Lokman Ahmed Tushar Dinajpur

Lokman Ahmed Tushar Dinajpur আমি সাধারণ মানুষ সাধারণ থাকতে চাই ।আমাকে নিয়ে আলোচনা করার কিছু নেই।
আলহামদুলিল্লাহ 🖤

16/06/2025

আমি কয়েক বছর আগে আমার দিনাজপুর-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার কথা ভেবেছিলাম, আমি কখনোই আওয়ামী লীগ, বিএনপি, জামায়াতের রাজনীতির কথা চিন্তা করি নাই।
কিন্তু সাধারণ মানুষের সাথে মিশে, মানুষের মতামত, জরিপ নিয়ে বুঝেছি দলীয় রাজনীতির সুবিধা অথবা দলীয় মার্কা ছাড়া জেতা অসম্ভব ব্যাপার।
এদেশের রাজনীতিতে সৎ ও ভালো মানুষের স্থান নাই।
তাই রাজনীতি করার পরিকল্পনাটি বছর খানেক আগে বাদ দিয়েছি। সাধারণ মানুষের ভালো করতে গিয়ে নিজের ধ্বংস ডেকে আনার যৌক্তিকতা দেখি না।
আল্লাহর রহমতে আমার জীবনে অনেক কিছুই,,,, পরিচিত সবই পেয়েছি। রাজনীতি করে কিছু প্রাপ্তির নাই, হারানো ছাড়া।

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর গ্রামে হৃদয়বিদারক একটি ঘটনা ঘটেছে। মাত্র ছয় মাসের একটি শিশুর গলায় লিচু আটকে গিয়ে...
24/05/2025

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর গ্রামে হৃদয়বিদারক একটি ঘটনা ঘটেছে। মাত্র ছয় মাসের একটি শিশুর গলায় লিচু আটকে গিয়ে তার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শিশুটিকে পরিবারের কেউ খাওয়াতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।

একটি মুহূর্তের অসতর্কতা একটি পরিবারের জীবনে চিরস্থায়ী শোক নিয়ে এসেছে।

আমাদের সবার উচিত ছোট শিশুদের খাবার নিয়ে অতিরিক্ত সতর্ক থাকা। ছয় মাসের কমবয়সী শিশুদের জন্য অনেক ফল ও খাবার বিপজ্জনক হতে পারে। দয়া করে এমন কিছু তাদের খাওয়াবেন না, যা গিলে ফেলার ঝুঁকি তৈরি করে।

আসুন আমরা সবাই সচেতন হই, এবং এমন দুর্ঘটনা যেন আর কোনো পরিবারকে না দেখতে হয় তা নিশ্চিত করি।

inna lillahi wa inna ilayhi raji'un

24/05/2025

১০ হাজা‌রের নী‌চে ফ‌লোয়ার আ‌ছে এমন প্রোফাইল কিংবা পে‌জের এ‌ক্টিভ ফ‌লোয়ার‌দের ক‌মেন্টস দেখ‌তে চাই। রেন্ডম‌লি আপনার প্রোফাইল/‌পেজ চেক কর‌বো।

এই ছবিতে যা ইনকাম হবে তা প্রিয়তমার আম্মাকে উপহার সরূপ প্রদান করা হবে!!
20/05/2025

এই ছবিতে যা ইনকাম হবে তা প্রিয়তমার আম্মাকে উপহার সরূপ প্রদান করা হবে!!

