16/04/2025
"অনেকেরই স্বপ্ন থাকে আকাশ ছোঁয়ার, কিন্তু ছোট ছোট ইচ্ছাগুলোকে মূল্য দিতে জানে না। অথচ, বড় স্বপ্ন পূরণ হয় সেই ছোট ইচ্ছাগুলোর সিঁড়ি বেয়ে।
তাই, জীবনে যত বড় লক্ষ্যই থাকুক না কেন, প্রথমে একটা হাসি, একটা শান্ত বিকেল, বা একটা প্রিয় মানুষের সঙ্গ—এই ছোট ছোট ইচ্ছাগুলোকেও গুরুত্ব দাও।
কারণ এগুলোর মাঝেই লুকিয়ে থাকে তোমার বড় হওয়ার প্রেরণা।"