Käřîmã Ąkťêř

Käřîmã Ąkťêř ❤❤I love Allah ❤❤
😊Sociable Girl 😊
😌Faziler Fazil😌

08/07/2024

লেখাটা আমি যত বার পড়েছি তত বার মনের অজান্তে কেঁদেছি ।🥲
মৃ*তঃ মায়ের কাছে অবুঝ মেয়ের খোলা চিঠি।

ওমা; তুমি নেই, তাও বেশ ভালো আছি।
নতুন মা আমায় ভীষণ ভালো খেতে দেয়...!
বাসী তরকারি, পঁ"চা ভাত আর ন"ষ্ট ডালে আমার খুব ভালই পেট ভরে যায়।

মা, ওমা! জানো ? আমি এখন শার্ট ধুঁতে পারি। তাই প্রতিদিন বাড়ি শুদ্ধু সব লোকের কাপড় ধুঁই আমি।
জানো মা....
পড়তে এখন আমার আর ভালো লাগেনা। আমার এখন আর কোন বই নেই, আমার এখন কোন খাতা নেই, কলম নেই, নেই কোন স্কুল ব্যাগ।

জানো মা ? আমার নতুন ছোট ভাইও আমায় প্রায় লা"থি দেয়। আমায় ভীষণ ভালবাসে কিনা তাই...!
ওকে আমি প্রতিদিন জুতো মোজা পড়িয়ে দেই
মাঝে মাঝে ওর বন্ধুদেরও পড়াই, এতে আমার আনন্দ হয় মা।

তোমার দেয়া খাট-বিছানাটায় এখন ভাই শোয়।
ওঁর খুব পছন্দের ওটা। আমার কথা ভাবছো ?
আমি সিঁড়ির নিচে মাঁদুড় পেতে শুই,
আমার একটুও ক"ষ্ট হয়না...

মা জানো..?
ঈদ এলে আমি পুরনো কাপড় পাই।
সে কাপড়ে তোমার মেয়েকে রাজকুমারী দেখায় মা!
যে কিনা এক রাজ্যহীন রাজকুমারী!

মা জানো ?
বৃষ্টি হলে মেঘ ডাকলে আমি আজও ভয় পাই, তোমার শেষ পড়নে যে কাপড় ছিল ওটা ঘর থেকে লুকিয়ে এনেছি গো মা,ওটা জুড়ে যে তোমার গন্ধ.........!
ঐগন্ধে আমার আর ভয় হয়না মা !
মনে হয় তুমি আমাকে জড়িয়ে রেখেছ বুকে।

একটা কথা রাখবে মা ?
আমায় কয়েকদিনের ছুঁটির ব্যবস্থা করে দেবে ??তোমার কাছে গিয়ে থাকব দু'দিন একটু
শান্তিতে ঘুমাব তোমার বুকে.....
আজও ভালবাসি তোমাকে💖মা।

বাবাদের উচিত আড়াল থেকে মা হারানো এতিম সন্তানের পাশে গোপনে ও প্রকাশ্যে খবর নেওয়া একটু কাছে নেয়া 🥹
মো:-ফাহাদুল ইসলাম
Copy post