07/05/2025

ভারতের জনসংখ্যা ১৪০ কোটির বেশি ।
অন্যদিকে পা-কি-স্তা-নের জনসংখ্যা মাত্র ২৪ অথবা ২৫ কোটি ।
এই বিপুল জনসংখ্যা কে বিপদে ফেলার আগে ভারতের আরো কয়েকবার ভাবা উচিত।
দুই দেশ ই পা/রমাণবিক শক্তিধর দেশ ।
দুই দেশ ই পরস্পরের আজন্ম শত্রু ।
গতরাতের যু*দ্ধ যে সহজে মিমাংসায় পৌছাবে না সেটা ইতোমধ্যেই সবাই টের পেয়েছে ।
পা*কি*স্তা*ন নিজেদের ধ্বংস করে হলেও ভারত কে শিক্ষা দেবে ।
ভারতের উচিত নিজ দেশের সাধারণ মানুষের কথা চিন্তা করে হলে ও মৌমাছির চাকে আর ঢিল না ছোঁড়া ।
ভারত কে মনে রাখতে হবে তারা ই**স রা য়ে লে র মতো অর্থনৈতিক আর প্রযুক্তিতে সমৃদ্ধশালী না ।
ভারতের জনসংখ্যার বিরাট একটা অংশ এখনো মৌলিক অধিকার পুরোপুরি নিশ্চিত করতে পারে না ।
এই মুহূর্তে যুদ্ধ মানে ভারত নিজেকে খণ্ডবিখণ্ড করে ফেলা । ভারতের মাথায় রাখতে হবে তাদের বন্ধু রাষ্ট্র ই**স রা য়ে ল তাদের প্রতিবেশী দেশ না ।
প্রতিবেশী একটা রাষ্ট্রের সাথে ও ভারতের ভাল সম্পর্ক নেই ।
পাক ভারত যুদ্ধে চীন নিজেকে সুরক্ষিত রাখতে সব ব্যবস্থা নেবে ।
মধ্য প্রাচ্যের মতো এশিয়ায় একটা হাঙ্গামা লাগিয়ে দিয়ে দূর থেকে মজা নেবে বিশ্বমোড়লেরা ।
যুদ্ধে সব মানুষ ও যদি মা*রা যায় তাতে পা কি স্তা ন হারাবে ২৫ কোটি+ আশেপাশের প্রতিবেশী রাষ্ট্রের আরো কয়েক কোটি ।
আর ভারত সব হারাবে ।
জনসংখ্যা, ভূখন্ড সব ।
সুতরাং ভারতের মাথামোটা রাজনীতিবিদদের একটু বুঝেশুনে পা ফেলা উচিত হবে ।
পা কি স্তা নের পাশে যে কয়টা রাষ্ট্র দাঁড়াবে ।
সব কয়টা পাগলা ।
প্রতিবেশী হিসেবে চীন অবশ্য ই সাহায্য করবে ।
চীনের পাশে দাঁড়াবে পৃথিবীর সব থেকে মাথা খারাপ লোক কিম জং-উন ।
খোদ শ য় তা ন কে বিশ্বাস করা গেলেও এই লোক কে করা যায় না ।
পারমাণবিক বোমা বানিয়ে রেখে দিয়ে আমেরিকা কে পর্যন্ত হুমকি দেয় ।
এদিকে ইগোওয়ালা রাশিয়া তো আছে ই ।
সব মিলিয়ে পা কি স্তা নের পক্ষে যে শক্তি গুলো দাঁড়াবে এদের যদি ভারত বা বিশ্ব হালকা ভাবে নেয় তাহলে পাগলা কু ত্তা কে লাঠির ভয় দেখানোর মতো অবস্থা হবে ।
সুতরাং ভারতের নিজের মঙ্গলের জন্য হলেও
পা**কি স্তা নে র সাথে যুদ্ধে জড়ানো অনুচিত হবে ।
নইলে এই যুদ্ধ হবে ৩য় বিশ্ব যুদ্ধ । যেখানে শুধু পারমাণবিক অস্ত্রের শক্তি প্রদর্শন হবে ।
যুদ্ধের ফলাফল কি হবে সেটা দেখার জন্য কেউ বেঁচে থাকবে কিনা সন্দেহ আছে ।

আপনাদের মা-ছেলের মিলন ঘটাতে বহু মা-ছেলের চির বিচ্ছেদ ঘটেছে ম্যাডাম..! বহু সন্তান চিরতরে পঙ্গু হয়ে গেছে, অনেকেই অন্ধত্ব ব...
06/05/2025

আপনাদের মা-ছেলের মিলন ঘটাতে বহু মা-ছেলের চির বিচ্ছেদ ঘটেছে ম্যাডাম..!

