Freelancer Joye

Freelancer Joye কল্পনায় স্বপ্ন না দেখে
স্বপ্নকে বাস্তব করার পরিশ্রম করো।

🧑‍💻 ধৈর্য ও দক্ষতায় ফ্রিল্যান্সিংয়ে সাফল্য আসে।✅🎯 দক্ষতা সবার মাঝে থাকে না, দক্ষতা অর্জন করে নিতে হয়। আবার দক্ষতা অর্জন ...
29/05/2024

🧑‍💻 ধৈর্য ও দক্ষতায় ফ্রিল্যান্সিংয়ে সাফল্য আসে।✅

🎯 দক্ষতা সবার মাঝে থাকে না, দক্ষতা অর্জন করে নিতে হয়। আবার দক্ষতা অর্জন করতে হলে প্রয়োজন হয় ধৈর্যের। আপনি যদি ধৈর্যের সীমা বাড়াতে পারেন তাহলে দক্ষতায় মনোযোগ দিয়ে দেখুন, দেখবেন আপনার দক্ষতার পরিসর বাড়তে থাকবে।〽️

💻 ফ্রিল্যান্সিং করতে গিয়ে অনেকেই ঝরে পড়ে ধৈর্য এবং দক্ষতার অভাবে।⁉️

💪 আপনার যদি কোনো কিছু শেখার ইচ্ছে থাকে, তাহলে বলবো আপনার ধৈর্য বাড়িয়ে দক্ষতার দিকে মনোযোগ দিন। আমি এটা বলতে পারি, আপনার ধৈর্য এবং দক্ষতা দুটোই কখনো আপনার সাথে বেঈমানী করবে না।💯
©️




18/03/2024

কখনো কি ভেবে দেখেছেন?🤔
জন্মের পর থেকে ন্যূনতম ৭ বছর বয়সে স্কুলে ভর্তি হতে হয়। পুরো স্কুল জীবন পাড়ি দিতে আপনার বয়স এসে দাড়ায় ১৭ বছর। প্রায় ২ বছর লেগে যায় কলেজ জীবন শেষ করতে। বিশ্ববিদ্যালয় পাড়ি দিতে লেগে যায় প্রায় ৫ বছর।
মাস্টার্স শেষ করতে লাগে প্রায় ১/২ বছর।
ইন্টার্নশিপ ৬ মাস।
অবশেষে, আপনার বয়স এসে দাড়ায় ২৪, ২৫ কিংবা ২৬ বছর।
এখন,
আমার প্রশ্ন হচ্ছে, এই ২৪-২৫-২৬ বছর বয়সে আপনার ইনকাম কত??🤷🏻‍♂
অবশ্যই আপনার ইনকাম জিরো (০০)
তাই চলুন💁🏻‍♂
শুধু একাডেমিক শিক্ষার উপর নির্ভরশীল না হয়ে, পাশাপাশি ফ্রিল্যান্সিং এ দক্ষতা অর্জন করি এবং কম বয়সেই গড়ে তুলি নিজের একটি সুনিশ্চিত ক্যারিয়ার✅




প্রশ্ন :পড়ালেখা করেন কেনো? উ: চাকরি পাওয়ার জন্য ।প্রশ্ন: চাকরি পেয়েছেন❓উ: না পাইনি ।প্রশ্ন: কেনো পাননি❓উ: ঘুষ চাইছে ১...
05/03/2024

প্রশ্ন :পড়ালেখা করেন কেনো?
উ: চাকরি পাওয়ার জন্য ।

প্রশ্ন: চাকরি পেয়েছেন❓
উ: না পাইনি ।

প্রশ্ন: কেনো পাননি❓
উ: ঘুষ চাইছে ১০ লাখ। দেওয়া সম্ভব না।

প্রশ্ন: তাহলে ফ্রিল্যান্সিং করেন না কেনো❓
উ: সব জায়গায় টাকা দিয়ে শিখায় তাই । এত টাকা দিয়ে করা সম্ভব না।

প্রশ্ন: চাকরি পাওয়ার জন্য পড়ালেখা করলেন কত বছর❓
উ: অনার্স পাস করেছি।

প্রশ্ন: অর্থাৎ আপনি যে ১৬ বছর পড়ালেখা করলেন এতে আপনার মোট কত টাকা খরচ হয়েছে ❓
উ: আইডিয়া নেই।

