
13/06/2025
অনেকেই বলছেন The last selfie,
প্রতীক জোশি নামের এই ব্যক্তি তার স্ত্রী ও ফুটফুটে ৩ সন্তান সহ নতুন করে স্বপ্ন দেখছিলেন, যা কিনা শুরু হওয়ার আগেই শেষ। বিশেষ করে এই বাচ্চাগুলোর জন্য বেশি মায়া হচ্ছে । ভয়াবহ বিমান দূর্ঘটনা তাদের সহ ২৪১ জনের প্রান নিয়ে গেল।
আরও যে ছবিটি দেখতেপারছেন অকীল নানাবাওয়া, তাঁর স্ত্রী হান্না ভোরাজি এবং তাদের চার বছর বয়সী কন্যা সারা নানাবাওয়া সবাই ঐ বিমানে ছিলেন। কল্পনা করতে পারেন একটি পুরো পরিবার শেষ হয়ে গেলে কেমন হয় !
ভবিষ্যৎ আসলে কেউ জানে না, তাই সময় থাকতে এর মূল্য দিন। 😔