10/02/2025
দিনাজপুরে ৩১৬ বোতল ফেন্সিডিল সহ নারী কারবারি আটক।
দিনাজপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩১৬ বোতল ফেন্সিডিল সহ একজন নারী কারবারিকে আটক করা হয়েছে তবে স্বামী পলাতক ;
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয় সুত্র জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানে অংশ হিসেবে সোমবার (১০ ফেব্রুয়ারী) বিকালে ডিএনসি দিনাজপুরর এর একটি বিশেষ টীম দিনাজপুর সদর উপজেলাধীন বড়গ্রাম ছাইতান কুড়ি এলাকায় অভিযান চালিয়ে ইসমোতারা বেগম (৪০) নামের নারী কারবারিকে আটক করা হয়। এসময়, আটককৃতের স্বামীর বসতবাড়ি তল্লাশি করে ৩১৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। তবে, অভিযানের খবর টের পেয়ে পূর্বেই ঘটনাস্থল থেকে মোঃ মোজাফফর হোসেন (৪৮)পালিয়ে যায়।
আটককৃত নারী কারবারি মোছাঃ ইসমোতারা বেগম (৪০) দিনাজপুর জেলার সদর উপজেলাধীন বড়গ্রাম ছাইতাল কুড়ি এলাকার মোঃ মোজাফফর হোসেনের স্ত্রী।
আটককৃতের বিরুদ্ধে ও একজনকে পলাতক দেখিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দিনাজপুর কোতয়ালী থানায় একটি মামলা রজ্জু পূর্বক বিধি মোতাবেক সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর।