মহিষকোঠা পাঁচবাড়ি তরুন ক্লাব

মহিষকোঠা পাঁচবাড়ি তরুন ক্লাব MPTC Media Officials

আলহামদুলিল্লাহ!মহিষকোঠা এতিমখানা হাফিজিয়া লিল্লাহ্ বোর্ডিং মাদ্রাসা ও মসজিদের ছাদ ঢালাই কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে।সকল ...
30/06/2025

আলহামদুলিল্লাহ!
মহিষকোঠা এতিমখানা হাফিজিয়া লিল্লাহ্ বোর্ডিং মাদ্রাসা ও মসজিদের ছাদ ঢালাই কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে।
সকল সাহায্যকারী, শুভানুধ্যায়ী ও দানশীল ব্যক্তিদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা।
আপনাদের দোয়া ও সহায়তা কামনা করছি, যেন এ প্রতিষ্ঠান আরও বহুদিন দ্বীন ও মানবতার খেদমতে নিয়োজিত থাকতে পারে।

পড়ন্ত বিকেলে গ্রামের সৌন্দর্য।
30/06/2025

পড়ন্ত বিকেলে গ্রামের সৌন্দর্য।

অবশেষে বাংলাদেশের পার্বত্য অঞ্চলের বিলুপ্ত প্রায় চিতাবাঘ (Leopard)অস্তিত্ব এখন প্রমান সহ। ছবিটি পার্বত্য চট্টগ্রাম থেকেC...
27/06/2025

অবশেষে বাংলাদেশের পার্বত্য অঞ্চলের বিলুপ্ত প্রায় চিতাবাঘ (Leopard)অস্তিত্ব এখন প্রমান সহ।
ছবিটি পার্বত্য চট্টগ্রাম থেকে
Creative Conservation আল্লিয়াঞ্চে

জনসাধারনের জন্য জানিয়ে দিচ্ছি যে
চিতা/লিওপার্ড/জাগুয়ার ৩টা ভিন্ন প্রজাতির বড় বিড়াল।
*এদের মধ্যে জাগুয়ার দক্ষিন আমেরিকা মহাদেশে পাওয়া যায়।
*চিতা এশিয়া ও আফ্রিকামহাদেশে পাওয়া যায়।(এশিয়ান চিতা এখন ভারত, পাকিস্থান,আফগানিস্তান,ইরাক,সিরিয়া,সৌদি থেকে সম্পূর্ন বিলুপ্ত তাই এখন ২০+ শুধুমাত্র ইরানের মরুভূমিতে বেচে আছে এবং এরা আফ্রিকান চিতার থেকেও দ্রুত দৌড়াতে সক্ষম।)
*চিতাবাঘ/লিওপার্ড।
অনেকেই নামে গুলিয়ে ফেলে।
মূলত বাংলাদেশে কখন চিতার অস্ত্বিত্ব না থাকায় এই দেশের সাংস্কৃতিতে শতবছর ধরে লিওপার্ড কে চিতাবাঘ বলে ডাকা হয়।
চিতাবাঘ দক্ষিন আফ্রিকা হতে সম্পূর্ন এশিয়া জুড়ে পাওয়া যায়।

আহলান সাহলান! মাহে মুহাররাম-১৪৪৭হিজরী।সবাইকে হিজরী নববর্ষ-১৪৪৭ এর শুভেচ্ছা। ১লা মুহাররাম, মুসলমানদের নিজস্ব  আরবী বছরের ...
27/06/2025

আহলান সাহলান! মাহে মুহাররাম-১৪৪৭হিজরী।
সবাইকে হিজরী নববর্ষ-১৪৪৭ এর শুভেচ্ছা। ১লা মুহাররাম, মুসলমানদের নিজস্ব আরবী বছরের ১ম দিন, হিজরী নববর্ষ-১৪৪৭।

এসএসসি পাসের পর স্বপ্ন যাদের সরকারি  পলিটেকনিকে পড়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হওয়া, তাদের জন্য আগামী শিক্ষাবর্ষ থেকে ভর্তি পরী...
26/06/2025

এসএসসি পাসের পর স্বপ্ন যাদের সরকারি পলিটেকনিকে পড়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হওয়া, তাদের জন্য আগামী শিক্ষাবর্ষ থেকে ভর্তি পরীক্ষায় অংশ নিতে হবে। মোট ১০০ নম্বরের মাধ্যমে প্রার্থী যাচাই হবে, ৭০ মার্ক MCQ পরীক্ষার মাধ্যমে আর ৩০ মার্ক এসএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ থেকে যোগ হবে।

★৭০ মার্ক MCQ পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন:-
১) বাংলা-১০
২) English-১০
৩) ফিজিক্স-১০
৪) কেমিস্ট্রি-১০
৫) ম্যাথমেটিক্স-২০
৬) বুদ্ধিমত্তা ভিত্তিক প্রশ্ন- ১০

সুনামধন্য পলিটেকনিক ও যুগোপযোগী ডিমান্ডডেবল ডিপার্টমেন্টে সুযোগ পেতে চাইলে, অবশ্যই ভর্তি পরীক্ষায় ভালো করতে হবে। তাই শুরু হোক এখন থেকেই প্রস্তুতি।

তথ্যসূত্র: www.bteb.gov.bd

25/06/2025

মহিষকোঠা পাচবাড়ী তরুণ ক্লাবের পক্ষ হতে সকল এইচএসসি পরির্ক্ষাথীদের জন্য অগ্রীম শুভকামনা রইলো

এনসিপির ৬ষ্ঠ সাধারণ সভায় গঠনতন্ত্র-বিষয়ক গৃহীত সিদ্ধান্তসমূহ:
21/06/2025

এনসিপির ৬ষ্ঠ সাধারণ সভায় গঠনতন্ত্র-বিষয়ক গৃহীত সিদ্ধান্তসমূহ:

অবশেষে তোমরা চ্যাম্পিয়ন।অভিনন্দন
14/06/2025

অবশেষে তোমরা চ্যাম্পিয়ন।অভিনন্দন

হয়তোবা আমাদের ভাগ্য খারাপ।তবে তোমরা অনেক ভালো খেলছো🥰বাংলাদেশ ফুটবলকে আরো অনেক দূরে এগিয়ে নিয়ে যাও।BANGLADESH (1)-SINGAPO...
10/06/2025

হয়তোবা আমাদের ভাগ্য খারাপ।তবে তোমরা অনেক ভালো খেলছো🥰বাংলাদেশ ফুটবলকে আরো অনেক দূরে এগিয়ে নিয়ে যাও।
BANGLADESH (1)-SINGAPORE (2)

Address

Dinajpur

Alerts

Be the first to know and let us send you an email when মহিষকোঠা পাঁচবাড়ি তরুন ক্লাব posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মহিষকোঠা পাঁচবাড়ি তরুন ক্লাব:

Share

Category