অনুভবে তুমি

অনুভবে তুমি Page follow করলে বিয়ের দাওয়াত দিবো😛
(1)

ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার! জাতীয় দলের ক্রিকেট,, প্লেয়ার স্পিন বোলার নাসুম আহমেদ যার,, টি টুয়েন্টি ম্যাচ ফি ২ লাখ ...
06/09/2025

ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার!

জাতীয় দলের ক্রিকেট,, প্লেয়ার স্পিন বোলার নাসুম আহমেদ যার,, টি টুয়েন্টি ম্যাচ ফি ২ লাখ টাকা সেই ছেলে বউ নিয়ে আলাদা বাসায় থাকে আর বাবা,

নাসুমের বাবা,, সিলেটের হাউজিং রোডের সিকিউরিটি গার্ডের চাকরি করে নিজের খরচ চালিয়ে জীবন চালিয়ে যাচ্ছেন তার বেতন ৮ হাজার টাকা,

নাসুমের বাবা নাসুমকে,, ক্রিকেটার বানানোর জন্য রিক্সা চালিয়ে, রংয়ের কাজসহ বিভিন্ন কস্টের কাজ করে তাকে প্লেয়ার হিসেবে,, গড়ে তুলেন এবং এলাকা বাসি জানায় বিয়ের পরপরই বাবার সাথে,, সম্পর্ক খারাপ হয়ে যায় নাসুমের এবং বাবার সাথে সম্পর্ক নাই প্রায় ৪ বছর ধরে,

'' আমার ছেলের প্রতি আমার কোনো অভিযোগ নাই সে ভালো থাকুক এবং জীবনে আরোও অনেক বড় হউক, আমি সবসময়ই এটাই চাই।

নাসুমের বাবা 🗣️

পুরুষ হওয়া এতো সহজ নয়!দীর্ঘ ৩৯ বছর পর কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে ছাড় পেয়ে নিজ জন্মভূমি সেন্টমার্টিন যাওয়ার পথে এই ব...
06/09/2025

পুরুষ হওয়া এতো সহজ নয়!

দীর্ঘ ৩৯ বছর পর কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে ছাড় পেয়ে নিজ জন্মভূমি সেন্টমার্টিন যাওয়ার পথে এই বৃদ্ধ লোকটি!

গাড়ির ভাড়া শেষ হয়ে যাওয়ায় বরইতলী একতা বাজার নামিয়ে দেয়,পরে বাজারের মানুষ থেকে গাড়ির ভাড়া কালেকশন করে ও ময়লাযুক্ত পোষাক চেঞ্জ করে তার জন্মভূমিতে পৌছানোর জন্য ব্যবস্থা করেন ঐ এলাকার লোকজন।

লোকটির কোনো ছেলেমেয়ে নাই, সে এখনো অবিবাহিত। তার বয়স ৩০ বছর হওয়া অবস্থায় সে কারাগারে গিয়েছিলেন।

😌😅
05/09/2025

😌😅

05/09/2025

কিছু মানুষের সবচেয়ে পছন্দের কাজ হচ্ছে সবসময় তাদের ফোনের brightness কমিয়ে রাখা। Brightness একদম কমিয়ে রাখার পরেও এরা চিন্তা করে কিভাবে আরো কমানো যায়...

দুই দল জিতে গেলো কেউ কাউকে পচাই তে পারলাম না 😃
05/09/2025

দুই দল জিতে গেলো কেউ কাউকে পচাই তে পারলাম না 😃

বৃষ্টিতে ভিজছে পুরো শরীর..তবুও সন্তানের মাথায় একটি ফোঁটা পানি পড়তে দেননি..নিজেকে ছাউনি বানিয়ে সন্তানের সুরক্ষার দেয়াল হয়...
05/09/2025

বৃষ্টিতে ভিজছে পুরো শরীর..তবুও সন্তানের মাথায় একটি ফোঁটা পানি পড়তে দেননি..নিজেকে ছাউনি বানিয়ে সন্তানের সুরক্ষার দেয়াল হয়ে দাঁড়িয়ে আছেন এক অসহায় প্র-তি-ব-ন্ধী বাবা..

নিজের য-ন্ত্র-ণা ভুলে সন্তানের হাসি-খুশি বাঁচিয়ে রাখাই তাঁর একমাত্র স্বপ্ন..পৃথিবীর প্রতিটি বাবাই যেন এমন..নিজের ক-ষ্ট গোপন করে সন্তানের জন্য আঁকড়ে ধরেন সব সুখ-সুরক্ষা..