প্রতি মাসে স্কুল কলেজের বেতন যদি ১৫০ টাকা হয় তাহলে স্কুল কলেজ মিলে ১২ বছরে মোট খরচ হয় ২১,৬০০ টাকা।
আর প্রাইভেট কোচিং মিলে প্রতি মাসে ১০০০ করে হলে ১২ বছরে দাড়াই ১,৪৪০০০ টাকা।

অর্থাৎ (২১,৬০০+১,৪৪,০০০)= ১,৬৫,৬০০ টাকা আপনার পড়া লেখার খরচ।
এত টাকা খরচ করে পড়া লেখা শিখলেন চাকরি পাওয়ার জন্য। আবার চাকরির ক্ষেত্রেও চাই ১০ লাখ টাকা।

প্রশ্ন: তাহলে ফ্রিল্যান্সিং শিখার জন্য সামান্য কিছু টাকা খরচ করতে পারবেন না কেনো❓
উ: বাসা থেকে রাজি হবে না এত টাকা দিতে।

প্রশ্ন: মোবাইল কিনার জন্য তো কতই না জেদ করেন। তখন ঠিকই আপনার পরিবার রাজি হয় ১৫০০০/২০০০০ টাকা দিয়ে মোবাইল কিনে দিতে। তাহলে আপনি আপনার সুন্দর ক্যারিয়ার গড়তে সামান্য কিছু টাকা দিয়ে ফ্রিল্যান্সিং শিখার জন্য কেনো জেদ করতে পারবেননা ❓

দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে 😌

বাম পাশ থেকে➪︎১ম জন-টাকা উপার্জন করতে করতে পৃথিবীর সৌন্দর্য দেখতে পাচ্ছে না।।➪︎২য় জন-শুধু শিক্ষা  অর্জন করতে করতে পরিপূর...
29/01/2024

বাম পাশ থেকে
➪︎১ম জন-টাকা উপার্জন করতে করতে পৃথিবীর সৌন্দর্য দেখতে পাচ্ছে না।।
➪︎২য় জন-শুধু শিক্ষা অর্জন করতে করতে পরিপূর্ণ সুন্দরটা দেখতেছে না।।
➪︎৩য় জন-শিক্ষা ও অর্থ উপার্জন দুটা একসাথে করতেছে তাই পৃথিবীর আসল সৌন্দর্য্য উপভোগ করতেছে।।
➪︎৪র্থ জন- শিক্ষা এবং অর্থ কিছু না থাকাতে পুরো পৃথিবী তার জন্য অন্ধের মতো।।
এটাই পৃথিবীর শ্রেষ্ঠ বাস্তবতা -

17/01/2024
ডিজিটাল মার্কেটিং কি?ডিজিটাল মার্কেটিং হলো ইন্টারনেট এবং ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে পণ্য এবং পরিষেবাগুলির প্রচার-প্রসার...
16/01/2024

ডিজিটাল মার্কেটিং কি?
ডিজিটাল মার্কেটিং হলো ইন্টারনেট এবং ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে পণ্য এবং পরিষেবাগুলির প্রচার-প্রসারের জন্য ব্যবহৃত সকল মার্কেটিং প্রক্রিয়া। এটি ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া, ইমেইল, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO), পেই-পার ক্লিক (PPC), ব্লগিং এবং অন্যান্য ডিজিটাল চ্যানেলগুলি ব্যবহার করে হয়।

ডিজিটাল মার্কেটিং কেন করবো?
ডিজিটাল মার্কেটিং করতে দেওয়ার কিছু কারণ আছে:

1. **বিশাল দরজা এবং লক্ষ্যগুলি অনুসন্ধানযোগ্য:** ডিজিটাল মাধ্যমে বিশাল জনসংখ্যার সাথে সংযোগ স্থাপন করা যায়, এবং লক্ষ্যে পৌঁছাতে সহায়ক হতে পারে।

2. **টার্গেট করা হোক গভীর:** ডিজিটাল মার্কেটিং দিয়ে আপনি আপনার পার্শ্ববর্তী, সুস্থায়ী গ্রাহকদের কাছে পৌঁছতে পারেন এবং তাদের সম্মুখে আপনার পণ্য বা পরিষেবা উপস্থাপন করতে পারেন।

