27/04/2025
আমার পছন্দের খাদ্যের মধ্যে #বেল অন্যতম😊
আমি সবসময় কেমিক্যাল মুক্ত কিছু খাওয়ার চেষ্টা করি।
আমাদের দেশের কিছু অসাধু ব্যবসায়ী ও সহজ সরল কৃষক যেভাবে অতি মাত্রায় রাসায়নিক সার ও ফরমালিন ব্যবহার করেন। এজন্য প্রায় সময়ই চিন্তা করি আমি যে খাবার খাচ্ছি আসলেই কি এটা খাবার নাকি বিষ??
যাইহোক অসাধু ব্যবসায়ীগণ সব কিছুতে ফরমালিন ব্যবহার করলেও এখন পর্যন্ত কেউ #বেলের মধ্যে ফরমালিন ব্যবহার করে না।
#তাই আমার মত যারা কীটনাশক ও ফরমালিন নিয়ে চিন্তিত তারা নিঃসন্দেহ #বেল খেতে পারেন।
বিঃদ্রঃ বাইরে রেডিমেড #বেলের শরবত খাওয়া থেকে বিরত থাকুন।
( কেন রেডিমেড #বেলের শরবত খাবেন না এটার ব্যাখ্যা অন্য একদিন দিব ইনশাল্লাহ।)