Moury's vlog

Moury's vlog cooking & personal vlog

বছরের প্রথম কাঠাল❤️ 'svlog
16/05/2025

বছরের প্রথম কাঠাল❤️

'svlog

15/05/2025

বিবাহিত পূরুষের কিসের Lifestyle ভাই,,
জীবন যৌবন পুরোটাই wifestyle.

আমার যে পরিমান টাকা আছে তার জন্য এই ব্যাগই যথেষ্ট 😏     'svlog    # lifeexperience
14/05/2025

আমার যে পরিমান টাকা আছে তার জন্য এই ব্যাগই যথেষ্ট 😏

'svlog # lifeexperience

অনেক বিবাহিত পুরুষই জানে না, নারীরা কথা বলতে চায় মানসিক চাপ কমানোর জন্য। পুরুষরা ভাবে, নারী কথা বেশি বলে। এতে অনেকে বিরক...
20/04/2025

অনেক বিবাহিত পুরুষই জানে না, নারীরা কথা বলতে চায় মানসিক চাপ কমানোর জন্য। পুরুষরা ভাবে, নারী কথা বেশি বলে। এতে অনেকে বিরক্ত হয়ে যায় এবং তখন জীবনসঙ্গিনীর কথা মন দিয়ে শুনে না।
আবার কেউ কেউ মনে করে, নারী কোনো অভিযোগ দিচ্ছে মানেই সে সমস্যার সমাধান দিতে হবে। তবেই সেটা সহানুভূতি প্রকাশের সেরা উপায়। কিন্তু অনেক সময় নারীরা কোনো সমাধান চায় না, শুধু অনুভূতি ভাগাভাগি করতে চায়। বরং সমাধান দিতে গেলে হিতে বিপরীত হয়ে যায়।
এইভাবেই ভুল বোঝাবুঝি থেকে শুরু হয় সম্পর্কের টানাপোড়েন। পুরুষ ভাবে, নারী অযথা অভিযোগ করছে। আর নারী ভাবে, পুরুষ তার অনুভূতিকে গুরুত্ব দিচ্ছে না।
তাহলে সমাধান কী?
পুরুষকে বোঝা দরকার: সব কথা শুধু সমাধানের জন্য নয়—অনুভূতি বোঝার জন্যও শোনা দরকার। শুধু বলুন, "হ্যাঁ, বুঝতে পারছি, এটা আসলেই কঠিন!"—অনেক সময় এটুকুই যথেষ্ট।
নারীদের বোঝা দরকার: পুরুষের স্বভাবই হলো সমাধান দেওয়া। তাই কথা বলার সময় একটু দিকনির্দেশনা দেওয়া যেতে পারে—"আমি আসলে শুধু তোমার সাথে শেয়ার করছি, এর বেশি কিছু না।"
একজন শুনতে শিখলে এবং আরেকজন বুঝতে শিখলে সংসারের ভুল বোঝাবুঝিগুলো সহজেই কেটে যাবে। কারণ
সম্পর্ক টিকে থাকে বোঝাপড়ার ওপর, বিতর্কের ওপর নয়।

-দারুল হাদীস মাদ্রাসা, বারৈয়ারহাট

'svlog

“একটা নতুন মা মানে শুধু মা হওয়া না—নিজেকে একটু একটু করে হারিয়ে ফেলা…”একটা সময় সে নিজের জন্য সাজত, আয়নায় হাসত, বন্ধুবান্ধ...
18/04/2025

“একটা নতুন মা মানে শুধু মা হওয়া না—নিজেকে একটু একটু করে হারিয়ে ফেলা…”

একটা সময় সে নিজের জন্য সাজত, আয়নায় হাসত, বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডা দিত, নিজের ছোট ছোট ইচ্ছেগুলোতে বাঁচত।
আর এখন?
সে সারা দিন একা—চারদিক নিরব, শুধু কান্নার শব্দ,
নিজের কন্ঠ শোনাও যেন ভুলে গেছে।

বাচ্চার খাওয়ানো, ঘুম পাড়ানো, পাম্পার বদলানো…
দিনে ১০ বার ঘর পরিষ্কার করা,
আর নিজের খাওয়া? ঠান্ডা হয়ে যাওয়া ভাত, তাও কখনো কখনো খাওয়ার সময়ও হয় না।

ঘুমহীন রাতগুলোতে যখন সারা পৃথিবী ঘুমিয়ে থাকে,
সে জেগে থাকে—বাচ্চার নিঃশ্বাস দেখে দেখে নিশ্চিন্ত হয়।
তার চোখে কালি পড়ে, শরীর ক্লান্ত হয়ে পড়ে,
কিন্তু সে থামে না… এক মুহূর্তের জন্যও না।

কেউ ভাবে, ঘরে থাকে তো, খুব আরামেই আছে—
কিন্তু সেই ঘরটাই কখন যেন হয়ে যায় তার একলা যুদ্ধের ময়দান।

একটা নতুন মা—ভিতরে ভেঙে পড়ে, আবার নিজেই নিজেকে শক্ত করে তোলে।
এক ফোঁটা হাসি, একটুখানি স্পর্শেই বেঁচে থাকে।

তাকে কেউ জিজ্ঞেস করে না—“তুই কেমন আছিস?”
কেউ বোঝে না, মা হওয়া মানেই নিজের সমস্ত ভালো লাগাকে সাময়িক বিদায় জানানো।
তবু সে ভালো থাকে—কারণ তার বুকের মাঝে একটা ছোট্ট প্রাণ হাসে।
তবু সে লড়াই করে—কারণ তার ভালবাসার নাম “মা”।