বহু সন্তান চিরতরে পঙ্গু হয়ে গেছে, অনেকেই অন্ধত্ব বরণ করেছে। এর মাঝে আপনার দলের কর্মীরাও আছেন।

জুলাই বিপ্লবের আমাদের বিপ্লবী হাসনাত আবদুল্লাহ, আব্দুল হান্নানের উপর হামলা হয়েছে এবং বাকিরাও ঝুঁকিতে।

আর এদিকে আপনার দলের অনেক কর্মীরা হাততালি দিয়েছে, দাঁত বের করে বেহায় কু'ত্তা''র মত হেসেছে।

এ কেমন নির্লজ্জতা তামাশা-মশকরা, জুলাই বিপ্লবের নিহত আহতদের সাথে, জাতির সাথে।
আপনি কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি, এজন্যই আপনি আমাদের সবার কাছে আপোষহীন নেত্রী, দল সংস্কার করুন,দলের চিহ্নিত চাঁদাবাজ দূর্নীতিবাজদের বহিষ্কার করুন, যারা ভারতের দালালী করতে চায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন।

আপনার কাছে আমাদের চাওয়া এতোটুকুই।

With Master Jahangir Alam – I just got recognized as one of their top fans! 🎉
06/05/2025

With Master Jahangir Alam – I just got recognized as one of their top fans! 🎉

আকাশ জানে, কৃষ্ণচুড়ার রঙে হারানো যায়।📍 দিনাজপুর
06/05/2025

আকাশ জানে, কৃষ্ণচুড়ার রঙে হারানো যায়।
📍 দিনাজপুর

দিনাজপুর ৭ মাইলের জামতলি নামক স্থানে যাত্রিবাহী বাস এবং  ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন মৃত্যুবরন করেছে। ১০ জন এর অধিক আহ...
05/05/2025

দিনাজপুর ৭ মাইলের জামতলি নামক স্থানে যাত্রিবাহী বাস এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন মৃত্যুবরন করেছে। ১০ জন এর অধিক আহত হয়েছে এবং একজন এর অবস্থা আশঙ্কাজনক।
দিনাজপুর জেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাহাবুব হোক হেলাল এর সহধর্মিনী ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতার মাতা মৃত্যু বরণ করেছে।

বায়েজিদ এডমিশন পরিক্ষার্থী - কুড়িগ্রাম বাসা উলিপুর
আদিবুন সাদ - বাসা ঝিনাইদহ,কালিগন্জ
শিক্ষার্থী হানজালা সরকার - বাসা সিরাজগঞ্জ, ইসলামীয়া সরকারি কলেজের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ছাত্র আইসিইউতে লাইফ সাপোর্টে আছে।
একজন মেয়ে শিক্ষার্থী মাসফি - বাসা রংপুর,মহিপুর (ওনার সাথে বড় বোন আছে)
পিংকি - বাসা জলঢাকা কৌমাড়ী ইউনিয়ন মাথা ও পায়ে আঘাত পেয়েছে।

আহত সকলের জন্য দোয়া করবেন যেন সকলে সুস্থ অবস্থায় আমাদের মধ্যে ফিরে আসতে পারে।

গ্রীষ্মের ফুলেরা🖤
05/05/2025

গ্রীষ্মের ফুলেরা🖤

Address

১০ মাইল মোড় কাহারোল দিনাজপুর (গড়নূরপুর শেওড়াতুলি)
Dinajpur
TUSHAR

Telephone

+8801744897040

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lokman Ahmed Tushar Dinajpur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Lokman Ahmed Tushar Dinajpur:

Share