Misty dairy

Misty dairy আসসালামু আলাইকুম সবাইকে আমার ছোট্ট পেজে স্বাগতম🤗লাইক কমেন্ট করে সবাই পাসে থাকবেন সবাই সাপোর্ট করবেন😍ভালোবাসা দিবেন তো ভালোবাসা ফেরত পাবেন 💙🌸👍

12/10/2025

"বেশি বেশি" আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করবেন, কারন এর মধ্যে ধৈর্য্য ও শুকরিয়া, দুটোই আছে"!
- আলহামদুলিল্লাহ ❤️

27/09/2025

কখনো কোন পরিস্থিতিতেই নিজের অধিকার, নিজের হক ছাড়বেন না,সেটা হতে পারে অর্থ সম্পদ,হতে পারে আন্তরিকতা, ভালোবাসা,সম্মান।

সবটা ইঞ্চি ইঞ্চি বুঝে নিবেন ঠিক যতটা আপনি প্রাপ্য। এই কথায় আমাকে স্বার্থপর মনে হতে পারে তবে সত্যি কি জানেন?
সত্যি হচ্ছে আপনি যখন ছাড়বেন তখনই সবাই মনে রাখে,২ দিন না যেতেই যখন হজম হয়ে যায় তখন আপনার দিকে আঙুল তুলতে ২ বার ভাবে না!
আর তখন শুরু হয় মানুষিক ভাবে নিঃস্ব হয়ে যাওয়ার মত অমানবিক কষ্ট। দিনশেষে সবই হারাতে হয় তখন।

অনেক সময় আমরা চুপ থেকে, মেনে নিয়ে, ছাড় দিয়ে সম্পর্ক, শান্তি কিংবা ভালোবাসা বাঁচাতে চাই। ভাবি—"আমি না হয় একটু কমই থাকলাম", "আমি না হয় ওদের কথাতেই মাথা ঝুঁকালাম"। কিন্তু জানেন তো, এই 'না হয়' গুলোই একসময় আমাদের অস্তিত্বকে মুছে দেয়।

অর্থ, সম্মান, আন্তরিকতা, ভালোবাসা—সবকিছুতেই আপনার একটি ন্যায্য স্থান আছে। সেই জায়গাটা কেউ ‘দিচ্ছে না’ বলেই আপনি নেবেন না?
না, এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে।

হ্যাঁ, আপনাকে হয়তো কেউ বলবে “তুমি স্বার্থপর”, “নিজেরটা ছাড়া কিছু বোঝো না”।
কিন্তু সত্যিটা হলো—
যখন আপনি ছাড়েন, তখন সবাই খায়।
যখন আপনি চুপ থাকেন, তখন সবাই আপনাকে ঠেকায়।
আর যখন আপনি ভেঙে পড়েন, তখন কেউ ফিরে তাকায় না।

মানুষের স্বভাবই এমন—আপনি যতটা মাটি হবেন, তারা ততটা হেঁটে যাবে আপনার উপর দিয়ে।
আর যখন একদিন নিঃস্ব হয়ে পড়বেন, তখন শুধু একটা কথাই মনে আসবে—
"আমি কেন নিজেরটা ধরে রাখিনি?"

তাই, আজ নয় কাল নয়—
এই মুহূর্ত থেকেই শিখে নিন, নিজের প্রাপ্য জিনিসগুলো বিনয়ের সাথে কিন্তু দৃঢ়ভাবে চেয়ে নিতে, প্রয়োজনে জোর গলায় দাবি করতে।
এটাই আত্মসম্মান।
এটাই আত্মরক্ষা

22/09/2025

কথাতেই যত্ন, কথাতেই মায়া, কথাতেই সম্মান, কথাতেই টান, কথাতেই সম্পর্কের, স্থায়িত্ব আবার সেই কথাতেই বিচ্ছেদ!💔

16/09/2025

একাকিত্ব সুন্দর!
Online এ আসা, ভিডিও, মিমস্ দেখে একা - একা হাসা! Self respect বাঁ'চা'তে কাউকে Message না দেওয়া! আবার Offline এ চলে যাওয়া, ব্যাস জীবন সুন্দর!❤️☺️

এই গরমে এক কাপ কল্ড কফি 🍹
11/09/2025

এই গরমে এক কাপ কল্ড কফি 🍹

শুভ সকাল সবাইকে🌸💜
11/09/2025

শুভ সকাল সবাইকে🌸💜

যারা আমার অসময়ে সঙ্গ দিসে আমি তাদেরকে ভুলার ক্ষমতা রাখি না!🤍
08/09/2025

যারা আমার অসময়ে সঙ্গ দিসে আমি তাদেরকে ভুলার ক্ষমতা রাখি না!🤍

শুভ সকাল সবাইকে 🌸
07/09/2025

শুভ সকাল সবাইকে 🌸

সব কিছু মনে রাখা হবে! কখন হাসলাম, কতোটুকু কাদলাম,কখন ব্যর্থ হলাম, কে কে ঠকালো! 🌕🌙
04/09/2025

সব কিছু মনে রাখা হবে! কখন হাসলাম, কতোটুকু কাদলাম,কখন ব্যর্থ হলাম, কে কে ঠকালো! 🌕🌙

02/09/2025

প্রচুর টাকা ইনকাম করতে হবে, অনেক স্বপ্ন বিক্রি হচ্ছে - সব কিনতে হবে।🖤

30/08/2025

মায়ের চেয়ে মাসির দরদ বেশী is maybe fake
But মায়ের চেয়ে নানির দরদ বেশী is always REAL.❤️

Address

Dinajpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Misty dairy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share