মাদারগন্জ,ঠাকুরগাঁও ।

  • Home
  • মাদারগন্জ,ঠাকুরগাঁও ।

মাদারগন্জ,ঠাকুরগাঁও । দিন বদলের চেষ্টায়

12/07/2025
11/07/2025

রেজাল্ট ভালো হয়নি? মন খারাপ করোনা। এই দেশে এখনো প্রায় ৩৫ লক্ষ বেকার গ্রেজুয়েট আছে,
যাদের রেজাল্ট এসএসসিতে গোল্ডেন এ প্লাস ছিল।

স্বামীর ‘কসম’ রাখতে ৬০ বছর ভাত খাননি জাহানারা বেগমস্বামীর দেওয়া ‘কসম’ রাখতে প্রায় ৬০ বছর ধরে ভাত খান না ৭৫ বছরের বৃদ্ধা ...
25/06/2025

স্বামীর ‘কসম’ রাখতে ৬০ বছর ভাত খাননি জাহানারা বেগম

স্বামীর দেওয়া ‘কসম’ রাখতে প্রায় ৬০ বছর ধরে ভাত খান না ৭৫ বছরের বৃদ্ধা জাহানারা বেগম। ভাতের পরিবর্তে রুটি, বিস্কুটসহ অন্যান্য খাবার খেয়ে দিন যাপন করছেন তিনি।

দুই সন্তানের মা জাহানারা বেগম ঠাকুরগাঁও সদর উপজেলা গোবিন্দ নগর মুন্সিরহাট এলাকার হাফিজুর রহমানের স্ত্রী।

এলাকাবাসী ও পরিবার বলছে, মাত্র ১১ বছর বয়সে জাহানারা বেগমের বিয়ে হয়। বিয়ের বছরখানেকের মধ্যেই জন্ম নেয় প্রথম সন্তান। দুই বছর পর আরও একজন। দুই সন্তান নিয়ে বেশ সুখে চলছিল তাদের দাম্পত্য জীবন। হঠাৎ একদিন পারিবারিক কলহ বাঁধে এই দম্পতির। কলহের একপর্যায়ের স্বামী হাফিজুর রহমান রাগান্বিত হয়ে তাকে বলেন, ‘তুই যদি আমার বাড়ির ভাত খাস, তাহলে তোর দুই সন্তানের মাথা খাবি’।

পরবর্তীতে বিবাদ মিটে গেলেও সেদিনের পর থেকে জাহানারা বেগম আর কখনো ভাত মুখে তোলেননি। ৬ বছর আগে স্বামী হাফিজুর রহমান বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। তবে স্বামীর প্রতি তার কোন ক্ষোভ নেই, নেই অভিমান।

আগামী ২৫ জুন বুধবার সকাল ৭: ৩০ মিনিট থেকে জেলা শহরের আর্টগ্যালারি থেকে লাহিড়ী এবং নেকমরদ রুটে গেটলক মিনিবাস সার্ভিস চালু...
24/06/2025

আগামী ২৫ জুন বুধবার সকাল ৭: ৩০ মিনিট থেকে জেলা শহরের আর্টগ্যালারি থেকে লাহিড়ী এবং নেকমরদ রুটে গেটলক মিনিবাস সার্ভিস চালু হতে যাচ্ছে।
এদিন থেকে লাহিড়ী ও নেকমরদ রুটে ৪টি গাড়ি চলাচল শুরু করবে। যাত্রী বেড়ে গেলে ৩০ মিনিট পরপর বাস সার্ভিস চালুর সম্ভাবনা আছে। নিরাপদ চলাচলে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল।

#ঠাকুরগাঁও #বালিয়াডাঙ্গী

ঠাকুরগাঁওয়ে সড়কে প্রাণ গেল বাবা-মেয়ের ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে খলিসাকুড়ি পোস্ট অফিস ভিআইপি বাস ও সিএনজি স-ংঘ-র্ষে আশরাফু...
24/06/2025

ঠাকুরগাঁওয়ে সড়কে প্রাণ গেল বাবা-মেয়ের

ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে খলিসাকুড়ি পোস্ট অফিস ভিআইপি বাস ও সিএনজি স-ংঘ-র্ষে আশরাফুল ইসলাম (৫০) ও রাবিয়াতুল আক্তার (১৫) নামে বাবা-মেয়ের মৃ-ত্যু হয়েছে।

24/06/2025

ভূল্লীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ের মৃত্যু 💔

আজ সকাল ৮টার দিকে ঠাকুরগাঁওয়ের ভূল্লী ইউনিয়নের খোশবাজার এলাকায় একটি বেদনাদায়ক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মোঃ আসরাফুল নামের এক বাবা ও তার ছোট্ট মেয়ে।

