Apogee Private Academy

Apogee Private Academy "কোর্স করতেই হবে এমনটা নয় কিন্তু প্রতিযোগিতামূলক পৃথিবীতে টিকে থাকতে হলে দক্ষতা অর্জন করতেই হবে"

এস.এস.সি. ২০২৫রসায়ন প্রস্তুতিচতুর্থ অধ্যায়: পর্যায় সারণি১. সর্বমোট আবিষ্কৃত মৌলের মধ্যে IUPAC স্বীকৃত মৌল কতটি?ক. 84টি খ...
26/10/2024

এস.এস.সি. ২০২৫
রসায়ন প্রস্তুতি
চতুর্থ অধ্যায়: পর্যায় সারণি
১. সর্বমোট আবিষ্কৃত মৌলের মধ্যে IUPAC স্বীকৃত মৌল কতটি?
ক. 84টি
খ. 90টি
গ. 109টি
ঘ. 114টি
২. রুশ বিজ্ঞানী ম্যান্ডেলিফ সর্বপ্রথম কতটি মৌল নিয়ে আধুনিক পর্যায় সারণি প্রবর্তন করেন?
ক. 67
খ. 30
গ. 25
ঘ. 14
৩. Cd (48) পর্যায় সারণির কোন গ্রুপের মৌল?
ক. 2
খ. 12
গ. 14
ঘ. 4
৪. ৬ষ্ঠ পর্যায়ে কতটি মৌল আছে?
ক. 8টি
খ. 18টি
গ. 32টি
ঘ. 48টি
৫. পর্যায় সারণির ৬ষ্ঠ পর্যায়ের সর্ব বাঁয়ের মৌলটি—
i. অধাতু
ii. ক্ষার ধাতু
iii. 3.34 পারমাণবিক ব্যাসার্ধবিশিষ্ট
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৬. কোনটি অভিজাত ধাতু?
ক. সোনা
খ. লোহা
গ. তামা
ঘ. সিসা
৭. K এর পারমাণবিক ভর কত?
ক. 38
খ. 40
গ. 39.1
ঘ. 39.5
৮. পারমাণবিক সংখ্যা আবিষ্কার হয় কত সালে?
ক. 1613
খ. 1887
গ. 1913
ঘ. 1916

এস.এস.সি. ২০২৫ রসায়ন প্রস্তুতিতৃতীয় অধ্যায়: পদার্থের গঠন১. পরমাণুর n শক্তিস্তরে ইলেকট্রন ধারণক্ষমতা কত?ক. 2 খ. 8গ. 18ঘ. ...
23/10/2024

এস.এস.সি. ২০২৫
রসায়ন প্রস্তুতি
তৃতীয় অধ্যায়: পদার্থের গঠন
১. পরমাণুর n শক্তিস্তরে ইলেকট্রন ধারণক্ষমতা কত?
ক. 2
খ. 8
গ. 18
ঘ. 3n2
২. প্রতিটি অরবিটালে ইলেকট্রনের সংখ্যা কত?
ক. (2l+1)
খ. (2l–1)
গ. 2(2l+1)
ঘ. 2l
৩. রাদারফোর্ডের পরমাণু মডেল আবিষ্কৃত হয় কোন সালে?
ক. 1811
খ. 1813
গ. 1911
ঘ. 1913
৪. কোনটির বর্ণালী বোর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারে?
ক. Na
খ. He
গ. Be
ঘ. H
৫. বোর পরমাণু মডেল অনুসারে কোন শক্তিস্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান কোনটি?
ক. mvr=n.h
খ. π​​​​h 2h
গ. nh 3π​​
ঘ. nh 2h
৬. হাইড্রোজেনের কয়টি আইসোটোপ প্রকৃতিতে পাওয়া যায়?
ক. ১টি
খ. ২টি
গ. ৩টি
ঘ. ৭টি
৭. Cu–এর পারমাণবিক ভর কত?
ক. 15.5
খ. 16
গ. 65.4
ঘ. 63.5
৮. নাইট্রিক অ্যাসিডের আপেক্ষিক আণবিক ভর কত?
ক. 44
খ. 52
গ. 63
ঘ. 68
৯. নিচের যে মৌলগুলোর ইলেকট্রন বিন্যাসে সাধারণ নিয়মের ব্যতিক্রম দেখা যায়—
i.Cu
ii. Al
iii. Cr
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
১০. অরবিটালের শক্তি ক্রমের ক্ষেত্রে—
i. 2s

