27/12/2024
🔴 LIVE সম্প্রচার.. "জুম'আর খুৎবা"
🔰 বিষয়: আল্লাহর রাস্তায় দান।
🎙️খত্বীব: মাওলানা মুহাম্মাদ আব্দুল মোমিন।
🔹 সাংগঠনিক সম্পাদক: আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ, মেহেরপুর জেলা।
🏰 স্থান: সাহারবাটী আহলেহাদীছ জামে মসজিদ, গাংনী, মেহেরপুর।
⏰ তারিখ: ২৭/১২/২০২৪ ইং
🟪 আল্লহর ঘর মসজিদ নির্মাণে এগিয়ে আসুন।
🔰 রাসুল ছাঃ বলেছেন, "যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করবে, মহান আল্লাহ তার জন্য জান্নাতে অনুরূপ ঘর তৈরি করে দেবেন।" (হাদীছ: বুখারি-৪৫০, মুসলিম-৪৩৩)
🕌 সাহারবাটী আহলেহাদীছ জামে মসজিদ, স্থাপিত : ১৯৬৬ ইং সন, গ্রাম : সাহারবাটী, গাংনী, মেহেরপুরে অবস্থিত জামে মসজিদের পুনঃনির্মাণ কাজ চলমান।
👉 এখানে নিয়মিতভাবে বিভিন্ন দাওয়াতী কর্মসূচী অনুষ্ঠিত হয়।
👉 ৩ তলা বিশিষ্ট মসজিদটির সম্ভাব্য নির্মাণ ব্যয় ১.৫ কোটি টাকা।
👉 উক্ত মসজিদে ১.৫ সহস্রাধিক পুরুষ ও নারী মুছল্লীর পৃথক পৃথক ছালাতের ব্যবস্থা সহ মক্তব, লাইব্রেরী, দাওয়াহ কার্যক্রম ও ঈমামের আবাসন সুবিধা থাকবে।
🏠 অর্থ প্রেরণের হিসাব নম্বর :
হিসাবের নাম : সাহারবাটী আহলেহাদীছ জামে মসজিদ, সঞ্চয়ী হিসাব নং ৩২০৪০০২০৭৩৮৬৭, সোনালী ব্যাংক লিমিটেড, উপজেলা পরিষদ শাখা, গাংনী, মেহেরপুর।
📲 মোবাইল ব্যাংকিং :
🟩 নগদ (পার্সোনাল) : 01731-103969
🟦 বিকাশ (পার্সোনাল) : 01714-443499
📞 সার্বিক যোগাযোগ :
🔶 সভাপতি : 01731-103969
🔷 সেক্রেটারি : 01714-443499, whatsapp
🟣 আবেদনে : সাহারবাটী আহলেহাদীছ জামে মসজিদ কর্তৃপক্ষ