জানা যায়, মেয়ে পরীক্ষায় অংশ নিতে বোদা যাচ্ছিল। বাবাও সঙ্গে ছিলেন।
পথে খোশবাজার এলাকায় পৌঁছালে একটি ভিআইপি মাইক্রোবাস পেছন দিক থেকে সজোরে সিএনজি অটোরিকশাটিকে ধাক্কা দেয়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই মোঃ আসরাফুল ও তার মেয়ে মৃত্যুবরণ করেন।
মেয়ের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আল্লাহ্‌ তাদের উভয়কে জান্নাতবাসী করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের শক্তি দিন। 🤲

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

ঠাকুরগাঁও শিবগঞ্জ মরিচপাড়া নিবাসী ফজিলের স্ত্রী (৬০) ১০ দিন ধরে নিখোঁজ ছিল বাড়ির পাশে একটি পুকুরে অধ্যাগুলিত লাশ উদ্ধা...
23/06/2025

ঠাকুরগাঁও শিবগঞ্জ মরিচপাড়া নিবাসী ফজিলের স্ত্রী (৬০) ১০ দিন ধরে নিখোঁজ ছিল বাড়ির পাশে একটি পুকুরে অধ্যাগুলিত লাশ উদ্ধার।

ঠাকুরগাঁও সদরের কালিতলা মানবকল্যাণের সামনে বি-জ-লি পড়ে গৃহপালিত পশুর মৃ-ত্যু হয়েছে
22/06/2025

ঠাকুরগাঁও সদরের কালিতলা মানবকল্যাণের সামনে বি-জ-লি পড়ে গৃহপালিত পশুর মৃ-ত্যু হয়েছে

"আমাদের গ্রাম"লেখক: বন্দে আলী মিঞা আমাদের ছোটো গাঁয়ে ছোটো ছোটো ঘর,থাকি সেথা সবে মিলে নাহি কেহ পর।পাড়ার সকল ছেলে মোরা ভা...
17/06/2025

"আমাদের গ্রাম"
লেখক: বন্দে আলী মিঞা

আমাদের ছোটো গাঁয়ে ছোটো ছোটো ঘর,
থাকি সেথা সবে মিলে নাহি কেহ পর।
পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই,
একসাথে খেলি আর পাঠশালে যাই।
হিংসা ও মারামারি কভু নাহি করি,
পিতা-মাতা গুরুজনে সদা মোরা ডরি।

আমাদের ছোটো গ্রাম মায়ের সমান,
আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ।
মাঠভরা ধান আর জলভরা দিঘি,
চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি।
আমগাছ জামগাছ বাঁশঝাড় যেন,
মিলে মিশে আছে ওরা আত্মীয় হেন।
সকালে সোনার রবি পূব দিকে ওঠে
পাখি ডাকে, বায়ু বয়, নানা ফুল ফোটে।
(সংগ্রহকৃত)।

হারানো বিজ্ঞপ্তি আব্দুল্লাহ হামজা বয়স ( ১১) পিতা মোঃ আলতাফুর,মাতা-লিমা আক্তার, গ্রাম ফুটকিবাড়ী, শিবগঞ্জ ঠাকুরগাঁও সদর।...
17/06/2025

হারানো বিজ্ঞপ্তি
আব্দুল্লাহ হামজা বয়স ( ১১) পিতা মোঃ আলতাফুর,মাতা-লিমা আক্তার, গ্রাম ফুটকিবাড়ী, শিবগঞ্জ ঠাকুরগাঁও সদর। গতকাল সকাল ১১ টা থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না সে রায়পুর বাকশিরি দারুল নাজাত
কওমি মাদ্রাসার ছাত্র, যদি কোন সহৃদয়বান ব্যক্তি ছেলেটির সন্ধান পেয়ে থাকেন অনুগ্রহপূর্বক এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।
মোবাইল নাম্বার-
০১৭৫০৫১৩৬৮৭
০১৭৪১১০১৮৭৫

09/06/2025

এখন স্টেডিয়ামের ফিল নিন মাদারগঞ্জ বাজারেই, মাদারগঞ্জ যুবসমাজ এর উদ্যোগে "বাংলাদেশ বনাম সিঙ্গাপুর (Bangladesh Vs Singapore)" এর খেলাটি প্রজেক্টের এর মাধ্যমে বড় পর্দায় দেখানোর ব্যবস্থা করা হয়েছে। আপনারা সকলে আমন্ত্রিত। ১০ জুন সন্ধ্যা ৭ টা

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when মাদারগন্জ,ঠাকুরগাঁও । posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share