এস.এস.সি. ২০২৫ রসায়ন প্রস্তুতি২য় অধ্যায়ঃ পদার্থের অবস্থা১. নিচের কোনটি ভৌত পরিবর্তন?ক. মোম জ্বালানোখ. চিনি ও পানির দ্রবণ...
22/10/2024

এস.এস.সি. ২০২৫
রসায়ন প্রস্তুতি
২য় অধ্যায়ঃ পদার্থের অবস্থা
১. নিচের কোনটি ভৌত পরিবর্তন?
ক. মোম জ্বালানো
খ. চিনি ও পানির দ্রবণ
গ. পানির তড়িৎ বিশ্লেষণ
ঘ. লোহায় মরিচা পড়া
২. মোমের দহনের ফলে কোনটি উৎপনড়ব হয়?
ক. CO2
খ. H2O
গ. CO2(g) I H2O(g)
ঘ. CO2(g) I H2O(l)
৩. মোমবাতির দহনের সময় মোম কোনটির সাথে বিক্রিয়া করে?
ক. CO2
খ. O2
গ. H2O
ঘ. Fe3O4
৪. কোন অবস্থায় পদার্থের কণাগুলো বেশি গতিশীল?
ক. প্লাজমা
খ. গ্যাসীয়
গ. তরল
ঘ. কঠিন
৫. মরিচার সংকেত কোনটি?
ক. FeO.3H2O
খ. F2O3.H2O
গ. Fe2O3.nH2O
ঘ. Fe2O3.2H2O
৬. 1 atm চাপে যে তাপমাত্রায় কোনো তরল গ্যাসীয় অবস্থা প্রাপ্ত হয় তাকে কী বলে?
ক. গলনাঙ্ক
খ. হিমাঙ্ক
গ. স্ফুটনাঙ্ক
ঘ. আপেক্ষিক তাপ
৭. বরফের গলনাঙ্ক কত?
ক. 100°C
খ. 0°C
গ. 4°C
ঘ. 06°C
৮. লোহার গলনাঙ্ক কত?
ক. 1063°C
খ. 3600°C
গ. 801°C
ঘ. 1540°C
৯. পানির হিমাঙ্ক কত?
ক. 100°C
খ. 0°C
গ. 273°C
ঘ. 801°C
১০. বাইরের চাপের ওপর নির্ভর করে কোনটি?
ক. গলনাঙ্ক
খ. স্ফুটনাঙ্ক
গ. হিমাঙ্ক
ঘ. আপেক্ষিক তাপ

এস.এস.সি. ২০২৫ রসায়ন প্রস্তুতি১ম অধ্যায়ঃ রসায়নের ধারণা১. কোনটি দাহ্য পদার্থ?(ক) টিএনটি (খ) নাইট্রাস অক্সাইড  (গ) বেনজিন ...
21/10/2024