কারণ, একজন নতুন মা-র ভালোবাসা, কষ্ট আর আত্মত্যাগ—সবকিছুই নিঃশব্দে ঘটে যায়।
তাকে একটু ভালোবাসা দিন, একটু প্রশংসা দিন, একটু সাহস দিন।
কারণ, সেই মা-ই একটা ভবিষ্যৎ গড়ে তুলছেন।🙏🏻🙏🏻❤️

'svlog

ননস্টিক প্যানে একটি সামান্য স্ক্র্যাচ থেকে ৯ হাজার বিষাক্ত মাইক্রো-প্লাস্টিক উন্মুক্ত হয়। আর প্রলেপ উঠে গেলে সে সংখ্যা প...
17/04/2025

ননস্টিক প্যানে একটি সামান্য স্ক্র্যাচ থেকে ৯ হাজার বিষাক্ত মাইক্রো-প্লাস্টিক উন্মুক্ত হয়। আর প্রলেপ উঠে গেলে সে সংখ্যা পৌঁছাতে পারে ২০ লাখে! যা প্রতিবার রান্নায় মেশে খাবারের সাথে।

ননস্টিক প্যান, খুন্তি— এসবে টেফলনের প্রলেপ দেওয়া হয়। টেফলন প্লাস্টিক জাতীয় পলিমার। সাধারণ প্লাস্টিক নয়, বরং এটি একটি 'ফরেভার কেমিক্যাল', যা কখনও নষ্ট করা যায় না। একে 'চিরস্থায়ী বিষ' বললেও ভুল হবে না।

এসব সরঞ্জাম একটু পুরনো হলেই খাবারের সাথে মিশতে থাকে এসব কেমিক্যাল, যা দীর্ঘ সময় ব্যবহারে নারী ও পুরুষ উভয়েরই বন্ধ্যাত্ব দেখা দিতে পারে! এমনকি শিশুর বিকাশ ও ক্যানসারের কারণও এসব কণা। হরমোনের ভারসাম্যহীনতারও সূত্রপাত এখান থেকেই। ৯৯% আমেরিকানের রক্তে বিভিন্ন মাত্রায় এই রাসায়নিক পাওয়া গেছে। ব্যাখ্যা: বিজ্ঞানপ্রিয়।

সূত্র: Science of the Total Environment

পারফেক্ট স্কিন বলতে কিছু নেই 🙂প্রথমেই বলে নিচ্ছি এই পোস্টের মাধ্যমে পিয়া আপু কে বা অন্য কাউকেই তার চেহারা নিয়ে ট্রল বা...
16/04/2025

পারফেক্ট স্কিন বলতে কিছু নেই 🙂

প্রথমেই বলে নিচ্ছি এই পোস্টের মাধ্যমে পিয়া আপু কে বা অন্য কাউকেই তার চেহারা নিয়ে ট্রল বা বাজে মন্তব্য করার উদ্দেশ্যে পোস্ট টি করছি না । শুধুমাত্র সমাজের একটা ভুল ধারণা তুলে ধরছি।

আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই দেখি পারফেক্ট স্কিন খুজে । নিখুঁত সৌন্দর্য যাকে বলে পা থেকে মাথা অব্দি নিখুঁত। কিন্ত নিখুঁত বলতে আসলে কিছুই হয় না মানুষতো নয়ই। যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে বা কন্টেন্ট তৈরি করে তারা ক্যামেরার সামনে আসে একদম নিখুঁত ভাবে । দামি মেকাপ ,ফিল্টার এসব ইউজ করে একদম পারফেক্ট একটা লুক নিয়ে আসেন

আর এসব দেখে ছেলেরা বাস্তবে মেয়েদের মধ্যেও নিখুঁত সৌন্দর্য খুজে অনেক ক্ষেত্রে মেয়েরাও। কিন্ত বাস্তবে একটা মেয়ের মুখে ব্রণ ,ব্রণের দাগ , ডার্ক সার্কেল,ওপেন পোর্স থাকবে এইটাই স্বাভাবিক। মেকাপ করে হয়ত এই সমস্যা গুলো ডেকে ফেলে একটা সুন্দর লুক নেয়া সম্ভব কিন্ত এই সমস্যা গুলো দূর করা যায় না । এই সমস্যা গুলো নিয়েই একটা মেয়ে । কম বেশি সব মেয়েদের মধ্যেই এই সমস্যা আছে এবং থাকবে।

পিয়া আপু শুধুমাত্র বাংলাদেশের ছেলেদের না অনেক মেয়েদেরও ক্রাশ। আমার তাকে অনেক ভালো লাগে 🥰। সোশ্যাল মিডিয়ায় ভিডিও বা ছবি দেখে অনেক ছেলেদের বলতে দেখেছি যে ওর মতো পারফেক্ট সুন্দরী হয় না একদম পা থেকে মাথার চুল অব্দি সুন্দর আবার অনেক মেয়ে উনাদের দেখে নিজেকে নিয়ে হীনম্ন্যতায় ভুগতে দেখেছি ।

আসলে কেউই যে নিখুঁত নয় তা বুঝাতেই নিচের ছবি দুটো এড করলাম। সবাই মানুষ আর মানুষ কখনোই নিখুঁত হয় না ।

শুভ নববর্ষ ১৪৩২
15/04/2025

শুভ নববর্ষ ১৪৩২

বিয়ের ধুম পড়েছে,,👰👰ভ্যানিলা কেক 🍰🍰এক পাউন্ড 🍰🍰
03/04/2025

বিয়ের ধুম পড়েছে,,👰👰
ভ্যানিলা কেক 🍰🍰
এক পাউন্ড 🍰🍰

10/03/2025
01/03/2025

সস্তায় বস্তা ভরে বানিয়ে রাখুন টমেটো সস

#টমেটো #সস 'svlog

Address

Birampur
Dinajpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Moury's vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Moury's vlog:

Share