বাবার ভালোবাসার এই দৃশ্য আমাদের মনে করিয়ে দেয়..পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ছাতা হলো একজন বাবা 🙂

04/09/2025
04/09/2025

একবার এক মেডিকেলের ছাত্র ছাত্রীদের প্রাক্টিক্যাল ক্লাস চলতেছে। প্রাক্টিক্যালের জন্য একটি ম**রা কুকুর নিয়ে আসা হলো। প্রফেসর সাহেব হঠাৎ করে সেই কুকুরের পিছন দিয়ে নিজের আঙুল ঢুকিয়ে দিলেন। তারপর আঙুল নিজের মুখে দিলেন৷

এরপর সব ছাত্র-ছাত্রীদের এই কাজ করতে বললেন৷ স্যারের ভয়ে সবাই তাদের আঙুল ঐ মৃত কুকুরের পিছন দিকে ঢুকিয়ে দিয়ে, যার যার মুখে দিলো।

এরপর স্যার বললেন, "বুঝছো”!
মেডিকেলে সবচেয়ে গুরুত্বপূর্ন হল মনোযোগ। তোমরা যদি মনোযোগ দিতা তাহলে বুঝতা যে আমি আমার মিডল ফিঙ্গার ঢুকাইছি আর তর্জনী আঙুল আমার মুখে দিছি!! এখন থেকে মনোযোগ দাও৷ ছাত্র-ছাত্রীরা সব বেহুশ আর এরই নাম মনোযোগ৷

তাই কারো পেছনে আংগুল না দিয়ে মনোযোগ দিয়ে নিজের কাজ করেন, সাফল্য অনিবার্য 🙂
©

04/09/2025

প্রথম Emoji 😊
আজকের সারাদিনের চরিএ!!

বাংলাদেশের একমাত্র সফল কনটেন্ট ক্রিয়েটর  রিপন ভিডিও বর্তমানে নেপালে ঘুরতে গেছে।
26/08/2025

বাংলাদেশের একমাত্র সফল কনটেন্ট ক্রিয়েটর রিপন ভিডিও বর্তমানে নেপালে ঘুরতে গেছে।

পকেটে টাকা কম? ইয়ামাহার সাইকেল মেটাবে স্কুটির স্বাদYamaha Electric Cycle: পকেটে টাকা কম? নো টেনশন! ইয়ামাহার সাইকেল মেটাব...
24/08/2025

পকেটে টাকা কম? ইয়ামাহার সাইকেল মেটাবে স্কুটির স্বাদ

Yamaha Electric Cycle: পকেটে টাকা কম? নো টেনশন! ইয়ামাহার সাইকেল মেটাবে স্কুটির স্বাদ, এক চার্জে ছুটবে 200 কিমি।

ইয়ামাহার সাইকেলে অনেক বড় এবং শক্তিশালী ব্যাটারি ব্যবহার করা হয়েছে। যার সুবাদে আপনি কোন ঝামেলা ছাড়াই ভ্রমণ উপভোগ করতে পারবেন। এই সাইকেলটির ডিজাইনও বেশ আরামদায়ক করা হয়েছে। মোটর এবং ব্যাটারির কথা বলতে গেলে, এই ইয়ামাহা ইলেকট্রিক সাইকেলে আমরা PW- সিরিজের মোটর পাব। এই মোটরটি 250 ওয়াট থেকে 800 ওয়াট পর্যন্ত পাওয়ার সহ উপলব্ধ হতে পারে। এই ইলেকট্রিক সাইকেলের ব্যাটারি 3 ঘণ্টা থেকে 6 ঘণ্টার মধ্যে সম্পূর্ণ চার্জ হতে সক্ষম।

Yamaha Electric Cycle-এর রেঞ্জ:
রেঞ্জের কথা বলতে গেলে, এই ইলেকট্রিক সাইকেলে 40 কিলোমিটার থেকে 200 কিলোমিটার রেঞ্জ থাকবে। ব্যাটারি যত বড় হবে তত বেশি মাইলেজ হবে।

Yamaha Electric Cycle-এর ফিচার্স:
আমরা যদি ইয়ামাহা ইলেকট্রিক সাইকেলের ফিচার্স সম্পর্কে কথা বলি, এতে অনেক ফিচার থাকবে। এটি খুব শক্তিশালী মাউন্টেন সাইকেল। যা কঠিন রাস্তায় আরামে চালানো যায়। এছাড়াও ফিচার্স বেশ শক্তিশালী দেওয়া হয়েছে। এই ইলেকট্রিক সাইকেলে গিয়ার শিফট এবং সামনে হেডলাইট যুক্ত করেছে কোম্পানি। এছাড়াও এই সাইকেলে 3 বছর থেকে 4 বছরের ওয়ারেন্টি রয়েছে।

Yamaha Electric Cycle-এর দাম:
ইয়ামাহার ইলেকট্রিক সাইকেল খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে। এটির প্রারম্ভিক মূল্য প্রায় 1 লক্ষ টাকা বলা হয়েছে। এছাড়া এর ব্যাটারিতে 3 বছরের ওয়ারেন্টি উপলব্ধ থাকবে।

ছবি জুম করে দেখা সম্পূর্ণ নিষেধ 🫤🙈
04/04/2025

ছবি জুম করে দেখা সম্পূর্ণ নিষেধ 🫤🙈

Address

Kobirajhat, Birganj
Dinajpur

Telephone

+8801722269679

Website

Alerts

Be the first to know and let us send you an email when অনুভবে তুমি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share