এস.এস.সি. ২০২৫
রসায়ন প্রস্তুতি
১ম অধ্যায়ঃ রসায়নের ধারণা
১. কোনটি দাহ্য পদার্থ?
(ক) টিএনটি
(খ) নাইট্রাস অক্সাইড
(গ) বেনজিন
(ঘ) ইথার
২. আধুনিক রসায়নের জনক বলা হয় কোন বিজ্ঞানীকে?
(ক) জন ডাল্টন
(খ) রবার্ট বয়েল
(গ) অ্যান্টনি ল্যাভয়সিয়ে
(ঘ) নীলস্ বোর
৩. কাঁচা আমে থাকে-
(ক) অক্সালিক এসিড
(খ) ফরমিক এসিড
(গ) সাক্সিনিক এসিড
(ঘ) এসিটিক এসিড
৪. নিচের সাংকেতিক চিহ্নটি কী প্রকাশ করে?
(ক) বিষাক্ত পদার্থ
(খ) দাহ্য পদার্থ
(গ) উত্তেজক পদার্থ
(ঘ) তেজষ্ক্রিয় পদার্থ
৫. নিচের কোনটি বিস্ফোরক দ্রব্য?
(ক) জৈব পারঅক্সাইড
(খ) অ্যালকোহল
(গ) পেট্রোলিয়াম
(ঘ) ক্লোরিন গ্যাস
৬. কীসের মাধ্যমে পরমাণুর গঠন ব্যাখ্যা করা যায়?
(ক) এক্স-রে
(খ) রাদারফোর্ড মডেল
(গ) কোয়ান্টাম বলবিদ্যা
(ঘ) UV স্পেকট্রোস্কোপি
৭. অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়ার ষষ্ঠ ধাপ কোনটি?
(ক) কাজের পরিকল্পনা প্রণয়ন
(খ) ফলাফল সম্পর্কে আগাম ধারণা
(গ) পরীক্ষণ ও তথ্য উপাত্ত সংগ্রহ
(ঘ) তথ্য উপাত্তের সংঘটন ও বিশ্লেষণ
৮. নিচের কোন হ্যালোজেনটি ত্বকে লাগলে ক্ষত হতে পারে?
(ক) ফ্লোরিন
(খ) ক্লোরিন
(গ) ব্রোমিন
(ঘ) আয়োডিন
৯. ট্রিফয়েল চিহ্নটি প্রথম কোন দেশে ব্যবহৃত হয়?
(ক) ইংল্যান্ড
(খ) আমেরিকা
(গ) চীন
(ঘ) রাশিয়া
১০. বিস্ফোরক পদার্থ কোনটি?
(ক) জৈব পারঅক্সাইড
(খ) অ্যারোসোল
(গ) পেট্রোলিয়াম
(ঘ) ক্লোরিন গ্যাস
১১. নিচের কোন গ্যাস শ্বাসকষ্টের জন্য দায়ী?
(ক) N2
(খ) H2
(গ) Cl2
(ঘ) CO2
১২. কোনটি উত্তেজক পদার্থ?
(ক) বেনজিন
(খ) ক্লোরোবেনজিন
(গ) নাইট্রাস অক্সাইড
(ঘ) ইথার
উত্তর কমেন্ট বক্সে

দুধ খারাপ হলে দই হয়ে যায়। দই দুধের চেয়ে দামি। যদি এটা আরো খারাপ হয়, এটা পনির হয়ে যায়। দই এবং দুধের চেয়ে পনিরের মূ...
03/06/2024

