Tuhin blog bd

Tuhin blog bd আমি ভালোবাসি মানুষকে।তুমি ভালোবাসো আমাকে।আমাদের দুজনের সব ভালোবাসা আজ এসো বিলিয়ে দিই এই দেশটা

"Tuhin blog bd " পেজ এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

আমি এই পেজের মাধ্যমে বিভিন্ন প্রকার-

🔰- শর্ট ভিডিও ,
🔰- ফানি ভিডিও ,
🔰- কমেডি ভিডিও
🔰- পার্সোনাল ব্লগ ভিডিও ,
🔰-টিক টক ভিডিও ,
🔰- স্নেক ভিডিও ,
🔰-রিলস ভিডিও ,
🔰-পোষ্ট করব।

"Tuhin blog bd " পেইজে লাইক দিয়ে পাশে থাকবেন।
❤ ধন্যবাদ সবাইকে ❤

06/08/2025
04/08/2025

নিয়োগ বিজ্ঞপ্তি
একজন এমব্রয়ডারি ডিজাইনার নিয়োগ দেওয়া হবে ।
শুধু মাত্র শাড়ীর কাজের জন্য লাগবে।
যোগাযোগ ‍: হিমেল এমব্রয়ডারি লিঃ
পলাশ নগর মালিক সমিতির মোড় মিরপুর 11 ঢাকা ।
মোবাইল: 01915071209

04/08/2025

"সাফল্য হলো ছোট ছোট প্রচেষ্টার সমষ্টি, যা প্রতিদিন পুনরাবৃত্তি করা হয়।"
> "বিশ্বাস রাখো যে তুমি পারবে, তাহলে তুমি অর্ধেক পথ অতিক্রম করে ফেলেছ।"
> "কষ্টই হলো সাফল্যের মূল্য। যদি তুমি সফল হতে চাও, তাহলে কষ্ট করতে ভয় পেয়ো না।"
> "ব্যর্থতাকে ভয় পেয়ো না। এটি শুধু তোমার সফলতার পথে একটি ধাপ।"
> "তোমার ভবিষ্যৎ তৈরি হয় তুমি আজ কী করছো তার উপর, কাল কী করবে তার উপর নয়।"
> "বড় কোনো কাজ করার একমাত্র উপায় হলো তোমার কাজকে ভালোবাসা।"
> "স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন হলো তা যা তোমাকে ঘুমোতে দেয় না।"
>
আশা করি এই উক্তিগুলো আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে অনুপ্রাণিত করবে।

03/08/2025

হযরত আদম (আঃ) ছিলেন মানবজাতির আদি পিতা এবং আল্লাহর প্রেরিত প্রথম নবী। তাঁর জীবন কাহিনীকে সংক্ষেপে কয়েকটি ধাপে বর্ণনা করা যায়।
সৃষ্টি ও মর্যাদা
আল্লাহ তা'আলা নিজ কুদরতে মাটি থেকে হযরত আদম (আঃ)-কে সৃষ্টি করেন। সৃষ্টির পর তিনি তাঁকে সবকিছুর নাম শিখিয়ে দেন এবং ফেরেশতাদের সামনে তাঁর জ্ঞান ও মর্যাদা তুলে ধরেন। এরপর আল্লাহ সব ফেরেশতাকে আদম (আঃ)-কে সিজদা করার নির্দেশ দেন। সকল ফেরেশতা সিজদা করলেও, ইবলিস (শয়তান) অহংকারবশত সেই আদেশ অমান্য করে এবং আল্লাহর দরবার থেকে বিতাড়িত হয়।
জান্নাতে বসবাস ও নিষিদ্ধ ফল
আল্লাহ হযরত আদম (আঃ)-কে জান্নাতে থাকার অনুমতি দেন। সেখানে তিনি একা বোধ করলে আল্লাহ তাঁর পাঁজর থেকে তাঁর স্ত্রী হযরত হাওয়া (আঃ)-কে সৃষ্টি করেন। জান্নাতে তাঁরা সুখে বসবাস করতে থাকেন। আল্লাহ তাঁদেরকে জান্নাতের সব ফল খাওয়ার অনুমতি দিলেও, একটি নির্দিষ্ট গাছের ফল খেতে নিষেধ করেন। কিন্তু শয়তান তাদের মনে কুমন্ত্রণা দেয় এবং আল্লাহর নিষেধাজ্ঞা ভুলিয়ে দেয়। শয়তানের প্ররোচনায় তাঁরা সেই নিষিদ্ধ ফল খেয়ে ফেলেন।
পৃথিবীতে আগমন ও অনুশোচনা
নিষিদ্ধ ফল খাওয়ার পর হযরত আদম ও হাওয়া (আঃ) তাদের ভুল বুঝতে পারেন। আল্লাহ তাঁদেরকে পৃথিবীতে পাঠিয়ে দেন। পৃথিবীতে আসার পর তাঁরা তাদের ভুলের জন্য অত্যন্ত অনুতপ্ত হন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকেন। দীর্ঘ সময় অনুশোচনার পর আল্লাহ তাঁদের ক্ষমা করেন।
মানবজাতির সূচনা
পৃথিবীতে হযরত আদম (আঃ) ও হযরত হাওয়া (আঃ)-এর মাধ্যমে মানবজাতির সূচনা হয়। তাঁদের দুই পুত্র ছিল - হাবিল ও কাবিল। তাঁদের মধ্যে হাবিল ছিল সৎ ও ধার্মিক, আর কাবিল ছিল হিংসুটে। কাবিল হিংসার বশবর্তী হয়ে হাবিলকে হত্যা করে, যা ছিল পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড।
হযরত আদম (আঃ) পৃথিবীতে বহু বছর জীবনযাপন করেন এবং মানুষকে আল্লাহর পথে আহ্বান করেন। তিনি ছিলেন প্রথম নবী এবং সমস্ত মানবজাতির আদি পিতা। তাঁর জীবনের প্রতিটি ঘটনায় শিক্ষা ও উপদেশ রয়েছে, যা আজও মানবজাতির জন্য পাথেয়

03/08/2025

ইসলামের আদি পিতা হলেন হযরত আদম (আঃ)। ইসলাম ধর্ম অনুযায়ী, তিনি পৃথিবীর প্রথম মানুষ এবং আল্লাহর প্রেরিত প্রথম নবী। আল্লাহ তাঁকে মাটি দিয়ে নিজ হাতে সৃষ্টি করেছিলেন এবং তাঁর পাঁজর থেকে তাঁর স্ত্রী হযরত হাওয়া (আঃ)-কে সৃষ্টি করেন। এই দুইজনের মাধ্যমেই পৃথিবীতে মানবজাতির বিস্তার লাভ করে।
তিনি শুধু ইসলামের আদি পিতা নন, বরং সমস্ত মানবজাতিরই আদি পিতা হিসেবে সম্মানিত

25/06/2025

#মিরপুর travel

Address

Dinajpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tuhin blog bd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share