08/07/2024

এখনকার বাচ্চারা জানেই না আগে আমাদের কী কী কারণে পেটানো হতো - 🙂
১. মাইর খাবার পরে কাঁদলে।
২. মাইর খাবার পর না কাঁদলে।
৩. না-মারা সত্ত্বেও কান্নাকাটি করলে।
৪. খেলা নিয়ে বেশি মেতে থাকলে।
৫. খেলতে গিয়ে মাইর খেয়ে আসলে বা কাউকে মারার নালিশ আসলে।
৬. বড়দের আড্ডায় ঢুকলে।
৭. বড়দের কথার উত্তর না-দিলে।
৮. বড়দের কথায় ত্যাড়া উত্তর দিলে।
৯. অনেকদিন মাইর না-খেয়ে থাকলে।
১০. কেউ উপদেশ দেওয়ার সময় গুনগুন করে গান করলে।
১১. বাড়িতে অতিথি এলে বা কারও বাড়ি গিয়ে সালাম না করলে।
১২. অতিথি এলে তাকে খাবারের প্লেট দিতে যাওয়ার সময় প্লেট থেকে খাবার মুখে দিয়ে ধরা পড়লে।
১৩. অতিথিরা খাওয়ার সময় খাবারের দিকে হাঁ করে তাকিয়ে থাকলে।
১৪. অতিথি বাড়ি চলে যাওয়ার সময় তার সাথে যাওয়ার বায়না ধরলে।
১৫. খেতে না-চাইলে।
১৬. সন্ধ্যা নামার আগে বাড়ি না-ফিরলে।
১৭. প্রতিবেশীর বাড়িতে গিয়ে খেয়ে চলে এলে।
১৮. জেদ দেখালে।
১৯. কারও সাথে মারামারি করে হেরে এলে।
২০. কাউকে বেশ করে পিটিয়ে এলে।
২১. স্লো মোশনে খেলে।
২২. ফাস্ট ফরোয়ার্ড স্কেলে খেলে।
২৩. সকালে ঘুম থেকে উঠতে না চাইলে।
২৪. রাতে ঘুমোতে না-চাইলে।
২৫. শীতকালে গোসল করতে না চাইলে।
২৬. গ্রীষ্মকালে বেশিক্ষন গোসল করলে।
২৭. অন্যের গাছ থেকে আম, পেয়ারা পেড়ে খেলে।
২৮. স্কুলে টিচারদের কাছে মার খেয়েছি খবর পেলে।
২৯. জোরে উচ্চারণ করে না পড়ে চুপচাপ বসে পড়ার ভান ধরলে বা বিড়বিড় করে পড়লে।
৩০. পড়ার বইয়ের মধ্যে গল্পের বই রেখে পড়ছি ধরা পড়ে গেলে।
৩১. পরীক্ষার আগে টিভি দেখলে।
৩২. দুধ খেতে না চাইলে।
৩৩. আচার চুরি করে খেলে।
৩৪. উষ্ঠা খেয়ে পড়ে গেলে উঠিয়ে আবার মারা হতো।
৩৫. কারও বাসায় বেড়াতে গিয়ে নিজের বাসা মনে করে লন্ডভন্ড করলে।
৩৬. স্কুলের সামনের কোনো দোকান থেকে বাকিতে কিছু খেলে বা খেলনা কিনলে।
৩৭. দুপুরে না ঘুমালে।
৩৮. পাশের বাসার কেউ পরীক্ষায় বেশি নাম্বার পাইলে।
৩৯. খাতার পৃষ্ঠা নষ্ট করলে।
৪০. বই দাগাদাগি করলে।
৪১. শোকেস থেকে নতুন প্লেট, গ্লাস বের করলে।
৪২. পুকুরে ডুবাইতে ডুবাইতে চোখ লাল করে ফেললে।

আহারে!!! কি সুন্দর দিনগুলো ছিলো, আহারে!!!!

08/07/2024

* অধিকারের জায়গাটা যেখানে শূন্য*
😶\( ö )/😶
--সেখানে অভিমান করাটা বোকামি--

25/05/2024

🥀–আপনি চেষ্টা করতে থাকুন–🥀
সফলতা একদিন নিজেই এসে ধরা দিবে_
ইনশাআল্লাহ ❤❤

25/05/2024

ভালোবাসা বিয়ের পরেই মানায়–
বিয়ের আগে সেই ভালোবাসা কে মানায় না!
কারন_

সেটাকে হারাম সম্পর্ক বলে_

25/05/2024

It's my self respect 😎

24/05/2024

–কথা না বোঝা মানুষের কাছে –.

ব্যাথা প্রকাশ করা মূল্যহীন_

19/05/2024

ভালোবাসা গোপনেই সুন্দর🤐
কারণ,,,,,
প্রকাশ করলে হারিয়ে যায়😣

Address

Dinajpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Käřîmã Ąkťêř posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share