দুধ খারাপ হলে দই হয়ে যায়। দই দুধের চেয়ে দামি। যদি এটা আরো খারাপ হয়, এটা পনির হয়ে যায়। দই এবং দুধের চেয়ে পনিরের মূল্য অনেক বেশি।
আর আঙুরের রস টক হলে তা ওয়াইনে রূপান্তরিত হয়, যা আঙ্গুর রসের চেয়েও দামী। তুমি খারাপ না কারণ তুমি ভুল করেছ। ভুল হল সেই অভিজ্ঞতা যা আপনাকে একজন ব্যক্তি হিসেবে আরো মূল্যবান করে তোলে।
ক্রিস্টোফার কলম্বাস একটি নেভিগেশন ভুল করেছেন যা তাকে আমেরিকা আবিষ্কার করতে বাধ্য করেছে। আলেকজান্ডার ফ্লেমিং এর ভুল তাকে পেনিসিলিন আবিষ্কার করতে বাধ্য করেছে।টমাস আলভা এডিসন কে জিজ্ঞেস করা হয়েছিলো, আপনি জীবনে ভুল করেছেন? তিনি বলছিলেন, 'অসংখ্যবার!' তা শুনে প্রশ্নকর্তা বলেছিলেন, 'তাহলে তো আপনার মাথায় বুদ্ধি কম?' উত্তরে এডিসন যে উত্তর করেছিলেন তা এমন, 'মাথায় বুদ্ধি কম ছিলো কিন্তু অসংখ্যবার ভুল করার কারণে তা বেড়ে অসংখ্য গুণ হয়ে গিয়েছে!'
ব্যাপারটা এমন, প্রতিবার ভুলের পর এডিসন নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করতেন । এভাবে সৃষ্ট সফল আবিষ্কারের মধ্য দিয়ে পৃথিবী অনেক এগিয়ে গেছে।
কানাডিয়ান বিখ্যাত লেখক রবিন শর্মা বলেছিলেন, 'ভুল বলে কিছু নেই সবই নতুন শিক্ষা।'
বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন, 'কেউ যদি বলে সে কখনো ভুল করেনি, তার মানে সে কখনো চেষ্টাই করেনি।'
'How to change a life' বইটি একবার দ্বিতীয় সংস্করণে নামের ভুলে 'How to change a wife' হয়ে বের হয়েছিলো, তারপর তা বেস্ট সেলার !
কথায় আছে, মাঝে মাঝে ভুল বলো নাহলে তুমি বুঝতে পারবে না লোকে তোমার কথা শুনছে কি না !
মাঝে মাঝে ভুল লিখো তাহলে যে তোমাকে জিন্দেগীতে কমেন্ট করবে না বলে পণ করেছে সে ও কমেন্ট করবে।
বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বলেছিলেন, 'উন্নয়ন হলো চেষ্টা এবং ভুলের একটি সমন্বিত পক্রিয়া।'
বিজনেস গুরু রিচার্ড ব্রানসনের মতে, 'নিয়ম মেনে কেউ হাঁটা শিখতে পারে না বরং চেষ্টা এবং বার বার ভুল পদক্ষেপের মধ্য দিয়ে হাঁটা শিখতে হয়।'
কলিন পাওয়েলের মতে, 'যোগ্য নেতা জন্ম নেয় না তৈরী হয় চেষ্টা, ভুল এবং অভিজ্ঞতার মধ্য দিয়ে।'
অন্যতম সেরা ক্রীড়াবিদ মাইকেল জর্ডান বলেছিলেন, 'আমি অসংখ্যবার ভুল করেছি এবং ফেইল করেছি বলে আমি আজ সফল।'
হেনরি ফোর্ড বলেছিলেন, 'ভুল হলো একমাত্র সুযোগ যার মাধ্যমে নতুন করে শুরু করার আরো সুযোগ পাবেন।'
এক প্রেমিকের ভাষ্য, 'ভুল মানুষের প্রেমে পড়া মানে আরেকটি শুদ্ধ মানুষের প্রেমে পড়ার অন্যতম সুযোগ।'
কথায় আছে, সত্যিকার মানুষ কখনো নির্ভুল হতে পারে না!
যদি সবকিছু নির্ভুল থাকে তাহলে তুমি কখনো কিছু শিখতে পারবে না!
পেন্সিল মানসিকতা হওয়ার চেষ্টা করো, যাতে ভুল হলে পিছন দিয়ে ঘষে মুছে নতুন করে চেষ্টা করার সুযোগ থাকবে! মুছা না গেলে চিত্র হয় না!
কলম মানসিকতার মানুষগুলো নিজেকে নির্ভুল ভাবে ! তাই কলম দিয়ে সুন্দর চিত্র হয় না!
তাই আসুন আমরা ভুল কে ভুলে গিয়ে আবার নতুনভাবে চেষ্টা করে ফুলের মত জীবন গড়ি।
#সংগৃহীত

12/04/2024

চাওয়া বেশি হলে তুমি ঠকবে,
কোন জিনিস ই আটকে থাকে না
জীবন তার মত করে চলবেই!