3. **ফরম্যাটিভ প্রচার এবং নীতিগত বিশ্লেষণ:** ডিজিটাল মার্কেটিং দ্বারা প্রচার এবং বিশ্লেষণ করা হতে পারে, যা আপনাকে ক্যাম্পেইনের ফলাফল নিয়ে অনুমান করতে সাহায্য করতে পারে।

4. **মাপ এবং অতিসত্ত্ব:** ডিজিটাল মার্কেটিং দ্বারা মাপ নিতে এবং প্রতিক্রিয়া পাওয়া সহজ, যা আপনাকে প্রচার অথবা প্রসারের পরিমাণ নিয়ন্ত্রণ করতে সাহায্য করতে পারে।

মোটামুটি, ডিজিটাল মার্কেটিং একটি কার্যকর ও দক্ষ পদক্ষেপ হতে পারে আপনার ব্যবসার জন্য।

12/01/2024

➤ শিক্ষার্থী কিংবা চাকরিজীবী 🥰
➤বেকার কিংবা গৃহিণী 🧕🥰
ফ্রিল্যান্সিং করে ক্যারিয়ার গঠন করতে পারে খুব সহজে,,
➤আমরা বেশিরভাগ সময় নষ্ট করে থাকি ইন্টারনেটে,
এ ইন্টারনেট ব্যবহার করে যদি অর্থ উপার্জন করতে পারি তা হলে ব্যপারটা কেমন হয়? 🥰
➤যে কেউ চাইলে একটা কোর্স করে অনলাইন থেকে আয় করতে পারেন। 🥰
➤যারা নিজের খরচ নিজে বহন করতে চান ,, নিজের স্কিল বাড়াতে চান, নিজের ক্যারিয়ার ডেভলপ করতে চান আমি বিশেষ করে তাদের কথাই বলছি।🥰
➤চলেন ফ্রিল্যান্সিং করে নিজেকে পরিবর্তন করি। 🥰
➤আসুন সময়টাকে নষ্ট না করে এই সময়টাকে কাজে লাগাই 🥰💪



#ফ্রিল্যান্সিং

10/01/2024

বর্তমানে চাকরি থেকে ফ্রিল্যান্সিং এর চাহিদা বেশি কেন?? 🤔

আমি নিজেও বলি ফ্রিল্যান্সিং চাকরি থেকে অনেক ভালো। কেন ভালো সেটা নিচে থেকে চলুন জেনে আসি -

১।ফ্রিল্যান্সিং হলো মুক্ত পেশা। এখানে কাজ করা সম্পূর্ণ স্বাধীনতা আছে।

২।এখানে প্রতিদিন সকালে নির্দিষ্ট সময়ে ঘুম থেকে উঠে রাস্তার জ্যামের কারণে দেরি হলে অফিসের বসের কাছে ঝাড়ি শুনতে হবে না।

৩।অফিসে আপনার বসকে কোন কাজের বিষয়ে সাজেশন দিতে পারবেন না। কিন্তু একজন ফ্রিল্যান্সার (Freelancer)তার ক্লাইন্টকে (client) কাজের বিষয়ে সাজেশন দিতে পারবেন।

৪।কোন বিশেষ দিনে ছুটির প্রয়োজন হলে অফিসের বসের কাছে অনুরোধ করা লাগবে না। কারণ ফ্রিল্যান্সাররা নিজেই নিজের বস।

৫।অবশ্য চাকরি থেকে ফ্রিল্যান্সিং করে বেঁচে থাকার জন্য আয় করতে পারবেন। আপনি সকাল দশটা থেকে বিকাল ৫ টা পর্যন্ত অফিসে কাজ করে বেতন পাচ্ছেন ১৫ থেকে ২০ হাজার টাকা। আর আপনি ফ্রিল্যান্সিং করেদিনে দুই থেকে তিন ঘন্টা কাজ করে ইনকাম করতে পারবেন ৩০ থেকে ৪০ হাজার টাকা। (বড় বড় ফ্রিল্যান্সাররা মাসে এক লক্ষ টাকার আয় করেন)

৬।একজন ফ্রিল্যান্সার নিজেই নিজের বস।

৭।Freelanching: কাজের মধ্যে আপনি সর্বোচ্চ স্বাধীনতা পাবেন। যা অন্য কোন কাজের মধ্যে পাবেন না। আর এই অল্প সময়ে বেশি পরিমাণে ইনকাম করতে পারবেন।

