
13/02/2024
✴️‘স্কলার্স আইটি’র উদ্যোগে গত ১০ ফেব্রুয়ারী শনিবার বাংলাদেশ গার্লস গাইড এসোসিয়েশন অডিটরিয়ামে ৪৫ জন সফল ফ্রিল্যান্সারকে পুরস্কৃত করা হয়েছে।
‘স্কলার্স আইটি’ ফ্রিল্যান্সার মিট-আপ ২০২৪ প্রোগ্রামের সভাপতি ও ‘স্কলার্স আইটি’ এর ম্যানেজিং ডিরেক্টর রোবায়েত হাসান দুর্জয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রিয় ইউটিউবার , কন্টেন্ট ক্রিয়েটর ও মাই টিভির প্রধান নির্বাহী তৌহীদ উদ্দিন আফ্রিদি।
✅বিশেষ অতিথি ছিলেন সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও মৌচাক ব্রাঞ্চ এর ম্যানেজার জনাব দবির হুসাইন চৌধুরী
✅বক্তব্য রাখেন ‘স্কলার্স আইটি’ ফ্রিল্যান্সার মিট-আপ ২০২৪ প্রোগ্রামের সভাপতি ও ‘স্কলার্স আইটি’ এর ম্যানেজিং ডিরেক্টর রোবায়েত হাসান দুর্জয়।
পুরস্কার গ্রহণের আগে বিজয়ীরা তাদের সফলতার পেছনের গল্প দর্শকদের সামনে তুলে ধরেন। ফ্রিল্যান্সার হিসেবে সব বাধা অতিক্রম করার পেছনের গল্পও বলেছেন তারা। এ সময় তারা ‘স্কলার্স আইটি’র প্রশিক্ষকদের ধন্যবাদ জানান এবং তাদের সঠিক দিকনির্দেশনা সফলতার পেছনে উল্লেখযোগ্য অবদান রেখেছে বলে উল্লেখ করেন।
✅‘স্কলার্স আইটি’-এর চীফ এক্সিকিউটি
অফিসার মোঃ আবু উবায়দা সরকার বলেন🎙️, ‘স্কলার্স আইটি’ প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের তৃণমূল পর্যায়ে আইটি দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে। যা কোম্পানির স্লোগান “দক্ষতার সাথে বেড়ে উঠো”।
✅প্রধান অতিথির বক্তব্যে ‘জনপ্রিয় ইউটিউবার , কন্টেন্ট ক্রিয়েটর ও প্রধান নির্বাহী (মাই টিভি) জনাব তৌহীদ উদ্দিন আফ্রিদি বলেন🎙️, ‘ডিজিটাল বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিকের সমান দায়িত্ব ও কর্তব্য রয়েছে। বর্তমানে ফ্রিল্যান্সাররা ঘরে বসেই বিশ্বের বিভিন্ন প্রান্তের কাজে অগ্রণী ভূমিকা পালন করছেন। দেশে কর্মসংস্থানের অন্যতম ক্ষেত্র হতে পারে ফ্রিল্যান্সিং সেক্টর।
✴️আজকের সফল ফ্রিল্যান্সাররা তার বাস্তব উদাহরণ। মাধ্যমিক স্তর থেকে আইটি দক্ষতা উন্নয়নে অগ্রাধিকার দেওয়া গেলে বাংলাদেশ অনেক দক্ষ ফ্রিল্যান্সার তৈরি করতে সক্ষম হবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক অগ্রগতি অর্জন করতে পারবে। বর্তমান সরকার ফ্রিল্যান্সিং খাতকে অগ্রাধিকার দিচ্ছে। তিনি বলেন, ফ্রিল্যান্সিংয়ের পেছনে দক্ষতা উন্নয়নকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আরও সহজলভ্য করতে হবে।
✅সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও মৌচাক ব্রাঞ্চ এর ম্যানেজার জনাব দবির হুসাইন চৌধুরী ফ্রিল্যান্সারদের পেমেন্ট ও ব্যাংকিং সমস্যার সমাধান এ বিশেষ বক্তব্য রাখেন।
এছাড়া ‘স্কলার্স আইটি’ ফ্রিল্যান্সার মিট-আপ ২০২৪ প্রোগ্রামের সভাপতি ও ‘স্কলার্স আইটি’ এর ম্যানেজিং ডিরেক্টর রোবায়েত হাসান দুর্জয় বলেন🎙️, ডিজিটাল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর। এ কারণে আজ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সুবিধা দেওয়া হচ্ছে। এর ফলে দেশের যেকোনো প্রান্ত থেকে যেকোনো বয়সের প্রশিক্ষণার্থীরা শিখতে পারবে, সবাই তার প্রফেশনাল আইটি ট্রেনিং কোর্সে অংশগ্রহণ করে নিজেদের আর্থ-সামাজিক উন্নয়ন অর্জন করতে পারবে।
✅‘স্কলার্স আইটি’ ফ্রিল্যান্সার মিট-আপ ২০২৪ ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেলেন যারা তারা হলেন- মোঃ সোহেল রানা (ডিজিটাল মার্কেটিং), জীবক বরুয়া (ডিজিটাল মার্কেটিং), ইমরান হুসাইন (ডিজিটাল মার্কেটিং – ইউটিউব মার্কেটিং), মুসাব্বির হক তানু (ডিজিটাল মার্কেটিং), মোঃ মিজানুর রাহমান মিয়া (ডিজিটাল মার্কেটিং)। মাসুম শেখ (ডিজিটাল মার্কেটিং), মোঃ জাহিদুল ইসলাম খান (গ্রাফিক্স ডিজাইনার) সহ আরও ৩৮ জন।
এছাড়াও ‘স্কলার্স আইটি’ এর পক্ষ থেকে উক্ত প্রোগ্রামে কুইজ এর মাধ্যমে ৬ জন পার্টিসিপেন্ট কে ১০০% শতভাগ স্কলারশিপ ও ৯ জন কে ৮০% স্কলারশিপ প্রদান করা হয় ।