12/04/2024

থ্রি ইডিয়টসের চেয়ে ছিচোড়ে মুভিটা আমার কাছে বেশি প্রিয়।কারণ, থ্রি ইডিয়টস আপনাকে বলবে, তুমিও জিতবে।বাট ছিচোড়ে মুভিটা আপনাকে বলবে, তুমি হারবে, তারপরেও তুমি বেঁচে থাকবে।
"জীবনের কাছে হেরে গেলাম" লিখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সোহাগ ছেলেটা মরে গেল। হয়তো তাকে কেউ কখনও বলেনি, জিতে যাওয়া মানেই জীবন না, হেরে যাওয়ার মধ্যেও থাকে বেঁচে থাকার আনন্দ।
শিব খেরা, ডেল কার্নেগি থেকে আমাদের বাবা মা, বারবার আমাদের একটা কথাই বলে, তুমিও জিতবে। শক্ত হও। উঠে দাঁড়াও। দৌড়াও। জিততে তোমাকে হবেই।
কিন্তু কেউ কখনও বলে না, তুমিও হারবে। তুমিও তো রক্ত মাংসেরই মানুষ, তোমারও ক্লান্ত লাগবে। একটু বসো। সবসময়ই উঠে দাঁড়ানোর দরকার নাই। সবসময়ই দৌড়ানোর দরকার নাই।একটু বিশ্রাম করো। অনেকক্ষণ তো শক্ত থেকেছো, এবার একটু নরম হও।কেউ বলে না।
বলে না বলেই, সোহাগের মতো ছেলেমেয়েগুলো ঝুলে পড়ে। কেউ রিলেশনশিপের জন্য, কেউ টাকার জন্য, কেউ ক্যারিয়ারের জন্য, কেউ রেজাল্ট বা সিজির জন্য, কেউ বা একটুখানি ভালোবাসার জন্য।
হেলাল হাফিজ এক বুক কষ্ট নিয়ে লিখেছিলেন,
কেউ বলেনি,
ক্লান্ত পথিক,
দুপুর রোদে গাছের নিচে একটু বসে জিরিয়ে নিও...
ওদিকে হুমায়ূন আজাদ লিখেছিলেন আরো ভয়ঙ্কর কথা।
আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্যে মারা যাবো
খুব ছোট একটি স্বপ্নের জন্যে
খুব ছোট দুঃখের জন্যে
আমি হয়তো মারা যাবো কারো ঘুমের ভেতরে
একটি ছোট দীর্ঘশ্বাসের জন্যে
একফোঁটা সৌন্দর্যের জন্যে।
মা বাবা, শিক্ষক, গার্জিয়ান, বন্ধু, সমাজ, পৃথিবী, আপনাদের সবার কাছে আমার একটাই অনুরোধ,জিতে যাওয়ার মোটিভেশন দেন, সমস্যা নাই।কিন্তু হেরে যাওয়াদের কথাও একটু বলেন। পৃথিবীতে সবাই জিততে আসে নাই। সবার জেতার দরকারও নাই। কিন্তু এই পৃথিবীতে সবাই বাঁচতে আসছে।
এই পৃথিবীর প্রতিটা মানুষ ছোট্ট একটা স্বপ্ন ডিজার্ভ করে, একটুখানি সিমপ্যাথি ডিজার্ভ করে, এক ফোঁটা রোদ্র ডিজার্ভ করে, ছোট্ট একটা ঘাসফুল ডিজার্ভ করে।
এই পৃথিবীর আলো বাতাস, জল বা জোছনায় সবার সমান অধিকার আছে। জিতে যাওয়া মানুষটার যেমন দোয়েলের শিষ শোনার অধিকার আছে, হেরে যাওয়া মানুষটারও তেমন এক ফোঁটা বৃষ্টির পানি পাওয়ার অধিকার আছে।
জয়ের মালা বিজয়ীরই থাকুক, ওটার ভাগ কেউ চায় নাই। তাই বলে হেরে যাওয়া মানুষের উপর থেকে এক টুকরো মেঘের ছায়া কেড়ে নেওয়ার অধিকার কারো নাই।
কারো না।

S.S.C. Preparation Batch 2024. Admission going on.
23/10/2023

S.S.C. Preparation Batch 2024. Admission going on.

Address

Principal Market, Ramdubi Road, Raniganj, Sadar
Dinajpur
5200

Telephone

+8801601557311

Website

Alerts

Be the first to know and let us send you an email when Apogee Private Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share