রং সায়াহ্ন

রং সায়াহ্ন দাগ থেকে ভালো কিছু 🎨🦋✨
Made with love.. specially for you😍
customize crochet, hand embroidery or handpaint.....

Always pray for a beautiful naseeb, not a perfect one. peace matters more than perfection. may you all be blessed with a...
06/09/2025

Always pray for a beautiful naseeb, not a perfect one. peace matters more than perfection. may you all be blessed with a beautiful naseeb. Ameen.🪷

Florals 🌼
04/09/2025

Florals 🌼

এক সময় আমার মোটিভেশন আর সেলফ কনফিডেন্স এত্ত বেশি ছিলো যে মনে হত চাইলেই আকাশ ছুয়ে ফেলতে পারব!! আর সত্যীই আমি শুধু মাত্র...
04/09/2025

এক সময় আমার মোটিভেশন আর সেলফ কনফিডেন্স এত্ত বেশি ছিলো যে মনে হত চাইলেই আকাশ ছুয়ে ফেলতে পারব!! আর সত্যীই আমি শুধু মাত্র নিজের মনের বল দিয়ে অনেক অসাধ্য সাধন করেছি জীবনে 🩷

কিন্তু এখন কোনও কিছু তেই এনার্জি লাগে না —মনে হয় যা হওয়ার হোক আমি একটু বাঁচি 😞

একটা সময় আসে, একদম হাপিয়ে উঠি। মনে হয় সব ছেড়ে দিয়ে লম্বা একটা ঘুম দেই। আমার প্রয়োজনীয় এবং সুখ বলতে আমি বুঝি একটা শান্তির...
03/09/2025

একটা সময় আসে, একদম হাপিয়ে উঠি। মনে হয় সব ছেড়ে দিয়ে লম্বা একটা ঘুম দেই। আমার প্রয়োজনীয় এবং সুখ বলতে আমি বুঝি একটা শান্তির ঘুম। হ্যাঁ সত্যিই সব কিছু ছেড়ে লম্বা একটা শান্তির ঘুম চাই আমি।

Tulip hair band 🌷
02/09/2025

Tulip hair band 🌷

premium Aarong cotton panjabi.. Available in stock
01/09/2025

premium Aarong cotton panjabi..
Available in stock

€2.96 = 418.58 BDTএই দামে একটা keychain জীবনেও মনে হয় বাংলাদেশের মানুষ কিনবে না। এই দেশে শিল্প বা সময়, কোনোটারই মূল্য নে...
01/09/2025

€2.96 = 418.58 BDT
এই দামে একটা keychain জীবনেও মনে হয় বাংলাদেশের মানুষ কিনবে না। এই দেশে শিল্প বা সময়, কোনোটারই মূল্য নেই।🙂
তারপর আসবে আরেকদল লোক যারা আবার metariel এর হিসাব দিবে।💔

ক্যান্সার আক্রান্ত বারো বছরের মেয়েটাকে ডাক্তার আঙ্কেল আদর করে জিজ্ঞেস করলেন, 'বড় হয়ে কি হতে চাও মা?'মেয়েটি বললো, '...
30/08/2025

ক্যান্সার আক্রান্ত বারো বছরের মেয়েটাকে ডাক্তার আঙ্কেল আদর করে জিজ্ঞেস করলেন, 'বড় হয়ে কি হতে চাও মা?'
মেয়েটি বললো, 'বড় হওয়া পর্যন্ত বাঁচতে চাই।'
আহ্! স্বপ্নের কত রঙ! আকাঙ্ক্ষার কত আঙ্গিক!
বাঁচার আকুতি কত হৃদয়বিদারক‌।

হাত বিহীন মানুষটার স্বপ্নের কেন্দ্রবিন্দু যদি আমার হাতগুলো ঠিক থাকতো‌। পা ছাড়া লোকের সাধ তো একটাই - যদি একদিন চলতে পারতাম সবার মতই।অন্ধের স্বপ্ন যদি একটাবারের জন্য দেখতে পারতাম দুনিয়ার রঙ। বোবার সব আকাঙ্ক্ষা যেন একটু কথা বলতে পারলেই পূরণ হতো।

মেধাবীর বাবা মা যখন সন্তান গোল্ডেন না পাওয়ার কারণে বকাঝকা করছে, তখন শত বুদ্ধি প্রতিবন্ধী সন্তানকে ঘিরে তাদের বাবা মায়ের স্বপ্ন, ডাক্তার, ইঞ্জিনিয়ার নয়, সে শুধুমাত্র স্বাভাবিক জীবনে ফিরে আসুক, আপাতত এটুকুই!

