27/06/2025
অবশেষে বাংলাদেশের পার্বত্য অঞ্চলের বিলুপ্ত প্রায় চিতাবাঘ (Leopard)অস্তিত্ব এখন প্রমান সহ।
ছবিটি পার্বত্য চট্টগ্রাম থেকে
Creative Conservation আল্লিয়াঞ্চে
জনসাধারনের জন্য জানিয়ে দিচ্ছি যে
চিতা/লিওপার্ড/জাগুয়ার ৩টা ভিন্ন প্রজাতির বড় বিড়াল।
*এদের মধ্যে জাগুয়ার দক্ষিন আমেরিকা মহাদেশে পাওয়া যায়।
*চিতা এশিয়া ও আফ্রিকামহাদেশে পাওয়া যায়।(এশিয়ান চিতা এখন ভারত, পাকিস্থান,আফগানিস্তান,ইরাক,সিরিয়া,সৌদি থেকে সম্পূর্ন বিলুপ্ত তাই এখন ২০+ শুধুমাত্র ইরানের মরুভূমিতে বেচে আছে এবং এরা আফ্রিকান চিতার থেকেও দ্রুত দৌড়াতে সক্ষম।)
*চিতাবাঘ/লিওপার্ড।
অনেকেই নামে গুলিয়ে ফেলে।
মূলত বাংলাদেশে কখন চিতার অস্ত্বিত্ব না থাকায় এই দেশের সাংস্কৃতিতে শতবছর ধরে লিওপার্ড কে চিতাবাঘ বলে ডাকা হয়।
চিতাবাঘ দক্ষিন আফ্রিকা হতে সম্পূর্ন এশিয়া জুড়ে পাওয়া যায়।