কর্মে বিশ্বাসী Riyad

কর্মে বিশ্বাসী Riyad রিজিকের মালিক আল্লাহ তায়ালা। কিন্তু রিজিকের সঠিক বণ্টনকারী হলো মানুষ। বর্তমানে রিজিকের সঠিক বণ্টন হয় না যা হয় তা হলো বড় লোক আরো বড়লোক গরীব আরো গরীব।

06/04/2025

এইটা আমার নিউ আইডি
আমাকে এখন থেকে এই আইডিতে পাবেন সর্বদা।
তাই সবাই আমাকে সাপোর্ট করে পাশে রাখুন। প্লিজ
ধন্যবাদ ❤️

31/10/2024

আইসিসির নিকট জোড়ালো দাবী জানাচ্ছি টেস্টে প্রতিপক্ষ ১বার ব্যাট করবে আর বাংলাদেশ ৩ বার। প্রয়োজনমতে 4 বার ব্যাটিং এর আবেদন জানাচ্ছি।

21/10/2024

বৈষম্য বিরোধী আন্দোলন হলেও
হয় না কখনো আন্দোলন
শোষণ বিরোধী.......

আমাদের দেশ বাংলাদেশ কতটা শিক্ষিত দেশ সেটা কাগজপত্রের ভুলে তা প্রমাণ পাওয়া যায়। দেশের জাতীয় পরিচয়পত্রের 99% মানুষেরই সমস্...
21/10/2024

আমাদের দেশ বাংলাদেশ কতটা শিক্ষিত দেশ সেটা কাগজপত্রের ভুলে তা প্রমাণ পাওয়া যায়।
দেশের জাতীয় পরিচয়পত্রের 99% মানুষেরই সমস্যা। শুধু এটাতে নয় কোন কাগজে ভুল নাই????
আবার তাদের ভুল তারা স্বীকার না করে বরং আমাদের কাছ থেকে ফির ব্যবস্থা করে হয়রানি তো আছে বটেই।

12/10/2024

দেশের একজন সু-নাগরিক হিসেবে মনে করি দেশের ক্রিকেট বন্ধ করে দিয়ে এই অর্থ দেশের গবেষণা খাতে ব্যয় করা উত্তম হবে।

দয়া করে সম্পূর্ণটা পড়ুন। প্লিজ!!!!!!!!
09/10/2024

দয়া করে সম্পূর্ণটা পড়ুন। প্লিজ!!!!!!!!

একজন প্রথম শ্রেণির কর্মকর্তা, ম্যাজিস্ট্রেট, এসপি, ডিসি সচিব এবং বিশিষ্ট ব্যবসায়ী কিংবা যাদের মাসে ১ লক্ষ টাকার উপরে আয় ...
09/10/2024

একজন প্রথম শ্রেণির কর্মকর্তা, ম্যাজিস্ট্রেট, এসপি, ডিসি সচিব এবং বিশিষ্ট ব্যবসায়ী কিংবা যাদের মাসে ১ লক্ষ টাকার উপরে আয় তাদের বউ এর চাকুরীর কিসের দরকার?????
এই চাকুরীটা কি একটা বেকার ছেলের জন্য বেশি জরুরী ছিল না? যে চাকুরীটা পেলে পরিবারের হাল ধরবে।
ও আপনারা বলবেন স্ট্যাটাস মেইনটেইন করতে হয়। কিš‘ আপনাদের স্ট্যাটাস মেইনটেইন করতে গিয়েই সমাজে আজ বেকারত্বের হাহাকার..! কিš‘ এই ভাবে যদি চলতে থাকে তাহলে চাকুরীর বয়সসীমা ৩৫ বছর করলেও তো সমাজে বেকারত্ব দূর হবে না। ঐ যে, আপনাদের স্ট্যাটাস মেইনটেইন করতে গিয়েই আবার আপনাদের বউরা চাকুরীটা নিয়ে বসবে। আর বেকারত্ব দিন দিন বেড়েই চলবে।