10/01/2024

✅ #ছাত্রজীবনে #ফ্রিল্যান্সিং শেখার অন্যতম একটি সময়।

✅ যেই সময়টা অবসর বসে না থেকে, আড্ডা পরিহার করে, খেলাধুলায় বেশি সময় না দিয়ে , , , খেলায় সময় না দিয়ে।

✅ ফেসবুক এবং #ইউটিউব কে #কাজে লাগিয়ে #আয় করতে পারি। 🥰

✡️ ফ্রিল্যান্সিং হয়ে নিজের ক্যারিয়ার গড়তে পারি । ✡️

✅ #পরিবারের পাশে দাঁড়ানোর একটি মাত্র মাধ্যম!সেটি হল ফ্রিল্যান্সিং।

✅ ফ্রিল্যান্সিং শেখার মাধ্যমে, নিজের Skillup করে,ঘরে বসে #ইনকাম করা যায়।

✅ হয়তো একটিমাত্র #উদ্যোগ, আপনার #জীবনকে #পাল্টে ফেলতে পারে।

✅ তাহলে কেন আমরা বেকার বসে থাকবো? কেন আমরা পরিবারের বোঝা হয়ে থাকবো?

🔰 নিজের প্রতিও তো #লজ্জা থাকা উচিত!

✅যে মানুষটা দিনরাত পরিশ্রম করে, আমাদের মুখে এক মুঠো #আহার তুলে দিচ্ছে, সেই মানুষটি আর কেউ না, নিজের #বাবা #মা।

✅ একবারও কি ইচ্ছে করে না বাবার পাশে দাঁড়াতে? সময় তো চলে যাচ্ছে, নিজেকে পরিবর্তন করতে পারছিনা কেন এখনো।

💥 আমরা চাইলেই #ফ্রিল্যান্সিং এর মাধ্যমে নিজের #ক্যারিয়ার গড়তে পারি।

💥আমাদের #দ্বারাই #সম্ভব।

 #মেন্টর কি?  #ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের সাকসেসফুল হওয়ার পথটা বেশ কঠিন ও লম্বা। এই কঠিন জার্নিটা বিভিন্নভাবে সহজ করে ত...
10/01/2024

#মেন্টর কি?

#ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের সাকসেসফুল হওয়ার পথটা বেশ কঠিন ও লম্বা। এই কঠিন জার্নিটা বিভিন্নভাবে সহজ করে তুলতে কে হেল্প করে জানেন? একজন এক্সপার্ট #মেন্টর।

😎একজন এক্সপার্ট মেন্টরের গাইডলাইনে থেকে কাজ করলে একজন ফ্রিল্যান্সার তার ক্যারিয়ার গড়ার পথের বিভিন্ন বাধা সহজেই অতিক্রম করতে পারেন এবং নিজেকে একজন সাকসেসফুল ফ্রিল্যান্সার হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেন।

🤔শুধু তাই নয়, যখন একজন ফ্রিল্যান্সার কোন একজন মেন্টরের আন্ডারে থেকে কাজ করেন , তখন তার মেন্টর একজন অ্যাকাউন্টেবিলিটি পার্টনারের রোল প্লে করেন।

❤️তখন সেই ফ্রিল্যান্সার কখন, কিভাবে কোন কাজ করছেন সে ব্যাপারে মেন্টরকে আপডেটেড রাখেন। এতে করে তার কাজের স্পিড ও কোয়ালিটি তুলনামূলকভাবে অনেক বেড়ে যায়👍 । আমার প্রিয় মেন্টর আছে।।👍



10/01/2024

📳🟩ফ্রিল্যান্সিং সেক্টর আপনি কাজ শেখার আগে ইনকাম নিয়ে টেনশন করলে কাজের কাজ কিছুই হবে নাহ।

✔️ আগে প্রফেশনাল ধারায় কাজ শিখুন, 📽️📽️তারপর কাজ করুন, নিজের ক্রিয়েটিভিটি দেখিয়ে ইনকাম শুরু করুন।


Address

Dinajpur
Dinajpur

Alerts

Be the first to know and let us send you an email when Freelancer Joye posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share