21/07/2025
আলহামদুলিল্লাহ
মানবতার ডাকে সাড়া দিয়ে
প্রিয় ভাই মোঃ জুয়েল রানা তাহার মহামূল্যবান O+ লাল ভালোবাসা ১৬ তম বার দান সম্পূর্ণ করলো।
রক্ত দিন জীবন বাঁচান🩸
তুচ্ছ নয় রক্ত দান বাঁচতে পারে একটি প্রাণ ..🩸
রক্ত দান করে জীবন দান করা যায় না🩸
শুধুমাত্র মুমূর্ষুকে আন্তরিকভাবে সহমর্মিতা দান করা যায়,
কারণ জন্ম মৃত্যু আল্লাহর হাতে।
#রক্তদান হোক🩸
আপনার জীবনের শ্রেষ্ঠ উপহার💝
সবাই দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা যেন এভাবে আরো মানবতার খেদমত করার তাওফিক দান করুন।
বিঃদ্রঃ নিয়মিত ৪ মাস পর পর রক্ত দান করুন সুস্থ থাকুন,
অন্যের জীবন বাঁচান!