একটা ছেলে চাকুরী পাওয়া মানে একটা বেকার মেয়েকে বিয়ে করে সংসার গঠন করা। কিন্তু একটা মেয়ে চাকুরী পাওয়া মানে একটা বেকার ছেলে...
09/10/2024

একটা ছেলে চাকুরী পাওয়া মানে একটা বেকার মেয়েকে বিয়ে করে সংসার গঠন করা। কিন্তু একটা মেয়ে চাকুরী পাওয়া মানে একটা বেকার ছেলেকে বিয়ে করে সংসার গঠন করা নয়।

02/10/2024

সকল ধরণের সোস্যাল মিডিয়া থেকে অবসর গ্রহণ করলাম। চাকচিক্যতার মোহয় থেকে নিজেকে বেড় করতে পারলেই জীবনটা অনেক সুন্দর।তাই এই সিদ্ধান্ত নেওয়া।
দোয়া প্রার্থী সকলের নিকট।

26/09/2024

যারা জা*রজ যারা কু*লাঙ্গার, যারা বে*য়াদব যাদের কোনো লেভেল-ই নাই, যারা ফেরআউনের বংশধর, যারা নমরুদের বংশধর তারা বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) নামে কুটুক্তি করে। কিন্তু তারা যেনো ভুলে না যায় আল্লাহর এই জমিনে আল্লাহ এবং রাসুল (সাঃ) এর বিরুদ্ধকারীদের বিনাষ অনিবার্য। তাদের জন্য আল্লাহ তৈরি করে রেখেছেন চিরস্থায়ী জাহান্নাম।

20/09/2024

যে মরতেছে সে জানে না কি অপরাধে তাকে মরতে হচ্ছে।
& যে মারতেছে সেও জানে না যে সে কি কারণে অন্যায়ে লিপ্ত

তারা বললো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়লেই নাকি শিক্ষিত হয়। আমি বললাম না।তারা বললো বুয়েটে পড়লেই নাকি শিক্ষিত হয়। আমি বললাম না।ত...
19/09/2024

তারা বললো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়লেই নাকি শিক্ষিত হয়। আমি বললাম না।
তারা বললো বুয়েটে পড়লেই নাকি শিক্ষিত হয়। আমি বললাম না।
তারা বললো অক্সফোর্ড এ পড়লেই নাকি শিক্ষিত হয়। আমি আবার বললাম না।
তারা বললো আমেরিকার ক্যালিফর্নিয়া তে পড়লেই নাকি শিক্ষিত কনফার্ম। আমি আবারও বললাম না।
তারা বললো আমিই নাকি মূর্খ তাই এত্ত নামি-দামি বিশ্ববিদ্যালয়ের মর্ম বুঝলাম না। আমি বললাম শুনো তাহলে
ধর্মীয় জ্ঞানের শিক্ষা ব্যতীত দুনিয়াবি শিক্ষায় কেউ প্রকৃত শিক্ষিত হতে পারে না। যে যেই ধর্মেরই অনুসারী হউক না কেনো? ধর্মীয় জ্ঞান মানুষকে মনুষ্যত্ব মানবতা অর্জন করে প্রকৃত মানুষ বানায়।
আর দুনিয়াবী জ্ঞান মানুষের ক্যারিয়ার গড়তে শেখায়।
ধর্মীয় জ্ঞান + দুনিয়াবী জ্ঞান = প্রকৃত মানুষ।
যদি দুনিয়াবী শিক্ষায় মানুষ শিক্ষিত হতো তাহলে সৃষ্টিকর্তা দুনিয়া সৃষ্টি করার পর পরই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় তৈরি করে মানুষকে শিক্ষার ব্যবস্থা করে দিতো। একদম পৃথিবীর শেষ লগ্নে এসে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় তৈরি হতো নাত।
- নো কপি নো পেস্ট - রিয়াদ (কর্মে বিশ্বাসী)

Address

SADAR
Dinajpur
5200

Telephone

01729449875

Website

Alerts

Be the first to know and let us send you an email when কর্মে বিশ্বাসী Riyad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কর্মে বিশ্বাসী Riyad:

Share