Mithun Roy 02

Mithun Roy 02 ❣️🙏🙏🙏🙏🙏❣️ Religious organization

15/07/2025

🙏🙏

তিনি এক সময় বলিউডের একজন ন্যাচারাল  কুইন্স  ছিলেন, সৌন্দর্যের কোনও অভাব ছিল না, শুধু সৌন্দর্যই নয়, তার সম্পদ বাংলাদেশি ম...
21/06/2025

তিনি এক সময় বলিউডের একজন ন্যাচারাল কুইন্স ছিলেন, সৌন্দর্যের কোনও অভাব ছিল না, শুধু সৌন্দর্যই নয়, তার সম্পদ বাংলাদেশি মুদ্রায় ৬০০ কোটি টাকারও বেশি।
যাকে তিনি বিয়ে করেছেন তারও টাকার কোনও অভাব নেই (সাইফ আলি খান)।

এত সার্জারি, এক্সপেন্সিভ লাইফস্টাইলেই, ন্যাচারাল খাবার,, জিম, বিলাসবহুল জীবনযাত্রা, কিন্তু কী,, কিছুই না। আসলেই কিছুই নেই,,, নেই সৌন্দর্য, নেই লাফানোর শক্তি, নেই সুস্থতার, শুধু নেই নেই আর নেই।
আমরা কবে মানুষ হবে। কবে ভালো হব।
বিধাতা কি দিয়ে গড়েছেন।
কবে বুঝব? আমরা যে দেহটা নিয়ে গর্ব করি সেটা সেটি যে পচনশীল!?

Good night everyone
18/06/2025

Good night everyone

13/06/2025
ঘটনাটি ঘটেছিল কানাডায়। হিমশীতল রাত। চারিদিকে বরফ পড়ছে। এক ধনী ব্যক্তি তার বাড়ির সামনে এক অশীতিপর বৃদ্ধকে দেখতে পেলেন।...
12/06/2025

ঘটনাটি ঘটেছিল কানাডায়। হিমশীতল রাত। চারিদিকে বরফ পড়ছে। এক ধনী ব্যক্তি তার বাড়ির সামনে এক অশীতিপর বৃদ্ধকে দেখতে পেলেন। ধনী ব্যক্তিটি নিচে নেমে বৃদ্ধকে জিজ্ঞাসা করলেন, এত ঠাণ্ডায় আপনি বাইরে আছেন কেন? আপনার গায়ে শীতের পোশাক কোথায়?

বৃদ্ধ জবাব দিলেন, আমি গরীব অসহায়, আমার কোনো গরম কাপড় নেই, কিন্তু আমি নিজেকে মানিয়ে নিয়েছি।

ধনী ব্যক্তিটি অবাক হয়ে বললেন, আপনি একটু অপেক্ষা করুন, আমি আপনার জন্য গরম কাপড় নিয়ে আসছি।

এরপর তিনি তার বাড়িতে ঢুকে এতটাই ব্যস্ত হয়ে পড়লেন যে, বৃদ্ধের কথা বেমালুম ভুলে গেলেন। সকালে ঘুম থেকে উঠে রাতের ঘটনা মনে পড়তেই দ্রুত ঘর থেকে বেরিয়ে এলেন তিনি। কিন্তু ততক্ষণে বৃদ্ধ আর বেঁচে নেই। ঠান্ডায় জমে গিয়ে রাতেই সলিল সমাধি ঘটেছে তার।

ধনী ব্যক্তিটি দেখলেন বৃদ্ধের পাশে একটি চিরকুট
পড়ে আছে যাতে লেখা:
যখন আমার কোনো উষ্ণ কাপড় ছিল না, তখন আমি মানিয়ে নিয়েছিলাম। কিন্তু আপনি যখন আমাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিলেন, তখন সেই আশায় অপেক্ষা করতে করতে আমি ঠান্ডার সাথে লড়াই করার ক্ষমতা হারিয়ে ফেললাম!

শিক্ষা: মি'থ্যা প্রতিশ্রুতি মানুষের হৃদয়কে র'ক্তাক্ত করে, মনোবল ধ্বংস করে দেয়। তাই কাউকে প্রতিশ্রুতি দেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন, আপনি সেটা রক্ষা করতে পারবেন কিনা।
#জীবন_চক্র

With Mukta Roy – I just got recognised as one of their top fans! 🎉
08/06/2025

With Mukta Roy – I just got recognised as one of their top fans! 🎉

Good morning
07/06/2025

Good morning

ওরা কাঁদে – মৃত্যু ভয়ে নয়গরু কাঁদে।কিন্তু মৃত্যু ভয়ে না।ওরা জানেই না, ওদের মরতে হবে।কোনো প্রাণী জানে না তার মৃত্যু ঠি...
06/06/2025

ওরা কাঁদে – মৃত্যু ভয়ে নয়

গরু কাঁদে।
কিন্তু মৃত্যু ভয়ে না।
ওরা জানেই না, ওদের মরতে হবে।
কোনো প্রাণী জানে না তার মৃত্যু ঠিক কতটা কাছে।

ওরা কাঁদে,
কারণ রাতভর দাঁড় করিয়ে রাখা হয় তাদের।
ঘুম পেতে চাইলেও ঘুম পেতে দেয় না কেউ—
চোখে মরিচের গুঁড়ো ছিটিয়ে দেয়,
শুধু যেন বসে না পড়ে,
শুধু যেন ঘুমিয়ে না পড়ে।

হাত বাঁধা, গলা বাঁধা, আশা বাঁধা।
দিন যায়, রাত যায়—
অমানুষের মতো আচরণে ক্লান্ত হয়ে পড়ে তারা।

ওরা কাঁদে,
কারণ ওরাও অনুভব করে।
যন্ত্রণা বুঝতে পারে।
ভয়, কষ্ট, ক্লান্তি—সব অনুভব করে।

ওরা কাঁদে,
কিন্তু মৃত্যু ভয়ে নয়।
ওরা কাঁদে,
কারণ মানুষের মতো প্রাণী,
মানুষ না হয়ে উঠেছে অমানুষ।

゚followers

05/06/2025

পিপিলিকার পাখা গজায় মরিবার তরে

10/11/2023

Nestled in the serene heart of Mississippi, the New Talavana community has embarked on an ambitious endeavor to construct a grand new temple, marking a significant milestone in their spiritual journey. This dynamic community, part of the International Society for Krishna Consciousness (ISKCON), is w...

10/11/2023

Address

Dinajpur

Alerts

Be the first to know and let us send you an email when Mithun Roy 02 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share