আইসিইউ-র ভেতরের মানুষটা শুধু একটাবার কাঁচের দরজার এপাশে বেরুতে চায়।
আপনি যখন লিখাটা পড়ছেন, ঠিক এই মূহুর্তে মৃত্যু শয্যায় হাজারো মুমূর্ষের আর একটা মাত্র নিঃশ্বাস নেয়ার হাহাকার।

পঙ্গু হাসপাতালের হাহাকার দুনিয়ার শত ডিপ্রেশনকে ভুলিয়ে দেয়! শীতের রাতে ফুটপাত, বাসস্টপ কিংবা রেলস্টেশনে মানুষের রাত্রি যাপন করার দৃশ্য বস্তিবাসীদের কষ্টও ভুলিয়ে দেয়। দিনশেষে তার একটু মাথাগোঁজার ঠাঁইটুকুন রয়েছে, এদের সেটাও নেই।

আপনার গ্রামের সবচেয়ে বড়লোক, শহরের উঁচু দালান দেখে নিজেকে মিসকিন ভাবেন। দুনিয়া ধোঁকার বস্তু, কখনো কাউকে তৃপ্ত করবে না। যেন হাওয়াই মিঠাই।

আপনি যত অপূর্ণতায়-ই ভোগেন, ভেবে দেখবেন, 'আপনার রব আপনাকে এমন অনেক কিছু দিয়ে রেখেছেন যা অনেকের কাছে এখনো স্বপ্ন।'
যে চোখ দিয়ে পড়ছেন, অনেকের সেই চোখে আলো নেই। তিনবেলা পেটপুরে খেয়ে, ভালো জামাকাপড় পরে, স্বাচ্ছন্দ্যে দুনিয়ার জমিনে চলতে পেরে, সুস্থ থেকেও যদি আপনি বলেন ডিপ্রেশনে আছেন, বেঁচে থাকতে ভালো লাগছে না বলেন, তাহলে আপনি যেন আপনার মালিকের নেয়ামতগুলোর না শুকরিয়া করছেন।
আত্মহত্যা মহাপাপ মনে হয় এই কারণেই!

আমরা শুধু অন্যের সুখটাই দেখি, আর সেটিই বোধহয় আমাদের আসল অসুখ !

লেখা সংগৃহীত ।।

আপু তার ৫ বছরের সম্পর্ক বাঁচাতে ম*রি*য়া হয়ে পরেছে তাতে আমার কি!ওই যে উনি খাচ্ছে যেটা, ওটাকে আমার এলাকাই"কুশুর"বলে ।আপন...
30/08/2025

আপু তার ৫ বছরের সম্পর্ক বাঁচাতে ম*রি*য়া হয়ে পরেছে তাতে আমার কি!

ওই যে উনি খাচ্ছে যেটা, ওটাকে আমার এলাকাই
"কুশুর"বলে ।
আপনার এলাকায় এটাকে কি বলে?

দিনাজপুর সদরের মধ্যে ক্রোশেট হাফ বডির কাজ করবে এমন কর্মী খুঁজছি। আপনি যদি দায়িত্ব নিয়ে যত্ন সহকারে কাজ করতে পারেন এবং সম...
29/08/2025

দিনাজপুর সদরের মধ্যে ক্রোশেট হাফ বডির কাজ করবে এমন কর্মী খুঁজছি। আপনি যদি দায়িত্ব নিয়ে যত্ন সহকারে কাজ করতে পারেন এবং সময়ে কাজ ডেলিভারি করতে পরবেন তবে যোগাযোগ করুণ💁‍♀️

Address

Alir Dokan, Chotogurgola
Dinajpur

Telephone

+8801580466187

Website

Alerts

Be the first to know and let us send you an email when রং সায়াহ্ন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share