসে চুক্তিতে বাংলাদেশ ফুটসাল দলের কোচের দায়িত্ব পেলেন ইরানের সাঈদ খোদারাহমি!
23/07/2025

৩ মাসে চুক্তিতে বাংলাদেশ ফুটসাল দলের কোচের দায়িত্ব পেলেন ইরানের সাঈদ খোদারাহমি!

চলমান পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজে আরও ২টি ম্যাচ বাড়তে পারে 🚨বাংলাদেশ বনাম পাকিস্তান ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ২...
23/07/2025

চলমান পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজে আরও ২টি ম্যাচ বাড়তে পারে 🚨

বাংলাদেশ বনাম পাকিস্তান ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ২টি ম্যাচ অলরেডি শেষ। বিসিবি চাচ্ছে আরও ২টি ম্যাচ বাড়াতে। পিসিবি সভাপতি আজ বাংলাদেশে পা রেখেছেন, সবকিছু আলোচনা ঠিকঠাক থাকলে ম্যাচ আরও ২টি বাড়তে পারে।

#আল

ম্যাক্স ৬০ টি-টেন আপাতত সাকিব আল হাসানের খেলা শেষ Caribbean Tigers & Vegas Vikings সরাসরি ফাইনালে চলে যাওয়ার কারণে বাকি...
23/07/2025

ম্যাক্স ৬০ টি-টেন আপাতত সাকিব আল হাসানের খেলা শেষ Caribbean Tigers & Vegas Vikings সরাসরি ফাইনালে চলে যাওয়ার কারণে বাকি ম্যাচ গুলো বাতিল করেছে Max60 টুর্নামেন্ট কতৃপক্ষ! তবে তৃতীয় স্থান নির্ধারণ করার জন্য হাতে এক ম্যাচ বাকি আছে! পরবর্তী মিশন ক্যারাবিয়ান প্রিমিয়ার লীগ আগামী মাসে ১৫ই আগষ্ট থেকে এই টুনামেন্ট শুরু সেখানে টুনামেন্টের প্রথম দিনই Falcons এর হয়ে মাঠে দেখা যাবে সাকিব আল হাসান কে ইনশাআল্লাহ!

"আজ আপনাদের একটা টেলিফোন নাম্বার দেই, ৮,১,০,৯,০,০,১৩।  এগা আমার ফোন নাম্বার না, এটা আজ আমাদের টপ অর্ডার ব্যাটারদের রান।"...
23/07/2025

"আজ আপনাদের একটা টেলিফোন নাম্বার দেই,
৮,১,০,৯,০,০,১৩। এগা আমার ফোন নাম্বার না, এটা আজ আমাদের টপ অর্ডার ব্যাটারদের রান।"

🗣️ বাসিত আলী

জাকের যখন ভালো খেলে, চাপের মুখে রান করে আমি তখন অবাক হই না। ও আসলে এমন পরিস্থিতিগুলো সামলে সামলেই জাতীয় দলে এসেছে। অন্য ...
23/07/2025

জাকের যখন ভালো খেলে, চাপের মুখে রান করে আমি তখন অবাক হই না। ও আসলে এমন পরিস্থিতিগুলো সামলে সামলেই জাতীয় দলে এসেছে। অন্য অনেকের মতো অনূর্ধ্ব-১৯ ভালো খেলার কিছুদিন পরেই কিংবা যেকোনো একটা দুইটা টুর্নামেন্টে ভালো খেলেই জাতীয় দলে সুযোগ হয়নি ওর। জাকেরকে আসতে হয়েছে সব ফরম্যাটের ভিন্ন ভিন্ন টুর্নামেন্টে নিয়মিত পারফর্ম করেই।

ওয়েস্ট ইন্ডিজ 'এ' দলের বিপক্ষে একটা টেস্ট ম্যাচের কথা মনে পড়ছে। রান করতে কষ্ট হচ্ছিলো কমবেশি সবার। জাকের দুই ইনিংসেই নট আউট ছিল..

টেস্টের উদাহরণটা দেয়ার একটাই কারণ। ছেলেটা কখন কোন মানসিকতা নিয়ে খেলতে হয় তা জানে। আর জানে বলেই বিশ্বাস করি, ও একদিন খুব ভালো কিছু করবে। ওর হাত ধরেই আসবে অনেক জয়..

🗣️ হান্নান সরকার

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ম্যাচে ৩০ রান ও ২ উইকেট নেওয়া বাংলাদেশি ক্রিকেটাররা১. সাকিব আল হাসান – ১২ বার২. মাশরাফি বিন...
23/07/2025

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ম্যাচে ৩০ রান ও ২ উইকেট নেওয়া বাংলাদেশি ক্রিকেটাররা

১. সাকিব আল হাসান – ১২ বার
২. মাশরাফি বিন মর্তুজা – ২ বার (দুটিই আয়ারল্যান্ডের বিপক্ষে)
৩. সাব্বির রহমান – বনাম জিম্বাবুয়ে, ২০১৬
৪. মাহমুদুল্লাহ – বনাম আরব আমিরাত, ২০১৬
৫. সৌম্য সরকার – বনাম জিম্বাবুয়ে, ২০২১
৬. রিশাদ হোসেন – বনাম শ্রীলঙ্কা, ২০২৪
৭. তাসকিন আহমেদ – বনাম শ্রীলঙ্কা, ২০২৪
৮. তানজিম সাকিব – বনাম পাকিস্তান, ২০২৫
৯. শেখ মেহেদী হাসান – বনাম পাকিস্তান, ২০২৫

অনিবার্য কারনবশত ম্যাক্স-৬০ টি-১০ লীগ স্থগিত করা হয়েছে‼️
23/07/2025

অনিবার্য কারনবশত ম্যাক্স-৬০ টি-১০ লীগ স্থগিত করা হয়েছে‼️

আরেকজন শিক্ষক মা*রা গেলেন। উনার নাম মাসুকা বেগম নিকু, ইংরেজি মাধ্যমের ইংরেজি শিক্ষক।তারা চিরস্মরণীয় হয়ে থাকবেন আমাদের কা...
23/07/2025

আরেকজন শিক্ষক মা*রা গেলেন। উনার নাম মাসুকা বেগম নিকু, ইংরেজি মাধ্যমের ইংরেজি শিক্ষক।

তারা চিরস্মরণীয় হয়ে থাকবেন আমাদের কাছে। নিজের কথা না ভেবে, মৃ*ত্যু ঝুঁকি নিয়েও অসংখ্য শিক্ষার্থীর জীবন বাঁচিয়ে নিজেরা পরপারে পাড়ি জমালেন; এর মধ্য দিয়ে উনারা সেই উক্তিটি প্রমাণ করলেন ‘শিক্ষক বাবা-মায়ের মতো’।

আল্লাহ তাদের পরকালে উত্তম প্রতিদান দান করুক।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Sports 27 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share